WEATHER

Top News



সূত্রের খবর, তদন্তকারী সংস্থার কাছে খালিস্তানি-আইএসআই যোগের তথ্য প্রমাণও রয়েছে। ইউএপিএ-র অধীনে জেলবন্দি জঙ্গি ও খালিস্তানি নেতাদের জেরা করে জানা গিয়েছে, খালিস্তানপন্থী ও গ্যাংস্টারদের এই জোট বিদেশের মাটি থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত, অস্ত্র সরবরাহ ও দেশবিরোধী কার্যকলাপে সাহায্য করত।


নয়া দিল্লি: কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের চাপান-উতোরের মাঝেই খালিস্তানিপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় অভিযান কেন্দ্রের। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে এনআইএ(NIA)। খালিস্তানি (Khalistani) গ্যাংস্টারদের খোঁজে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 


কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। পঞ্জাবের ৩০টি জায়গা, রাজস্থানের ১৩টি জায়গা, হরিয়ানার ৪ জায়গা, উত্তরাখণ্ডের ২ জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এছাড়াও দিল্লি ও উত্তর প্রদেশে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মোট ৫০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 

সূত্রের খবর, ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপে আর্থিক মদত দিচ্ছে ভিন দেশে বসে থাকা খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা ও কিছু গ্যাংস্টাররা। হাওয়ালার মাধ্যমে টাকার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার করা হচ্ছে ভারতে। এই সমস্ত কার্যকলাপের সঙ্গে খালিস্তানি যোগসূত্র পাওয়া গিয়েছে। সেখান থেকেই আজ এনআইএ-র এই তল্লাশি অভিযান।


অপর একটি সূত্রে খবর, তদন্তকারী সংস্থার কাছে খালিস্তানি-আইএসআই যোগের তথ্য প্রমাণও রয়েছে। ইউএপিএ-র অধীনে জেলবন্দি জঙ্গি ও খালিস্তানি নেতাদের জেরা করে জানা গিয়েছে, খালিস্তানপন্থী ও গ্যাংস্টারদের এই জোট বিদেশের মাটি থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত, অস্ত্র সরবরাহ ও দেশবিরোধী কার্যকলাপে সাহায্য করত।

সম্প্রতিই কানাডায় নাগরিকত্ব পাওয়া খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্য়ু ঘিরে ভারতের সঙ্গে কানাডার তুমুল বিরোধ বাধে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, নিজ্জরের মৃত্যুতে ভারতের যোগ থাকতে পারে। ভারতের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। এরপরই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এনআইএ-র অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মঙ্গলবার নিউইয়র্কে কাউন্সিল ফর ফরেন রিলেশনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর কানাডার 'পরিকল্পিত অপরাধে'র প্রসঙ্গ তোলেন। কীভাবে সেখানে হিংসা, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে আলোচনা করেন।

S Jaishankar: 'ভুল লোককে প্রশ্ন করছেন', খালিস্তানি নেতা নিজ্জরের মৃত্যু নিয়ে কড়া জবাব বিদেশমন্ত্রীর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নয়া দিল্লি: খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যায় ভারতের হাত থাকতে পারে, এমনটাই দাবি করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তাঁর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে চাপান-উতোর। দুই দেশের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। খালিস্তানি নেতার মৃত্যুর দায়ভার যতই দেশের ঘাড়ে চাপানোর চেষ্টা করুক কানাডা (Canada), ভারত তা কোনওভাবেই বরদাস্ত করবে না, এ কথা সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। মঙ্গলবার তিনি বলেন, “ভারত এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে না। কারণ এটা নীতিগত বিষয়।”


মঙ্গলবার নিউইয়র্কে কাউন্সিল ফর ফরেন রিলেশনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর কানাডার ‘পরিকল্পিত অপরাধে’র প্রসঙ্গ তোলেন। কীভাবে সেখানে হিংসা, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বরদাস্ত করা হচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সম্প্রতিই এক মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন যে নিজ্জরের হত্যার পিছনে ভারতের যোগ থাকার সম্ভাবনা নিয়ে ‘ফাইভ আই পার্টনার’দের মধ্যে গোপন তথ্য ভাগ করে নেওয়া হয়েছিল। এরপরই বিতর্ক আরও বাড়ে। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো ফাইভ আইয়ের সদস্য নই। এফবিআই-র সদস্যও নই অবশ্যই। তাই আমার মনে হয় আপনারা ভুল লোককে প্রশ্ন করছেন।”


নিজ্জরের হত্যা নিয়ে কানাডার কাছে যদি কোনও তথ্য থাকে এবং তা ভারতকে জানানো হয়, তাহলে ভারত যথাযথ পদক্ষেপ করবে বলেও জানান তিনি

প্রধান খুনের তদন্তে নেমে আগেই বিহার যোগের প্রমাণ হাতে এসেছিল পুলিশের। সেই মোতাবেক বিহারের সীমান্তবর্তী এলাকাগুলিতে তল্লাশি চালানো হয়। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আরা এলাকা ওঁত পেতে থাকেন তদন্তকারীরা।

তৃণমূল প্রধান খুনের অন্যতম অভিযুক্ত শুটারকে বিহার থেকে গ্রেফতার
ইসলামপুরে বিহার খুনে গ্রেফতার

ইসলামপুর: তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে আগেই বিহার যোগের প্রমাণ মিলেছিল। ইসলামপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রাহি খুনে মূল শুটারকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিহারের পটনা সংলগ্ন আরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। রাতেই সাংবাদিক বৈঠক করে একথা জানান ইসলামপুর পুলিশ জেলার সুপার জশপ্রিত সিং। ধৃতকে জেরা করে এখনও পর্যন্ত তদন্তকারীরা একটা বিষয়ে নিশ্চিত, জমি মাফিয়াদের আক্রোশেই এই খুন। খুনে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি, একটি পিস্তল ও ৩ রাউন্ড কার্তুজও উদ্ধার করেছে। পাশাপাশি গাড়ির চালককেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের ইসলামপুর আদালতে তোলা হবে।


প্রধান খুনের তদন্তে নেমে আগেই বিহার যোগের প্রমাণ হাতে এসেছিল পুলিশের। সেই মোতাবেক বিহারের সীমান্তবর্তী এলাকাগুলিতে তল্লাশি চালানো হয়। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আরা এলাকা ওঁত পেতে থাকেন তদন্তকারীরা। একটি সন্দেহজনক স্করপিও গাড়ি দেখতে পান। সেই গাড়িতেই ছিল অভিযুক্তরা। পুলিশকে দেখে তারা আগেই আঁচ করতে পেরেছিল। গাড়ির গতিবেগ বাড়িয়ে দিয়েছিল। পুলিশ অভিযুক্তদের ধাওয়া করে মোটর বাইক নিয়েই। কার্যত ফিল্মি কায়দায় বাইক ছুটিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ।

এই মামলায় আগেই ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডলের নেতৃত্বে সিট গঠন করা হয়। এখনও ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে খবর, আনুমানিক দেড় বছর আগে দেখাশোনা করে কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা বছর ২৭ এর ছবিনা খাতুনের বিয়ে হয় মারুফ হোসেনের সঙ্গে।

Basirhat Woman Harassment: শর্ত ছিল মা হওয়া যাবে না, অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই পেটে লাথি!
ছবিনা খাতুন, আক্রান্ত গৃহবধূ

বসিরহাট: দেখাশোনা করে বিয়ে হয়েছিল। তারপর স্ত্রী জানতে পারে তার স্বামীর আরও একবার বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের একটি সন্তানও রয়েছে। তাই শর্ত দ্বিতীয়বার আর সন্তান প্রসব করা চলবে না। কিন্তু সেই শর্তপূরণ হল না স্বামীর। সেই রাগে স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই তার পেটে লাথি মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।


ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে খবর, আনুমানিক দেড় বছর আগে দেখাশোনা করে কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা বছর ২৭ এর ছবিনা খাতুনের বিয়ে হয় মারুফ হোসেনের সঙ্গে। মারুফ পেশায় ম্যানিব্যাগ কারিগর। বিয়ের পর ছবিনা জানতে পারেন তাঁর স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল। এবং তাঁর একটি সন্তানও রয়েছে। বিষয়টি জানাজানি হতেই ছবিনা প্রতিবাদ করেন। অভিযোগ, তখন স্বামী মারুফ হোসেন তাঁকে শর্ত দেয় কোনওরকম ভাবেই অন্তঃসত্ত্বা হওয়া যাবে না।

