হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর দলের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে উইল জ্যাকসের প্রশংসা করে তাঁর তিনটি পজিটিভ দিক তুলে ধরলেন মুম্বই ক্যাপ্টেন।
IPL 2025, Hardik Pandya: দলের বোলিংয়ে মুগ্ধ হার্দিক, জ্যাকসকে একাদশে রাখার কারণ ব্যাখ্যা ক্যাপ্টেনের
Image Credit source: BCCI
Follow Us
social
Twitter
facebook
linkedin
instagram
youtube
কলকাতা: মরসুমের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হার। শুধুমাত্র কলকাতার বিরুদ্ধে জয় পেয়েছিল মুম্বই। শেষ ২টি ম্যাচেই জয় নিয়ে প্রত্যাবর্তন হয়েছে তাদের। শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর দলের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে উইল জ্যাকসের প্রশংসা করে তাঁর তিনটি পজিটিভ দিক তুলে ধরলেন মুম্বই ক্যাপ্টেন।
প্রথম চারটি ম্যাচে চোটের কারণে অনুপস্থিত ছিলেন বুমরা। প্রতি ম্যাচেই বোলিং ইউনিটে পরীক্ষা-নিরীক্ষা করছিল তারা। বেঙ্গালুরুর বিরুদ্ধে এ মরসুমে প্রথম ম্যাচ খেলেন বুমরা। বোলিং ইউনিট তাঁদের নেতা ফিরে পায়। কিন্তু সেই ম্য়াচেও হারের মুখ দেখে মুম্বই। এরপর অবশ্য ঘুরে দাঁড়ানো। পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই। ঝুলিতে দুটি জয়ে আত্মবিশ্বাস ফিরেছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। এ বার প্লে-অফের দৌড়ে ঢুকে স্বপ্ন দেখতে শুরু করেছে দল।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর হার্দিক পান্ডিয়া দলের বোলিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘বোলাররা খুবই বুদ্ধিদীপ্ত বোলিং করেছে। আমাদের পরিকল্পনা খুব সহজ আর স্পষ্ট ছিল। কিছু বল মারা সহজ ছিল না। বোলারদের কৃতিত্ব যে তারা ওই বলই করে যাচ্ছিল। প্রথমের দিকে যখন রাহুল চাহারের বল থমকে আসছিল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে গতির হেরফের করলে কার্যকর হবে। তারপর সময় যত গড়িয়েছে পেসাররা বৈচিত্র এনেছে।’
মন্থর পিচে পার্টটাইম স্পিনার উইল জ্যাকস দুটি উইকেট নেন। উইল জ্যাকসের প্রশংসায় ক্যাপ্টেন হার্দিক বলেছেন, ‘ওর তিনটে দিক আছে। ও খুব গুরুত্বপূর্ণ ওভারগুলোতে বলও করতে পারে, সঙ্গে মারকাটারি ব্যাটিংও করার ক্ষমতা আছে ওর। উইল একজন দুর্দান্ত ফিল্ডারও। তাই ওকে দলে রাখা রয়েছে।’
Topics
আইপিএল
ক্রিকেট
হার্দিক পান্ডিয়া
Next Article
Bangla News Sports Cricket news Uska jaane ka time aa gaya says Virender Sehwag on Rohit Sharma's off form in IPL 2025
Rohit Sharma: ওর সময় হয়ে এসেছে… ফর্মহীন রোহিতকে নিয়ে বড় কথা দেশের প্রাক্তনীর
সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী Apr 18, 2025 | 6:55 PM
MI, IPL 2025: ঘরের মাঠে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিলেন। সেখানে মাত্র ২৬ রান করেন রোহিত। এ বার হিটম্যানের ফর্ম দেখে সতর্ক করেছেন দেশের এক প্রাক্তন ক্রিকেটার।
Rohit Sharma: ওর সময় হয়ে এসেছে... ফর্মহীন রোহিতকে নিয়ে বড় কথা দেশের প্রাক্তনীর
ওর সময় হয়ে এসেছে... ফর্মহীন রোহিতকে নিয়ে বড় কথা দেশের প্রাক্তনীর
Image Credit source: BCCI
Follow Us
social
Twitter
facebook
linkedin
instagram
youtube
০, ৮, ১৩, ১৭, ১৮ ও ২৬ — এটা যদি বলা হয় রোহিত শর্মার শেষ ৬টি ইনিংসে করা রান, অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু এটাই সত্যি। চলতি আইপিএলে (IPL) পরপর ৬ ইনিংসে মাত্র ৮২ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। এমআইকে ৫টি আইপিএল ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এখন ফর্মে নেই হিটম্যান। চলছে না তাঁর ব্যাট। প্রবল সমালোচিত হচ্ছেন। ঘরের মাঠে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিলেন। সেখানে মাত্র ২৬ রান করেন রোহিত। এ বার হিটম্যানের ফর্ম দেখে সতর্ক করেছেন দেশের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগ। এই সময় রোহিতের কী করা উচিত, সে কথাও জানিয়েছেন বীরু।
রোহিতের খেলার ধরন নিয়ে ভাবা উচিত। মনে করছেন সেওয়াগ। তিনি বলেন, ‘যদি গত ১০ বছরে রোহিতের আইপিএলে রান দেখা হয়, নজরে পড়বে মাত্র ১ বারই ৪০০-র বেশি রান করেছিল। ও এমন প্লেয়ারই নয়, যে মনে করে ওকে ৫০০ বা ৭০০ রান করতে হবে। যদি ও সেটা ভাবে করতেই পারে। যখন ও ভারতের অধিনায়ক হয়েছিল, সেই সময় বলেছিল, ও এমন প্লেয়ার হতে যায় যে, পাওয়ার প্লে-তে সুযোগ কাজে লাগাতে চায়। ও একাই সব রকম ত্যাগ স্বীকার করতে চেয়েছিল। কিন্তু ও যখন পারফর্ম করতে পারছে না, তখন ওর উত্তরাধিকারে আঘাত লাগছে।’
হিটম্যানের অবসরের সময় এসেছে। তার আগে উচিত নিজের স্বাভাবিক খেলাটা তুলে ধরে ভক্তদের মন জয় করা। এই প্রসঙ্গে বলতে গিয়ে বীরু বলেন, ‘এ বার ওর অবসরের সময় এসেছে। আর অবসরের আগে নিশ্চয়ই ও চাইবে ভক্তরা যেন ওকে মনে রাখে তার জন্য কিছু করতে। এমন কিছু মুহূর্ত নিশ্চয়ই চাইবে না, যাতে ভক্তরা ভাবতে বাধ্য হয় যে, কেন ওকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না। আমি তো বলব ১০টা বল অতিরিক্ত খেলো। কিন্তু অন্তত খেলো। নিজেকে একটা সুযোগ দাও। পুল শট খেলতে গিয়ে একাধিকবার ও আউট হয়ে যাচ্ছে। একবার ওর সিদ্ধান্ত নেওয়া উচিত যে, পুল শট খেলবে না। এ বার ওকে এটা কে বোঝাবে? কাউকে ওকে বলতে হবে যে ও যেন স্বাভাবিক ক্রিকেটটা খেলে। যখন আমি ক্রিকেট খেলতাম, সেই সময় সচিন, দ্রাবিড় বা সৌরভ আমাকে বলত স্বাভাবিকভাবে ক্রিকেট খেলার জন্য।’