July 2022
ডুরান্ডে এটিকে মোহনবাগানের গ্রুপে ইস্টবেঙ্গল ছাড়াও আছে মুম্বই সিটি এফসি। তাদেরকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফেরান্দো।

মোহনবাগান দিবসেও মাঠে নেমেছিলেন প্রীতম, শুভাশিসরা। শনিবার থেকে পুরোদমে অনুশীলনে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ঘরের মাঠে মরসুমের শুরু থেকেই অনুশীলন। প্রিয় দলকে দেখতে ভিড় জমালেন সবুজ-মেরুন সমর্থকরা। আই লিগ (I league) চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম নিজেদের মাঠে অনুশীলন করল মোহনবাগান। কোভিডের জন্য মাঝে আড়াই বছর ঘরের মাঠে প্রিয় দলকে দেখতে পারেননি সমর্থকরা। সমর্থকদের ভিড়, সেলফির আবদারে মজলেন ফেরান্দো থেকে জনিরা। তিন বিদেশিসহ ২২ ফুটবলার হাজির অনুশীলনে। জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বোমাস ছিলেন প্র্যাকটিসে। নতুন মুখ বিশাল কাইথ, আশিস রাই, আশিক কুরুনিয়ান, হামতে। শনি বিকেলে দেড় ঘণ্টা অনুশীলন করল এটিকে মোহনবাগান।

ডুরান্ড কাপের সূচি বদলে যাওয়ায় বেশ বিরক্ত মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ১৬ অগাস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু হওয়ার কথা ছিল। ডার্বি দিয়ে ডুরান্ড শুরুর আপত্তি তোলে ইস্টবেঙ্গল। সেই বড় ম্যাচ হতে চলেছে ২৮ অগাস্ট। ফেরান্দো বললেন, ‘ভারতে আসার পর ডুরান্ড কাপ নিয়ে অনেক কথা শুনেছিলাম। গত বছর এফসি গোয়ার হয়ে ডুরান্ডে কোচিংও করাই। কিন্তু যে ভাবে টুর্নামেন্টের সূচি এ বারে পাল্টে গেল তা অবিশ্বাস্য। একরকম পরিকল্পনা নিয়ে অনুশীলন শুরু করি। সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছিলাম। মাঝপথে সব ঘেঁটে গেল। ডুরান্ডের সঙ্গেই এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলতে হবে আমাদের। ঘনঘন ম্যাচ সমস্যায় ফেলতে পারে। ফুটবলারদের ফিটনেসও একটা ফ্যাক্টর। কেউ চোট-আঘাত পেলে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আমাদের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে হবে‌। সমর্থকরাও প্রত্যাশা রাখে। একই সঙ্গে এএফসি কাপেও ভালো ফল করতে হবে। সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোতে হবে।’

কলকাতা লিগে কি খেলবে মোহনবাগান? ফেরান্দোর উত্তর, ‘এই মুহূর্তে সব টুর্নামেন্ট খেলা বেশ কঠিন। আমাদের একটা ডেভলেপমেন্ট দল তৈরি করতে হবে‌। এখন যেটা অসম্ভব। সমস্ত টুর্নামেন্টে তো খেলতে চাইবই। কিন্তু বাস্তবটাও দেখতে হবে। দেখা যাক, কী হয়। সময় অনুযায়ী, পরিস্থিতি দেখে এগোতে হবে।’

ডুরান্ডে এটিকে মোহনবাগানের গ্রুপে ইস্টবেঙ্গল ছাড়াও আছে মুম্বই সিটি এফসি। তাদেরকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফেরান্দো। আগের বারের চেয়ে এ বারের দল অনেক ব্যালান্সড। সেটা স্বীকারও করলেন ফেরান্দো। আক্রমণেও এবার অনেক ধার এসেছে বলে মনে করেন বাগানের স্প্যানিশ কোচ। বাগান হেডস্যার মনে করছেন, গত মরসুমের চেয়ে এ মরসুমে রক্ষণও আরও জমাট হবে। এএফসি কাপে এ বার ভালো সুযোগ আছে এটিকে মোহনবাগানের সামনে। ঘরের মাঠে খেলা। প্রতিপক্ষ যে দলই হোক, সেই দেশ ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে নীচে। ফেরান্দোও মনে করছেন, হোম অ্যাডভান্টেজ তাদের অস্ত্র। আপাতত অনুশীলনেই ফোকাস করছেন ফেরান্দো। ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইনকে চেনেন বাগান কোচ। যদিও চিরশত্রুকে নিয়ে কোনও মাথাব্যথা নেই তাঁর।

এ দিকে রবিবারই শহরে আসছেন ফ্লোরেন্টিন পোগবা। পল পোগবার দাদাকে ঘিরে আলাদা উৎসাহ আছে সমর্থকদের মধ্যে। ব্রেন্ডন হ্যামিল এখনও ভিসা পাননি। ভিসা পেলেই চলে আসবেন কলকাতায়। দিমিত্রি পেত্রোকেভিচকে সেপ্টেম্বরের আগে পাওয়া যাবে না। পুরনো ক্লাবের সঙ্গে ৩১ অগস্ট পর্যন্ত চুক্তি আছে।

গোল্ড কোস্টে গুরুরাজাকে দেখেই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার জেদ চেপেছিল সংকেতের।

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) দ্বিতীয় বার পদক গুরুরাজা পূজারীর (Gururaja Pujary)। গত বার গোল্ড কোস্টে রুপো পেয়েছিলেন। এবার ব্রোঞ্জ পেলেন। সাই মিডিয়ার তরফে জুমে একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়। হাসি মুখে ক্যামেরার ও প্রান্তে গুরুরাজা। খেলাধুলায় প্রথম পছন্দ ছিল কুস্তি। কোচের কথায় বেছে নিয়েছিলেন ভারোত্তোলন। তাতে অবশ্য ক্ষতি হয়নি। গোল্ড কোস্টে রুপো, এবার ব্রোঞ্জ। আগের বার ৫৬ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। এবার ওয়েট বাড়িয়ে ৬১ কেজি বিভাগে। টানা দ্বিতীয় বার কমনওয়েলথ গেমসে পদক। উচ্ছ্বসিত হওয়াই স্বাভাবিক। দিনের এবং এ বারের প্রতিযোগিতায় প্রথম পদক এসেছে সংকেত সারগরের (Sanket Sargar) সৌজন্যে। তাঁর জন্য মিশ্র প্রতিক্রিয়া।

গোল্ড কোস্টে গুরুরাজাকে দেখেই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার জেদ চেপেছিল সংকেতের। সে সময় পান দোকান চালাতেন সংকেত। ভারতীয় সময় সকাল ৬ টা নাগাদ গুরুরাজার ইভেন্ট চলছিল। কাস্টমারের জন্য পান বানাচ্ছিলেন। চোখ আটকে ছিল দোকানে রাখা ১৪ ইঞ্চির টিভিতে। গুরুরাজাকে পদক জিততে দেখেন সংকেত। তিনিই এবার দেশের জন্য পদক জিতলেন। সংকেতকে নিয়ে টিভি নাইন বাংলার প্রশ্নে গুরুরাজা পূজারী বলেন, ‘ওকে আমি বহুদিন থেকেই চিনি। সংকেত প্রচণ্ড পরিশ্রমী। আজ ওর সোনাই জেতা উচিত ছিল। চোটের জন্য জিততে পারল না। ওর দিনটা ভালো ছিল না, এটাই বলব। রুপোর পদক এসেছে এটাও কম নয়। আমি খুবই খুশি ওর জন্য।’

কমনওয়েলথ গেমসের প্রস্তুতি সম্পর্কে গুরুরাজা জানালেন, ‘ইভেন্টে নামার আগে মাথায় এটাই চলছিল, দেশের জন্য পদক জিততেই হবে। প্রস্তুতির জন্য একমাস আগেই এখানে চলে এসেছিলাম। সরকার এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া সেই সুযোগ করে দিয়েছিল। এখানকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছি।’ কমনওয়েলথ গেমসের জন্য অবশ্য অনেক ত্যাগ স্বীকারও করতে হয়েছে। বিয়ের পর স্ত্রী, পরিবারকে সময় দিতে পারেননি। জানালেন, ‘বিয়ের পর এক বছর বাড়ি যাইনি। পাতিয়ালাতে প্রস্তুতি নিয়েছি।’
শনিবার রাজ্য়ে নতুন করে আক্রান্তের সংখ্যাঁ দাড়াল ১ হাজার ১১৩। মারা গিয়েছেন ৭ জন। অন্যদিকে এদিন করোনার কবল থেকে মুক্ত হয়েছে ২ হাজার ৪১০ জন।

TV9 Bangla
x
CHOOSE YOUR LANGUAGE
বাংলা
हिन्दी
ಕನ್ನಡ
తెలుగు
मराठी
ગુજરાતી
मनी9
ENG
Know This
5
লেটেস্ট নিউজCWG 2022শেয়ার মার্কেটক্রিকেটকলকাতাপশ্চিমবঙ্গদেশবিনোদনখেলাবিশ্বপ্রযুক্তিফটো গ্যালারিলাইফস্টাইলস্বাস্থ্য সংবাদব্যবসাআধ্যাত্মিক
#পার্থ ও অর্থ#শ্রী-হীন লঙ্কা#কমনওয়েলথ গেমস#করোনা কড়চা#Covid Tracker#Book Your Vaccine#FuelTracker
Bangla News » Kolkata » The number of coronavirus cases in West Bengal crossed 1,000 on Saturday
COVID 19: হাজারের উপরেই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে উদ্বেগ
COVID 19: শনিবার রাজ্য়ে নতুন করে আক্রান্তের সংখ্যাঁ দাড়াল ১ হাজার ১১৩। মারা গিয়েছেন ৭ জন। অন্যদিকে এদিন করোনার কবল থেকে মুক্ত হয়েছে ২ হাজার ৪১০ জন।

COVID 19: হাজারের উপরেই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে উদ্বেগ
TV9 Bangla Digital
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 30, 2022 | 9:10 PM

কলকাতা: চতুর্থ ঢেউ (Covid Fourth Wave) হানা দিলেও সংক্রমণের ভয়াবহতা এখনও ঘরবন্দি করেনি বঙ্গবাসীকে। তবে শুক্রবারের পর শনিবারও রাজ্যে করোনা আক্রান্তের (Corona infected) সংখ্যা ১ হাজারের উপরেই রইল। শনিবার রাজ্য়ে নতুন করে আক্রান্তের সংখ্যাঁ দাড়াল ১ হাজার ১১৩। মারা গিয়েছেন ৭ জন। অন্যদিকে এদিন করোনার কবল থেকে মুক্ত হয়েছে ২ হাজার ৪১০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।  
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…
কলকাতা – শনিবার আক্রান্ত হয়েছেন ২৩২ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। 

উত্তর ২৪ পরগনা – শনিবার আক্রান্ত হয়েছেন ১৮২ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। 