পরবর্তীতে গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আর ঠিক তখনই আপত্তি জানায় স্বামী মারুফ হোসেন,শাশুড়ি মাসুদা বিবি ও শ্বশুর শাখার আলি মোল্লা। অভিযোগ, মঙ্গলবার রাতে ছবিনা খাতুনকে বেধড়ক মারধর করে ও তাঁর পেটেও লাথি মারার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে দাদা বদরউদ্দিন গাজি এবং মা আমিনা বিবি মেয়েকে উদ্ধার করতে যুবতীর বাড়িতে আসেন।


অভিযোগ,তাঁর মা এবং দাদাকে বেধড়ক মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনা জানতে পারেন প্রতিবেশীরা। দীর্ঘক্ষণ আটকে থাকার পর স্থানীয় বাসিন্দারা হাড়োয়া থানায় খবর দেয়। পুলিশ এসে তাঁদের তিনজনকে উদ্ধার করে। এরপর পুলিশের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।

ইতিমধ্যে স্বামী মারুফ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। স্বামী মারুফ হোসেন,শাশুড়ি মাসুদা বিবি এবং শ্বশুর শাখার আলি মোল্লার বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছবিনার দাদা বদরঊদ্দীন গাজি জানান, বোন অন্তঃসত্ত্বা হয়েছে মেনে নিতে পারেনি। সেই কারণে ওকে মারধর করেছে শ্বশুরবাড়ির লোকজন। ওর সন্তানকেও মেরে ফেলা হয়েছে।



আজ, বুধবার সকাল থেকে শুটিংয়ে একের পর এক সোনা-রুপো-ব্রোঞ্জ এসেই চলেছে। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্ট থেকে সোনা জেতার পর এ বার ব্যক্তিগত বিভাগে রুপো পেলেন ভারতের এষা সিং (Esha Singh)।

Asian Games 2023, Shooting: অষ্টাদশী এষার হাত ধরে এশিয়ান গেমসে সোনার পর পিস্তল শুটিংয়ে এল রুপো

হানঝাউ: ভারতীয় অ্যাথলিটরা চলতি এশিয়াডে একের পর এক পদক জিতে চলেছেন। আজ, বুধবার সকাল থেকে শুটিংয়ে একের পর এক সোনা-রুপো-ব্রোঞ্জ এসেই চলেছে। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্ট থেকে সোনা জেতার পর এ বার ব্যক্তিগত বিভাগে রুপো পেলেন ভারতের এষা সিং (Esha Singh)। অষ্টাদশী এষা মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিং ফাইনালে ৩৪ পয়েন্ট নিয়ে শেষ করেন। এই ইভেন্টের ফাইনালে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতীয় অলিম্পিয়ান মানু ভাকের। কিন্তু ফাইনালে তিনি হতাশ করেছেন। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেন মানু। বিস্তারিত জেনে নিন  এর এই প্রতিবেদনে।


এশিয়ান গেমসে শুটিংয়ে পদকের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় শুটাররা। সকালে পুরুষদের স্কিট-৫০ শুটিংয়ে টিম ইভেন্টে ভারতীয় শুটাররা ব্রোঞ্জ পেয়েছিলেন। দুপুরে পুরুষদের স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)।

Asian Games 2023, Shooting: অল্পের জন্য সোনা হাতছাড়া, স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা

হানঝাউ: এশিয়ান গেমসে শুটিংয়ে পদকের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় শুটাররা। সকালে পুরুষদের স্কিট-৫০ শুটিংয়ে টিম ইভেন্টে ভারতীয় শুটাররা ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই দলের সদস্যরা হলেন – অনন্তজিৎ সিং নারুকা, গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়া। এ বার পুরুষদের স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)। অল্পের জন্য তাঁর সোনা হাতছাড়া হয়েছে। তারপরও রেকর্ড গড়েছেন অনন্তজিৎ। আসলে এশিয়ান গেমসের ইতিহাসে এই ইভেন্ট থেকে প্রথম রুপো পেলেন অনন্তজিৎ। আজ, বুধবার সকাল সকাল মহিলাদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্টে সোনা জেতেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান। তারপর মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে টিম ইভেন্টে রুপো পান ভারতের অশি চৌকসে, মানিনি কৌশিক ও সিফট কৌর সাম্রা। এরপর ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনের ব্যক্তিগত ইভেন্টে সিফট সোনা জেতেন এবং ব্রোঞ্জ পান অশি। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।




আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির হতে চলেছে। শনিবার এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। সেই কারণে আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


