দেশের সার্বিক উন্নয়নে কেন্দ্র (Central Government) ও রাজ্য সরকার (State Government) সমাজের জন্য বিশেষ প্রকল্প রচনা করে। মূলত, আর্থিকভাবে পিছিয়ে থাকা নাগরিকদের জন্যই এই আর্থিক সাহায্য (Economic Help) দিয়ে থাকে সরকার। সেই ক্ষেত্রে কৃষক, মহিলা ও মেয়েদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেওয়া হয়।

Kanya Sumangla Yojana: স্কিম কী জানেন ? উত্তরপ্রদেশের মেয়েদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে ইউপি সরকার। এই প্রকল্পের নাম কন্যা সুমঙ্গলা যোজনা 2021 (Kanya Sumangla Yojana। এই স্কিমে, আপনার মেয়ে সরকারের থেকে 15000 টাকা পাবে। কেবল ইউপির মেয়েরাই এই সুবিধা পাবেন। জেনে নিন কী বলছে স্কিম।

Government Scheme 2021: স্কিমে কী সুবিধা ? এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কন্যাশিশুকে 15000 টাকা দেবে। সরকার অ্যাকাউন্টে দেবে মোট 15000 টাকা। 6টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।

Kanya Sumangla Yojana: কীভাবে পাবেন ১৫,০০০ টাকা ?

প্রথম কিস্তির জন্য 2000 টাকা - একটি কন্যা সন্তানের জন্মের উপর ভিত্তি করে।

দ্বিতীয় কিস্তির জন্য 1000টাকা দেওয়া হবে এক বছর পর্যন্ত সন্তানের টিকা দেওয়ার জন্য।

তৃতীয় কিস্তির জন্য 2000 টাকা - ক্লাস 1-এ ভর্তির জন্য

চতুর্থ কিস্তির জন্য 2000 টাকা - ক্লাস 6-এ ভর্তির জন্য

পঞ্চম কিস্তির জন্য 3000 টাকা দেওয়া হবে ক্লাস 9-এ ভর্তির জন্য
ষষ্ঠ কিস্তির জন্য 5000 টাকা - ক্লাস 10 বা ক্লাস 12 পাশের পরে বা 2 বছরের বেশি মেয়াদের ডিপ্লোমা কোর্সের পরে দেওয়া হবে। এই বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইট চেক করুন


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours