January 2024


এ প্রসঙ্গে ধারাবাহিকের সৃজনশীল পরিচালক সংবাদ্মাধ্যমকে বলেন, "ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী সকলেই সুরক্ষিত আছেন।

একটি দেশলাই কাঠি থেকে 'ধ্রুবতারা' ধারাবাহিকের সেটে ভয়াবহ আগুন
'ধ্রুবতারা' ধারাবাহিকের সেটে ভয়াবহ আগুন

একটি দেশলাই কাঠির ক্ষমতা যে কতটা হতে পারে তা হাড়েহাড়ে টের পাচ্ছেন ধ্রুবতারা ধারাবাহিকের কলাকুশলীরা। প্রতিদিনের মতো মুম্বইইয়ের ফিল্মসিটিতে শুটিং চলছিল। আচমকাই সিরিয়ালের সেটের পিছন থেকে দেখা যেতে থাকে আগুনের লেলিহান শিখা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ধারাবাহিকের এক কর্মী জ্বলন্ত দেশলাইকাঠি ছুড়েছিলেন। আশেপাশেই ছিল শুকনো ঘাস। দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্কে কাঠ হয়ে যান সকলেই। তবে সুখবর, সেটে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা থাকায় গুরুতর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গোটা টিম। কিছুক্ষণের চেষ্টার ফলে তা দিয়েই আগুন নেভানো সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে। হতাহতেরও খবর নেই।


এ প্রসঙ্গে ধারাবাহিকের সৃজনশীল পরিচালক সংবাদ্মাধ্যমকে বলেন, “ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী সকলেই সুরক্ষিত আছেন। পিছনের ঘাসজমিতে আগুন লেগেছি। তবে এখন সবকিছুই নিয়ন্ত্রণে আছে।” ধ্রুবতারা ধারাবাহিকের পরিচালক বৈভব সিং। ধারাবাহিকের নাম ভূমিকায় রয়েছেন ঈশান ধবন ও রিয়া শর্মা। অল্পদিনেই বেশ পরিচিত লাভ করেছেন এই ধারাবাহিক।


ধারাবাহিকের সেটে আগুন লাগার ঘটনা নতুন নয়। কিছু মাস আগেই টলিপাড়াতেও ঘটেছিল একই ঘটনা। আগুন লাগে ভারতলক্ষ্মী সেটে। সৃষ্টি হয় আতঙ্ক। ডাকা হয়েছিল দমকলকেও। তবে সেখানেও হতাহতের ঘটনা ঘটেনি

রচনা জিজ্ঞাসা করাতেই নিজেকে আর ধরে রাখতে পারেননি পুষ্পিতা। বলে ফেলেন, মনের ভিতরে যা লুকিয়ে রয়েছে। কাঁপা গলায় পুষ্পিতা জানান, তাঁর যত চিন্তা ছেলেকে নিয়েই। কথা শোনে না।

টাকা ঢেলেও ফল জিরো! একমাত্র ছেলের জন্য কান্নায় ভেঙে পড়লেন পুষ্পিতা
ছেলের জন্য কান্নায় ভেঙে পড়লেন পুষ্পিতা

দীর্ঘ ৩০ বছরের কেরিয়ার তাঁর। অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়কে কে না চেনেন? সেই পুষ্পিতা মুখোপাধ্যায়ই এবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে কেঁদে ফেললেন। না, পেশাগত কারণ নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই অতিষ্ঠ পুষ্পিতা। একমাত্র ছেলেকে ‘মানুষ’ করতে না পারার আক্ষেপ যেন কুরে কুরে খাচ্ছে তাঁকে। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় র রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন তিনি। তাঁর মুখ-চোখের অবস্থা থেকে শো’র সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন, কী হয়েছে তাঁর? সব ঠিক আছে তো?


রচনা জিজ্ঞাসা করাতেই নিজেকে আর ধরে রাখতে পারেননি পুষ্পিতা। বলে ফেলেন, মনের ভিতরে যা লুকিয়ে রয়েছে। কাঁপা গলায় পুষ্পিতা জানান, তাঁর যত চিন্তা ছেলেকে নিয়েই। কথা শোনে না। ফোনের নেশায় বুঁদ হয়ে থাকে। তিনি বলেন, “সব ট্রাই করেছি আমরা। পড়াশোনায় জিরো। কিচ্ছু করতে পারছি না। কিছুতেই পারছি না। এত ফোনের নেশা ওর।” অসহায় মা আরও বলেন, “হাতে যদি একটু পাওয়ার থাকত তবে অনেক বাচ্চার জীবন সুন্দর হয়ে যেত। ওরা তো বুঝে নিজের ক্ষতিটা করছে না। ওরা নতুন জিনিস পেয়ে ভেসে গেল। আমি কিন্তু সবটা পুরো সময়টা ছেলেকে দিয়েছি। কিচ্ছু লাভ হয়নি।”

ফোনের নেশা নয়, অনলাইন গেমের নেশা পুষ্পিতার ছেলের। ছলছল চোখে রচনাকেও তিনি আর্জি জানান, কোনওভাবে এই গেমের নেশা বন্ধ করা যায় না কি? পুষ্পিতার আর্তি শুনে চোখ দ্রব হয়ে ওঠে রচনারও। পাল্টা তিনি বলেন, “তোর ছেলে ছোট , আমার জন ১১ এ পড়ে। আমিও এই ফেজ দিয়ে গিয়েছি। জানি। এটা তোকেই পারতে হবে। তোকেই ওকে বের করে আনতে হবে। তুই নিজে পজিটিভ থাক।” যদিও রচনার এই আশ্বাসবাণীতে মন ভেজেনি পুষ্পিতার। তিনি যে ভুক্তভোগী। তাঁর যন্ত্রণা বুঝতে পারবে সে সাধ্যি কার! তবে শুধু পুষ্পিতার সন্তানই নন, জেন জেডের অধিকাংশই এখন অনলাইন গেমে বুঁদ। এ নিয়ে বিশ্বব্যাপী প্রচার চললেও অনেকের ক্ষেত্রেই তা নেশার আকার ধারণ করেছে, অভিনেত্রী পুত্রও এর ব্যতিক্রম নয়।

 কে এই সোহেল? জানিয়ে রাখা যাক, শিশুশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সোহেল। বর্তমানে ছোটখাটো অভিনয় করতে দেখা যায় তাঁকে।

কখনও সৌমিতৃষা, কখনও তিয়াসা! কে এই সোহেল, চেনেন তাঁকে?
কে এই সোহেল?


সোহেল দত্তকে চেনেন? ইদানিং তিনি বেশ চর্চায়। একদিকে তিয়াসা লেপচার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, অন্যদিকে তাঁকে আর সৌমিতৃষা কুন্ডুকে নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে ভালবাসা নিয়ে নতুন পাঠ শেখালেন সোহেল। যা লিখলেন, তাতে চলতি গসিপে ঘৃতাহুতিই হল বলে মনে করছে নেটপাড়া। সলমনের ছবি ‘কিক’-এর সেই বিখ্যাত লাইন ধার করে সোহেল লেখেন, “দিল মে আতা হু, সমঝ মে নহি।’ যার বাংলা করলে দাঁড়ায়, “মনের মধ্যে ঠাই পাই। বোঝারও অসাধ্য আমি।” এখানেই কি শেষ নাকি? ছুড়ে দিয়েছেন এক প্রশ্নও। লিখেছেন, “আমি কি কাউকে ভালবেসে ফেলেছি? নাকি নয়?” তাঁর এই হেঁয়ালি দেখে ভক্তমনেও বেড়েছে জিজ্ঞাসা। তাঁদের সাফ সাফ প্রশ্ন, “আপনার প্রেমিকাটি কে?”


কে এই সোহেল? জানিয়ে রাখা যাক, শিশুশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সোহেল। বর্তমানে ছোটখাটো অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে অভিনয়ের থেকে তাঁকে আজকাল বেশি দেখা যায় রাজনীতির মঞ্চেই। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে কখনও ওয়েব সিরিজের প্রযোজনায় আবার জন্মদিনের পার্টিতে কামারহাটির সাংসদ মদন মিত্রের সঙ্গে তাঁর ছবি প্রায়শই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ হেন সোহেল বিগত বেশ কিছু সময় ধরে প্রেম করছিলেন তিয়াসা লেপচার সঙ্গে। তবে বেশ কিছু মাস আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিয়াসা এখন সিঙ্গল। কিছুদিন আগেই জন্মদিন ছিল তাঁর। সেই উপলক্ষে এক পার্টি দিয়েছিলেন সোহেল। সেই পার্টিতে হাজির ছিলেন টলিউডের অনেক চেনা মুখ। সোহেলের জন্মদিনে তাঁর সঙ্গে এক ছবিও শেয়ার করেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ওই ছবি দেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁদের দু’জনের ‘সম্পর্ক’ নিয়ে শুরু হয়ে যায় জোর আলোচনা।

অনেকেই ধারণা করে নেন, সৌমিতৃষার জন্য বুঝি বিচ্ছেদ হয়ে গিয়েছে তিয়াসা ও সোহেলের। তবে সূত্র জানাচ্ছে এরকটা হয়নি মোটেই। সৌমিতৃষা ও সোহেল দু’জনেই দু’জনকে ডাকেন ‘ভাই’ বলে। তাঁদের দু’জনের মধ্যে বন্ধুত্ব ব্যতীত আর কোনও সম্পর্ক নেই।

 গত ১৫ ডিসেম্বর বিয়ে করেন দর্শনা ও সৌরভ। তাঁদের বিয়েতে হাজির ছিলে প্রায় গোটা টলিউড। বিয়ে নিয়ে কম সমালোচনা হয়নি।

'সন্তানসম্ভবা'? ক্রপটপে ছবি দিতেই দর্শনাকে ঘিরে প্রশ্ন, মিলল উত্তরও
দর্শনাকে ঘিরে প্রশ্ন

দর্শনা বণিক কে চেনেন নিশ্চয়ই? মাত্র মাস দেড়েক আগে অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছেন তিনি। তিনি কি মা হচ্ছেন? তাঁর ‘বেবি বাম্প’ আবিষ্কার করে একের পর এক প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে শুধু প্রশ্নই নয়, মিলেছে উত্তরও। ক্রপটপে তিনটে ছবি দিয়েছিলেন দর্শনা। লিখেছিলেন, ‘সেখানে প্রায় পৌঁছে গিয়েছি।” আর তা দেখেই অনেকেই অনুমান করে নেন অভিনেত্রী বুঝি মা হতে চলেছেন। সেই প্রশ্নও অনেকেই করেন মন্তব্য বক্সে। 

অনেকেই জিজ্ঞাসা করেন, “কোথায় পৌঁছনোর কথা লিখছেন?” জানিয়ে রাখা যাক, গত বছর বেশ খানিক ওজন বাড়িয়ে ফেলেছিলেন দর্শনা। তবে বিয়ের আগে নিয়মিত জিমে যোগ দেন তিনি। সঙ্গে চলে ডায়েট ও নাচ। আগের থেকে অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন তিনি। কমিয়ে ফেলেছেন পেটের অতিরিক্ত মেদও। যে টুকু কমেনি তা কমিয়ে ফেলার জন্য চেষ্টাও চালাচ্ছেন তিনি। সেটিরই ‘ওয়ার্ক ইন প্রগরেস’-এর ছবি দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর জন্য যে ‘সন্তানসম্ভবা তকমা পেতে হবে তা হয়তো নিজেও ভাবতে পারেননি তিনি।


গত ১৫ ডিসেম্বর বিয়ে করেন দর্শনা ও সৌরভ। তাঁদের বিয়েতে হাজির ছিলে প্রায় গোটা টলিউড। বিয়ে নিয়ে কম সমালোচনা হয়নি। সৌরভের পূর্ব সম্পর্কের কথা টেনে চরম নিন্দিত হতে হয়েছে তাঁকে। যদিও সে সবকে পাত্তা দেননি কেউই। বিয়ের পরই দু’জনে কাজে ফিরেছেন। নতুন ফ্ল্যাট শিফটও হয়েছেন দু’জনে। একে অপরের প্রেমে সুখে সংসার করছেন সৌরভ ও দর্শনা।

৫০ রকমের চা তৈরি করতে পারেন এই রতন পাত্র। যাঁরা চুমুক দিয়েছেন, তাঁরা জানেন চায়ের সঙ্গে নানা ধরনের রস মিশিয়ে চায়ের দুনিয়ায় ছোটখাটো বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। পুরস্কারও পেয়েছেন অনেক। রতনের চায়ের ভক্ত অমিতাভ বচ্চন, শাহরুখ খানেরা। বলিউড-টলিউডের বহু ছবির শুটিংয়ে চা দেন তিনি। কিন্তু এই রতনই আজ টলিউড-ছিন্ন। কী হয়েছে তাঁর সঙ্গে?

যার হাতের চা খেয়ে দৌড় লাগিয়েছিলেন আমির খান, কেমন আছেন সেই রতন পাত্র?
রতন পাত্র।

রতন পাত্র। উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি। বয়স ৫৬ বছর। ছিপছিপে গড়ন। চোখে হাই পাওয়ারের চশমা। দিনরাত মেহনত করেন। গবেষণা চালান চা নিয়ে। না, না—তিনি কোনও বিজ্ঞানী নন। নাম রতন হলেও, টাটার মতো শিল্পপতি নন। চা বাগান-টাগান নেই। সাবেকি টি-টেস্টারও নন তিনি। নিতান্তই ছাপোষা মানুষ। চা নিয়েই তাঁর কারবার। এক সাধারণ চা বিক্রেতা রতন। যাঁর ‘চায়ে পে’ হয় চর্চা’, আবার তাঁকে নিয়েও চর্চা হয়। আর সেই চর্চা হয় যে-সে কোনও জায়গায় নয়, খোদ টলিউড ইন্ডাস্ট্রিতে।

টালিগঞ্জ থেকে ট্রেনে উঠে বজবজ নামতে হবে। তারপর বজবজে নেমে গঙ্গা পেরিয়ে বাউড়িয়া, বা হাওয়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে সাঁতরাগাছি, তারপর মুম্বই রোড ধরে রানিহাটি, ধামসিয়া হয়ে পাঁচলা। পাঁচলা থেকে বাঁদিকে ঢুকে গেলেই ১০-১৫ মিনিটের হাঁটা পথ। পেয়ে যাবেন রতনকে। এলাকার নাম বাউড়িয়া। সেখানেই বর্তমানে চায়ের পাত্র সাজিয়ে দোকান দিয়েছেন রতন পাত্র। নাম দিয়েছেন RATAN’S TEA STALL (রতনস টি স্টল)। ৫০ রকমের চা তৈরি করতে পারেন এই মানুষটা। যাঁরা চুমুক দিয়েছেন, তাঁরা জানেন চায়ের সঙ্গে নানা ধরনের রস মিশিয়ে চায়ের দুনিয়ায় ছোটখাটো বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। পুরস্কারও পেয়েছেন অনেক।

লাল চা, দুধ চা—আপনি পেয়ে যাবেন যে কোনও চা বিক্রেতার দোকানেই। কিন্তু এই রতন পাত্র তৈরি করেন কাঁচা আমের চা, কমলা লেবুর চা, আনারসের চা, লঙ্কা চা, মাখন চা, তুলসী চায়ের মতো নানা ধরনের চা। প্রত্যেক চায়ের কাপ ৫ টাকা। আম আদমির ভিড় তো বটেই, মন্ত্রী-আমলা, থানার বড়বাবু, ছোটবাবু, ব্যবসায়ী… একবার খেলে বারবার যান। আরও বড় বিষয়, রতনবাবু অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অনুপম খের, অনুরাগ বসু (বলিউড পরিচালক), সৌরভ গঙ্গোপাধ্য়ায় থেকে শুরু করে শক্তি কাপুর, শত্রুঘ্ন সিনহা, মিঠুন চক্রবর্তী, দেব, জিৎ, শ্রাবন্তী… সকলকেই চা খাইয়েছেন। তাঁর চায়ের সুনাম ছিল টলিপাড়াতেও। হ্যাঁ, ঠিকই পড়েছেন—ছিল। কিন্তু ছিল কেন? এখন নেই কেন?

শুধু বয়স নয়, অভিজ্ঞতার দিক থেকেও জানিক সিনারের সিনিয়র জোকার। তাঁকে অজি ওপেনের সেমিতে এক্কেবারে 'কাঁটে কা টক্কর' দিলেন সিনার। নোভাক জকোভিচের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলছিল। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে হাঁটছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেমিফাইনালে হোঁচট খেলেন। জকোভিচকে হারিয়ে প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জানিক সিনার।

অস্ট্রেলিয়ান ওপেনে বিরাট অঘটন, জোকারকে হারিয়ে ইতিহাস ২২ বছরের সিনারের
অস্ট্রেলিয়ান ওপেনে বিরাট অঘটন, জোকারকে হারিয়ে ইতিহাস ২২ বছরের সিনারের


 একেই বলে হাড্ডাহাড্ডি লড়াই। বয়সের ফারাক তাঁদের ১৪ বছরের। রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) মুখোমুখি হয়েছিলেন ইতালির জানিক সিনারের (Jannik Sinner)। জোকার এখনও অবধি ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেখানে ইতালির জানিক সিনারের বয়সই ২২। শুধু বয়স নয়, অভিজ্ঞতার দিক থেকেও জানিক সিনারের সিনিয়র জোকার। তাঁকে অজি ওপেনের সেমিতে এক্কেবারে ‘কাঁটে কা টক্কর’ দিলেন সিনার। নোভাক জকোভিচের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলছিল। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের পথে হাঁটছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেমিফাইনালে হোঁচট খেলেন। জকোভিচকে হারিয়ে প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জানিক সিনার।

২৪টা গ্র্যান্ড স্লাম জেতা জোকার এ বারও অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ ছন্দে ছিলেন। আরও একটা খেতাব জয়ের মঞ্চে উঠতে চাইছিলেন। কিন্তু কে জানত জানিক সিনার সেই জোকারের ফাইনালে ওঠার পথে কাঁটা হয়ে দাঁড়াবেন! রড লেভার এরিনায় পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে প্রথম সেটেই অঘটন ঘটান জানিক সিনার। ৬-১ ব্যবধানে প্রথম সেট জেতেন ইতালির তরুণ টেনিস প্লেয়ার। এরপর দ্বিতীয় সেটেও তিনি জোকারকে দাঁড়াতে দেননি। ওই সেট সিনার জেতেন ৬-২ ব্যবধানে। এরপর তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবং তা গড়ায় টাই ব্রেকারে। তা জেতেন জকোভিচ। এরপর চতুর্থ সেটে ফের টানটান লড়াই দেখা যায় দু’জনের। শেষ অবধি জোকারের বিরুদ্ধে ৬-১, ৬-২, ৬-৭ (৬), ৬-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পেলেন সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে টানা ৩৩ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলেন জকোভিচ।



পুরুষদের গ্র্যান্ড স্লাম সিঙ্গলসে কেমন পারফর্মার জানিক সিনার?

এর আগে ২০২০ সালে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন জানিক সিনার। তারপর ২০২২ সালে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিলেন। গত বছর উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। আর এ বার পৌঁছলেন অজি ওপেনের ফাইনালে। খেতাব জয় থেকে এক কদম দূরে রয়েছেন সিনার।

৫০তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৭২ বলে অর্ধশতরান করেন রাহুল। তিনি যে ছন্দে এগোচ্ছিলেন, তাঁকে দেখে মনে হচ্ছিল তিন অঙ্কের রান আসতে চলেছে তাঁর ব্যাটে। লাঞ্চ বিরতি অবধি রাহুলের রান ছিল ৫৫। এরপর দ্বিতীয় সেশনে রাহুল আর ৩১ রান করেন। তারপর ইংল্যান্ডের অভিষেককারী টম হার্টলির শিকার হন।

অল্পের জন্য সেঞ্চুরি মিস, তাতেও টেস্টে যে রেকর্ড গড়লেন রাহুল
অল্পের জন্য সেঞ্চুরি মিস, তাতেও টেস্টে যে রেকর্ড গড়লেন রাহুল

কলকাতা: টেস্ট কেরিয়ারের মাইলফলক ম্যাচে খেলছেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul)। হায়দরাবাদ টেস্টের (Test Cricket) দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল আউট হতেই নেমে পড়েন লোকেশ রাহুল। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৭২ বলে অর্ধশতরান করেন রাহুল। তিনি যে ছন্দে এগোচ্ছিলেন, তাঁকে দেখে মনে হচ্ছিল তিন অঙ্কের রান আসতে চলেছে তাঁর ব্যাটে। লাঞ্চ বিরতি অবধি রাহুলের রান ছিল ৫৫। এরপর দ্বিতীয় সেশনে রাহুল আর ৩১ রান করেন। তারপর ইংল্যান্ডের অভিষেককারী টম হার্টলির শিকার হন। ১২৩ বলে ৮৬ রান করে মাঠ ছাড়েন রাহুল। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এক রেকর্ড গড়েছেন রাহুল। জানেন কী সেই রেকর্ড?


উপ্পলে কোন রেকর্ড গড়লেন লোকেশ রাহুল? আসলে দেশের মাটিতে ১৭তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন রাহুল। এই টেস্টের আগে ভারতের মাটিতে ১ হাজার রান পূর্ণ করার জন্য লোকেশ রাহুলের প্রয়োজন ছিল ৭৭ রান। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৮৬ রান করে সেই রেকর্ড পূর্ণ করে ফেলেছেন।



রাহুল এই টেস্টে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলছেন। উইকেটকিপিংয়ের দায়িত্বে দেখা যাচ্ছে কোনা শ্রীকর ভরতকে। ৪ নম্বর জায়গায় নেমে কেএল রাহুল যে দায়িত্ব ভালোই পালন করলেন, তেমনটাই বলছে তাঁর পারফরম্যান্স। শুভমন গিলের সঙ্গে জুটিতে চতুর্থ উইকেটে ৩৬ রান তোলেন রাহুল। এরপর শুভমন আউট হলে শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটিতে ৬৪ রান তোলেন রাহুল। শ্রেয়সকে (৩৫) এরপর ফেরান ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা রেহান আহমেদ। এরপর রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটিতে ৬৫ রান তোলেন রাহুল। ৬৪.৫ ওভারে হার্টলি তুলে নেন রাহুলের উইকেট। চা বিরতি অবধি ৩০৯ রান তুলেছে টিম ইন্ডিয়া। উইকেট খুইয়েছে ৫টি। ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা এবং ভরত রয়েছেন ৯ রানে। আপাতত ইংল্যান্ডের থেকে ৬৩ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।


প্রতি মানুষের বয়স, শারীরিক অবস্থা ভিন্ন। এমনকি লাইফস্টাইলও আলাদা হয়। তাই কার শরীরে কতটা পরিমাণ বিশ্রামের প্রয়োজন রয়েছে, তা বলা কঠিন। তবে, বয়সের হিসেবে বলে দেওয়া যায় আপনি দিনে কত ঘণ্টা ঘুমোবেন। বয়স মিলিয়ে দেখে নিন কত ঘণ্টা ঘুমোবেন।

কোন বয়সে কতক্ষণ ঘুমোলে ভবিষ্যতে ভাবতে হবে না কিছু?

ঘুম প্রতিটা মানুষের শরীরের জন্য জরুরি। শরীরকে সুস্থ রাখার জন্য এবং মস্তিষ্ক ও দেহের সমস্ত কাজ যাতে সুস্থভাবে সম্পন্ন হয়, তার জন্য ঘুম অপরিহার্য। রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ঠিকভাবে কাজ করে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য যাতে সচল থাকে, তার জন্য ঘুমের বিকল্প নেই। এমনকি দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে, মেটাবলিজম ঠিক রাখতে এবং মানসিক চাপ কমানোর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতেই হবে। কিন্তু কত ঘণ্টা ঘুমোলে আপনার শরীর ঠিক থাকবে?


ঘুম ঠিকমতো না হলে শরীরে নানা রোগ জাঁকিয়ে বসে। অনেক সময় কিছু দীর্ঘস্থায়ী অসুখ দেখা দেয় অনিদ্রার কারণে। দেহে ঘুমের অভাব কার্ডিওভাস্কুলার ও হাইপারটেনশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিস দেখা দেয় ঘুমের অভাবে। তার সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতাও রয়েছে। তাই রোগের ঝুঁকি এড়াতে গেলে ঘুম জরুরি। অনেকেরই প্রশ্ন রাতে ঠিক কত ঘণ্টা ঘুমোলে রোগের ঝুঁকি এড়ানো যায়। এরই উত্তরই এই প্রতিবেদনে।

প্রতি মানুষের বয়স, শারীরিক অবস্থা ভিন্ন। এমনকি লাইফস্টাইলও আলাদা হয়। তাই কার শরীরে কতটা পরিমাণ বিশ্রামের প্রয়োজন রয়েছে, তা বলা কঠিন। তবে, বয়সের হিসেবে বলে দেওয়া যায় আপনি দিনে কত ঘণ্টা ঘুমোবেন। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিন ও স্লিপ রিসার্চ সোসাইটি ভাল ঘুমের সঠিক সময় প্রকাশ করেছে। কোন বয়সে কত ঘণ্টা ঘুম দরকার, সেটাই উল্লেখ রয়েছে সেখানে। বয়স মিলিয়ে দেখে নিন কত ঘণ্টা ঘুমোবেন।



৪-১১ মাস: এই বয়সে শিশুদের শারীরিক বিকাশ ও কার্যকলাপ ঘটতে থাকে। এই সময় তাদের দিনে ১২-১৫ ঘণ্টা ঘুম দরকার হয়।

১-২ বছর: এটা শিশুদের খেলার সময়। এই সময় তাদের মধ্যে এনার্জি লেভেল বেশি থাকে। তবে, মস্তিষ্কের কার্যকলাপের জন্য বিশ্রামও জরুরি। তাই এই বয়সে দিনে ১১-১৪ ঘণ্টা ঘুম দরকার।

৩-৫ বছর: এটা এমন একটি বয়সসীমা যেখানে খুদে স্কুল যেতে শেখে। এই লার্নিং ফেজ়ে খুদের বিশ্রাম দরকার। এই সময় দিনে কমপক্ষে ১০-১৩ ঘণ্টা ঘুম দরকার।

৬-১২ বছর: এই বয়সে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এই সময় দিনে ৯-১২ ঘণ্টা ঘুম প্রয়োজন।

১৩-১৮ বছর: বয়ঃসন্ধিকালে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আরও অনেক কাজের সঙ্গে যুক্ত হয়। এমনকি এই বয়সে তাদের প্রজনন অঙ্গও বিশেষ কিছু অগ্রগতির মধ্যে দিয়ে যায়। তাই এই সময় দিনে ৮-১০ ঘণ্টা দরকার পড়ে শরীরের।

১৮-৬০ বছর: যৌবন থেকে বার্ধক্য—এটা এমন একটা বয়সকাল যেখানে জীবনে অনেক কিছু ঘটতে থাকে। এই বয়সসীমাকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। এই সময় প্রতিদিন কমপক্ষে ৭-৯ ঘণ্টা ঘুম দরকার।

৬১ বছর এবং তার বেশি বয়স: বার্ধক্য হানা দিলে শরীরে নানা রোগও দেখা দেয়। এই বয়সে একটু বেশি বিশ্রামের প্রয়োজন হয়। তাছাড়া এই বয়সে জয়েন্টে ব্যথা ও অনিদ্রার মতো সমস্যা খুব কমন। তাই ৬০ পার করে গেলেই আপনার দিনে ৭-৮ ঘণ্টা ঘুম দরকার।

 এই প্রসঙ্গেই দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুপম বলেন, "মানুষ চাইলেই হল। আমাদের দলের কয়েকজন তো আছেন ভোটে দাঁড়ান ইলেকশনের ফান্ডটা আসবে। সেটা নিয়ে হারা জেতা বড় কথা না। ফান্ডটা ফিক্সড ডিপোজিট করে দেব। বছরের পর বছর দাঁড়ায়, আবার হারেও। বোলপুরের মানুষ চাইলে আমি দাঁড়াব।"

 'ইচ্ছা' হলে বোলপুরেই প্রার্থী, বিজেপি নেতাদের বিঁধে প্রতীকও খোলসা করলেন অনুপম হাজরা
অনুপম হাজরা।

বোলপুর: শান্তিনিকেতনে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সেখানে বসে আবারও দলের বিরুদ্ধে সুর চড়ালেন। একইসঙ্গে শোনালেন, ২০২৪-এর লোকসভা ভোটে প্রার্থী হতে চান তিনি। বোলপুর থেকেই প্রার্থী হতে চান। তবে কোন দলের প্রার্থী হবেন, সে প্রশ্ন করতেই অনুপমের জবাব, “আমার জন্য আবার দলের দরকার পড়ে নাকি? ইচ্ছা হল দাঁড়িয়ে গেলাম। এটা তো গণতান্ত্রিক দেশ। আমার দলের প্রতীক দিলে তো ভাল কথা।”


এই প্রসঙ্গেই দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুপম বলেন, “মানুষ চাইলেই হল। আমাদের দলের কয়েকজন তো আছেন ভোটে দাঁড়ান ইলেকশনের ফান্ডটা আসবে। সেটা নিয়ে হারা জেতা বড় কথা না। ফান্ডটা ফিক্সড ডিপোজিট করে দেব। বছরের পর বছর দাঁড়ায়, আবার হারেও। বোলপুরের মানুষ চাইলে আমি দাঁড়াব।”


এদিন কিছুটা খোঁচা দেওয়ার সুরেই অনুপম বলেন, “সমস্ত চোর এক হয়ে যা বলেছে সেটাই সর্বভারতীয় স্তরের নেতারা বিশ্বাস করে ফেলেছেন। বা যেভাবে ওনাদের বোঝানো হয়েছে ওনারা বুঝেছেন।” তাঁর দাবি, সিদ্ধান্ত ঠিক হল না ভুল আগামিদিনে সেটা প্রমাণ হবে। একইসঙ্গে অনুপমের খোঁচা, “যে নির্বাচনী কমিটি হয়েছে বঙ্গ বিজেপির, তাতে আমার মনে হয় ৪২-এ ৪২ তো পাবেই। ২-৪টে বেশিও পেতে পারে।” একইসঙ্গে অনুপমের সংযোজন, “রাম মন্দির হয়েছে। মোদীজির উপর মানুষের ভরসা আছে। ফলে আমাদের সংগঠনের যে অপদার্থ জেলা সভাপতিগুলি আছে, তাঁরা কাজ না করলেও এই দুই হাওয়ায় বেশ কিছু সিট বেরিয়ে আসবে।” তবে অনুপমের ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া, “এই যুদ্ধংদেহী মনোভাবটা লোকসভা ভোট পর্যন্ত থাকবে তো? কেমন পালাই পালাই মনে হচ্ছে।”


রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় বাংলায় আসার বিষয়েও তৃণমূলকে কিছু জানানো হয়নি আগে থেকে। তা নিয়ে ইতিপূর্বেই অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এসবের মধ্যেই ফের নয়া বিতর্ক। এবার থাকার জন্য স্টেডিয়ামই পাচ্ছেন না রাহুলরা, তাও আবার বাংলায় কংগ্রেসের অন্যতম ঘাঁটি বহরমপুরে। অভিযোগ তেমনই।


 ইন্ডিয়া জোটের ডামাডোল অবস্থা। অন্তত বাংলার প্রাদেশিক সমীকরণ তেমনই। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বাংলায় আসার বিষয়েও তৃণমূলকে কিছু জানানো হয়নি আগে থেকে। তা নিয়ে ইতিপূর্বেই অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এসবের মধ্যেই ফের নয়া বিতর্ক। এবার থাকার জন্য স্টেডিয়ামই পাচ্ছেন না রাহুলরা, তাও আবার বাংলায় কংগ্রেসের অন্যতম ঘাঁটি বহরমপুরে। অভিযোগ তেমনই।


‘ভারত জোড়ো ন্যায় যাত্রায়’ ১ ফেব্রুয়ারি বহরমপুরে থাকার কথা রাহুল গান্ধীর। ঠিক তার আগের দিন ৩১ জানুয়ারি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশাসনিক সভা রয়েছে বহরমপুরে। সেই প্রশাসনিক সভা হবে বহরমপুর স্টেডিয়ামে। এদিকে আবার রাহুলদেরও গোটা টিমেরও বহরমপুর স্টেডিয়ামেই থাকার কথা ছিল বলে দাবি কংগ্রেসের।

তাদের বক্তব্য, জেলা প্রশাসনকে আগে থেকেই বিষয়টি জানানো ছিল। কিন্তু কংগ্রেসের বক্তব্য, জেলাশাসক গতকাল কংগ্রেসের নেতৃত্বকে জানিয়ে দিয়েছে বহরমপুর স্টেডিয়াম দেওয়া যাবে না। বিকল্প হিসেবে নিকটবর্তী এফইউসি মাঠ রাহুল গান্ধীর কর্মসূচির জন্য কংগ্রেসকে দেওয়ার ক্ষেত্রে সম্মত হয়েছেন তিনি। যদিও কংগ্রেসের দাবি, ওই এফইউসি মাঠে রাহুল গান্ধী ও তাঁর গোটা টিমের রাত্রিবাসের জন্য পর্যাপ্ত জায়গা নেই।


কেন এই ঘটনা ঘটল? তা নিয়ে রাজ্যের শাসক দলের দিকেই আঙুল তুলছে কংগ্রেস শিবির। তাদের বক্তব্য, ‘হয়ত, উপর থেকে রাজ্য সরকারের বার্তা রয়েছে, রাহুল গান্ধীর যাত্রাপথকে খুব মসৃণ হতে দেওয়া যাবে না। আমরা চেয়েছিলাম সহযোগিতা, সহমর্মিতা। কারণ জোট করতে গেলে, তা ভিতর থেকে আসতে হয়। তবেই তা সম্ভব হয়। কিন্তু এখনও পর্যন্ত যা যা সহযোগিতা চেয়েছিলাম, তা থেকে এখনও পর্যন্ত আমরা বঞ্চিত।’

এদিকে তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের আবার বক্তব্য, মুখ্যমন্ত্রীর কর্মসূচি পূর্ব নির্ধারিত। রাহুলবাবু আসবেন কি আসবেন না, সেটা তাঁর ব্যাপার। কিন্তু সরকারের এই প্রশাসনিক কর্মসূচি পূর্ব নির্ধারিতই ছিল।



আবারও সন্দেশখালির বেপাত্তা তৃণমূল নেতা শাহাজাহান শেখ ইস্যু সুর চড়ালেন শুভেন্দু। তাঁর কথায়, 'শাহজাহান গর্তে ঢুকে আছেন।' প্রসঙ্গত, গতকালই রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেছিলেন, শাহাজাহান নাকি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। আর এরপরই বিরোধী দলনেতার এই খোঁচা দেওয়া মন্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 কোথায় শাহজাহান, বাংলার বাইরে নাকি গর্তে লুকিয়ে! শুভেন্দুর দাবিতে হইচই
শাহাজাহান প্রসঙ্গ শুভেন্দু


হিঙ্গলগঙ্গ: সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্য হিঙ্গলগঞ্জে ‘তিরঙ্গা যাত্রা’য় পা মেলালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে আবারও সন্দেশখালির বেপাত্তা তৃণমূল নেতা শাহাজাহান শেখ ইস্যু সুর চড়ালেন শুভেন্দু। তাঁর কথায়, ‘শাহজাহান গর্তে ঢুকে আছেন।’ প্রসঙ্গত, গতকালই রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেছিলেন, শাহাজাহান নাকি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। আর এরপরই বিরোধী দলনেতার এই খোঁচা দেওয়া মন্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, সন্দেশখালি তথা গোটা বসিরহাট মহকুমা এলাকায় শাসক দলের নেতা হওয়ার সুবাদে যথেষ্ট দাপট রয়েছে শাহাজাহান শেখের। কিন্তু তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির টিম আক্রান্ত হওয়ার পর থেকেই এলাকা থেকে বেপাত্তা শাহাজাহান। কোথায় রয়েছেন, কেউ বলতে পারছে না। লুক আউট নোটিসও জারি হয়েছিল। কিন্তু এতগুলি দিন পেরিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। এমন অবস্থায় এবার শুভেন্দু হুঙ্কার, ‘এখন শাহাজাহানের বসিরহাট নয়, এখন বিজেপির বসিরহাট।’ লোকসভা ভোটের মুখে কি তাহলে এখন বসিরহাটে ক্ষমতা আরও বাড়াচ্ছে বিজেপি? বিরোধী দলনেতার দাবি থেকে অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


বেপাত্তা শাহজাহান কোথায়? সেই নিয়ে যখন গোটা রাজ্যে হইচই, ঠিক সেই সময় গতকালই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি দাবি করেছেন, শাহাজাহান নাকি রাজ্যের বাইরে গিয়েছে চিকিৎসা করাতে। যদিও তিনি সঙ্গে এও বলেছিলেন, পুলিশ শাহাজাহানকে খুঁজছে এবং তিনি রাজ্যে থাকলে নিশ্চয়ই পুলিশ তাঁকে খুঁজে পেত। সেক্ষেত্রেই অখিলের সন্দেহ, নিশ্চয়ই শাহজাহান বাংলার বাইরে আছেন। আর এরপরই আজ শুভেন্দু দাবি করলেন, শাহজাহান কোনও গর্তে ঢুকে বসে আছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকেই হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন সিনক্লেয়ার। আট নম্বরে নেমে ৫০ রান করেন। প্রথম হাফসেঞ্চুরির চেয়েও উইকেটটা যেন তাঁর কাছে স্পেশাল। তবে যাঁর উইকেট নিয়েছেন, বিশেষ অনুভূতি হওয়ারই কথা। সদ্য আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান জিতেছেন অজি অলরাউন্ডার উসমান খোয়াজা। বিশ্বের অন্যতম সেরা ওপেনার। ওয়েস্ট ইন্ডিজকেও ডে-নাইট টেস্টে প্রবল চাপে রেখেছিলেন উসমান। হঠাৎই তাঁর উইকেট সিনক্লেয়ারের।

আলোড়ন ফেলল কেভিনের কার্টহুইল সেলিব্রেশন, রইল ভিডিয়ো

কেরিয়ারের প্রথম টেস্ট যে কোনও ক্রিকেটারের কাছেই বিশেষ মুহূর্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হল ওয়েস্ট ইন্ডিজের তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ারের। তাও আবার দিন-রাতের টেস্টে। ম্যাচে প্রাসঙ্গিক হয়ে রইল কেভিন সিনক্লেয়ারের সেলিব্রেশন। ঘরোয়া ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন সিনক্লেয়ার। ফলে এই সেলিব্রেশনের সুযোগ আগেও পেয়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এই সুযোগ বারবার আসে না! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে সিনক্লেয়ার সেলিব্রেশন। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকেই হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন সিনক্লেয়ার। আট নম্বরে নেমে ৫০ রান করেন। প্রথম হাফসেঞ্চুরির চেয়েও উইকেটটা যেন তাঁর কাছে স্পেশাল। তবে যাঁর উইকেট নিয়েছেন, বিশেষ অনুভূতি হওয়ারই কথা। সদ্য আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান জিতেছেন অজি অলরাউন্ডার উসমান খোয়াজা। বিশ্বের অন্যতম সেরা ওপেনার। ওয়েস্ট ইন্ডিজকেও ডে-নাইট টেস্টে প্রবল চাপে রেখেছিলেন উসমান। হঠাৎই তাঁর উইকেট সিনক্লেয়ারের।


বাঁ হাতি ব্যাটারের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে আসেন কেভিন সিনক্লেয়ার। ক্রিজের যতটা সম্ভব কর্নার থেকে ডেলিভারিটি করেন। ষষ্ঠ উইকেটে পিচ করে টার্ন নেয়। বাঁ হাতি ব্যাটারের বাইরে যাচ্ছিল ডেলিভারি। তবে উসমান খোয়াজা সম্ভবত ভেবেছিলেন বল ভিতরে আসবে কিংবা সোজা থাকবে।

দ্বিধা নিয়েই ড্রাইভ খেলেন খোয়াজা। বল টার্ন নেওয়ায় ব্যাটে বলে সংযোগ ঠিক হয়নি। স্লিপে ক্যাচ অ্যালিক আথানেজের। এরপরই তাঁর জনপ্রিয় কার্টহুইল সেলিব্রেশনে মাতেন কেভিন সিনক্লেয়ার।



 সাধারণ তন্ত্রের দিবসে সন্দেশখালির পথে তৃণমূল নেতৃত্ব। ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত প্রধানরা। ব্যানারে-পোস্টারে লেখা রয়েছে, ইডি সিবিআই-কে দিয়ে তৃণমূলকে রোখা যাবে না।

দিয়ে রোখা যাবে না', তল্লাশির ৪৮ ঘণ্টার মধ্যেই গর্জে উঠল শেখ শাহজাহানের পাড়া
সন্দেশখালিতে প্রতিবাদ

সন্দেশখালি: শেখ শাহজাহান কোথায়? তিন সপ্তাহেও শাহজাহানকে ধরতে ব্যর্থ পুলিশ। এর‌ই মধ্যে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা সরবেড়িয়ায়। শাহজাহানের বাড়িতে দ্বিতীয় বারের ইডি অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবাদ সভা। বৃক্তৃতার দাবিতে একশো দিনের টাকা বন্ধ, আবাসের বকেয়া থাকলেও, মূল নিশানায় ইডি-সিবিআই। সন্দেশখালির তৃণমূল নেতৃত্বের ডাকে সভা হয় সরবেড়িয়ায়।


সাধারণ তন্ত্রের দিবসে সন্দেশখালির পথে তৃণমূল নেতৃত্ব। ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত প্রধানরা। ব্যানারে-পোস্টারে লেখা রয়েছে, ইডি সিবিআই-কে দিয়ে তৃণমূলকে রোখা যাবে না। অর্থাৎ ইডি-সিবিআই এর বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, গত বুধবারই শেখ শাহজাহানের বাড়িতে দ্বিতীয় বারের জন্য তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সরবেড়িয়ার আকুঞ্জপাড়া এলাকায় শেখ শাহজাহানের পরপর চারটি বাড়ি। তার মধ্যে তিনটি বাড়ি ছিল তালাবন্ধ। ইডি আধিকারিকের ডাকে চতুর্থ বাড়ির দরজা খুলেছিলেন শেখ শাহজাহানের ভাইয়ের স্ত্রী। তিনি জানিয়ে দেন, শেখ শাহজাহান কোথায় তা তিনি বলতে পারবেন না। 


শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, এলআইসি-র কাগজ, দুটি সোনার দোকানের বিল, নির্বাচনের সার্টিফিকেট ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম হাতে পেয়েছেন তদন্তকারীরা। তবে তদন্তকারীদের দাবি, শেখ শাহজাহান আগে থেকেই সব নথি সরিয়ে ফেলেছেন। তিনি বর্তমানে কোথায় আত্মগোপন করে রয়েছেন, তার স্পষ্ট ধারণা এখন তদন্তকারীদের কাছে নেই। ইতিমধ্যেই রাজ্য পুলিশের পাশাপাশি এই মামলার তদন্তে রয়েছে সিবিআই-ও।

প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নিয়েছিল ভারত। যদিও হায়দরাবাদের পিচ থেকে প্রথম দিনই স্পিনাররা যেভাবে সাহায্য পাচ্ছিলেন, ভারত প্রথম ইনিংসে কতটা লিড নিতে পারবে সেটাই সন্দেহ ছিল। একটা সময় মনে হয়েছিল লিড একশো পেরোবে না। দ্বিতীয় দিন যাবতীয় হিসেব বদলে দিলেন ব্যাটার রবীন্দ্র জাডেজা। দিনের শেষ সেশনে তেমনই দাপট অক্ষর প্যাটেলের।


কলকাতা: ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রান করে। তাতে অবশ্য পরিষ্কার ইঙ্গিত ছিল, এই ম্যাচ সহজ হচ্ছে না ভারতের জন্য। তবে রবীন্দ্র জাডেজার সৌজন্যে দ্বিতীয় দিন শেষে দারুণ জায়গায় ভারত। এমনকি এখান থেকে ইনিংসেও জেতার স্বপ্ন দেখা যেতে পারে। বোলিংয়ে তিন উইকেট নিলেও জাডেজার ইকোনমি রেট নিয়ে প্রশ্ন উঠছিল। প্রতিপক্ষ ব্যাটাররা কি তাঁর যাবতীয় পরিকল্পনা ধরে ফেলছেন? বোলিং নিয়ে প্রশ্নের মাঝে ব্যাট হাতে আরও একটা অনবদ্য ইনিংস। দ্বিতীয় দিনের শেষে ভারত ৪২১-৭। এগিয়ে ১৭৫ রানে। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।

প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নিয়েছিল ভারত। যদিও হায়দরাবাদের পিচ থেকে প্রথম দিনই স্পিনাররা যেভাবে সাহায্য পাচ্ছিলেন, ভারত প্রথম ইনিংসে কতটা লিড নিতে পারবে সেটাই সন্দেহ ছিল। একটা সময় মনে হয়েছিল লিড একশো পেরোবে না। দ্বিতীয় দিন যাবতীয় হিসেব বদলে দিলেন ব্যাটার রবীন্দ্র জাডেজা। দিনের শেষ সেশনে তেমনই দাপট অক্ষর প্যাটেলের। ক্রিজে দুই বাঁ হাতি ব্যাটার। সেট হয়েছেন। তাদের বিরুদ্ধে বাঁ হাতি স্পিন কিংবা ডান হাতি রিস্ট স্পিন, কোনও পরিকল্পনাই কাজে দিল না।


টপ অর্ডারে যশস্বী থেকে শুরু করে জাডেজা। প্রত্যেকেই ব্য়াট হাতে অবদান রাখলেন ভারতীয় ইনিংসে। টিম ম্যানেজমেন্টের কাছে স্বস্তি হতে পারে শ্রীকার ভরতের পারফরম্যান্স। তাঁকে খেলানো নিয়ে দ্বিধা ছিল। ঘরের মাঠে সুযোগ পেয়ে কাজে লাগালেন। নড়বড়ে ইনিংস হলেও ৪১ রানের অবদান রাখেন ভরত। তবে এই ম্যাচ যেন রবীন্দ্র জাডেজার। তাঁর জন্য সবরকম মঞ্চই প্রস্তুত। আরও একটা টেস্ট সেঞ্চুরির অপেক্ষা জাডুডর ব্যাটে। তেমনই দু-প্রান্তেই যেভাবে ফুটমার্ক তৈরি হয়েছে, দ্বিতীয় ইনিংসে বল হাতেও দাপট দেখানোর অপেক্ষা জাডেজার।
অনুষ্ঠানের বিরতিতে আগত অতিথিদের টিফিনের প্যাকেট দেওয়া হয়। সাংবাদিকদেরও সেই একই প্যাকেট দেওয়া হয়। অতিথিদের মধ্যেই একজন দেখেন, তাঁকে দেওয়া প্যাকেটের পিছেন 'এক্সপায়ারি ডেট' পেরিয়ে গিয়েছে।

 প্রজাতন্ত্র দিবসে সরকারি অনুষ্ঠানে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ টিফিনের প্যাকেট, শোরগোল রায়গঞ্জে
প্রজাতন্ত্র দিবসে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ

 উত্তর দিনাজপুর: জেলা প্রশাসনের উদ্দ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস। আর সেখানে মেয়াদ উত্তীর্ণ টিফিন দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। সরকারি অনুষ্ঠানের প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোটছোট ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের হাতে এই টিফিনের প্যাকেট তুলে দেন প্রশাসনের কর্তারাই। একটি দুটো নয়, শ’য়ে শ’য়ে প্রত্যেক প্যাকেটেরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ কেক ও খাবার। যেখানে জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলার সর্বোচ্চ কর্তারা রয়েছেন, সেখানে এই অব্যবস্থা কেন? সেই প্রশ্ন উঠেছে।


অনুষ্ঠানের বিরতিতে আগত অতিথিদের টিফিনের প্যাকেট দেওয়া হয়। সাংবাদিকদেরও সেই একই প্যাকেট দেওয়া হয়। অতিথিদের মধ্যেই একজন দেখেন, তাঁকে দেওয়া প্যাকেটের পিছেন ‘এক্সপায়ারি ডেট’ পেরিয়ে গিয়েছে। তিনি তখন বাকিদের প্যাকেটও দেখেন। তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। অনুষ্ঠানে সকলকেই টিফিনের যে প্যাকেটগুলো দেওয়া হয়েছে, সেগুলো সবই মেয়াদ উত্তীর্ণ।

এনিয়ে ইতিমধ্যেই সুড় চড়িয়েছে কংগ্রেস ও বিজেপি। মূলত কাটমানির জন্যেই এই ঘটনা বলে তীব্র কটাক্ষ বিরোধীদের। শিশুদের স্বাস্থ্য বিঘ্নিত হলে ছেড়ে কথা বলা হবে না বলে দাবি করেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব।



প্রথম শ্রেনির ক্রিকেটে এত দিন দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ছিল মার্কোস মারিয়াসের দখলে। এ বার তা নিজের নামে করলেন তন্ময় আগরওয়াল। হায়দরাবাদ ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে অরুণাচল প্রদেশ। অপরাজিত ৯৭ রান করেন দোরিয়া। উল্টোদিক থেকে উইকেট পড়লেও শেষ অবধি অপরাজিত থাকেন অরুণাচলের এই ওপেনার। তবে তাঁদের বোলারদের জন্য কী অপেক্ষা করছিল, তা হয়তো টের পাননি দোরিয়া। অরুণাচল ৩৯.৪ ওভারে ১৭২ রানেই অলআউট। এরপরই শুরু ব্যাটিং তাণ্ডব।

দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভারতীয় ক্রিকেটারের দখলে!

কলকাতা: প্রথম শ্রেনির ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন হায়দরাবাদের ব্যাটার তন্ময় আগরওয়াল। দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড এখন ভারতীয় ক্রিকেটারের দখলে। রঞ্জি ট্রফি চতুর্থ রাউন্ডের ম্য়াচে এই রেকর্ড তন্ময়ের। তাঁর বিশ্বরেকর্ডের সৌজন্যে প্রথম দিনই ৫২৯ রান তুলল হায়দরাবাদ! লাল বলের ক্রিকেটে ২০০ ওপর স্ট্রাইক রেটে ট্রিপল সেঞ্চুরি। এমন রেকর্ড যা ভাঙার জন্য অপেক্ষা করে থাকতে হবে! প্রথম শ্রেনির ক্রিকেটে এত দিন দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ছিল মার্কোস মারিয়াসের দখলে। ১৯১ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি। এ বার তা নিজের নামে করলেন তন্ময় আগরওয়াল। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


হায়দরাবাদ ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে অরুণাচল প্রদেশ। অপরাজিত ৯৭ রান করেন দোরিয়া। উল্টোদিক থেকে উইকেট পড়লেও শেষ অবধি অপরাজিত থাকেন অরুণাচলের এই ওপেনার। তবে তাঁদের বোলারদের জন্য কী অপেক্ষা করছিল, তা হয়তো টের পাননি দোরিয়া। অরুণাচল ৩৯.৪ ওভারে ১৭২ রানেই অলআউট। এরপরই শুরু ব্যাটিং তাণ্ডব।
হায়দরাবাদের হয়ে ওপেন করেন তন্ময় আগরওয়াল এবং ক্যাপ্টেন রাহুল সিং গেহলট। প্রথম দিনের শেষে ৪৮ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৫২৯ রান তুলেছে হায়দরাবাদ! সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরিতেও থামানো যায়নি তন্ময় আগরওয়ালকে। ২০০ থেকে ৩০০তে পৌঁছন মাত্র ২৮ বলে! সব মিলিয়ে ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরির ইনিংস! দিনের শেষে ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত রয়েছেন তন্ময়। ৩৩টি বাউন্ডারি এবং ২১টি ওভার বাউন্ডারি মেরেছেন হায়দরাবাদের এই ওপেনার।


ম্যাচের সবে প্রথম দিনই এমন পরিস্থিতি। দ্বিতীয় দিনও তন্ময় আগরওয়াল একই মেজাজে থাকলে! ব্রায়ান লারার ৫০১-এর রেকর্ড ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আশাতেই রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

অধীরের দাবি, সমস্ত বিষয়ে অনেক আগে থেকেই তাঁরা প্রশাসনকে জানিয়েছিলেন। রাতারাতি রাহুল বাংলায় কর্মসূচি নিয়েছেন, এমন একেবারেই নয়। তারপরও কেন এই প্রতিবন্ধকতা প্রশ্ন তোলেন প্রদেশ সভাপতি। এমনিতেই এই মুহূর্তে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

রাহুলের সভা নিয়ে প্রশাসন না দেখলে আমি দেখব: রাজ্যপাল
সিভি আনন্দ বোস ও রাহুল গান্ধী।

কলকাতা: বঙ্গে ২৮ জানুয়ারি রাহুল গান্ধীর সভা। অথচ এখনও সেই সভার অনুমতি দেওয়া হয়নি। জোটের ডামাডোলের মধ্যেই একদিকে কংগ্রেস যখন রাজ্য সরকারকে তুলোধনা করছে। তখন এই বিষয় নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্যপাল বোস বলেন, “এখানে প্রশাসন আছে, তারা দেখছে। না দেখলে আমি দেখব।”


রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রায় দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন। বাংলাতেও এসেছে। ২৮ তারিখ রাহুল উত্তরবঙ্গের কোথাও সভা করবেন, তেমনই পরিকল্পনা কংগ্রেসের। কিন্তু সেই সভাস্থল ও সভার তারিখ ঠিক করতে কংগ্রেসকে বেগ পেতে হচ্ছে বঙ্গে বলে দাবি তাদের।
এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “মণিপুরে বিজেপি সরকারের সহযোগিতা আমরা পাইনি। নানারকম বাধা পেয়েছি। বাংলাতে ঢোকার পর পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আশা করেছিলাম তা পাচ্ছি না। ২৮ তারিখ সভা করতে চেয়েছিলাম। তা সম্ভব হবে না মনে হচ্ছে। প্রশাসন অনুমতি দিচ্ছে না।”




অধীরের দাবি, সমস্ত বিষয়ে অনেক আগে থেকেই তাঁরা প্রশাসনকে জানিয়েছিলেন। রাতারাতি রাহুল বাংলায় কর্মসূচি নিয়েছেন, এমন একেবারেই নয়। তারপরও কেন এই প্রতিবন্ধকতা প্রশ্ন তোলেন প্রদেশ সভাপতি। এমনিতেই এই মুহূর্তে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বিশেষ করে বাংলায় তো বটেই। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় নিজেদের মতো করেই লড়বেন তাঁরা। এবার রাহুলের সভা নিয়ে জটিলতা নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে।




সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে চলছে নাকা চেকিং

বুধবার সন্ধ্যের সময় থেকে চলছে নাকা চেকিং সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে। আজ ২৬ শে জানুয়ারি, ৭৫ তম প্রজাতন্ত্র দিবস সেই কথা মাথায় রেখে ফেজারগঞ্জ কোস্টাল থানার ও.সি. রিদ্ধি সরকারের নেতৃত্বে সুন্দরবন জেলা পুলিশের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে চলছে নাকা চেকিং।

 বুধবার সন্ধ্যার সময় ফেজারগঞ্জ বাসস্ট্যান্ডে প্রাইভেট গাড়ি এবং বাইককে থামিয়ে চেকিং করেন পুলিশ। জানা যায় এই নাকা চেকিং চলবে আজ অর্থাৎ ২৬ শে জানুয়ারি পর্যন্ত। এই নাকা চেকিং এ ফেজারগঞ্জ কোস্টাল থানা ওসি নিজেও গাড়ি চেক করেন।

নামখানা থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম।

এবছরের ভারতের সাধারণতন্ত্র দিবস ৭৫ বছর উদযাপন করবে। তাই এবারে কুচকাওয়াজ অনুষ্ঠানেও বিশেষত্ব থাকছে। মূলত, এবারে নারীশক্তির জয়গান করা হবে। এছাড়া কুচকাওয়াজে আরেক বিশেষত্ব হল, শাড়ি প্রদর্শনী। সংস্কৃতি মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শাড়ির প্রদর্শনী করা হবে।

এবার দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ অনুষ্ঠানে থাকছে বিশেষ আকর্ষণ, জানুন
সশস্ত্র বাহিনীর একটি দল কর্তব্যপথে মোটরবাইক স্ট্যান্ট প্রদর্শন করবে।

নয়া দিল্লি: চলতি বছর ভারতের সাধারণতন্ত্র দিবস ৭৫ বছর উদযাপন করবে। তাই এবারে কুচকাওয়াজ অনুষ্ঠানেও বিশেষত্ব থাকছে। মূলত, এবারে নারীশক্তির জয়গান করা হবে। নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। এবার সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানেও অংশ নেবেন মহিলা জওয়ানরা। এছাড়া শাড়ি প্রদর্শনী, বিদেশের বাহিনী-সহ আরও কতকগুলি নতুনত্ব দেখা যাবে কুচকাওয়াজ অনুষ্ঠানে।





পরমবীর চক্র পুরস্কার প্রাপকদের যোগদান- তিন পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত মধ্যে দুজন, ক্যাপ্টেন যোগেন্দ্র যাদব এবং সুবেদার মেজর সঞ্জয় কুমারও এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

ফ্রান্সের ব্যাস্টিল ডে প্যারেডের অংশগ্রহণকারীর যোগদান- ভারতীয় বায়ুসেনার এয়ার ট্রাফিক কন্ট্রোলার, স্কোয়াড্রন লিডার সুমিতা যাদবও এবছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন। তিনি গত জুলাই মাসে প্যারিসে ব্যাস্টিল ডে প্যারেডে মিছিল করার সময় দৃষ্টি আকর্ষণ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদানের খবরটি নিশ্চিত করে সুমিতা যাদব বলেন, “বাস্টিল ডে দিবসে কন্টিনজেন্টের অংশ হিসাবে বিদেশের মাটিতে আমাদের প্রধানমন্ত্রীকে স্যালুট করার একটি গর্বিত মুহূর্ত ছিল সেটি। আর এটি আরও গর্বের বিষয় যে, আমি প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকা ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে আমাদের সুপ্রিম কম্যান্ডারকে স্যালুট জানাব। আমি এই অনন্য সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।”

ফরাসি বাহিনীর অংশগ্রহণ- এবারের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। তাঁকে সম্মান জানাতে এবারের কুচকাওয়াজে ফরাসি বাহিনীও অংশগ্রহণ করছে। যার মধ্যে থাকছে ফ্রান্সের ৯৫ সদস্যের এক মার্চিং কন্টিনজেন্ট, ৩৩ সদস্যের একটি ব্র্যান্ড দল, দুটি রাফাল ফাইটার এবং একটি এয়ারবাস A330 মাল্টি-রোল ট্যাঙ্কার পরিবহন বিমান।

ফ্রান্সের সামরিক দলে ৬ ভারতীয়- ফ্রান্সের সামরিক বাহিনীর দলের সঙ্গে ভারতের ৬ কর্মকর্তা প্যারেডে অংশগ্রহণ করবে। ফরাসি মার্চিং কন্টিনজেন্টের কমান্ডার ক্যাপ্টেন নোয়েল লুই খবরটি নিশ্চিত করেছেন।

শাড়ি প্রদর্শনী- এবছরের কুচকাওয়াজে আরেক বিশেষত্ব হল, শাড়ি প্রদর্শনী। সংস্কৃতি মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শাড়ির প্রদর্শনী করা হবে, যার নাম দেওয়া হয়েছে ‘অনন্ত সূত্র’ প্রদর্শনী। মূলত, ভারতের বস্ত্র শিল্পকে তুলে ধরা হবে কর্তব্যপথে।

এআই-এর ভূমিকা প্রদর্শন- বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে জোয়ার নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)। এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে এআই-এর ভূমিকা তুলে ধরতে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এক মূকনাটক প্রদর্শিত করা হবে।

ইসরোর চন্দ্রযান-৩ – ইসরো তথা ভারতের বড় সাফল্য হল চন্দ্রযান-৩। এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে সেটিরও ট্যাবলো প্রদর্শন করা হবে।

বিশেষ অতিথি আমন্ত্রিত- প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরামনে সম্প্রতি জানিয়েছেন, প্রায় ১৩ হাজার বিশেষ অতিথিকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত করা হবে। যার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্ত রাখা ব্যক্তি এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা রয়েছেন।

অযোধ্যার রাম মন্দিরের গেট সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই ভক্তদের ভিড় উপচে পড়তে শুরু করেছে। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে রাম মন্দির কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে। তাই বুধবার থেকেই রামলালার দর্শনের সময় বাড়ানো হল।

বদলে গেল রামলালা দর্শনের সময়, নতুন সময় কী হল জানুন
রাম মন্দির।


রাম মন্দির উদ্বোধনের পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই সর্বসাধারণের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছে। আর প্রথম দিন থেকেই ভক্তদের ভিড় উপচে পড়তে শুরু করেছে। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে রাম মন্দির কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে। তাই এবার রামলালার দর্শনের সময় বাড়ানো হল। সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার উন্মোচনের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার থেকেই রামলালা দর্শনের সময় বাড়ানো হয়েছে। অন্যদিকে, ভিড় এড়াতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।





রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে। অর্থাৎ কেবল ভোগদান ও সন্ধ্যা আরতির সময় মন্দিরের গেট সাধারণের জন্য বন্ধ থাকবে। ভিড়ের চাপ সামলাতে এবং দর্শনার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমে রামলালার দর্শনের কী সময় ছিল?