কলকাতা: এক টানা ঘ্যানঘ্যানে বৃষ্টি শেষ হয়েছে। তবে মুক্তি নেই। বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাব পড়তে পারে বাংলায়। কিন্তু এই কটাদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি নেই।


আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির হতে চলেছে। শনিবার এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। সেই কারণে আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ধীরে ধীরে শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। অপরদিকে, কলকাতায়ও তাপমাত্রারও পরিবর্তন হবে শনিবার থেকে। তিলত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৭ শতাংশ। অপরদিকে, উত্তরবঙ্গে পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মালদহ-উত্তর-দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



চলতি সপ্তাহেই দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ কুমার। সেখানেই দিনকয়েক পরে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবী লাল চৌধুরীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের নেতারা যোগ দিলেও, শেষ মুহূর্তে অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন নীতীশ কুমার।


পটনা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শাসিত এনডিএ (NDA) জোটকে হারাতে জোট গড়েছে বিরোধী দলগুলি। ২৮টি বিরোধী দল মিলে তৈরি করেছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। এই জোটের কাণ্ডারি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর পৌরহিত্যেই পটনাতে জোটের সূত্র বাধা হয়। বেঙ্গালুরুর বৈঠকে ‘ইন্ডিয়া’ নামকরণ হয় জোটের। বিরোধী জোট যখন বিজেপিকে হারানোর ব্লু-প্রিন্ট আঁকছে, সেই সময়ই জল্পনা নীতীশ কুমারকে ঘিরে। ২৪-র নির্বাচনের আগেই কি ফের এনডিএ জোটে ফিরছেন নীতীশ কুমার? এই নিয়েই জোর জল্পনা রাজ্য় তথা জাতীয় রাজনীতিতে। আর সেই জল্পনাকেই উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা পার্টির প্রধান পশুপতি কুমার পরস (Pashupati Paras)। মঙ্গলবারই তিনি বলেন, নীতীশ কুমার যদি এনডিএ জোটে ফিরতে চান, তবে তাঁকে স্বাগত জানানো হবে।


চলতি সপ্তাহেই দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানেই দিনকয়েক পরে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রতিষ্ঠাতা দেবী লাল চৌধুরীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, ফারুক আবদুল্লার মতো ইন্ডিয়া জোটের নেতারা যোগ দিলেও, শেষ মুহূর্তে অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন নীতীশ কুমার। এরপরই জল্পনা আরও বাড়ে যে ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-তে যোগ দিতে পারেন নীতীশ কুমার।

মঙ্গলবার সেই জল্পনাকে উসকে দেন রাষ্ট্রীয় লোক জনতা পার্টির প্রধান পশুপতি কুমার পরস। তিনি বলেন, “যদি নীতীশ কুমার এনডিএ জোটে যোগ দিতে চান, তবে তাঁকে স্বাগত জানানো হবে”। এর দু’দিন আগে বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমারও জানিয়েছেন, যেকোনো জাতীয়তাবাদী সৎ ও উন্নয়নে বিশ্বাসী ব্যক্তিকেই বিজেপি স্বাগত জানাবে।


তবে আপাতত এই জল্পনাকে উড়িয়েই দিয়েছেন নীতীশ কুমার। এনডিএ জোটে ফের একবার যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “এগুলো সব ফালতু কথা। এই ধরনের কথা শুনতে আমি আগ্রহী নই। আপনারা জানেন বিরোধীদের একজোট করতে আমি কতটা পরিশ্রম করেছি। এটা আমাদের অনেক বড় সাফল্য। আমার লক্ষ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সকে মজবুত করা। ”

অন্যদিকে, বিজেপির এক শিবিরও নীতীশ কুমারকে ফেরাতে নারাজ। প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য সুশীল মোদী সাফ জানিয়ে দেন, নীতীশ কুমার ফের এনডিএ জোটে ফিরতে চাইলেও, তাঁকে আর জায়গা দেওয়া হবে না। বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে নীতীশ কুমারের জন্য।


বুধবার সকালে ভারতের ঝুলিতে ঢুকল চতুর্থ সোনা। সিফট শর্মা, অশি চৌকসে ও মানিনি কৌশিকরা ৫০ মিটার থ্রি পজিশনে প্রায় সোনা জিতে ফেলছিলেন। শেষ পর্যন্ত রুপোতে থেমেছেন তাঁরা। তাঁদের আক্ষেপ যেন মিটিয়ে দিলেন মানু, রিদম, এষা। ভারতের তিন পিস্তল শুটার তুলেছেন ১৭৫৯। চিন ও দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে শুটিংয়ের টিম ইভেন্ট থেকে দ্বিতীয় সোনা ভারতের।

Asian Games 2023, 25m Pistol: পিস্তল শুটিংয়ের টিম ইভেন্ট থেকে ভারতকে সোনা দিলেন মানু-এষা-রিদম
২৫ মিটার পিস্তলের টিম ইভেন্ট থেকে ভারতকে সোনা দিলেন মানু ভাকের, এষা সিং ও রিদম সাংওয়ান।
সাত সকালে হানঝাউয়ের শুটিং রেঞ্জে রুপোলি ঝলক দেখিয়েছেন ভারতের তিন মেয়ে। সেই কাটকে না কাটতে সোনালি মুহূর্ত দিলেন ভারতের আরও তিন মেয়ে। এশিয়ান গেমসের (Asian Games 2023, Shooting) ২৫ মিটার পিস্তল শুটিং থেকে সোনা জিতলেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান (Manu Bhaker, Esha Singh, Rhythm Sangwan)। শুটিংয়ের টিম ইভেন্ট থেকে এটা ভারতের দ্বিতীয় সোনা। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন ভারতের ছেলেরা। শুটিং ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সামনে প্যারিস অলিম্পিক। অলিম্পিকের মহামঞ্চের প্রস্তুতি যেন হানঝাউতেই সেরে নিচ্ছেন ভারতীয় শুটাররা। যে মানু ভাকের টোকিও গেমসের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, সেই তিনিই দেখাচ্ছেন নতুন স্বপ্ন। বিস্তারিত।


বুধবার সকালে ভারতের ঝুলিতে ঢুকল চতুর্থ সোনা। সিফট শর্মা, অশি চৌকসে ও মানিনি কৌশিকরা ৫০ মিটার থ্রি পজিশনে প্রায় সোনা জিতে ফেলছিলেন। শেষ পর্যন্ত রুপোতে থেমেছেন তাঁরা। তাঁদের আক্ষেপ যেন মিটিয়ে দিলেন মানু, রিদম, এষা। ভারতের তিন পিস্তল শুটার তুলেছেন ১৭৫৯। চিন ও দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে শুটিংয়ের টিম ইভেন্ট থেকে দ্বিতীয় সোনা ভারতের। গত মাসেই বাকুতে বিশ্ব মিটে দলগত বিভাগে সোনা জিতেছিলেন মানুরা। সেই ধারাবাহিকতাই এশিয়ান গেমসেও ধরে রাখলেন তাঁরা। ২টো সোনা সহ শুটিং থেকে এখনও পর্যন্ত ভারতীয়রা পেয়েছেন ৭টা পদক। আর এশিয়ান গেমসে সব মিলিয়ে ৪টে সোনা, ৫টা রুপো ও ৭টা ব্রোঞ্জ ভারতের ঝুলিতে। মোট ১৬টা পদক।


শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন মানু। মানু যোগ্যতা পর্বে তিনি ছিলেন শীর্ষে। তুলেছেন ৫৯০ পয়েন্ট। এষা শেষ করেছেন পাঁচে। তাঁর পয়েন্ট ৫৮৬। রিদম শেষ করলেন সাতে, ৫৮৩ পয়েন্ট নিয়ে। মানু আর এষা ফাইনালেও উঠেছেন। মানু যদি নিজের ফর্ম ধরে রাখতে পারেন, তা হলে এশিয়ান গেমসের শুটিং থেকেও ভারত পেয়ে যাবে প্রথম ব্যক্তিগত সোনা।



অভিযোগ, ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে তারক রায় নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা। কিছুদিন পর তারক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।


বারাকপুর: ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। খড়দহ থানার সোদপুরের বাসিন্দা তারক রায় নামে প্রতারিত ব্যক্তি তারক মূলত ব্যবসায়ী। তাঁর কী ব্যবসা, সেটি তদন্ত ও ওই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে প্রকাশ করতে চাননি তদন্তকারীরা। জানা গিয়েছে, অভিযুক্তরা একদিন তাঁর কাছে এসে সিবিআই অফিসার পরিচয় দিয়ে ব্যবসার বিভিন্ন কাগজপত্র দেখতে চান। সেখানে কিছু ভুল রয়েছে, তাঁর পদক্ষেপ করা হবে বলে ভয় দেখান।


অভিযোগ, ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে তারক রায় নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা। কিছুদিন পর তারক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।


গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বারাসত দত্তপুকুর থানার চরকডাঙ্গা এলাকা থেকে সৌমেন মুখোপাধ্যায় ও জয়শ্রী কর নামে দু’জন ব্যক্তিকে গ্রেফতার করে বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন সাইবার ক্রাইম আধিকারিকরা। তাঁদের সঙ্গে আর কোন কোন চক্র জড়িত রয়েছে, তারও তদন্ত চালাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিশ।

এশিয়ান গেমসে সোনাঝরা দিন। শুটিং থেকে এল দ্বিতীয় সোনা। মেয়েদের ৫০ মিটার প্রোন টিম ইভেন্ট থেকে এসেছিল রুপো। এ বার সোনা দিলেন সিফট কৌর শর্মা। সঙ্গে করলেন বিশ্বরেকর্ডও। ফাইনালে ৪৬৯.৬ পয়েন্ট স্কোর করলেন সিফট। শুটিং থেকে এটাই প্রথম ব্যক্তিগত সোনা ভারতের। শুরু থেকেই লিড নিয়েছিলেন সিফট। শেষ পর্যন্ত তাঁকে সরানো যায়নি। ব্রোঞ্জ পেলেন অশি চৌকসে।

Asian Games 2023, Shooting: বিশ্বরেকর্ড করে এশিয়ান গেমসে সোনা জিতলেন ভারতের সিফট কৌর সাম্রা!
এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন ভারতের মেয়ে সিফট কৌর শর্মা।
Image Credit source: টুইটার

হানঝাউ: এর আগের চারটে সোনা দেশে খুশির হওয়া বইয়ে দিয়েছিল। কিন্তু ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা আসেনি। সেই আক্ষেপ মিটিয়ে তৃপ্তিতে ভরিয়ে দিলেন সিফট কৌর সাম্রা (Sift Kaur Samra)। এশিয়ান গেমসের (Asian Games 2023) ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে সোনা জিতলেন ভারতের মেয়ে। টিম ইভেন্টে একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছিল তাঁদের। কিন্তু দুরন্ত ফর্মে ছিলেন সিফট। ফাইনালেও সেই ফর্ম ধরে রাখলেন তিনি। শুধু সোনা জেতা নয়, বিশ্বরেকর্ডও করলেন তিনি। প্রোনের ফাইনালে ভারতেরই জয়জয়কার। সিফট সোনা জিতলেন যেমন, ব্রোঞ্জ পেলেন অশি চৌকসে (Ashi Chouksey)। শেষ কয়েকটা রাউন্ড তিনি যদি পিছিয়ে না পড়তেন, তা হলে রুপো পেতে পারতেন। বুধবার কার্যত সোনাঝরা দিন এশিয়ান গেমসে। পঞ্চম সোনা এল এ দিন সকালেই।  বিস্তারিত।


হানঝাউয়ে এশিয়ান গেমসের রেকর্ড, এশিয়ান রেকর্ড এবং বিশ্বরেকর্ড চুরমার করে দিলেন ভারতের মেয়ে সিফট। ৫০ মিটার থ্রি পজিশন প্রোনের ফাইনালে শুরু থেকে ছন্দে ছিলেন। ফাইনালে ৪৬৯.৬ পয়েন্ট স্কোর করেন। চলতি বছরের মে মাসে বাকু বিশ্ব মিটে গ্রেট ব্রিটেনের শুটার সিওনায়েড ম্যাকইনটস এই ইভেন্টেই করেছিলেন বিশ্বরেকর্ডে। ৪৬৭ পয়েন্ট স্কোর তাঁর। সেই রেকর্ড হেলায় ভেঙে দিলেন সিফট। রুপো পাওয়া চিনের শুটার কুইনজিয়াও জ্যাং থামলেন ৪৬২.৩ পয়েন্টে। বোঝাই যাচ্ছে, ২২ বছরের মেয়ে কতটা নিখুঁত ছিলেন। সিফট থামানো যাচ্ছিল না। অশিও চেষ্টা করেছিলেন। শুরুতে তিনিও খারাপ শট নিচ্ছিলেন না। কিন্তু শেষ কয়েক রাউন্ডে পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত ৪৫১.৯ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন।


শুটিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় সিফট। এমবিবিএস করছেন। শুটিং ধ্যানজ্ঞান হলেও পড়াশোনাতেও সমান ফোকাস করেন পঞ্জাবের মেয়ে। গত বছর থেকেই একের পর এক টুর্নামেন্টে পারফর্ম করে আসছেন তিনি। থ্রি-পিতে এ বছরের শুরু থেকে দুরন্ত ছন্দে। সেই ফর্মই এশিয়ান গেমস থেকে সোনা এনে দিল সিফটকে।



বস্তুত, করোনার সময় রাজ্যের বিভিন্ন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অনলাইন পঠন-পাঠনের দিকে হেঁটেছিল। করোনা পরবর্তীকালে এই প্রথম অনলাইন পঠন-পাঠনের কথা মাথায় আনতে হচ্ছে মশার দাপটের জন্য। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আবর্জনা-জমা জল পড়ে থাকতে দেখা গিয়েছিল। খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেছিলেন।


কলকাতা: যাদবপুরে বেলাগাম ডেঙ্গি পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও মশার উপদ্রব অব্যাহত। তাই ডেঙ্গি ঠাকাতে আপাতত অনলাইনে ক্লাসের ভাবনা। হস্টেল খালি করে পড়ুয়াদের সরিয়ে দেওয়ার ভাবনা কর্তৃপক্ষের। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবার। কীভাবে অনলাইন ক্লাস করানো যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।


বস্তুত, করোনার সময় রাজ্যের বিভিন্ন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অনলাইন পঠন-পাঠনের দিকে হেঁটেছিল। করোনা পরবর্তীকালে এই প্রথম অনলাইন পঠন-পাঠনের কথা মাথায় আনতে হচ্ছে মশার দাপটের জন্য। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আবর্জনা-জমা জল পড়ে থাকতে দেখা গিয়েছিল। খোদ ডেপুটি মেয়র অতীন ঘোষ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেছিলেন। তবে ক্যাম্পাস এতটাই বড় তার উপর সাফাই কর্মীর সংখ্যা কম থাকার দরুণ কোনও ভাবেই মশার উৎপাত কমানো যাচ্ছে না বলে সূত্রের খবর।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত এক সপ্তাহে হস্টেলের ৩০ জন আবাসিক ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গির উপসর্গ নিয়ে মেডিক্যাল অফিসারের সঙ্গে দেখা করেছেন শতাধিক। তার মধ্যে আবার একজন পড়ুয়া মারাও গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস বা ক্লাস সাসপেন্ড করার কথা ভাবছে। গতকালের ইসি-র বৈঠকে ডেঙ্গি পরিস্থিতির বিষয় উল্লেখ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে বিভাগীয় প্রধানদের মতামত নিয়েই সবটা ঠিক করা হবে।


উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “সব জায়গায় যে রকম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সেই রকম বাড়াবাড়ি হয়েছে। হস্টেলে যাতে পড়ুয়ারা না থাকে ভাল হয় এমন প্রস্তাব এসেছে। কারণ প্রতিটি পড়ুয়া অসুস্থ হলে তাঁদের কেয়ার করার মতো পরিষেবা আমাদের কাছে নেই। সেই কারণেই ভাবা হচ্ছে অনলাইন ক্লাসের বিষয়টি।”



কোটি কোটি টাকা খরচ করে চলছে গবেষণা। যুদ্ধ হলে শত্রু দেশের হাওয়ায় মিশিয়ে দেওয়া হতে পারে মারণ ভাইরাস। নিমেষে ক্ষতিগ্রস্ত হতে পারে বহু মানুষ। তাই সাবধান হওয়ার সময় এসেছে।


কলকাতা: যুদ্ধ মানেই বোমা-বন্দুক, বারুদের গন্ধ, এমন ছবিই ভাসে চোখের সামনে। কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার উপায় যেমন রয়েছে, তা আটকানোর অত্যাধুনিক উপায়ও রয়েছে বিপক্ষের হাতে। তাই সেই চেনা ছবির দিন হয়ত শেষ! বিশেষজ্ঞদের অনুমান, অদূর ভবিষ্যতে একাধিক দেশের মধ্যে যুদ্ধ বাধলে লড়াই হবে নিঃশব্দে। কোনও বিস্ফোরণের শব্দ ছাড়াই পড়ে থাকবে লাশের পর লাশ। কারণ কার্তুজ বানানোর বদলে ল্যাবরেটরিতে ভাইরাস বানানোয় মন দিয়েছে একাধিক দেশ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। যদি কখনও কলকাতা তেমন পরিস্থিতির শিকার হয়, তাহলে বাঁচবেন তো? গবেষকরা বলছেন কলকাতা শহরের অলিগ-গলিতেই নাকি রয়েছে বাঁচার উপায়।


