WEATHER

Top News


জানা গিয়েছে, ওই ব্যক্তিকে তাঁর ছেলে ফেলে রেখে চলে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন এক পুলিশকর্মী। এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন। চারদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হাসপাতালে সুপার-সহ অন্যদেরও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।


ছেলে ফেলে চলে গেল, হাসপাতালের সামনে ৪ দিন ধরে পড়ে মরণাপন্ন রোগী
কল্যাণী জেএনএম হাসপাতালের বহির্বিভাগের সামনে পড়ে রয়েছেন রোগী

পরনে কোনও পোশাক নেই। শুয়ে আছেন ট্রলির উপর। এক-দুই ঘণ্টা নয়। গত চারদিন ধরে কল্যাণী JNM হাসপাতালের বহির্বিভাগের সামনে এভাবেই পড়ে রয়েছেন এক ব্যক্তি। বাড়ির লোকেরা তাঁকে সেখানে ফেলে পালিয়ে যান বলে হাসপাতালের তরফে জানা গিয়েছে। কিন্তু, হাসপাতালের সামনে এভাবে ট্রলিতে এক ব্যক্তি পড়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কেন কোনও পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালের ক্যাম্পাসে থাকা পুলিশ আউট পোস্টে ঘটনাটি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

এই হাসপাতালে বেসরকারি নিরাপত্তা সংস্থার সুপারভাইজার সঞ্জয় গঙ্গোপাধ্যায় বলেন, “এই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ছুটি হয়ে যায়। গত ১০ জুলাই ট্রলিতে করে ওঁর ছেলে এখানে এনে রাখেন। তখন আমরা তাঁর ছেলেকে বলি, এখানে রেখেছেন কেন? ওঁর ছেলে বলেন, আমরা রাতে নিয়ে যাব। তারপর ওঁর ছেলে চলে যান। সেই থেকে উনি এখানেই পড়ে রয়েছেন। হাসপাতালের সুপারও জানেন। প্রশাসনও জানে। কিন্তু, তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না। রোগীর পরিবারকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু, তারা নিয়ে যাচ্ছে না।”



গোপনে প্রেম, বিয়ে করলেন অভিনেত্রী রূপালি, পাত্র কে জানেন?
আলু চাষ করতেন বলে অপয়া বলে দাগিয়ে ছিল গোটা গ্রাম, বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত তৃণমূল নেতার
ভিডিয়ো: বিয়ের পর চলছিল আঙটি খোঁজার খেলা, হঠাৎ হাতাহাতি!
ওই ব্যক্তি এইচআইভি পজিটিভে আক্রান্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নিজের সম্পর্কে তেমন কিছু বলতে পারছেন না। বারবার জিজ্ঞাসা করার পর নিজের নাম বললেন। বয়স ৬২ বছর। নদিয়ার চাকদহ থানার ব্রহ্মপাড়ায় বাড়ি বলে জানালেন। ছেলের নামও জানালেন। কিন্তু, তাঁর ছেলে কেন এখানে ফেলে রেখে চলে গিয়েছেন, তা বলতে পারছেন না। জানালেন, একসময় উত্তর ২৪ পরগনার খড়দহে একটি মিষ্টির দোকানে কাজ করতেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তিকে তাঁর ছেলে ফেলে রেখে চলে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন এক পুলিশকর্মী। এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন। চারদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হাসপাতালে সুপার-সহ অন্যদেরও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। এভাবে নগ্ন অবস্থায় বহির্বিভাগের সামনে এক রোগী পড়ে থাকায় হাসপাতালে আসা অন্য রোগী ও তাঁদের পরিজনরা প্রশ্ন তুলছেন। প্রশ্ন উঠছে, ওই ব্যক্তির পরিবার তাঁকে ফিরিয়ে নিয়ে না গেলেও কেন ব্যবস্থা গ্রহণ করছে না হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন?

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। সেটাই এবার বেড়ে হল ২১ জুলাই।


শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এখনও আবেদন করেননি? চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর এসএসসি-র
ফাইল ফোটো


শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার সময়সীমা আরও সাতদিন বাড়াল স্কুল সার্ভিস কমিশন। ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যেত। সেটাই এবার বেড়ে হল ২১ জুলাই। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে এসএসসি। ফলে যেসব পরীক্ষার্থী এখনও আবেদন করতে পারেননি, তাঁরা আবেদনের জন্য আরও কয়েকদিন সময় পাচ্ছেন।


পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ৭ দিন বাড়ানোর কারণ নিয়ে এসএসসি জানিয়েছে, টেকনিক্যাল ও সার্ভারের সমস্যায় বেশ কিছু প্রার্থী পোর্টালে আবেদন করতে পারেননি। এই বিষয়টি নজরে আসার পরই আবেদন করার সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হল। ২১ জুলাই বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জানানো যাবে। আর ফি জমা দেওয়া যাবে ওইদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।




এ যেন ভারতের শ্রেষ্ঠত্বের প্রমাণ! অনন্ত-রাধিকার বিয়ে কী ভাবে অনন্য?
অভিনেত্রীর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে এলোপাথাড়ি কোপ দিলেন স্বামী!
রোজ স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া? জাস্ট মেনে চলুন লাল-কিতাবের এই দুটি বিষয়
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রাজ্যে ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। সেটাই এবার বেড়ে হল ২১ জুলাই। ৩০ মে-র বিজ্ঞপ্তি অনুসারে, লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা।

এসএসসি-র ওই বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে। চিহ্নিত অযোগ্যরা যাতে ওই পরীক্ষায় বসতে না পারে, সেই আবেদন জানানো হয়। রাজ্য এর বিপক্ষে সওয়াল করলেও হাইকোর্ট জানিয়ে দিয়েছে, চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবে না। এদিকে, ‘যোগ্য’ চাকরিহারারা পরীক্ষায় বসবেন না বলে জানিয়েছেন।




কাকদ্বীপে চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র সহ তিন দুষ্কৃতির একটি চক্র কে গ্রেপ্তার করল পুলিশ। 


জানাযায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে, কাকদ্বীপ থানার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা হচ্ছিল। এমনকি প্রায় তিনটি মন্দিরের ভিতরে থাকা পুজোর ঘন্টা, কাঁসর, আবক্ষ মূর্তি,বাসনপত্র সহ বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়ে যাচ্ছিল। বিষয়টি জানার পর থেকেই কাকদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করে। 


শেষ পর্যন্ত একটি সূত্র মারফত খবর পেয়ে পুলিশ প্রথমে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে বাকি দু'জনের খোঁজ পায় পুলিশ। এরপরই তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। ওই তিন জনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ। এবং এর পরেই গ্রেফতার হওয়া তিনজনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। 




গঙ্গাসাগরে চাঁপাতলায় নদী বাঁধের কাজে দুর্নীতির অভিযোগের পর বিরোধীদের উদ্দেশ্যে একাধিক মন্তব্য প্রকাশ করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। 

দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাপখালি মৌজার চাঁপাতলা এলাকায় নদী বাঁধ ভাঙ্গা আটকাতে প্রশাসনের পক্ষ থেকে খাঁচা ফেলে চলছে কাজ। দুর্নীতির অভিযোগ তুলেছিল স্থানীয় মানুষজন এবং বিরোধীরা তাদের অভিযোগ ছিল নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছে এবং খাঁচায় যেখানে পাঁচ হাজার ইট দেওয়ার কথা সেখানে তিন থেকে সাড়ে তিন হাজার ইট দিয়ে নদীতে ফেলা হচ্ছে খাঁচা।


 তাদের আরো অভিযোগ ছিল প্রতিবাদ করলে শাসক দলের তরফ থেকে মিথ্যা কেস দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছিল সমস্ত অভিযোগ উড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এলাকাবাসীদের অভিযোগ ছিল নিম্নমানের ইট দেয়া হচ্ছে সেই অভিযোগ পাওয়া মাত্রই উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে যাতে ইট বদলে ভালো ইট দেওয়া হয় কিন্তু শাসক দলের তরফ থেকে কাউকে হুমকি দেওয়া হয়নি। বিরোধীরা কালিমা লিপ্ত করার জন্য মিথ্যে অভিযোগ করছে।

গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ ডট কম নিউজ টিম।

ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা ৯২৮। বিজেপি, তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশ নিয়েছিল। এদিন ফল ঘোষণার পর দেখা যায়, এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা।


কেষ্ট-গড়ে বিজেপির জয়জয়কার, একটা আসনও পেল না তৃণমূল
জয়ের পর বিজেপি কর্মীদের উচ্ছ্বাস


 রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি। তার আগে কেষ্ট-গড় বীরভূমে বিজেপির জয়জয়কার। সাঁইথিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের সবগুলিই জিতল গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল একটা আসন পেল না। নির্বাচনে অংশগ্রহণ করেছিল বামেরাও। কিন্তু, তারা কোনও দাগ কাটতে পারল না। বিধানসভা নির্বাচনের আগে সাঁইথিয়ায় এই জয়কে বড় সাফল্য হিসেবে দেখছে বিজেপি।


ইটাহাট সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা ৯২৮। বিজেপি, তৃণমূল এবং বামেরা নির্বাচনে অংশ নিয়েছিল। এদিন ফল ঘোষণার পর দেখা যায়, এই সমবায় নির্বাচনে তেমন ছাপ ফেলতে পারেনি তৃণমূল ও বামেরা। সব আসনে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। গেরুয়া আবির খেলেন। পরস্পরকে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা। মিছিলও করেন তাঁরা।