দক্ষিণ ২৪ পরগনা – শনিবার আক্রান্ত হয়েছেন ৫৮ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। 

হাওড়া – শনিবার আক্রান্ত হয়েছেন ৪০ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ জন। 

নদিয়া – শনিবার আক্রান্ত হয়েছেন ১৩ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। 

পশ্চিম বর্ধমান – শনিবার আক্রান্ত হয়েছেন ৭৪ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। 

পশ্চিম মেদিনীপুর- শনিবার আক্রান্ত হয়েছেন ২৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। 

দার্জিলিং- শনিবার আক্রান্ত হয়েছেন ৩৫ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। 

বীরভূম- শনিবার আক্রান্ত হয়েছেন ৮০ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। 

পূর্ব বর্ধমান- শনিবার আক্রান্ত হয়েছেন ৫৯ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন। 

পূর্ব মেদিনীপুর – শনিবার আক্রান্ত হয়েছেন ১১ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। 

জলপাইগুড়ি – শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। 

মুর্শিদাবাদ- শনিবার আক্রান্ত হয়েছেন ৯ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। 

মালদহ – শনিবার আক্রান্ত হয়েছেন ৩৯ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। 

উত্তর দিনাজপুর – শনিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। 

আলিপুরদুয়ার – শনিবার আক্রান্ত হয়েছেন ২৬ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। 

বাঁকুড়া – শনিবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার 

দক্ষিণ দিনাজপুর – শনিবার আক্রান্ত হয়েছেন ৪১ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। 

পুরুলিয়া – শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। 

ঝাড়গ্রাম – শনিবার আক্রান্ত হয়েছেন ৪ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। 

কোচবিহার – শনিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন।

কালিম্পং – শনিবার আক্রান্ত হয়েছেন ১১ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। 

হুগলি – শনিবার আক্রান্ত হয়েছেন ৪৭ জন। শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন।
রাজ্য থেকে টাকা পাচার করার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সূত্র মারফত সেই খবর পেয়ে শনিবার বিকালে মুম্বই রোডে ওত পেতে ছিল পুলিশ।

পার্থ-অর্পিতা কাণ্ডের রেশ এখনও মেলায়নি। এর মধ্য়েই জনপ্রতিনিধিদের কাছে থেকে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল রাজ্যে। শনিবার বিকালে হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত রানিহাটি মোড় থেকে উদ্ধার হয়েছে এই টাকা। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয়, তা উদ্ধার করেছে রাজ্য পুলিশই। মুম্বই রোডের রানিহাটি মোড়ে এমএলএ স্টিকার লাগানো একটি ফরচুনার গাড়ি আটক করে পুলিশ। কালো রঙের ওই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। এর পরই গাড়িটি আটক করে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই গাড়িটি ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়কে। গাড়ির মধ্যে তিন কংগ্রেস বিধায়কও উপস্থিত ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রাজ্য থেকে টাকা পাচার করার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সূত্র মারফত সেই খবর পেয়ে শনিবার বিকালে মুম্বই রোডে ওত পেতে ছিল পুলিশ। কালো রঙের ওই ফরচুনার গাড়িটি আসতেই তা থামানো হয় এবং শুরু করা হয় তল্লাশি। তখনই ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে প্রায় এক কোটির টাকা উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, গাড়িটি ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক আফতাব আনসারির। ওই গাড়িতে আফতাব ছাড়াও উপস্থিত ছিলেন আরও দুই কংগ্রেস বিধায়ক। তিন জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই টাকা। এই টাকার উৎস কী? বিধায়কদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গেই ধাক্কা লাগে একটি বড় গাড়ির। ট্রেনের সঙ্গে আটকে, ঘষা খেতে খেতে প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় গাড়িটি।


ঢাকা: নেই কোনও সিগন্যাল, থাকে না রক্ষীও। তাই অবাধে রেললাইনের উপর দিয়েই চলে গাড়ি চলাচল। রক্ষীবিহীন রেল ক্রসিং পার করতে গিয়েই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সজোরে গাড়িতে ধাক্কা মারল ট্রেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। গুরুতর আহত আরও ৫ জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গেই ধাক্কা লাগে একটি বড় গাড়ির। ট্রেনের সঙ্গে আটকে, ঘষা খেতে খেতে প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে একটি ছোট বাসের। ওই বাসের সকলেই পড়ুয়া ছিল। তারা কোচিং সেন্টারের শিক্ষকদের সঙ্গে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়েছিল। বাড়ি ফেরার সময়ই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। গুরুতর আহত আরও ৫।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পড়ুয়াবোঝাই ওই মাইক্রোবাসটি দ্রুতগতিতে আসছিল। সোজা রেললাইনে উঠে পড়ে গাড়িটি। এদিকে সেই সময়ই লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি যে আসছে, তা দেখতে পাননি গাড়ির চালক। লাইন পার করার আগেই ট্রেনটি সজোরে ধাক্কা মারে গাড়িটিতে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। প্রায় এক কিলোমিটার ট্রেনের সঙ্গেই ধাক্কা খেতে এগিয়ে যায় গাড়িটি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিরসরাইয়ের কাছে ওই অংশে ট্রেনলাইনে কোনও সিগন্যালের ব্যবস্থা নেই। দুর্ঘটনার সময়ে কোনও রক্ষীও ছিল না। ট্রেন লাইনের উপরে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে ভরসা শুধু একটি বাঁশ। শুক্রবার দুপুরে ওই গাড়িটি লেভেল ক্রসিংয়ে যে বাঁশ রাখা ছিল, তা টপকে রেললাইনে উঠতেই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। দুর্ঘটনার পরই রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় ওই লাইনে। দুর্ঘটনার তদন্ত করতে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

ED: ইতিমধ্যেই অর্পিতার আরও একটি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। টেক্সটাইল কোম্পানি সেটি। অর্পিতার বেলঘরিয়ার ঠিকানায় যার অফিসের রেজিস্ট্রেশন রয়েছে বলে ইডি সূত্রে খবর।
কলকাতা: সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে জেরা শুরু হয়েছে বলে ইডি সূত্রে খবর। সকাল সকালই হাজির হয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফ্ল্যাট থেকে নগদ টাকা উদ্ধারের পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টেও পার্থ-অর্পিতার টাকা রয়েছে বলে ইডির সন্দেহ। সূত্রের খবর, এ ব্যাপারে তদন্তকারীদের হাতে কিছু তথ্যও রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই জেরা করা হচ্ছে দু’জনকে বলেই সূত্রের খবর।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বিপুল অর্থ উদ্ধার করেছে ইডি। একইসঙ্গে প্রচুর সোনাদানা, হিরে, দলিল, নথি উদ্ধার করা হয়েছে। খোঁজ মিলেছে একের পর এক দামি ফ্ল্যাট, বাগানবাড়ি, বাড়িরও। ইডি জানার চেষ্টা করছে, এই অর্থ-সম্পত্তির উৎস কী। ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক লেনদেনের কোনও বিষয় রয়েছে কি না তা জানতে চান তদন্তকারীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অর্পিতার নামে। এই অ্যাকাউন্টগুলির লেনদেন সংক্রান্ত বিষয়টি স্ক্যানারে রাখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, শনিবার সকাল ৮টা থেকে ইডির জেরা শুরু হয়েছে। আপাতত পার্থ-অর্পিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সূত্রের খবর, শুক্রবার রাতভর কান্নাকাটি করেছেন অর্পিতা। তবে তাতে রেহাই মেলেনি জেরা থেকে। সকাল সকালই জেরা শুরু হয়েছে। এখন নজরে, এই জেরাপর্বে আবার নতুন কোনও সম্পত্তির হদিশ ইডি আধিকারিকরা পান কি না বা নতুন কোনও নাম তদন্তকারীদের হাতে উঠে আসে কি না। তেমনটা হলে ফের তল্লাশি অভিযানে নামবে ইডি।

ইতিমধ্যেই অর্পিতার আরও একটি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। টেক্সটাইল কোম্পানি সেটি। অর্পিতার বেলঘরিয়ার ঠিকানায় যার অফিসের রেজিস্ট্রেশন রয়েছে বলে ইডি সূত্রে খবর। এই শেল কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হত বলেই অভিযোগ। অন্যদিকে পার্থর জামাইয়ের সঙ্গেও যোগাযোগ করেছে ইডি। সূত্রের খবর, কল্যাণময় ভট্টাচার্য ইডিকে জানিয়েছেন, তিনি বিদেশে আছেন। দ্রুত তাঁকে কলকাতায় ফিরতে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে।
কুণালের সাফ কথা, অভিষেক জট কাটাতে উদ্যোগী হয়েছেন, তাই নাকি 'গায়ে জ্বালা ধরেছে' বিরোধীদের। এমনকী বিরোধীদের এই ধরনের প্রশ্নে 'ঈর্ষাজনিত পোড়া গন্ধ'ও খুঁজে পাচ্ছেন তিনি।

গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে ক্রমেই অস্বস্তি বাড়ছিল রাজ্য সরকারের। এদিকে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের অবস্থান ৫০০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। পার্থর গ্রেফতারির পর সেই আন্দোলনের সুর আরও চড়েছে। এমন পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বৈঠকে বসেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। বৈঠক হয়েছে ক্যামাক স্ট্রিটের অফিসে। আর এই নিয়েই রাজ্য সরকারকে বিভিন্ন ধরনের প্রশ্নবাণের প্যাঁচে ফেলতে চাইছে বিরোধী দলগুলি। প্রশ্ন তোলা হচ্ছে, অভিষেক তো সরকারের কেউ নন। তাহলে কেন অভিষেকের সঙ্গে বৈঠক? তাও আবার তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে। সেই সব প্রশ্নবাণের এবার জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে অভিষেকের ওই বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশাপাশি তিনিও হাজির ছিলেন। তাঁর সাফ কথা, অভিষেক জট কাটাতে উদ্যোগী হয়েছেন, তাই নাকি ‘গায়ে জ্বালা ধরেছে’ বিরোধীদের। এমনকী বিরোধীদের এই ধরনের প্রশ্নে ‘ঈর্ষাজনিত পোড়া গন্ধ’ও খুঁজে পাচ্ছেন তিনি।

অভিষেকের অফিসে চাকরিপ্রার্থীদের বৈঠক নিয়ে বিরোধীদের প্রশ্নের পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, এই সংক্রান্ত ক্ষেত্রে আপত্তি করা থেকে এটাই বোঝা যায় যে, এই জট খুলুক বা চাকরিপ্রার্থীরা চাকরি পাক, তা চায় না বিরোধীরা। এমনকী বিরোধীদের ‘মুখোশ’ খুলে তাঁর আক্রমণ, “বিরোধীরা (চাকরি)প্রার্থীদের নিয়ে রাজনীতি করতে আগ্রহী।” কেন অভিষেকের অফিসে বৈঠক? তারও জবাব দিয়েছেন কুণাল ঘোষ। স্পষ্ট করে দিয়েছেন, এটি সরকারি উদ্যোগ নয়, এটি দলীয় উদ্যোগ। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। কুণাল এবং অভিষেক রাজ্য সরকারের কেউ নন। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কুণাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র। আর ব্রাত্য বসু মন্ত্রী হলেও তিনি দলের নেতা। বৈঠকে কোনও সরকারি আধিকারিক ছিলেন না। কুণালের সাফ কথা, দলের তরফে অভিষেক জট কাটাতে বৈঠক করতেই পারেন। এটাই সদিচ্ছার ইঙ্গিত। আন্তরিকতার প্রমাণ।

পাশাপাশি বিরোধী দলগুলিকেও তাদের অতীত স্মরণ করিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। রাজধানীতে পদ্ম শিবিরের পার্টি অফিসে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে বিদেশমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। আবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম অফিসে পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে হলদিয়া পেট্রো কেমিক্যালস আসার আগে যে বৈঠক হয়েছিল, সেই কথাও সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমদের মনে করিয়ে দিয়েছেন কুণাল বাবু। কংগ্রেসকেও স্মরণ করিয়ে দিয়েছেন মনমোহন সিং-এর আমলে কীভাবে দল চলত।

পরপর তিনদিন ২০ হাজারের উপরে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৮ জন।

মাঝে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া ২০ হাজারের নীচে নেমেছিল। কিন্তু শনিবার পরপর তিনদিন ২০ হাজারের উপরে রইল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪০৮ জনের দেহে করোনার ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৫৪ জনের। গত কয়েক দিনের বুলেটিন থেকে এটা স্পষ্ট যে, করোনা গ্রাফ ওঠা-নামা করলেও সংক্রমণ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৪৮ শতাংশ। দৈনিক পজ়িটিভিটি রেট রয়েছে ৫.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৪ লক্ষ ৪ হাজার ৩৯৯ টি নমুনা পরীক্ষাল হয়েছে।

বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি :

করোনা সংক্রমণের নিরিখে কেরল, মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কর্নাটক। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১ হাজার ৯৯৭ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের কবলে পড়েছেন ১ হাজার ৬২৪ জন। সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে থাকলেও করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন মৃতের মধ্যে ১১ জনই কেরল থেকে।

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি :

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া কিছুটা কমলেও এখনও হাজারের উপরে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৬ জনের। পশ্চিমবঙ্গে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.১২ শতাংশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই বারামুল্লার ওয়ানিগাম বালা এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।

উপত্য়কায় ফের জঙ্গিদমনে সাফল্য নিরাপত্তাবাহিনীর। জম্মু-কাশ্মীরের বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ করা হল এক জঙ্গিকে। বাকি জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই বারামুল্লার ওয়ানিগাম বালা এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। প্রায় ঘণ্টা দেড়েকের গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বিস্তারিত আসছে…


এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে কয়লা লেনদেনর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার করা হল আব্দুল বারিক বিশ্বাসকে। বেআইনি কয়লা কেনা-বেচা চালাতেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইসিএলের বন্ধ কোলিয়ারি থেকেও কয়লা তুলে তা পাচার করা হচ্ছে। সম্প্রতি ড্রোনের একটি ফুটেজ দেখে এই তথ্য জানতে পারেন সিআইডি আধিকারিকরা। এরপরই ধড়পাকড় শুরু হয়। তদন্তে নেমে এই আব্দুল বারিক বিশ্বাসের নাম জানতে পেরেছিলেন তাঁরা। শুক্রবার বিকেলে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আসানসোল এসসিজিএম আদালতে তোলা হলে তাঁকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত কয়লা পাচারের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে আব্দুল বারিক বিশ্বাসকে। এয়ারপোর্ট থানা এলাকারয় নারায়ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ মূল কয়লা পাচারের হলেও, অতীতে গরু পাচার ও সোনা পাচারের ক্ষেত্রেও নাম জড়িয়েছিল তাঁর। গ্রেফতারও করা হয়েছিল তাঁকে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, জামুরিয়ায় এই আব্দুল বারিক বিশ্বাসের একটি স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে। সেই কারখারা মাধ্যমেই বেআইনিভাবে কয়লা কেনাবেচা চালানো হত। কিছুদিন আগেই জামুড়িয়া থেকে কয়লা মাফিয়া মীর দিলওয়ারকে গ্রেফতার করে সিআইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আব্দুল বারিক বিশ্বাসের খোঁজ পান আধিকারিকরা। এরপরই তাঁকে গ্রেফতার করা হল।

এ দিকে, মীর দিলওয়ার হকের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে ৬ দিন আগে। জামুরিয়া থানার হিজলগড়া থেকেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ওই অঞ্চলের আদিবাসী এলাকার একটি প্রাথমিক স্কুলের কাছেই গ্রেফতার হন তিনি। তাঁর কাছে ৫ লক্ষ ৪০ হাজার টাকা পেয়েছিল সিআইডি। শুধু তাই নয়, অবৈধ ডিপো থেকে ৭০ টন কয়লাও উদ্ধার করেছিলেন আধিকারিকরা। এই কয়লা লেনদেনে আর কারা যুক্ত, তা খোঁজার চেষ্টা করছে সিআইডি।
পরিস্থিতি বুঝতে ওই এলাকায় ড্রোন ওড়ানো হয়েছিল। সেই ড্রোনের ফুটেজে দেখা যায়, ২৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ইসিএলের একটি কোলিয়ারি থেকে অবৈধভাবে কয়লা তোলা হচ্ছে। জামুরিয়া সেন্ট্রাল কোলিয়ারির সেই ছবিও আদালতে পেশ করেছে সিআইডি। এবার ধরা পড়লেন সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত আব্দুল বারিক বিশ্বাস।
অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনা আজও রাতে ঘুমতে দেয় না উইল স্মিথকে। তিনি অনুতপ্ত। একথা বারবার বলার পরও বন্ধুত্বের আহ্বানে সাড়া দিলেন না ক্রিস রক।

ঘটনা ঘটার ৪ মাস কেটে গিয়েছে। নিয়ত আত্মদংশনে ভুগছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তাঁর জীবনও অনেক পাল্টেছে। ২০২২ সালের অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে টেনে থাপ্পড় লাগিয়েছিলেন উইল। যে কারণে অস্কারের মঞ্চ থেকে তাঁকে দূরে রাখারও সিদ্ধান্ত হয়েছে। এই ঘটনা নজিরবিহীন। অস্কারের মতো সম্মানজনক মঞ্চে দাঁড়িয়ে খোদ সঞ্চালককে চপেটাঘাত করে বেশ কয়েকদিন লাইমলাইটে ছিলেন ক্রিস-রক ও ক্রিসের স্ত্রী জ়াডা পিঙ্কেট। জ়াডাকে ঘিরেই সেই ঘটনা ঘটে। মঞ্চালক ক্রিস মস্করা করেছিলেন অভিনেত্রীর মাথায় চুল নিয়ে। শারীরিক অসুস্থতার কারণে জ়াদার মাথার সব চুল উঠে গিয়েছে। বিষয়টি নিঃসন্দেহে স্পর্শকাতর। ফলে প্রকাশ্যে ক্রিসের মস্করায় ভয়ানক ক্ষুদ্ধ হয়ে মেজাজ হারিয়ে ফেলেন উইল। একটুও সময় ব্যয় না করে, স্থান-কাল-পাত্র না দেখে সোজা মঞ্চে উঠে যান। লহমায় ক্রিসকে কষিয়ে থাপ্পড় লাগান গালে।

এই ঘটনার পর শাপে বর হয় ক্রিসের। তাঁর কমেডি শোয়ের টিকিটের দাম বেড়ে যায় ১০ গুণ। অন্যদিকে ঘটনা ঘটনার ৪ মাস অতিক্রান্ত হওয়ার পরও বিবেক দংশন থেকে মুক্ত হতে পারছেন না উইল। তিনি ক্রিসের কাছে ক্ষমাপ্রার্থী। যে তামাশা তিনি চড় মেরে করেছিলেন গোটা বিশ্বের সামনে, তাঁর সাফাই ফের দিলেন সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর মাধ্যমে।

ঘটনার দিন ‘কিং রিটার্ড’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ক্রিস। মঞ্চে অ্যাওয়ার্ড নিতে উঠে তিনি দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছিলেন। তারপরও বহু মানুষ তাঁকে ক্রিসের কাছে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
ভিডিয়োয় উইল বলেছিলেন, তিনি ক্রিসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ক্রিসই তাঁর সঙ্গে কথা বলতে চাইছিলেন না। ভিডিয়োতে স্মিথ এও বলেছেন, “দেখো ক্রিস, যা ঘটেছে তাঁর জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমার ব্যবহার অগ্রহণযোগ্য। তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও, আমি সবসময় আছি।”

শুক্রবার ভারতের হাই কমিশনের তরফে টুইট করে বলা হয়, "ভারতের রাষ্ট্রপতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

সম্প্রতিই দেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। আর দায়িত্ব গ্রহণ করেই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রাষ্ট্রপতি। সে দেশেও সদ্যই নির্বাচন করা হয়েছে নতুন রাষ্ট্রপতির। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেকে চিঠি লিখেই বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, আর্থিক মন্দা কাটিয়ে উঠতে ভারত সবসময় শ্রীলঙ্কার মানুষের পাশে থাকবে। চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপরও জোর দিয়েছেন দ্রৌপদী মুর্মু।

আর্থিক দিক থেকে সম্পূর্ণ বিপর্যস্ত শ্রীলঙ্কা। আগেই নিজেদের দেউলিয়া হিসাবে ঘোষণা করে দিয়েছে সে দেশের সরকার। চরম আর্থিক সঙ্কটের কারণেই দেশে অশান্তির আগুন জ্বলছে। ক্ষমতায় থাকাকালীনই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরপরই গত ২১ জুলাই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করেন রনিল বিক্রমসিঙ্ঘে। এদিকে, ওই একইদিনে দেশেও রাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশ হয়। নতুন রাষ্ট্রপতি হিসাবে বেছে নেওয়া হয় দ্রৌপদী মুর্মুকে।
শুক্রবার ভারতের হাই কমিশনের তরফে টুইট করে বলা হয়, “ভারতের রাষ্ট্রপতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। চিঠিতে শুভেচ্ছাবার্তার পাশাপাশি ভারতের প্রতিবেশীপরায়ণ নীতির উল্লেখ করে কঠিন সময়ে শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি।”

ঐতিহ্য ও মানুষের মধ্যে আত্নিক বন্ধনের জোরেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর্থিক সঙ্কটের কঠিন মুহূর্তে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন, এই আর্থিক মন্দা যাতে শ্রীলঙ্কা দ্রুত কাটিয়ে উঠতে পারে, তার জন্য ভারত সবসময় সহযোগিতা করবে ও শ্রীলঙ্কার মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট শুরু হওয়ার পর থেকে ভারত আগেও একাধিকবার প্রতিবেশী দেশকে ক্রেডিট লাইনে জ্বালানি ও খাদ্যসশ্য সরবরাহ করে সাহায্য করেছে। বর্তমানে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে আর্থিক সাহায্যের জন্য কথা বলছে শ্রীলঙ্কা।


নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসতেই মমতার সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দেগেছেন তিনিও। এবার সেই বিকাশ ভট্টাচার্যকেই ভারতীয় ছাত্র ফেডারেশন তাঁদের দেশব্যাপী কর্মসূচির প্রচারের মুখ হিসাবে ব্যবহার করল।
সাম্প্রতিক সময়ে মমতার নিশানায় বারবার উঠে এসেছে তাঁর নাম। একুশের মঞ্চ থেকেও তোপ দাগেন চাঁচাছোলা ভাষায়। অন্যদিকে নিয়োগ কেলেঙ্কারি মামলায় চাকরি প্রার্থীদের হয়ে আদালতে শক্ত হাতে ব্যাট ধরতে দেখা যায় তাঁকে। দুর্নীতির অভিযোগ সামনে আসতেই মমতার সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দেগেছেন তিনিও। এবার সেই বিকাশ ভট্টাচার্যকেই (Bikash Ranjan Bhattacharya) ভারতীয় ছাত্র ফেডারেশন (SFI) তাঁদের দেশব্যাপী কর্মসূচির প্রচারের মুখ হিসাবে ব্যবহার করল। বিকাশ যে ফের বাম শিবিরেরও বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠেছেন, তা যেন এসএফআইয়ের(SFI) এ কাজের মধ্য দিয়ে নতুন করে প্রমাণ হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

নিয়োগ কেলেঙ্কারীতে উত্তাল বাংলা। ইডি(ED) হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এদিকে এই অর্পিতা আবার পার্থর ঘনিষ্ঠ বলে দাবি করেছে ইডি। তাতে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের। যা নিয়ে লাগাতার তোপ দেগে চলেছে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর মতো বাম নেতারা। তোপ দেগেছেন বিকাশও। কিন্তু, বর্তমান সময়ে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা তৃণমূল সুপ্রিমো মমতার গলায় বারবার শোনা গিয়েছে বিকাশের নাম। একুশের মঞ্চেই বামেদের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানাতে গিয়ে মমতা বলেছিলেন, “সিপিএমের বিকাশবাবু। চাকরির জন্য রোজ রোজ এটা কাটো, ওটা কাটো বলে যাচ্ছে। দেখাচ্ছেন কত সাধু পুরুষ। ভাজা মাছ উল্টে খেতে জানেন না। ওঁকে জিজ্ঞেস করুন, আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল? তাঁরা কি বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য় ছিলেন?
মমতার এ বক্তব্য নিয়েও জোরদার চাপানউতর শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। মমতার লাগাতার আক্রমণের মধ্যেই যেন বাম শিবিরে হঠাৎই আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বামেদের রাজ্য সভার সাংসদ। এবার এসএফআইয়ের ‘অল ইন্ডিয়া জাঠার’ মুখ হলেন সেই বিকাশ। ভিডিয়ো বার্তায় একযোগে তোপ দাগলেন কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে। ভিডিয়ো বার্তায় বিকাশ বলেন, “মানুষের শিক্ষার অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য এসএফআই কর্মসূচি গ্রহণ করেছে। মানুষকে সচেতন করার জন্য এ কাজ খুবই গুরুত্বপূর্ণ।” এসএফআইয়ের সেন্ট্রাল কমিটির তরফে প্রকাশও করা হয়েছে সেই ভিডিয়ো। কিন্তু, সিপিএমের পলিটব্যুরো সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না হওয়া সত্ত্বেও বিকাশবাবুকে যেভাবে এসএফআইয়ের সর্বভারতীয় প্রচারের মুখ করা হল তা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। জাতীয় স্তরেও যে এর ফলে তাঁর প্রাসঙ্গিকতা আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

গ্রেফতার হওয়ার ৭ দিন পর দলের সব পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। দিলীপ ঘোষের মতে, এই সিদ্ধান্ত মমতা নিতে চাননি।

বৃহস্পতিবারই দলের সব পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আর শুক্রবার জোকা ইএসআই-তে স্বাস্থ্য পরীক্ষা করে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।’ তবে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, আদতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিতে চাননি। দলের মধ্যে বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই মমতা বাধ্য হয়েছেন বলে দাবি দিলীপের। সেই কারণেই সিদ্ধান্ত নিতে সাত দিন সময় লেগে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলেও পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে যে ভাবে নগদ টাকা উদ্ধার হয়েছে, তাতে শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন উঠছে আরও। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি পার্থকে সরানোর ইচ্ছা ছিল না, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে মমতা। তিনি বলেন, ‘দিদি সিদ্ধান্ত নিতে চাননি। তাই উনি সইও করেননি। উনি ছিলেনও না। দলের ভিতরে বিদ্রোহ শুরু হয়েছে। বাধ্য হয়েই তিনি মেনে নিয়েছেন তিনি।’ সেই সঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, ‘পাশে বসে এরকম ডাকাতি হচ্ছে’ অথচ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেনই না?

অন্যদিকে, গ্রেফতার হওয়ার পরই সংবাদমাধ্যমকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বিপদের সময় পার্থ মমতাকে পাশে পেলেন না বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে বিপদের দিনে পার্থর পাশ থেকে সরে গেলেন, তাতে আর কেউ তাঁর ওপর ভরসা করবেন না।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকের পরই দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, দলের সব পদ থেকে সরানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। ওই দিনই মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, আর মন্ত্রী থাকছেন না পার্থ চট্টোপাধ্যায়।
পুলিশ জানিয়েছে, কানার মা গীতা পাঁচ বছর আগে পালিয়ছিলেন কালুর সঙ্গে। তখন গীতার বয়স ছিল ৩৫ বছর। কালুর বয়স ছিল ১৯ বছর।

প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা। তার পর ফিরেও এসেছিলেন। কিন্ত প্রেমিকের সঙ্গে প্রায়শই দেখা যেত মাকে। সম্প্রতি গ্রামবাসীরা সমানে খোঁটা দিচ্ছিলেন। প্রেমিকের সঙ্গে ফের পালাবে তাঁর মা। এই বলে ক্রমাগত তাঁকে উত্য়ক্ত করছিলেন গ্রামবাসীরা। তাতেই ক্ষুব্ধ ছিলেন যুবক। সেই রাগে মায়ের প্রেমিককে কুপিয়ে খুন করেছেন তিনি। মায়ের প্রেমিকের সঙ্গে মারামারিতে গুরুতম আহত হয়েছেন ওই যুবকও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগর জেলার বুধেল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম কালু মাকওয়ানা (২৪)। মায়ের প্রেমিককে খুনে অভিযুক্ত ব্যক্তির নাম কানা রাঠোর (১৯)।

পুলিশ জানিয়েছে, কানার মা গীতা পাঁচ বছর আগে পালিয়ছিলেন কালুর সঙ্গে। তখন গীতার বয়স ছিল ৩৫ বছর। কালুর বয়স ছিল ১৯ বছর। পালিয়ে যাওয়ার কিছু দিন পর ফিরে আসেন তাঁরা। কালুর বাড়ি সর্তানপুর গ্রামে। বুধেল গ্রামে তাঁর দিদির বাড়ি। সেই গ্রামেই থাকেন গীতা। দিদির বাড়ি প্রায়শই আসতেন কালু। সেখানেই গীতার সঙ্গে আলাপ হয় তাঁর। ২ জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার পরই পালিয়েছিলেন তাঁরা।

সম্প্রতি দিদির বাড়িতে এসে থাকতে শুরু করেছিলেন কালু। গীতার সঙ্গেও ফের দেখা গিয়েছিল তাঁকে। এর পর থেকেই গীতার ছেলে কানাকে উত্যক্ত করা শুরু করেন গ্রামবাসীরা। তাঁরা কানাকে বলতে থাকেন, ফের কালুর সঙ্গে পালিয়ে যাবেন তাঁর মা। এবং এ সব বলে মজা নিতে থাকেন তাঁরা। এর থেকেই কালুর প্রতি রাগ জন্মেছিল কানার মনে।

বৃহস্পতিবার রাতে কালুর দিদির বাড়ির সামনে গিয়ে কালুকে গালিগালাজ করতে থাকেন কানা। কালু বাড়ি থেকে বেরিয়ে এলে মারপিট লাগে তাঁদের মধ্যে। তখনই কানা ছুরি বরে করে কোপাতে থাকেন কালুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ধস্তাধস্তিতে আহত হন কানাও। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আয়কর থেকে পাওয়া টাকা দেশের সরকারের আয়ের অন্যতম প্রধান অঙ্গ। এই আয় থেকে জনসাধারণের জন্য বিভিন্ন অর্থ খরচ করে সরকার।
ভারতের আয়কর বিভাগ আগেই জানিয়েছিল ৩১ জুলাই অবধি আয়কর রিটার্ন দাখিল করা যাবে। শুক্রবার আয়কর বিভাগ জানিয়েছে, এখনও অবধি ৪ কোটি আয়কর রিটার্ন দাখিল হয়েছে। আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল ব্যবহার করে ২৮ জুলাই অবধি ২০২১-২২ অর্থবর্ষের ৪ কোটি রিটার্ন দাখিল করা হয়েছে। আয়কর বিভাগের পক্ষ থেকে আরও একবার করদাতাদের মনে করিয়ে দেওয়া হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

টুইট করে আয়কর বিভাগ জানিয়েছে, “২৮ জুলাই অবধি ৪ কোটি ৯ লক্ষ আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। ২৮ জুলাই ৩৬ লক্ষ আয়কর রিটার্ন দাখিল হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই ২০২২।” আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, ২৫ জুলাই অবধি ২০২১-২২ অর্থবর্ষে ৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। গত বছর ২০২০-২১ অর্থবর্ষে ৩১ ডিসেম্বর ২০২১ অবধি ৫ কোটি ৮৯ লক্ষ আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল।
আয়কর থেকে পাওয়া টাকা দেশের সরকারের আয়ের অন্যতম প্রধান অঙ্গ। এই আয় থেকে জনসাধারণের জন্য বিভিন্ন অর্থ খরচ করে সরকার। আয়কর রিটার্ন দাখিল প্রত্যেক দায়িত্ববান নাগরিকের কর্তব্য। প্রত্যেক বছরই নিয়ম করে করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এর মাধ্যমে অতিরিক্ত কর ফেরত পাওয়ার দাবি করতে পারেন চিকিৎসকরা। ভারতের আয়কর বিভাগের পক্ষ থেকে আয়কর রিটার্ন দাখিলের জন্য পৃথকভাবে ই-ফাইলিং পোর্টাল incometaxindia.gov.in তৈরি করা হয়েছে। এছাড়া নথিভুক্ত বেশ কিছু বেসরকারি প্রতিনিধির মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করা যেতে পারে।
তারপর কী কী ঘটল, সবটাই জানিয়েছেন ফারহা।


২০০৪ সালের ছবি পোস্ট করেছেন বলি-কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান কুন্দর। নিজেরই বিয়ের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সঙ্গীতানুষ্ঠানে লাল লেহেঙ্গা পরেছিলেন ফারহা।এই ফটো পোস্ট হওয়ার পরপরই একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। হার্ট ইমোজি দিয়ে রাকুল প্রীত সিং লিখেছেন, ‘ওয়াও’। তিস্কা চোপড়া লিখেছেন, “কী সুন্দর তুমি ফারহা।”

ফারহার অনুরাগীরাও ভালবাসা উজাড় করে দিয়েছেন। একজন লিখেছেন, “সুন্দর ও কিউট কনে”। সুদূর শ্রীলঙ্কা থেকে একজন লিখেছেন, “কী সুন্দর স্মৃতি। সত্যিই তোমার মধ্যে অনেক এনার্জি আছে। তোমার মধ্যে হাস্যরস আছে। তোমার মাতৃত্ব ও কাজকে একসঙ্গে সামলানোর পদ্ধতি বড্ড ভাল লাগে। আমি শ্রীলঙ্কা থেকে বলছি।” তামাম তারকাদের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছিলেন। সকলে দল বেঁধে এসেওছিলেন। সেজেগুজে হুল্লোড় করেছিলেন প্রত্যেকে। মদ্যপানের ব্যবস্থা ছিল বিয়ে এবং সঙ্গীতে। হার্ড ডিঙ্কসের গেলাসে চুমুক দিয়ে নাচের ফ্লোরে ফিরে যাচ্ছিলেন তারকারা। একটু নেচে এবার গেলাসে চুমুক। এমনটাই তো হয়ে থাকে সর্বত্র। কেবল তারকাখচিত পার্টিতে নয়, আমআদমির পার্টিতেও এই এক চিত্র। তেমনই একটি ছবি ফারহা শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। তিনি মদ্যপ অবস্থায় নাচছেন, তাঁর দিকে হা করে তাকিয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। মাথায় হাতটা কায়দা করে রেখে নাচছেন রানি মুখোপাধ্য়ায়ও।

ছবিটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ফারহা লিখেছেন, “মদ্যপ কনে নাচছে তাঁর নিজের সঙ্গীত অনুষ্ঠানে। ওড়না, হেয়ার এক্সটেশন ও নেকলেসের পাত্তা নেই…” হ্যাশট্যাগে লিখেছেন, দেসি গার্লস।

দুই তারকার ব্যাটিং প্রলয়ে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত তুলল ১৯০/৬।

যাঁর নামাঙ্কিত স্টেডিয়াম, তিনি একজন কিংবদন্তি ব্যাটার। ক্রিকেট বিশ্বে ব্যাটিংয়ের একাধিক কোহিনূর রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। সেই ব্রায়ান লারার (Brian Lara) নামাঙ্কিত স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালালেন দুই ভারতীয়। প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma)। ইনিংস ওপেন করতে নেমে ৪৪ বলে করলেন ৬৪ রান। মেরেছেন ৭টি চার ও জোড়া ছক্কা। শেষে দীনেশ কার্তিক (Dinesh Karthik)। যিনি ১৯ বলে ৪১ রান করে অপরাজিত রইলেন। তাঁর ইনিংস সাজানো ৪টি চার ও জোড়া ছক্কায়। দুই তারকার ব্যাটিং প্রলয়ে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত তুলল ১৯০/৬।

প্রথমে ফিল্ডিং ওয়েস্ট ইন্ডিজের

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব। তবে ১৬ বলে ২৪ রানে আউট হয়ে যান সূর্যকুমার। রান পাননি শ্রেয়স আইয়ার (০), ঋষভ পন্থ (১৪), হার্দিক পাণ্ড্য (১) ও রবীন্দ্র জাডেজা (১৬)। শেষ দিকে আর অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আকিল হোসেন ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। তিনিই একমাত্র কৃপণ বোলিং করেন।

নেই রাহুল


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রাহুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়। পাশাপাশি ভারতীয় নির্বাচক দলের তরফে তারকা ব্যাটারের বদলিও ঘোষণা করে দেওয়া হয়। বিবৃতিতে লেখা, 'কেএল রাহুলের নাম প্রথমে স্কোয়াডের মধ্যে ঘোষণা করা হয়েছিল। এই সিরিজে ওর অংশগ্রণটা ফিটনেসের উপরই নির্ভরশীল ছিল। ব্যাটার গত সপ্তাহে করোনা আক্রান্ত ধরা পড়েন এবং তারপরেই মেডিক্যাল দল তাকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছে
কমনওয়েলথ গেমসে প্রথম দিনই বড় সাফল্য ভারতের। বক্সিংয়ে পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন শিবা থাপা (Shiva Thapa)।
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে প্রথম দিনই বড় সাফল্য ভারতের। বক্সিংয়ে পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন শিবা থাপা (Shiva Thapa)। পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে।

রিংয়ে দাপট

কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা থাপা। প্রথম ম্যাচেই অবশ্য তাঁর সামনে ছিল কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বক্সার সুলেমান বালোচ ধারে ও ভারে শিবার চেয়ে হয়তো অনেকটাই পিছিয়ে। কিন্তু হাজার হোক তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছিলেন। আর ভারত-পাক মুখোমুখি সাক্ষাৎ মানেই, সে যে ক্ষেত্রেই হোক না কেন, শুরু হয়ে যায় স্নায়ুর লড়াই।
লড়াইয়ে অঙ্ক কষে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন শিবা। শুরু থেকেই রিংয়ে দেখা গেল শিবার দাপট। প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ ব্যবধানে উড়িয়ে দিলেন। লাইট ওয়েল্টার বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ২৮ বছর বয়সী বক্সার। পাঁচবারের এশিয়া চ্যাম্পিয়ন বক্সারের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি বালোচ।
ভারতীয় মহিলা টেবিল টেনিস দলও প্রথম দিনে নেমেছিল। আর নেমেই জয় পেলেন মণিকারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একেবারে দাপুটে ভঙ্গিমায় জয় অর্জন করে নিল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। এদিন ডবলস ইভেন্টে প্রথমে খেলতে নামেন শ্রীজা অকুলা ও রিথ টেনিসন জুটি। তারা দক্ষিণ আফ্রিকান জুটি লেইলা এডওয়ার্ডস ও দনীশা পটেলের জুটিকে ১১-৭, ১১-৫, ১১-৫ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত করে। এর পরের ম্যাচে সিঙ্গেলসে নামেন মণিকা বাত্রা (Manika Batra)। তিনিও দাপটের সঙ্গে নিজের ম্যাচ জিতে নেন।

২৭ বছর বয়সি মণিকা মুশফিকু কালামকে ১১-৫, ১১-৩, ১১-২ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত করেন। এই ম্যাচের ফলাফল দেখলেই ঠিক কতটা দাপটের সঙ্গে মণিকা বাত্রা তার প্রতিপক্ষকে পরাজিত করেন, তা খুব সহজেই বোঝা যায়। এর পরের ম্যাচে শ্রীজা অকুলা ডবলসে জয়ের পর সিঙ্গেলসে নিজের ম্যাচ খেলতে নামেন। সেখানেও জয় পান শ্রীজা। এর ফলে টানা তিন ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইও জিতে যায় ভারত।
জুলাই ২৯। মোহনবাগান (Mohun Bagan) প্রেমীদের জন্য দিনটি বিশেষ তাৎপর্যের। কারণ এই দিনটিই মোহনবাগান দিবস হিসাবে পালিত হয়। গত ২ বছর যদিও করোনার ধাক্কায় কোনও অনুষ্ঠান হয়নি।

কোভিড কাঁটা পেরিয়ে ২ বছর পর সাড়ম্বরে পালিত হল মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। সেই চেনা ছবি, চেনা উন্মাদনা সবুজ-মেরুন তাঁবু জুড়ে। সকালেই নিজেদের মাঠে প্রথম বার অনুশীলন করতে নামে এটিকে মোহনবাগান (ATK Mohun bagan)। দুপুরে একটি প্রর্দশনী ম্যাচ। বিকেল গড়াতেই শুরু অনুষ্ঠান। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের গানে প্রথম এক ঘণ্টা মজলেন সদস্য সমর্থকরা। এরপর শুরু পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন পেলেন শ্যাম থাপা। জীবনকৃতি সম্মান পেলেন বলাই দে। বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন লিস্টন কোলাসো। সেরা ফরোয়ার্ডের পুরস্কার তুলে দেওয়া হল কিয়ান নাসিরির হাতে।

মোহনবাগান রত্ন সম্মান পেয়ে আপ্লুত শ্যাম থাপা। এ দিকে মঞ্চ থেকে মোহনবাগানকে কলকাতা লিগ খেলার অনুরোধ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দেবাশিস দত্ত সে প্রসঙ্গে বলেন, ‘এটা রাজ্য সরকারের টুর্নামেন্ট নয়। আইএফএ-র টুর্নামেন্ট। এখনও আইএফএ-র থেকে পাওনা অর্থ পাইনি।’ শেষবেলায় চন্দ্রবিন্দুর গানে আরও বর্ণময় হল অনুষ্ঠান।

শুক্রবার মোহনবাগান দিবস। সেই দিনই ক্লাবের মাঠে অনুশীলন শুরু হয়ে গেল এটিকে মোহনবাগানের। আনুষ্ঠানিক ভাবে অনুশীলন শুরু হবে শনিবার বিকেলে। এ দিন কোচ জুয়ান ফেরান্দো বেশ কয়েক জন ফুটবলারকে নিয়ে হালকা গা ঘামান। তাঁদের মধ্যে ছিলেন লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি, হুগো বুমোস, প্রীতম কোটাল, প্রণয় হালদার এবং আরও কিছু ফুটবলার।


দুপুর দেডটার সময়ে গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে সূচনা করা হয় মোহনবাগান দিবসের। এর পর একটি প্রীতি ম্যাচ আয়োজিত হয়েছিল প্রাক্তন ফুটবলারদের নিয়ে। বিকেল ৫টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে ৬টা থেকে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন প্রদান এবং গত মরসুমের ক্লাবের সেরা ক্রীড়াবিদদের সম্মানিত করে সবুজ-মেরুন শিবির। মোহনবাগানরত্ন পেলেন শ্যাম থাপা।
ভারতের দেওয়া ১৯১ রানের বিশাল টার্গেট দ্বিতীয় ইনিংসে তাড়া করে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কঠিন ব্যাপার সেটা জানাই ছিল।
কারণ যত সময় যাচ্ছিল উইকেট ধীরগতির হয়ে আসছিল। শট নেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। আর কোয়ালিটির দিক থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের তুলনায় ভারতীয়রা এগিয়ে।
তাই মায়ার্স, ব্রুকস, হোল্ডার বড় শট খেলতে দক্ষ হলেও ভারতীয় বোলারদের বিরুদ্ধে তাদের সফল হওয়া কঠিন চ্যালেঞ্জ ছিল। যেমনটা ভাবনা, তাই হল। ভারতের ২ জোরে বোলার ভুবনেশ্বর এবং অর্শদীপ ভাল বল করলেন। কিন্তু রবি বিষ্ণই এবং রবিচন্দ্রন অশ্বিন দেখিয়ে দিলেন স্পিনার কেরামতি।