হাওয়ায় মিশতে পারে মারণ ভাইরাস
আগে বুঝে নেওয়া যাক, জৈব অস্ত্র বা জীবাণু যুদ্ধটা আসলে কী? প্রায় দেড় হাজার খ্রিষ্ট পূর্বাব্দে শত্রুদের শিবিরে অসুস্থ ভেড়া পাঠিয়ে দেওয়া হত বলে শোনা যায়। জৈব অস্ত্র প্রয়োগের সেই শুরু। তারপর চিন-জাপান যুদ্ধের সময় জাপান সেনা চিনের বহু জলের উৎসে কলেরা ও টাইফয়েডের জীবাণু মিশিয়ে দিয়েছিল। সেই অস্ত্রে নাকি ক্রমশ শান দিচ্ছেন তাবড় দেশগুলি। কোটি কোটি টাকা খরচ করে চলছে গবেষণা। যুদ্ধ হলে শত্রু দেশের হাওয়ায় মিশিয়ে দেওয়া হতে পারে মারণ ভাইরাস। নিমেষে ক্ষতিগ্রস্ত হতে পারে বহু মানুষ। তাই সাবধান হওয়ার সময় এসেছে।

কলকাতার পুরনো বাড়িই হবে ঢাল!
গবেষকরা বলছেন, কলকাতা শহরের পুরনো বাড়িগুলোই নাকি জব্দ করতে পারে জীবাণুকে। উত্তর কলকাতার গলিতে ঢুকতে দু পাশে যে সব বাড়ি ৬০-৭০ বছর বা তারও আগের কথা বলে, সেগুলিতে নাকি টিকতে পারবে না জীবাণু।


নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক অর্ক চট্টোপাধ্যায় জানিয়েছেন, এমন কোনও জীবাণু-যুদ্ধ ঘটলে কলকাতার পুরনো বাড়িগুলিতে বিপদের সম্ভাবনা ৯২ শতাংশ কম। কারণ? ওই বাড়িগুলিতে রয়েছে বড় বড় জানালা, বারান্দা।

জীবাণু আটকাতে কেমন হওয়া উচিত বাড়ি?
গবেষণা বলছে, কোনও ঘরে জমে থাকা বাতাস যদি দিনে ১০ থেকে ১৫ বার সরে গিয়ে নতুন বাতাস প্রবেশ করতে পারে, তাহলে সেখানে জীবাণু জমে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। একাধিক বড় জানালা ও বড় বারান্দা থাকলে সুবিধা। হাওয়া একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরতে পারবে এমন ব্যবস্থা থাকা প্রয়োজন। এরও একটা হিসেব আছে। দরজা, জানালা ও ঘুলঘুলির আয়তনের যোগফল হতে হবে ঘরের আয়তনের ২০ শতাংশ। অর্থাৎ যদি ২০০ বর্গফুটের ঘর হয়, তাহলে দরজা, জানালা ও ঘুলঘুলি হতে হবে অন্তত ৪০ বর্গফুটের। নতুন বাড়ি তৈরির সময়েও মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। বিশেষজ্ঞদের পরামর্শ, স্লাইডিং জানালার বদলে পাল্লা দেওয়া জানালা বানাতে হবে। ঘরের এসি বন্ধ করে জানালা খুলে রাখতে হবে দিনের বেশ কিছুক্ষণ। জানালার সামনে আসবাব থাকলে তা সরিয়ে দিতে হবে।

আজ থেকে কয়েক দশক আগে এভাবে না ভেবেই হয়ত বানানো হয়েছিল বাড়িগুলি। কিন্তু আজ সেগুলির গুরুত্ব ক্রমশ প্রকট হচ্ছে। এসি ঘরে থাকা বা অফিসের এসি কেবিনে কাজ করা যে বিপদ ডেকে আনতে পারে, তেমনটাই বলছে গবেষণা।