রোজ স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া? জাস্ট মেনে চলুন লাল-কিতাবের এই দুটি বিষয়
ইউনূসকে 'বিদায়' বলবে বাংলাদেশ? প্রধান উপদেষ্টা নিয়োগে প্রস্তাব বিএনপি-জামায়তদের


 ভারত-বাংলাদেশ বর্ডারে পরপর চলল গুলি, হঠাৎ কী হল সেখানে?
সমবায় সমিতিতে জয়ের পর বোলপুর সংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “তৃণমূলের শক্ত ঘাঁটি অনেকদিন আগেই ভেঙে গিয়েছে। এখন গা-জোয়ারি ঘাঁটি বলতে পারেন। যেখানে ভোট হয়েছে, তৃণমূল গা-জোয়ারি করেছে। পুলিশকে ব্যবহার করেছে। কিন্তু, যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন, সেখানে তৃণমূল হেরেছে।”

তিনি আরও বলেন, “বীরভূম জেলার মধ্যে ময়ূরেশ্বর বিজেপির শক্ত ঘাঁটি। আমরা সব আসনে জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তৃণমূলের নেতারা এখানে রাজনীতির নামে প্রহসন চালায়। তবে শুধু এখানে নয়, মানুষ যেখানেই ভোট দিতে পারবেন, সেখানেই বিজেপি জিতবে।”

তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (কেষ্ট) গড় হিসেবে পরিচিত বীরভূম। লোকসভা নির্বাচনে এই জেলার ২টি আসনেই জিতেছে তৃণমূল। আবার একুশের নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে ১০টি পায় ঘাসফুল শিবির। একটি আসনে জেতে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জেলায় ফল কী হবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা।



পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের ব্যবহার সম্পর্কেও জানতে চাইবে পুলিশ। পুরনো কোনও অভব্য আচরণের অভিযোগ রয়েছে কি না জানতে চাইবে পুলিশ। গতকালই কোর্টে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ফোনের কল ডিটেল খতিয়ে দেখতে হবে।

জোকা-কাণ্ডে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন পুলিশের
হরিদেবপুর থানা


আইআইএম জোকা ও সেখানকার হস্টেলের রেজিস্ট্রারে নজর পুলিশের। এবার কর্তৃপক্ষের থেকে রেজিস্ট্রার চাইল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের ব্য়বহার সম্পর্কে জানতে চাইবেন পুলিশ আধিকারিকরা। কর্তৃপক্ষের থেকে রেজিস্ট্রার চাইলো পুলিশ। গঠন করা হয়েছে ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’


পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের ব্যবহার সম্পর্কেও জানতে চাইবে পুলিশ। পুরনো কোনও অভব্য আচরণের অভিযোগ রয়েছে কি না জানতে চাইবে পুলিশ। গতকালই কোর্টে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ফোনের কল ডিটেল খতিয়ে দেখতে হবে। সেই মত অভিযোগকারীনি ও অভিযুক্ত দু’জনের মোবাইলের কল ডিটেইলস জোগাড় করছে পুলিশ। তাদের মধ্যে আগে কোনও কথোপকথন হয়েছিল কি না, ঘটনার দিন অভিযুক্ত নির্যাতিতাকে ফোন করেছিল কি না তা জানতে কল ডিটেলসে নজর। চাওয়া হয়েছে আইআইএম জোকার সব সিসিটিভি ফুটেজ।

রোজ স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া? জাস্ট মেনে চলুন লাল-কিতাবের এই দুটি বিষয়
গোপনে প্রেম, বিয়ে করলেন অভিনেত্রী রূপালি, পাত্র কে জানেন?
এ যেন ভারতের শ্রেষ্ঠত্বের প্রমাণ! অনন্ত-রাধিকার বিয়ে কী ভাবে অনন্য?
উল্লেখ্য, কসবার ঘটনার আবহে জোকায় একটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত। তবে নির্যাতিতার বাবার দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। তিনি সাংবাদিকদের জানান, শারীরিক পরীক্ষার সময় নাকি ধর্ষণের কথা পুলিশই বলতে বলেছিল। নির্যাতিতার বাবা বলেন, “মেয়ে আমাকে জানিয়েছে ধর্ষণের মতো কোনও ঘটনা ঘটেনি। বাড়িতে ফেরার পরে আমায় বলে, এমন কোনও ঘটনা ঘটেনি। এমনকী, যে গ্রেফতার হয়েছে তার সঙ্গে আমার মেয়ের কোনও সম্পর্ক নেই।” এ দিকে, এই ঘটনায় গতকালই অভিযুক্তকে কোর্টে তুলেছে পুলিশ। সেখানে আবার অভিযুক্তকে প্রভাবশালী বলেও উল্লেখ করা হয়েছে।