ফ্লিপার, গুগলি, রং ওয়ান বুঝতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দুটি করে উইকেট নিলেন রবি এবং অশ্বিন। রবীন্দ্র জাদেজা একটি অর্শ দুটি করে উইকেট পেলেন। রোহিত শর্মা আগেও বলেছেন ব্যক্তিগত মাইলস্টোন নয়, তার আসল লক্ষ্য দলকে জেতানো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করা। তার জন্য একটা টিম গেম তুলে ধরা জরুরি। উইকেট পড়লে ক্ষতি নেই। ভয়ডরহীন ক্রিকেট খেলা একমাত্র লক্ষ্য তার।

ফলাফল যাই হোক, ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বিপক্ষ দলের বুকের ভেতর যাতে ভয় থাকে সেটাই তৈরি করতে চান রোহিত। তবে এই উইকেটে বল খুব ধীর গতিতে আসছে। বিরাট কিছু মিরাকেল না হলে ভারতের আজকের ম্যাচ জেতা নিয়ে খুব একটা বেগ পাওয়া উচিত নয়। তবে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ফরম্যাটে হিসেব বদলে দিতে পারে। তাই ভারতীয় বোলারদের বুদ্ধি করে বল করতে হবে। আর সিরিজটা ৫-০ জিতেই শেষ করতে চাইবেন অধিনায়ক রোহিত।
একদিন আগেও তাকে নিয়ে অনিশ্চয়তা ছিল। নতুন বছরে প্রীতম কোটালকে এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আজ মোহনবাগান দিবসের দিনে গত বছরের বাগান অধিনায়ককে রেখে দেওয়ার কথা ঘোষণা করল সবুজ মেরুন। প্রীতম জানিয়ে দিলেন নতুন লক্ষ্য এএফসি কাপে জোনাল সেমিফাইনালে ভাল পারফর্ম করা।
এশিয়াতে নিজেদের ছাপ রাখা। পাশাপাশি আইএসএল চ্যাম্পিয়ন হওয়া তার আসল টার্গেট। যে ক্লাব থেকে বড় ক্লাবের জার্সি পড়া শুরু করেছিলেন, আবার একটা বছর সেখানে থেকে যেতে পেরে খুশি প্রীতম। এদিকে পিছিয়ে যেতে পারে মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের সূচি অনুযায়ী ১৬ অগস্ট হওয়ার কথা ছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ।

সূত্রের খবর, মরসুমের প্রথম ম্যাচই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে চাইছে না লাল-হলুদ শিবির। মনে করা হচ্ছে ২৮ অগস্ট এই ম্যাচ হবে। যদিও ডার্বির নতুন দিন এখনও ডুরান্ড কমিটির পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়নি। মোহনবাগান জানিয়েছে, তারা ৩১ অগস্টের পর ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে রাজি নয়।

৭ সেপ্টেম্বর মোহনবাগানের এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল রয়েছে। ফুটবলারদের চোট-আঘাতের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন শিবির। ইস্টবেঙ্গলের এখনও দল গঠন প্রক্রিয়া শেষ হয়নি। শুরু হয়নি অনুশীলন। এই পরিস্থিতিতে ১৬ অগস্ট মোহনবাগানের মুখোমুখি হওয়া কঠিন তাদের পক্ষে
সূত্রের খবর, এই পরিস্থিতিতে ২৮ অগস্ট ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ডুরান্ড কাপে মুখোমুখি হতে পারে। এই তারিখ অবশ্য চূড়ান্ত নয়। ইস্টবেঙ্গল ডুরান্ড অভিযান শুরু করতে পারে ২২ অগস্ট। মোহনবাগানকে প্রথম ম্যাচ খেলতে পারে ২০ অগস্ট। প্রথমে ঠিক ছিল ১৬ অগস্ট ডার্বি দিয়েই শুরু হবে এবারের ডুরান্ড কাপ।

তা না হওয়ায় ডুরান্ডের সূচি পরিবর্তন হচ্ছে। ফলে দু’দলের গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলির তারিখ বদলানোরও সম্ভাবনা রয়েছে। এদিকে সবুজ মেরুন সচিব দেবাশীষ দত্ত জানিয়েছেন ইস্টবেঙ্গল ভয় পাচ্ছে খেলতে। লাল হলুদ কর্তা পাল্টা জানিয়েছেন জবাব মাঠে দেবেন।

অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়িতে ইডি অভিযানের দিন রহস্যজনক ভাবে উধাও পার্থ ঘনিষ্ঠের ৪টি বিলাসবহুল গাড়ি। ডায়মন্ড সিটি সাউথ আবাসন থেকেই উধাও হয়েছে গাড়িগুলো। এমনটাই ইডি সূত্রে খবর। 

জানা গিয়েছে, উধাও হয়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে একটি অডি (ডাবলুবি ০২ এবি ৯৫৬১), একটি মার্সিডিজ বেঞ্জ (ডাবলুবি ০২ এই ২২৩২) , একটি হোন্ডা সিটি (ডাবলুবি ০৬ টি ৬০০০) এবং হোন্ডা সিআরভি (ডাবলুবি০৬ টি৬০০১)। গাড়িগুলোর নম্বরের সূত্র ধরে খোঁজ চালাচ্ছে পুলিস।

জানা গিয়েছে, যেদিন অর্পিতাকে গ্রেফতার করে ইডি, সেদিন উধাও হয়ে যায় চারটি গাড়ি। ইডির অনুমান, এই গাড়িগুলোতেও নগদ রাখা ছিল। ডায়মন্ড সিটি সাউথ আবাসনের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিস। একটি মাত্র সাদা রঙের মার্সিডিজ বাজেয়াপ্ত করতে পেরেছে কেন্দ্রীয় সংস্থা। তবে শুধু ডায়মন্ড সিটি সাউথ নয়, অর্পিতার বেলঘরিয়ার আবাসনের সিসিটিভি ফুটেজ চেয়েছে ইডি।

এদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেছে। সেই তিনটি অ্যাকাউন্ট-এ ২ কোটি ২০ লক্ষ টাকার ব্যালেন্স রয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ মেনে ফের শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। 

দ্রুত নিয়োগ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদের অফিসের বাইরে এই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন দুই চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে একজন মেরি মণ্ডল এবং পিয়ালি প্রামাণিক। গুরুতর অসুস্থ মেরিকে হাস্পাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৪ সালে নবান্ন থেকে তাঁদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝে আট বছর কেটে গেলেও নিয়োগ হয়নি। এদিকে, আগে থেকে বলা না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের দেখা করতে বাধা দেয় পুলিস। তারপরেই অবস্থান শুরু করে তাঁরা।

এদিকে, ইতিবাচক আলোচনা হয়েছে। ক্যামাক স্ট্রিটের অফিসে শিক্ষক নিয়োগে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে বললেন আন্দোলনকারীদের প্রতিনিধি শহিদুল্লাহ। ৮ আগস্ট ফের বৈঠক বলে জানান তিনি । ২০১৬ সালের প্রথম এসএলএসটি তালিকাভুক্ত সকলের চাকরির আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ৮ জনের এক প্রতিনিধি দল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেকের বৈঠকে হাজির শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা বলেন, "অভিষেক জানিয়েছেন, একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আলোচনা যে ভাবে হয়েছে তা ইতিবাচক হওয়ায় আমরা খুশি।" আইনি জটিলতা কাটিয়ে দ্রুত চাকরি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অভিষেক।
কত জন অবস্থান করছেন গান্ধী মূর্তির পাদদেশে? ঘরে বসে বিপ্লব হয় না, গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষক নিয়োগে আন্দোলনকারীদের উদ্দেশ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার একথা বলেন । শুধু মোমবাতি মিছিল আর এসএমএস করে ছেড়ে দিলেই বিপ্লবী হওয়া যায় না। রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

উল্লেখ্য, চাকরিপ্রার্থীরা আদালতকে জানিয়েছেন, এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। মেধাতালিকার বাইরে অনেকে চাকরি পেয়েছেন। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এক দিন মোমবাতি নিয়ে মিছিল আর নেটমাধ্যমে সমালোচনা করলে আন্দোলন হয় না। সেই সঙ্গে তাঁর মন্তব্য, "এই মামলায় বিচারক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করেছি। তাতে আমি অনেক সমালোচিত হয়েছি। আরও সমালোচিত হতে রাজি। কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের আদালতে আসা উচিত।" তিনি বলেন, আপনারা আসুন, মামলা করার খরচ না থাকলে নিজেরাই মামলায় সওয়াল জবাবে অংশগ্রহণ করুন। মামলাকারীদের উদ্দেশে তাঁর মন্তব্য, " অনেকে বঞ্চিত হয়েছেন, অথচ বাড়িতে বসে রয়েছেন। বলছেন, আমি ধর্নায় বা আন্দোলনে নেই। ওই সব ব্যক্তিদের আবেদনে কেন সাড়া দেবে আদালত?" রাস্তায় বসে যদি আন্দোলন করে চাকরি পান তাহলে কেন জনস্বার্থ মামলা দায়ের করলেন? মামলাকারীকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

এভাবেই নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলায় এ বার আন্দোলনের প্রযোজনীয়তার কথা বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে গত ১৩ জুলাই নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরিমার্জিত ও সংশোধিত মেধাতালিকা প্রকাশিত হয়। তাকে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা দায়ের হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিন সেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি।
অর্পিতার ফ্ল্যাটে কোথা থেকে এল সোনার বার? উদ্ধার হওয়া সোনার পেন কোথায় পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়? প্রাথমিক তদন্তে এবার উঠে এল চাঞ্চল্যকর মোড়। ইডি সূত্রে খবর, নগদ টাকার মোটা অংশ কনভার্ট করা হয় সোনার বারে। আর কে করলেন এই কাজে সাহায্য?

সোনা কনভার্টই নয়, এমনকি উদ্ধার হওয়া গোল্ড পেনও এসেছে উপহার হিসেবে। সেই সোনা 'পাচার চক্রের মাথা'ই দিয়েছেন উপহার। তদন্তে এমন ইঙ্গিত দাবি ইডির। সূত্রের খবর, অর্পিতার ফোন কল ডিটেইলস থেকে ওই চক্রের মাথার সঙ্গে যোগাযোগের লিঙ্ক পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
এরইমধ্যে পার্থ ও অর্পিতার Joint LIC -র খোঁজ মিলেছে। অর্পিতাকে ED এর জেরায় আজ উঠে আসে এই নয়া তথ্য। জানা গিয়েছে, একাধিক জয়েন্ট LIC রয়েছে দুজনের। ED -র কাছে তথ্য দিয়েছেন অর্পিতা।
দক্ষিণের হরিদেবপুর থেকে উত্তরের বেলঘরিয়া রথতলা। তাল তাল সোনা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। সোনার ব্রেসলেট, বালা, কঙ্গনা থেকে বার কী ছিল না 'অপা'র সংগ্রহে! কিন্তু এত সোনা এল কোথা থেকে? কেনই বা এতো সোনা? কোথা থেকে কেনা হত এত সোনা? আজ ইডির প্রশ্নের ফোকাসে আলোকপাত সেই দিকেই।
জোকা ইএসআই হাসপাতালে ঢোকা ও বেরোনোর মূখে এদিন কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখোপাধ্যায়। বার বার বলেন একটাই কথা, 'আমি আর পারছি না৷'। এই দুঃসহ মানসিক চাপ সামলানোই যেন মুশকিল হয়ে পড়ছে তাঁর৷ বিমর্ষ মুখ আর অঝোর কান্না৷ আজ শারীরিক পরীক্ষা ছিল পার্থ-অর্পিতার৷ হাসপাতালে ঢোকার সময়েও হাউ হাউ করে কেঁদে ফেললেন অর্পিতা৷ বাস্তবিকই তাঁকে সামলানো হয়ে ওঠে মুশকিল৷ গাড়ি থেকে নামতে চাইছিলেন না তিনি৷ একবার পড়েও যান৷ তারপর তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হয়৷

টালিগঞ্জ, রথতলা, নয়াবাদ- তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একের পর এক ফ্ল্যাটের খোঁজ পাচ্ছে ইডি৷ সূত্রের খবর, তদন্তকারীদের অর্পিতা নিজেই জানিয়েছেন, অন্তত ১২ থেকে ১৫টি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে৷ শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্ম ভাবে তার বেশ কিছু অস্থায়ী সম্পত্তি আছে বলেও তদন্তকারীেদর জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷

কর্ণাটকের মেঙ্গালুরুতে মুখোশ পরা দুষ্কৃতীরা কুপিয়ে খুন করল এক বিজেপি নেতাকে। মঙ্গলবার রাতে কর্ণাটকের দক্ষিণ জেলার বেল্লোরে মোটরবাইক সওয়ার কয়েক জন দুষ্কৃতী প্রবীণ নেত্তারু নামে ২৩ বছরের বিজেপি যুবমোর্চার ওই নেতার উপর হামলা চালায় বলে অভিযোগ। (Man Stabbed to Death)

দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর জখম ২৩ বছরের ওই যুবনেতাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমে বৃহস্পতিবার জাকির ও শাফিক নামে দু'জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালই তাদের দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এদিন উপযুক্ত প্রমাণের সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়। আইন-শৃঙ্খলা এডিজিপি অলোক কুমার জানিয়েছেন, এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। সে ভিত্তিতে আরও গ্রেফতারি হতে পারে আগামিদিনে। তাঁর দাবি, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যোগ রয়েছে। তিনি বলেছেন, 'আমরা এই সংযোগ ও তাঁদের উদ্দেশ্য তদন্ত করে দেখছি।'


পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীদের মোটরবাইকে কেরলের নম্বর প্লেট ছিল। দক্ষিণ ভারতের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই খুনের ঘটনায় শোক প্রকাশ করে বুধবার বলেছেন, 'পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।'

পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ লোক দেখানো সিদ্ধান্ত। এর আগে নিয়োগে এত বড় দুর্নীতি হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের 'ষড়যন্ত্রের শিকার' বক্তব্যের কোনও গুরুত্ব নেই। ইডি হেফাজতে থাকাকালীন এই ধরনের বক্তব্যের কোনও ভিত্তি নেই। ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি হয়েছে এটা পরিষ্কার। 'অপা' সিন্ডিকেট তৃণমূলের শীর্ষ স্তর থেকে পরিচালিত। সাংবাদিক বৈঠকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন বলেন, পার্থ-অর্পিতা কাণ্ডে কোনও অবস্থাতেই তৃণমূল কংগ্রেস নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে পারবে না (Suvendu Adhikari)।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি ও একের পর এক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে জোরকদমে আসরে নেমেছে বিজেপি। আর এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র নিশানা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বকে। তাঁর স্পষ্ট বার্তা শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। দায় কোনওভাবেই এড়াতে পারে না তৃণমূল কংগ্রেস।

এরমধ্যে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিধানসভা কেন্দ্র এলাকায় আজ শুক্রবার মিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মিছিল থেকে দাবি ওঠে, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যারা যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে (Suvendu Adhikari)।

এরইমধ্যে আজ শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ই এস আই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee Arrest)। এদিন মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে ঢুকতে ঢুকতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ পরে হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থবাবুর দাবি, 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে৷'

প্রসঙ্গত, গতকালই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে তৃণমূলের মহাসচিব-সহ বাকি সব পদ থেকেও তাঁকে সরিয়ে দিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করার কথা জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে এই সবকিছুকেই 'লোকদেখানো' মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


পার্থ ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। গোটা অগাস্ট মাস জুড়ে রাজ্যব্যাপী আন্দোলনের কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। 'চোর ধরো জেল ভরো' কর্মসূচি পালন করবে বিজেপি। রাজ্যের সমস্ত বুথ, মণ্ডল ও জেলাস্তরে মিছিল- প্রতিবাদ সভা করবে তারা। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় কর্মসূচি পালনে গেরুয়া শিবিরের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশ। স্থানীয় সাংগঠনিক নেতৃত্বের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে রাজ্যস্তরের নেতৃত্বও হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

অফিস ফেরত ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে আগুন। আজ শুক্রবার রাত ৮:১৫ মিনিট নাগাদ শিয়ালদহ উত্তর শাখার ৪ নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের তারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়।
 কয়েক মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে দেন অনেকেই। যদিও কিছুক্ষণের মধ্যেই স্টেশনের অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

এ দিন আগুন লাগার পরে দমকলের দু'টি ইঞ্জিন স্টেশনে আসে। কিছুক্ষণের আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ব্যস্ত অফিস টাইমে ঘটনাটি ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও, জায়গাটিকে ঘিরে ফেলা হয় একেবারে কম সময়ের মধ্যে।
তবে এ দিনের ঘটনায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি বলেই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। রেলের দাবি, ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে।

পশ্চিমবঙ্গে  তৃণমূল করলে আর ঘুষ দিলে যে চাকরি পাওয়া যায় এই বৈঠক ফের একবার তা প্রমাণ করল। হাইকোর্টে মামলা বিচারাধীন থাকাকালীন, ইডি-সিবিআই তদন্ত চলাকালীন কী করে একজন মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয় প্রভাবশালী সাংসদ বৈঠক করলেন? এই প্রশ্ন তুলে এই ঘটনা আদালতের হস্তক্ষেপের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে সরাসরি হস্তক্ষেপ বলে মনে করি'।  ঠিক এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী SSC চাকরি প্রার্থীদের বৈঠককে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ' এই বৈঠক সম্পূর্ণ বেআইনি'।

বেহালায় পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে শুক্রবার বিকেলে মিছিলে অংশ নিয়ে নিউজ এইট্টিন বাংলার মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, 'দীর্ঘদিন ধরে রাস্তার ওপর বসে থেকে ওরা আন্দোলন করছে, এতদিনে ঘুম ভাঙলো?' প্রশ্ন তুলে অভিষেকের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানালেন, 'ওর ( অভিষেক বন্দ্যোপাধ্যায় ) কোনও এক্তিয়ারই নেই আলোচনায় বসে চাকরির আশ্বাস দেওয়ার'।

প্রসঙ্গত, এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিদের একটি দল পৌঁছয় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। অভিষেকের সঙ্গে এসএসসি আন্দোলনকারীদের এক প্রতিনিধি দলের বৈঠকে শুক্রবার উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সূত্রের খবর, আইনি জটিলতাকে মাথায় রেখে কীভাবে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আলোচনা করেছেন অভিষেক।

আন্দোনলকারীদের প্রতিনিধি শহিদুল্লাহ এদিনের প্রায় দু'ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'আগামী ৮ তারিখ শিক্ষামন্ত্রী ও এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বিকাশভবনে বৈঠক হবে। মেধাতালিকার ভিত্তিতে চাকরিপ্রার্থীরা যাতে সবাই চাকরিতে নিয়োগ পান তার জন্য ১০০ শতাংশ চেষ্টা করবেন তিনি। বৈঠকে এমনটাই আশ্বাস দিয়েছেন অভিষেক বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়। এসএসসি প্রতিনিধিরা তাঁদের দাবি এদিন লিখিত আকারেই নিয়ে আসেন। বৈঠকের আগে আন্দোলনকারীদের তরফে জানানো হয়, নবম থেকে দ্বাদশ মেধাতালিকায় থাকা সকলের নিয়োগ চান তাঁরা। শুক্রবার ৫০২ দিনে পড়া এসএসসি চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলনের দিন চাকরি প্রার্থীদের সাথে অভিষেকের বৈঠককে কার্যত 'বেআইনি' বলে বিস্ফোরক অভিযোগের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী।

মন্ত্রীত্ব থেকে অপসারণ ও দলের যাবতীয় পদ থেকে সাসপেন্ড হওয়ার পর আজই এই প্রসঙ্গে প্রথম মুখ খোলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ ষড়যন্ত্রকারীদের নামও জানা যাবে বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের এমন বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে৷ স্বভাবতই অস্বস্তি বেড়েছে তৃণমূলেরও। তবে বিরোধীদের মতোই তৃণমূল নেতারাও মোটের ওপর পার্থর এই ষড়যন্ত্র থিয়োরি মানতে নারাজ (Saugata Roy On Partha Chatterjee)।

এদিন রাজধানী দিল্লি থেকে ফিরে তৃণমূল সাংসদ সৌগত রায় পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র মন্তব্য প্রসঙ্গে বলেন "আমি শুনেছি। কিন্তু এ কথার কোনও মানেই হয় না। পার্থ চট্টোপাধ্যায় প্রত্যক্ষভাবে ইডির হাতে গ্রেফতার হয়েছেন। তাঁর এক ঘনিষ্ঠ মহিলার থেকে অনেক টাকা উদ্ধার হয়েছে। ওনাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, দল থেকেও বাদ দেওয়া হয়েছে। যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী। ষড়যন্ত্র আবার কী? (Saugata Roy On Partha Chatterjee)

অন্যদিকে এর আগেই দিনের শুরুতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন দুই তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং তাপস রায়৷ তাঁদের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, আপাতত পার্থর ষড়যন্ত্রের তত্ত্বকে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের দায় তাঁর উপরেই ছেড়ে দিচ্ছে দলীয় নেতৃত্ব৷

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'সমস্ত দিক খতিয়ে দেখে দল গতকাল যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে৷ এখন কোনও মন্তব্যের উপরে আলাদা প্রতিক্রিয়া দেওয়ার মানে নেই৷ কেউ যদি নির্দোষ হয়ে থাকেন প্রথম থেকেই তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করবেন৷ এখন ছ' - সাত দিন পরে বলছেন৷ আইনি লড়াই তো চলছে৷ সেখানে নিজের বক্তব্য জানানোর পূর্ণ সুযোগ রয়েছে৷ কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার উপরে আমার নতুন করে কিছু বলার নেই৷'

এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে একই সুর শোনা যায় কুণাল ঘোষের গলায়। তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর। জেরার ফাঁকে কালের সিদ্ধান্তের কথা ভাবুন। যেখানে এক সময় তিনি নির্দেশ দিয়েছিলেন অনেক কিছু, সেগুলো যথাযথ সিদ্ধান্ত কিনা ভাবুন। উনি অনেক সময় পেয়েছেন মিডিয়ার সামনে এই কদিনে। তিনি নিজেকে নির্দোষ বলেননি কেন? ষড়যন্ত্র বলেননি কেন? অর্পিতার চোখের জল দেখে আমি কী করব? আমি কি মোছাতে যাব?"