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রামলালার আরতির পর মন্দিরের গেট সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকার কথা ছিল। এই সময়ের মধ্যেই পুজো দেওয়ার নিয়ম জারি হয়েছিল।

ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা

প্রসঙ্গত, রামলালার দর্শন করতে প্রথম দিন প্রায় ৫ লক্ষ ভক্তের আগমন হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে। শেষ পর্যন্ত সকলে দর্শন পাননি। ৩ লক্ষ ভক্ত পুজো দিতে পেরেছেন বলে রাম মন্দির সূত্রে খবর। তারপর বুধবার, দ্বিতীয় দিন প্রায় ৩ লক্ষ ভক্তের আগমন ঘটে। এদিনও সকালের দিকে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় মন্দির কর্তৃপক্ষ থেকে পুলিশ-প্রশাসনের। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারপর রাম মন্দিরের ভিড় সামাল দিতে এদিন লখনউয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই আপাতত অযোধ্যা আসার বাস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। অন্যদিকে, ভক্তদের মন্দিরে প্রবেশ ও বেরোনোর জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান ডিজি প্রশান্ত কুমার।



 প্রতি বছরই বাজেট পেশের আগে অর্থ মন্ত্রকের প্রাঙ্গণে হালুয়া উৎসবের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী স্বয়ং নিজের হাতে হালুয়া মন্ত্রকের পদস্থ আধিকারিক ও কর্মীদের মধ্যে বিতরণ করেন মন্ত্রী। এই হালুয়া উৎসব পালনের একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে।

সাধারণত, সংসদে বাজেট পেশের আগে পর্যন্ত বাজেটের নথি অত্যন্ত গোপন রাখা হয়। বাজেট সংক্রান্ত কোনও তথ্য যাতে ফাঁস না হয়, তার জন্য হালুয়া উৎসব পালন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Video: বাজেট পেশের আগে হালুয়া বিতরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দেখুন ভিডিয়ো
প্রি-বাজেট হালুয়া উৎসব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। রীতি অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে ২০২৩-২৪-এর বাজেট পেশ করবেন। তাই বাজেট পেশের আগে প্রথা মেনে হালুয়া উৎসব পালন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর হালুয়া বিতরণের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


চিরাচরিত প্রথা মেনেই মঙ্গলবার, হালুয়া তৈরি করে নর্থ ব্লকের সদর দফতরে উপস্থিত মন্ত্রীদের মধ্যে সেটা বিতরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, টেবিলের উপর লাল রিবন দিয়ে বাঁধা লাল কাপড়ে ঢাকা কালো রঙের একটি বড় কড়াই। সেই কড়াইয়ের রিবন খুলে, লাল কাপড় খুলে হাতা দিয়ে হালুয়া নাড়ছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডা. ভাগবত কারাট-সহ মন্ত্রকের পদস্থ আধিকারিকেরা। শালপাতার বাটিতে করে হালুয়া তুলে সেখানে উপস্থিত সকলের মধ্যে বিতরণ করছেন অর্থমন্ত্রী।



সোমবার বন দফতরের এক আধিকারিক সুশান্ত নন্দার পোস্ট করা ভিডিয়োতে শেষে তাকে উদ্ধারের ছবিই ধরা পড়েছে। দেখা যাচ্ছে ছানাটি দিশাহারা হয়ে পরিখার ভিতরেই হন্যে হয়ে ঘুরছে। তার কাছেই তার মা। অবস্থা দেখে সেও অশান্ত হয়ে পড়েছে। একটু দূরেই তাদের দল।

 হন হন করে মায়ের কাছে দৌড় পুঁচকে হাতির, তার আগে ঘটিয়েছে এক কাণ্ড
ছানা হাতির ছোটাছুটির মুহূর্ত।

ঢেঙ্কানল: ছানাকে ছেড়ে মা যাবে না কিছুতেই। এদিকে ওই মাকে ছেড়ে তার দলের বাকিরাও নড়তে নারাজ। আর ছানা! সে বেচারা পা পিছলে পড়েছে এক পরিখার মধ্যে। লাগেনি যদিও। কিন্তু ভয়ে দিশাহারা হয়ে পড়ে। দৌড়াদৌড়ি শুরু করে দেয় পরিখার মধ্যেই। একপাল হাতির সে কী অবস্থা। ওড়িশার ঢেঙ্কানলের এক জঙ্গলে সেই ছানা হাতিকে উদ্ধারের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল।


শেষে বন দফতরের কর্মীরা ওই ছানা হাতিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলে শান্ত হয় হাতির দলটি। হাতি বরাবরই পারিবারিক। দল বেঁধে থাকে। কেউ বিপদে পড়লে ছেড়ে যায় না। হাতিরা যখন জঙ্গলের রাস্তা পার হয়, তাদের সেই দল বেঁধে যাওয়া দেখার মতো। একেকটি দলে ৫০টা পর্যন্ত হাতি থাকতে পারে । শুরুতে থাকে বিরাট চেহারার দলপতি। শেষে থাকে রক্ষী। মাঝে সেই দলের মধ্যেই ঢুকে থাকে ছানা। ঢেঙ্কানলেও তেমনই এক ছানা জঙ্গলের ভিতর দিয়ে দলের সঙ্গে যাওয়ার সময় পড়ে যায় পরিখায়।



গত বছরের জুলাই মাসে ওই সার্ভে রিপোর্ট তৈরি করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। বারাণসী আদালতের বিচারক এ কে বিশ্বেশা এদিন নির্দেশ দিয়েছেন, ওই রিপোর্টে কী রয়েছে, তা যেন মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষ দেখতে পারে।

জ্ঞানবাপী মসজিদের সার্ভে রিপোর্টে কী আছে, দেখতে দেওয়া হোক উভয় পক্ষকে: আদালত
জ্ঞানবাপী মসজিদ (ফাইল ছবি)

বারাণসী: জ্ঞানবাপী মসজিদ নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া যে সায়েন্টেফিক সার্ভে রিপোর্ট বানিয়েছে, তা সংশ্লিষ্ট সব পক্ষের কাছে দিতে হবে। বুধবার এই নির্দেশ দিয়েছে বারাণসীর এক নিম্ন আদালত। গত বছরের জুলাই মাসে ওই সার্ভে রিপোর্ট তৈরি করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। বারাণসী আদালতের বিচারক এ কে বিশ্বেশা এদিন নির্দেশ দিয়েছেন, ওই রিপোর্টে কী রয়েছে, তা যেন মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষ দেখতে পারে।


আদালতের পর্যবেক্ষণ, ‘মামলার সঙ্গে সম্পর্কিত উভয় পক্ষকেই সার্ভে রিপোর্টের কপি দিতে হবে। যাতে দুই পক্ষের কারও রিপোর্ট নিয়ে কোনও আপত্তি থাকলে, প্রয়োজন বোধে তা জানাতে পারে। যদি মামলার সঙ্গে জড়িতদের কাছে সার্ভের রিপোর্টের কপি না থাকে, তাহলে তাঁদের কোথাও আপত্তি রয়েছে কি না, তা জানানো সম্ভব হচ্ছে না।’

আদালত জানিয়েছে, সেক্ষেত্রে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সিল করা খামে সার্ভে রিপোর্ট আদালতে খোলা যাবে। বারণসীর আদালত আরও জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষ চাইলে প্রয়োজনীয় আইনি বিধি মেনে সেই কপি তাঁদের কাছে দেওয়া যেতে পারে।


প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে আদালত আর্কিওলজি সার্ভে অব ইন্ডিয়ার অধিকর্তাকে নির্দেশ দিয়েছিল জ্ঞানবাপী মসজিদ চত্বরের সায়েন্টেফিক সার্ভে করার জন্য। সুপ্রিম কোর্ট যে এলাকাগুলি আগে থেকে সিল করে দেওয়া হয়েছে, সেই এলাকাগুলি বাদ দিয়ে সায়েন্টেফিক সার্ভের নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত। সেই মতো জ্ঞানবাপী মসজিদ চত্বরের সায়েন্টেফিক সার্ভে করা হয়েছিল। উল্লেখ্য, এই সার্ভেকে চ্যালেঞ্জও করেও মামলা করা হয়েছিল। যদিও সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল


কাজের খোঁজে মহারাষ্ট্রের নাগপুরে গিয়েছিলেন ব্রজলাল। কিছুদিন যেতেই বাড়ির জন্য মন কেমন শুরু হয়। ফেরার রাস্তা ধরতেই বিপত্তি। ঝাঁ চকচকে শহরে ঝাপসা হয়ে আসে চোখ। পথ হারান। তারপর থেকেই বেপাত্তা। ফেরার পথ হারিয়ে ফেললেও রোজগারের চেষ্টা তিনি ছাড়েননি। এক রাজ্য থেকে আরেক রাজ্য ঘুরতে ঘুরতে কখনও কেরল, কখনও ঝাড়খণ্ড, এমনকী দিল্লির মতো রাজ্যও ঘোরা হয়ে গিয়েছে তাঁর।

১৫ বছর নিখোঁজ, পরিবার শ্রাদ্ধকর্মও করে ফেলে; সেই লোকই ঘরে ফিরল...
এতদিন পর ব্রজলাল বাড়ি ফিরলেন।

মধ্য প্রদেশ: কাজের খোঁজে ১৫ বছর আগে যখন নিখোঁজ হয়েছিলেন তখন তিনি যুবক। বহু খোঁজার পরও না মেলায় শ্রাদ্ধশান্তিও করে ফেলে পরিবার। শেষে জানা যায় বেঁচে আছেন তিনি। তবে যতদিনে বাড়ির লোকেরা জানতে পেরেছেন, ততদিনে প্রৌঢ় হয়েছেন সেদিনের যুবক। তাকে ঘিরে এখন ধুম মধ্য প্রদেশের বালাঘাটের গ্রামে।


কাজের খোঁজে মহারাষ্ট্রের নাগপুরে গিয়েছিলেন ব্রজলাল বৈগা। কিছুদিন যেতেই বাড়ির জন্য মন কেমন শুরু হয়। ফেরার রাস্তা ধরতেই বিপত্তি। ঝাঁ চকচকে শহরে ঝাপসা হয়ে আসে চোখ। পথ হারান। তারপর থেকেই বেপাত্তা। ফেরার পথ হারিয়ে ফেললেও রোজগারের চেষ্টা তিনি ছাড়েননি। এক রাজ্য থেকে আরেক রাজ্য ঘুরতে ঘুরতে কখনও কেরল, কখনও ঝাড়খণ্ড, এমনকী দিল্লির মতো রাজ্যও ঘোরা হয়ে গিয়েছে তাঁর।

গিয়েছেন মুসৌরি, এমনকী বাংলার হাওড়াও ছুঁয়ে গিয়েছেন একবার। সুপারিক্ষেতে কাজ করেছেন, নারকেল জল বিক্রি করেছেন। শেষে ঝাড়খণ্ড থেকেই তাঁর ঘরের ঠিকানা হারিয়ে ফেলার খবর জানতে পারেন এক সমাজকর্মী। ঘরের ঠিকানা নিয়ে প্রশাসনকে জানিয়ে তাদের মারফত ১৫ হাজার টাকা তাকে জোগাড় করে দিয়ে শেষে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়।

 শহরে আবার টাকার পাহাড়! সরকারি কর্মীর বাড়িতে মিলল ১০০ কোটির সম্পত্তি
উদ্ধার হওয়া টাকা-গহনা ও দামি গ্যাজেট।

হায়দরাবাদ: বান্ডিল বান্ডিল টাকা। ব্রিফকেসে সাজানো নামী ব্রান্ডের দামি সমস্ত ঘড়ি, আইফোন, আইপ্যাড-কী নেই। সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ অ্যান্টি-কোরাপশন ব্যুরোর। দিনভর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি। জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথারিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথারিটির ডিরেক্টরও ছিলেন।


প্রাথমিক তদন্তের পর অ্যান্টি কোরাপশন ব্যুরোর দাবি, শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। আজও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে বলে জানা গিয়েছে। বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলাও দায়ের করা হয়েছে।


জানা গিয়েছে, অ্যান্টি কোরাপশন ব্যুরোর তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ ৪০ লক্ষ টাকা রয়েছে, পাওয়া গিয়েছে ২ কেজি সোনার গহনা। ৬০টি দামী বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে। এছাড়া বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে।



 ক্যাব সংস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। কখনও ক্যাব বাতিল করে দেওয়ার অভিযোগ, কখনও বেশি টাকা নেওয়ার অভিযোগ। এবার সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। ৭০০ টাকা ভাড়া দেখানোর পরও সেটা বেড়ে হয়ে গেল ৫০০০ টাকা। ক্যাব সংস্থা ওলা-র বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে।


বেঙ্গালুরুর বাসিন্দা এক কলেজ ছাত্র অনুরাগ কুমার সিং একটি ক্যাব বুক করতে গিয়ে দেখেন ভাড়া অনেক বেশি। কলকাতা থেকে গিয়ে তখন সবেমাত্র নেমেছেন কেম্পেগৌড়া বিমানবন্দরে। সেখানে দাঁড়িয়ে তিনি একটি মিনি ট্যাক্সি বুক করেন অ্যাপ থেকে।

ওই ছাত্র গাড়িতে ডিসপ্লে বোর্ডে দেখতে পান ৭৩০ টাকা ভাড়া দেখাচ্ছে। মাথিকেরে এলাকা ছিল তাঁর গন্তব্য। সেখানে পৌঁছনোর পর চালক ৫০০০ টাকা চেয়ে বসেন। তা শুনে চমকে যান ওই ছাত্র। তিনি জানান, গোটা শহর ঘুরলেও হয়ত এত টাকা দিতে হত না। ওই ছাত্র জানিয়েছেন, গাড়ি থেকে নামার পর চালক ফোনের স্ক্রিনে দেখান ভাড়া হয়েছে ৫ হাজার ১৯৪ টাকা।


এদিকে নিজের ফোন চেক করে অনুরাগ দেখেন, আসলে ট্রিপটাই বাতিল হয়ে গিয়েছে। ফলে কাস্টমার কেয়ারে জানানোর কোনও অপশনও খুঁজে পাননি তিনি। চালকের ভাষা বুঝতে অসুবিধা হওয়ায় ওই ছাত্র আশপাশের লোকজনের সাহায্য নেন। কোনওরকমে ভাড়া কমিয়ে ১৬০০ টাকা করা সম্ভব হয়। কীভাবে এমনটা হল, ওলা-র তরফে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

তবে ওই ছাত্রের ঘটনা থেকে স্পষ্ট, কীভাবে আচমকা সমস্যায় পড়তে হতে পারে। ক্যাব সংস্থার সঙ্গে কেন যোগাযোগ করা সম্ভব হল না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

গ্রেফতারির হুঁশিয়ারি দিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সিট গঠন করব। সিট এই মামলার তদন্ত করবে, লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে। আমাদের কাছে সব প্রমাণ আছে। যেভাবে সাধারণ মানুষকে উসকানো হচ্ছিল, তাতে গুয়াহাটিতে বড় কিছু ঘটে যেতে পারত।"

Rahul Gandhi-Himanta Biswa Sarma: 'রাহুল গান্ধীকে গ্রেফতার করব, তবে লোকসভার পরে', কেন সময় বেঁধে দিলেন হিমন্ত?
রাহুলকে গ্রেফতারির হুঁশিয়ারি হিমন্তের।

গুয়াহাটি: ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) অসমে পৌঁছতেই ধুন্ধুমার। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কংগ্রেস কর্মীরা। হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ একাধিক কর্মীর বিরুদ্ধে। এবার গ্রেফতারির হুমকি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বললেন, তিনি গ্রেফতার করাবেন রাহুল গান্ধীকে। তবে এখন নয়, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পরে।


মঙ্গলবার গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ে। ব্যারিকেড টপকিয়ে শহরে ঢোকার চেষ্টা করে কংগ্রেস কর্মীরা। বাধা দিতে গেলে হাতাহাতি শুরু হয় পুলিশের সঙ্গে। এরপরই অ,মের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। সেই মতো মামলাও দায়ের হয়। বুধবার আরও এক ধাপ এগিয়ে রাহুল গান্ধীকে গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “রাহুল গান্ধী যাতে গ্রেফতার হয়, তা নিশ্চিত করব আমি। তবে এখন নয়, লোকসভা নির্বাচনের পরে গ্রেফতার করা হবে। এখন যদি আমরা পদক্ষেপ করি, তাহলে ওরা বলবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত”। রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে না দেওয়ার বিষয়েও হিমন্ত পাল্টা প্রশ্ন করেন যে কামাক্ষ্যা মন্দিরে কেন যাননি রাহুল? তিনি বলেন, “এই যাত্রার আসল উদ্দেশ্যই হল অসমে অশান্তি সৃষ্টি করা। আমরা এই উদ্দেশ্য সফল হতে দিইনি। ধুলবাড়ির পরে ওঁ (রাহুল গান্ধী) যা খুশি করুক।”


গ্রেফতারির হুঁশিয়ারি দিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সিট গঠন করব। সিট এই মামলার তদন্ত করবে, লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে। আমাদের কাছে সব প্রমাণ আছে। যেভাবে সাধারণ মানুষকে উসকানো হচ্ছিল, তাতে গুয়াহাটিতে বড় কিছু ঘটে যেতে পারত।”

অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা দুইবার ভারত জোড়ো ন্যায় যাত্রার উপরে হামলা চালিয়েছে। পুলিশ নীরব দর্শক হয়ে দাড়িয়ে থেকেছে। রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

ভারতরত্ন সম্মান প্রাপকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ভিভিআইপি ক্যাটেগরির সুবিধা পান তাঁরা। যেমন, ট্রেনে বিনামূল্যে সফর করতে পারেন তাঁরা। কেন্দ্রের তরফে তাঁদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির সুবিধা দেওয়া হয়। প্রসঙ্গত রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, ক্যাবিনেট মন্ত্রী, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সংসদের বিরোধী দলের নেতারা এই প্রোটোকলের তালিকায় থাকেন।

বিনা খরচে ট্রেন-বিমান যাত্রা, আর কী কী সুবিধা পান ভারতরত্ন সম্মান প্রাপকরা
ভারতরত্ন সম্মান প্রাপকরা কী সুবিধা পান

নয়া দিল্লি: মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরকে। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা ও খেলার দুনিয়ায় যাঁরা অনবদ্য অবদান রেখেছেন, তাঁদের থেকে বেছে নেওয়া হয় ভারতরত্ন সম্মান প্রাপকদের। ১৯৫৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সময় থেকে এই সম্মান দেওয়া হয়ে আসছে। প্রথমবার যখন ১৯৫৪ সালে ভারতরত্ন ঘোষণা করা হয়েছিল, তখন তিনজনকে এই নাগরিক সম্মান দেওয়া হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী, বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামন এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল।


ভারতরত্ন সম্মান কারা পাবেন, সেটি কীভাবে স্থির হয়
দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। এক্ষেত্রে নামের সুপারিশ করেন প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের ভারতরত্ন সম্মানে সম্মানিত করেন। মূলত যাঁদের কৃতিত্ব তুলনাহীন, যাঁদের অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ এমন ব্যক্তিত্বদের নাম সুপারিশ করা হয়। অতীতে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার, সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর থেকে শুরু করে অনেকে এই সম্মান পেয়েছেন।

একজন ভারতরত্ন সম্মান প্রাপক কী পান?
সংশ্লিষ্ট ব্যক্তিত্বকে একটি সনদ ও পদক দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রপতি। সেখানে স্বাক্ষর থাকে রাষ্ট্রপতির। পিপল পাতার আকৃতির একটি পদক। তার একপাশে থাকে চকচকে প্ল্যাটিনামের সূর্য এবং অন্য পাশে থাকে অশোক স্তম্ভ। সরকারি তথ্য অনুযায়ী, ভারতরত্ন পদক এবং যে বাক্সের মধ্যে করে এটি দেওয়া হয়, সব মিলিয়ে এর মূল্য ২ লাখ ৫৭ হাজার ৭৩২ টাকা।


প্রসঙ্গত, এই সর্বোচ্চ নাগরিক সম্মানের সঙ্গে কোনও অর্থ দেওয়া হয় না। তাছাড়া, প্রতি বছর ভারতরত্ন ঘোষণাও জরুরি নয়। ১৯৫৪ সাল থেকে ভারতরত্ন সম্মান দেওয়া শুরু হয়। মরণোত্তর ভারতরত্ন প্রথম দেওয়া হয়েছিল ১৯৫৫ সালে। এক বছরে তিনটির বেশি ভারতরত্ন সম্মান এখনও দেওয়া হয়নি। সাধারণত, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন, এই ভারতরত্ন সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এর আগে ২০১৯ সালে সঙ্গীতশিল্পী ও সুরকার ভূপেন হাজারিকাকে এই সম্মান দেওয়া হয়েছিল।

কীভাবে একজন ভারতরত্ন প্রাপক ভিভিআইপি হন?
ভারতরত্ন সম্মান প্রাপকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ভিভিআইপি ক্যাটেগরির সুবিধা পান তাঁরা। যেমন, ট্রেনে বিনামূল্যে সফর করতে পারেন তাঁরা। কেন্দ্রের তরফে তাঁদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির সুবিধা দেওয়া হয়। প্রসঙ্গত রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, ক্যাবিনেট মন্ত্রী, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সংসদের বিরোধী দলের নেতারা এই প্রোটোকলের তালিকায় থাকেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি প্রোটোকলের মাধ্যমে স্থির হয় কোনও সরকারী কর্মসূচিতে কে কোথায় বসবেন।

এ ছাড়া ভারতরত্ন সম্মান প্রাপকরা ডিপ্লোম্যাট পাসপোর্টও পান। এই ডিপ্লোম্যাট পাসপোর্ট, সাধারণ পাসপোর্টের থেকে আলাদা। দেখতেও আলাদা। মেরুন রঙের কভার থাকে ডিপ্লোম্যাট পাসপোর্টে। এই পাসপোর্ট থাকলে আজীবন বিনা খরচে বিমানে যাতায়াতের সুবিধা পাওয়া যায়। যে কোনও রাজ্যের সরকারি গেস্ট হাউসে থাকার সুবিধা পান তাঁরা। যাতায়াত, খাওয়া-দাওয়া ও থাকার ক্ষেত্রেও বিভিন্ন সুবিধা পান তাঁরা।

এবছর ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। সেই উপলক্ষে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠানে আকর্ষণীয় বেশ কতকগুলি ব্যবস্থা রাখা হচ্ছে। যার মধ্যে অন্যতম, মহিলা বাহিনীর প্যারেডে অংশগ্রহণ, শাড়ি প্রদর্শনী এবং এআই-এর ভূমিকা ধরে মূকনাটক। স্বাভাবিকভাবেই এবছর কর্তব্যপথে বসে কুচকাওয়াজ অনুষ্ঠান চাক্ষুষ করতে উন্মুখ অনেকেই।

 দিল্লির কুচকাওয়াজের অনুষ্ঠানের টিকিট কোথায় পাওয়া যাবে, কত দাম জানুন
ফাইল ছবি।


রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস। এবছর ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। সেই উপলক্ষে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠানে আকর্ষণীয় বেশ কতকগুলি ব্যবস্থা রাখা হচ্ছে। যার মধ্যে অন্যতম, মহিলা বাহিনীর প্যারেডে অংশগ্রহণ, শাড়ি প্রদর্শনী এবং এআই-এর ভূমিকা ধরে মূকনাটক। স্বাভাবিকভাবেই এবছর কর্তব্যপথে বসে কুচকাওয়াজ অনুষ্ঠান চাক্ষুষ করতে উন্মুখ অনেকেই। কখন কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হবে, কুচকাওয়াজ দেখার টিকিট কত দামে, কোথায় পাওয়া যাবে, দেখে নিন একনজরে





২৬ জানুয়ারি সকাল ১০টায় কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। প্রায় ৩ ঘণ্টা অনুষ্ঠান চলবে। টিভি-র বিভিন্ন সংবাদ চ্যানেল এবং আকাশবাণীতে সম্প্রচার করা হবে।

কীভাবে টিকিট কিনবেন?

১) প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেনা যাবে। ২) ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগ-ইন করুন। ৩) কোন অনুষ্ঠান দেখতে চাইবেন (FDR Republic Day Parade, Republic Day Parade, or Beating the Retreat) সেটা ঠিক করতে হবে। ৪) গ্রাহকের নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা এবং পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে। ৫) কোন আসন গ্রহণ করবেন অর্থাৎ টিকিট ক্যাটেগরি ঠিক করতে হবে। ৬) অনলাইনে পেমেন্ট করুন। ৭) একটি নিশ্চিত ইমেল ও এসএমএস এবং QR কোড পাবেন। ৮) এবার ই-টিকিট ডাউনলোড করে প্রিন্ট করুন এবং অনুষ্ঠানে আসল পরিচয়পত্র নিয়ে যাবেন।

অফলাইনে কোথায় টিকিট পাবেন?

১) দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিস থেকে অফলাইনে কুচকাওয়াজ অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে। ২) কাজের দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত টিকিট পাওয়া যাবে। আসল পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে হবে।

টিকিটের দাম কত?

১) সংরক্ষিত আসনের টিকিটের দাম ৫০০ টাকা। ২) অসংরক্ষিত আসনের টিকিটের দাম ১০০ টাকা। ৩) অসংরক্ষিত আসনে নির্দিষ্ট কিছু ইভেন্ট দেখার টিকিটের দাম ২০ টাকা।

কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি না করার সিদ্ধান্ত পাকা। অধীর চৌধুরীর জন্যই এই সিন্ধান্ত বলে জানা গেল তৃণমূল সূত্রে। তবে ভোট পরবর্তী আসন সমঝোতার রাস্তা খোলা থাকছে। বিজেপিকে রোখাই মূল উদ্দেশ্য। আপাতত জোটে নেই তৃণমূল।

অধীরের জন্যই একলা লড়বে তৃণমূল, ভোটের পরে অবস্থা বুঝে ব্যবস্থা
অধীরের জন্যই জোট আলোচনায় রাজি নয় তৃণমূল

নয়া দিল্লি: কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি না করার সিদ্ধান্ত পাকা। বুধবারই ‘একলা চলো’র বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে কোনও সমজোতা নয়, বাংলার ৪২টি আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস। তারপর, কংগ্রেসের পক্ষ থেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়। জয়রাম রমেশ এমনও বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় ছাড়া ইন্ডিয়া জোটের কথা ভাবাই যায় না। কিন্তু, তারপরও প্রশ্নটা থেকেই যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাবেন? তৃণমূল সূত্রে অবশ্য জানা গেল, আসন সমঝোতা না করলেও, নির্বাচন পরবর্তী বোঝাপড়ার রাস্তা খোলা রাখবে ঘাসফুল শিবির।


তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধীর চৌধুরীর কারণেই রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, নির্বাচন পরবর্তী ক্ষেত্রে জোট গড়ার রাস্তা খোলা থাকবে। তৃণমূলের মূল উদ্দেশ্য বিজেপিকে রুখে দেওয়া। তার জন্য, নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল সূত্রে বলা হয়েছে, ভোটের পর সংবিধান রক্ষায় বিজেপি বিরোধী শিবিরে অবশ্যই থাকবে তৃণমূল। আপাতত ইন্ডিয়া জোটের অধীনে আসন ভাগাভাগি না করার সিদ্ধান্ত পাকা। এই বিষয়ে আর কোনও আলোচনা হবে না।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বাংলায় আসন ভাগাভাগি করা হবে না, তা সোমবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি প্রস্তাব দিয়েছিলেন, কংগ্রেস ৩০০ লোকসভা আসনে লড়ুক। বাকি আসনগুলি আঞ্চলিক দলগুলিকে ছেড়ে দিক। কিন্তু, তাঁর প্রস্তাব নস্যাত করে দেওয়া হয়। এরপরই নির্বাচনের আগে জোট থেকে সরে আসার কথা বিবেচনা করছে তৃণমূল। তবে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই সিদ্ধান্ত একেবারেই আপেক্ষিক। অর্থাৎ, আসন ভাগাভাগির ক্ষেত্রে কিংবা বাংলায় লড়াইয়ের ক্ষেত্রেই জোটের সঙ্গে হাত মেলাবে না তৃণমূল। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


তবে, গত কয়েকমাস ধরে যে জল্পনা চলছিল, বাংলায় জোটের নেতারা ঐক্যবদ্ধভাবে কোনও সভা করবেন কিনা, এক মঞ্চ থেকে বার্তা দেবেন কিনা, তার অবসান ঘটল। তৃণমূল কংগ্রেসের অবস্থানে স্পষ্ট, বাংলায় এক মঞ্চ থকে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরিদের বার্তা দিতে দেখা যাবে না। বরং বাংলায় একে অপরের বিরুদ্ধেই লড়বে বাম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। ভোটের ফল বের হওয়ার পর, বাংলায় আবার ঐক্যবদ্ধ চেহারায় দেখা যেতে পারে ইন্ডিয়া জোটকে।



এর আগেও বীরভূমের মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট-সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই ঘটনাগুলির তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা।

বারুদের স্তূপ বীরভূমে ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার
জিলেটিন স্টিক উদ্ধার

রামপুরহাট: ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বীরভূমের রামপুরহাটে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রামপুরহাটের হস্তিকন্দা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় এবং ১৬ বস্তা ভর্তি ৬৪০০ পিস জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলিকে এখানে রেখেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


এর আগেও বীরভূমের মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট-সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই ঘটনাগুলির তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। নলহাটির বাড়ি থেকে তাঁকে তুলে আনা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই পাথর ব্যবসায়ী মনোজ পঞ্চায়েতের সময়ে তৃণমূলের টিকিটে লড়ে জিতেওছিলেন।



কেন্দ্রীয় সরকার সর্ষের তেল-সহ সমস্ত ভোজ্য তেলের উৎপাদনকারী সংস্থাগুলিকে তাদের পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বলেছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে। ফলে শীঘ্রই সর্ষের তেল-সহ ভোজ্য তেলের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

শীঘ্রই কমতে পারে সর্ষের তেলের দাম, বড় পদক্ষেপ কেন্দ্রের
প্রতীকী ছবি।

নয়া দিল্লি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। বাজেটও আসতে চলেছে কয়েকদিন পর। এই আবহে জনগণের রান্নাঘরের বাজেট কমানোর প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই সর্ষের তেল-সহ অন্যান্য ভোজ্যতেল সস্তা হতে পারে, কারণ সরকার তেল কোম্পানিগুলিকে তাদের পণ্যের দাম কমাতে বলেছে।



কেন্দ্রীয় সরকার সর্ষের তেল-সহ সমস্ত ভোজ্য তেলের উৎপাদনকারী সংস্থাগুলিকে তাদের পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বলেছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে।

মার্চ পর্যন্ত সরিষার সর্ষের দাম কমবে না?

সরকার তেল কোম্পানিগুলিকে দাম কমাতে বলে থাকতে পারে। কিন্তু, বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্চ পর্যন্ত সর্ষের তেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই। মার্চে নতুন ফসল ওঠার পরই সর্ষের তেলের দাম কমবে।

এদিকে, তেল কোম্পানিগুলির একটি সংগঠন সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় ঝুনঝুনওয়ালা বলেছেন, “খাদ্য সরবরাহ মন্ত্রক সয়াবিন, সূর্যমুখী এবং পাম তেলের এমআরপি কমাতে বলেছে। আন্তর্জাতিক দরপতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলির পরিবর্তন করা হয়নি।

এক ভোজ্যতেল কোম্পানির সিইও জানান, তেলের দাম কিছু অবিলম্বে হ্রাস করার সুযোগ রয়েছে। তবে তেলের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। এমতাবস্থায় দাম কমার কোনও সম্ভাবনা নেই। কোম্পানি প্রতি মাসে তার পণ্যের এমআরপি পরিবর্তন করে, যা আগের মাসের বাজার প্রবণতার উপর ভিত্তি

এই নতুন নিয়মের অধীনে বিমাকারীরা নিখরচায় হাসপাতালে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য বা চিকিৎসার জন্য কোনও টাকা জমা দিতে হবে না। যে দিন রোগী হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সেদিন বিমা সংস্থা যাবতীয় বিল মিটিয়ে দেবে। এতে দারুণ উপকৃত হবেন বিমাকারীরা।

 বড় খবর, আজ থেকে যে কোনও হাসপাতালে পাবেন Cashless-এ চিকিৎসা
প্রতীকী চিত্র

নয়া দিল্লি: বাজেট পেশের আগেই বড় খবর। চিকিৎসার ক্ষেত্রে বড় স্বস্তি পেল বিমাকারীরা। এবার থেকে যে কোনও হাসপাতালে পাওয়া যাবে ক্যাশলেস চিকিৎসার পরিষেবা (Cashless Treatment)। জেনারেল ইন্সুরেন্স কাউন্সিলের (General Insurance Council) তরফে বুধবারই ঘোষণা করা হয় যে এবার থেকে বিমাকারীরা যে কোনও হাসপাতালেই ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। সেই হাসপাতাল যদি বিমা সংস্থার তালিকাভুক্ত না হয়, সেক্ষেত্রেও এই পরিষেবা পাওয়া যাবে। আজ, বৃহস্পতিবার থেকেই এই সুবিধা পাওয়া যাবে।


এই নতুন নিয়মের অধীনে বিমাকারীরা নিখরচায় হাসপাতালে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য বা চিকিৎসার জন্য কোনও টাকা জমা দিতে হবে না। যে দিন রোগী হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সেদিন বিমা সংস্থা যাবতীয় বিল মিটিয়ে দেবে। এতে দারুণ উপকৃত হবেন বিমাকারীরা। বর্তমানে কেবল বিমা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হাসপাতালগুলিতেই এই পরিষেবা পাওয়া যেত। যদি কোনও বিমাকারী চুক্তির বাইরে থাকা অন্য কোনও হাসপাতালে ভর্তি হন, তখন তাকেই হাসপাতালের বিল মেটাতে হয়। পরে রিইমবার্সমেন্ট ক্লেমের মাধ্যমে বিমার টাকা পাওয়া যায়।

কীভাবে যেকোনও হাসপাতালে ‘ক্যাশলেস’ চিকিৎসা পাবেন?
এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে কেবল হাসপাতালে ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টা আগে বিমা সংস্থাকে জানাতে হবে। ইমার্জেন্সির ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিমা সংস্থাকে জানাতে হবে।


ক্যাশলেস চিকিৎসা কী?
ক্যাশলেস চিকিৎসার ক্ষেত্রে বিমাকারীরা অগ্রিম কোনও টাকা জমা না দিয়েই হাসপাতালে ভর্তি হতে পারেন। হাসপাতালের বিল মেটায় সরাসরি বিমা সংস্থা। তবে এক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে। বিমা ক্রয় করার সঙ্গে সঙ্গেই নিখরচায় হাসপাতালে ভর্তি হওয়ার সুবিধা পাওয়া যায় না। ন্যূনতম ৩০ দিন সময় লাগে। বিমাকারী সংস্থার উপরেও নির্ভর করে কতদিনে পরিষেবা পাওয়া যাবে।

ক্যাশলেস ক্লেম কি বাতিল হতে পারে?
যদি বিমাকারী সংস্থার শর্ত বা ক্রাইটেরিয়া পূরণ করতে ব্যর্থ হয়, তবে ইমার্জেন্সি বা পরিকল্পিতভাবে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে ক্লেম বাতিল হতে পারে। যেমন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিমা ক্লেম করা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসার যথাযথ নথি জমা দিতে না পারলেও বিমার ক্লেম বাতিল হতে পারে।

শরীরে ভাল খারাপ দু রকম কোলেস্টেরল থাকে। তবে কোলেস্টেরল বাড়তে দেওয়া একেবারেই ঠিক নয়। এতে চাপ পড়ে হার্টের উপরে। যে কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই। যে কারণে নিজেকেই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। বুঝে শুনে খাবার খান

করলার থেকে এই সবজির গুণাগুণ অনেক বেশি, রোজ খেলে কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে অন্ত্রও ভাল থাকবে
কেন খাবেন লাউ

শরীরের জন্য খুবই উপকারী এই সবজি। এই সবজি দিয়ে নানা রকম রান্না সহজেই রেঁধে ফেলা যায়। সেই আদ্যিকাল থেকে বাঙালির রান্নাঘরে এই সবজির আনাগোনা। নাম শুনে অনেকেই খেতে চান না, তবে এই সবজি দিয়ে বানানো ট্র্যাডিশন্যাল বাঙালি খাবার খেতে দারুণ সুন্দর লাগে। সারা বছর খেলে পেট ঠান্ডা থাকে। হজমের সমস্যা হয় না। বুঝতে পারছেন কি কোন সবজির কথা বলা হচ্ছে? তা হল লাউ। লাউয়ের পুষ্টিগুণ অনেক সেই সঙ্গে এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম। বলা ভাল ক্যালোরি, কার্বোহাইড্রেট একেবারেই নেই। ফলে ওজন কমানোর জন্য লাউ সেরা। লাউ দিয়ে যেমন পাতলা ঝোল রেঁধে ফেলা যায় তেমনই পায়েস বানানো যায়। এছাড়া মাছের মাথা দিয়ে লাউ, চিংড়ি দিয়ে লাউ খেতেও দারুণ লাগে। রূপকথার গল্পেও কিন্তু এই সবজিটির একাধিক প্রসঙ্গ রয়েছে। করলার থেকেও পুষ্টিগুণে অনেক এগিয়ে লাউ।


কার্বোহাইড্রেট কম থাকায় এই সবজি শরীরের জন্য খুব ভাল। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে, অন্ত্রের যত্ন নিতে এই সবজি ডায়েটে রাখা আবশ্যক। পাকস্থলি, লিভার পরিষ্কার রাখতে, যে কোনও চর্মরোগ সারিয়ে দিতে এই লাউয়ের ভূমিকা অনস্বীকার্য। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, যা শরীর ঠান্ডা রাখে। এছাড়াও এর মধ্যে কোনও রকম ক্যালোরি নেই ফলে তা হার্টের জন্যেও খুব ভাল। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় লাউ জ্বর, জন্ডিস, ডায়াবেটিস, হজমের সমস্যা মেটাতেও ভীষণ রকম উপকারী।

শরীরে ভাল খারাপ দু রকম কোলেস্টেরল থাকে। তবে কোলেস্টেরল বাড়তে দেওয়া একেবারেই ঠিক নয়। এতে চাপ পড়ে হার্টের উপরে। যে কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই। যে কারণে নিজেকেই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। বুঝে শুনে খাবার খান। কোনও ভাবেই বেশি কিছু খেয়ে ফেলবেন না। এতে শরীর খারাপের ঝুঁকি বাড়ে। আর তাই ব্যালান্সড ডায়েট, হালকা খাবারই শরীরের জন্য সবচাইতে ভাল। লাউয়ের মধ্যে ফাইবার অনেকটা বেশি পরিমাণে থাকে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না, অন্ত্র পরিষ্কার থাকে। তাই নিয়ম করে অবশ্যই এই লাউ খান। রোজ একটা করে লাউয়ের সবজি খেলে পেটও অনেক ঠান্ডা থাকবে। অনেকের কম বয়সে মুখে বলিরেখা পড়ে। সেই বলিরেখা দূর করতেও কাজ করে লাউ।


লাইয়ের মধ্যে জলের ভাগ বেশি ক্যালোরি একেবারেই নেই। যে কারণে পেট অনেকক্ষণ ভরা থাকে, খিদে পায় না। ফলে চর্বি গলতে শুরু করে তাড়াতাড়ি। শরীরের ডিটক্সিফিকেশনের জন্য লাউয়ের জুড়ি মেলা ভার। তাই শরীর সুস্থ রাখতে রোজ অবশ্যই নিয়ম করে খান লাউ।