রাজনীতি এখন উত্তাল কোটি কোটি টাকার গল্পে! অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। সঙ্গে সোনা দানা তো আছেই। 
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা আজ কেঁদে ভাসিয়ে দিয়েছেন। ইডির জেরায় জেরবার পার্থ-অর্পিতা। আর ঠিক এর মধ্যেই আর এক চাঞ্চল্যকর খবর সামনে আসতেই ছি ছি পড়ে গেছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আর ওই আবাসনেই অর্পিতার নামে থাকা আর এক ফ্ল্যাটে ঘটে যাচ্ছে এই কাণ্ড! কী করে পারেন এরা? উঠছে প্রশ্ন!

জানা গিয়েছে, ওই আবাসনে অর্পিতার নামে থাকা একটি ফ্ল্যাটে বন্দি হয়ে রয়েছে ন'টি উন্নত প্রজাতির সারমেয় বা কুকুর। যাদের সব মিলিয়ে দাম চার লাখ টাকার বেশি। সব কটাই দামি কুকুর! এই কুকুর গুলি অর্পিতার দায়িত্বেই ছিল। জানা যাচ্ছে ওই সবকটি কুকুর পার্থ চট্টোপাধ্যায়ের। এমনটাই জানান ওই আবাসনের বাসিন্দারা! পার্থ এবং অর্পিতা ইডি হেফাজতে যাওয়ার পর থেকেই ওই ফ্ল্যাটে বন্দি রয়েছে ন'টি সারমেয়। ওই কুকুরগুলি কী খাচ্ছে? কীভাবে বেঁচে আছে সে খবর নেওয়ার কেউ নেই। এই বিষয় নিয়ে চিন্তিত আবাসনের পশু প্রেমীরা। কিন্তু তাঁরা কেউ গিয়ে দেখছেন না কী অবস্থায় রয়েছে ওই কুকুরগুলি? না খেয়ে বেঁচে আছে তো? শুধু চিন্তা করছেন, কাজের কাজ কী কিছু করলেন? এই নিয়েও প্রশ্ন উঠেছে
১৯তলার ওই দু'টি ফ্ল্যাটের মোট আয়তন বড়জোর ১,৬০০ বর্গফুট। দু'টি ফ্ল্যাটকে এক সঙ্গে জোড়া হয়েছে। তার মধ্যেই রয়েছে অন্তত ন’টি সারমেয়। প্রতিবেশীদের বক্তব্য, ওই সারমেয়গুলির মধ্যে একটি রটওয়েলার, একটি ইংলিশ বুলডগ, একটি ফ্রেঞ্চ বুলডগ। তা ছাড়াও রয়েছে একটি করে পাগ এবং বিগ্‌ল প্রজাতির কুকুর। রয়েছে দু’টি করে ল্যাব্রাডর এবং গোল্ডেন রিট্রিভার। কিন্তু এই টুকু জায়গায় এতগুলো কুকুর আছে কী করে? যদিও মন্ত্রীর সারমেয়-শখ নিয়ে কেউ কখনও কিছু বলেননি। তবে কুকুরের প্রশিক্ষকরা মাঝে মাঝে কুকুরগুলিকে নিচে নামাতেন। গত প্রায় দু’মাস ধরে আবাসনের ওই নয় বাসিন্দা ফ্ল্যাটের বাইরে বেরোয়নি। যবে থেকে আদালতে পার্থর কুকুর এবং সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে, তখন থেকে প্রশিক্ষকদেরও দেখা যায়নি।
এখন প্রশ্ন হল কী খাচ্ছে ওরা? জল, খাবার পাচ্ছে তো? এই ভাবে থাকলে নিজেদের মধ্যে মারপিট করেই মারা যাবে ওরা। খাবার জল না পেয়ে অসুস্থ হয়ে যাবে! জানলা দরজা বন্ধ। কীভাবে আছে ওরা? চর্মরোগ হয়েও মারা যাবে! পশুপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করেছেন খবর জানাজানি হতেই। তবে এই কুকুরদের দেখতে পার্থ চট্টোপাধ্যায়কে কখনও আসতে দেখেননি আবাসনের বাসিন্দারা! আবাসনের সিকিউরিটি জানিয়েছেন, "বাইরে থেকেই খাবার আসে ওই কুকুরদের জন্য। এখনও সেই নিয়ম চলছে। তবে ট্রেনারদের দেখা নেই!" এর বেশি জানেন না কেউ। এদিকে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যদিও এই খবর ইতিমধ্যেই জানানো হয়েছে। আশা করা যাচ্ছে এবার কিছু একটা ব্যবস্থা করা হবে। সোশ্যাল মাধ্যমেও অনেকে সরব হয়েছেন এই অমানবিক কাজের বিরুদ্ধে! আবাসনের বাসিন্দারা কেন এতদিন চুপ করে ছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে! ভয়াবহ অমানবিকতার ছবি দেখছে কলকাতা!

অশোকনগরের পার্থ চট্টোপাধ্যায় হলেন প্রবোধ সরকার, এমনই পোস্টার ঘিরে উত্তাল হয়ে উঠল অশোকনগর কল্যাণগড় পৌরসভা।

অশোকনগরের (Ashoknagar) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) হলেন প্রবোধ সরকার, এমনই পোস্টার ঘিরে উত্তাল হয়ে উঠল অশোকনগর কল্যাণগড় পৌরসভা। আজ অশোকনগর কল্যাণগড় পৌরসভার পেছনের দিকের গেটে পুরপ্রধান প্রবোধ সরকারের (Prabodh Sarkar) নামে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক এমন পোস্টার দেখা যায়।

 তবে অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকায় কে বা কারা রাতের অন্ধকারে বর্তমান চেয়ারম্যান প্রবোধ সরকারের নাম করে এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে এই পোস্টারগুলো মেরে যায়। পরে তৃণমূল এসসি এসটি সেলের নেতা গুপি মজুমদার ঘটনাস্থলে এসে কর্মীদের নিয়ে সেই পোস্টার গুলি ছিড়ে ফেলেন। গুপিবাবু পরে অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার জানান যথেষ্ট নিষ্ঠার সঙ্গেই তিনি পৌরসভা পরিচালনা করেন তারপরেও এমন পোস্টার পড়লে সত্যিই তার দুঃখ হয় মনে হয় সব ছেড়ে চলে যায় কিন্তু চলে গেলে ষড়যন্ত্রকারীদের সুবিধা হবে তাই তিনি পথ ছাড়ছেন না পয়সা নিয়ে চাকরি দেওয়ার ব্যাপারে যে অভিযোগ পোস্টারে রয়েছে সে ব্যাপারে পৌর প্রধান জানান, একজন ব্যক্তিও যদি এসে অভিযোগ করেন যে তিনি চাকরি দিয়েছেন, পয়সা নিয়ে তৎক্ষণাৎ তিনি পদত্যাগ করবেন।
এছাড়াও পুরপ্রধান আক্ষেপের সুরে বলেন, অনেক কষ্ট করে পৌরসভা নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন। তার পরেও যখন এমন অভিযোগ ওঠে তখন মনে হয় সব ছেড়েছুড়ে দিয়ে চলে যাই। কিন্তু তিনি পদ ছাড়বেন না কারণ তাতে ষড়যন্ত্রকারীদেরই লাভ হবে। গঙ্গার জলের লাইন প্রকল্প তিনটি সংস্থা থেকে তিনি অর্থ নিয়েছেন এই অভিযোগও উড়িয়ে দেন তিনি প্রবোধবাবু জানান এসব টেন্ডার হয় এবং সরকারী তরফে কাজ হয় পৌরসভা একা কিছু করতে পারেনা। যারা পোস্টার লিখেছেন তাদের এ ব্যাপারে কোনও ধারণাই নেই। অন্যদিকে এই পোস্টার বিতর্কে বিজেপি নেতা পার্থপ্রতিম সরকার জানান এই পোস্টার প্রমান করে টাকা ছাড়া তৃণমূলে কোনও কাজই হয় না।

পার্থ-কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল, প্রতিক্রিয়া দিলেন অপর্ণা সেন

পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্য়াট থেকে বিপুল অর্থের উদ্ধারের পর টুইটে প্রতিক্রিয়া দিলেন ফিল্মমেকার- অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। এদিন অপর্ণা সেন বলেন, ' মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এতে সব ধোয়া যাবে না।'
প্রসঙ্গত, অর্পিতা মুখোাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে রাত পর্যন্ত উদ্ধার বিপুল পরিমাণ অর্থ। এছাড়াও ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কমবেশি ২ কোটি টাকা। ওই নগদ রাখা ছিল ওই ফ্ল্যাটে থাকা বেশ কিছু ওয়াড্রবে। বেলঘরিয়ায় রথতলার ওই আবাসনের ফ্ল্যাটে যে যে ওয়াড্রব ছিল, তার প্রায় প্রতিটিতেই ছিল নগদ থাকা। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা। তারপর বুধবার পাওয়া যায় আরও টাকা। উদ্ধার হয়েছে একাধিক দলিলও। এবার সেই ইস্যুতেই টুইটে বার্তা দেন অপর্ণা সেন। তিনি বলেন, 'তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) থেকে যে অর্থ উদ্ধার হয়েছে, তা গরীব মানুষের শোষণের মাধ্যমেই এই অর্থ উঠে এসেছে। এটা ভূললে চলবে না। যাদের থেকে এই অর্থ উঠে এসেছে, তাঁদের কল্যাণেই ব্যবহার করা উচিত। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এতে সব ধোয়া যাবে না।'


অপরদিকে, সাংবাদিক বৈঠকে বিজেপির দিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল যা বলে তাই করে, তৃণমূল তাদের মহাসচিবকে সরিয়েছে। বিজেপি অভিযোগ উঠলেও তাদের নেতাকে সরায় না। কুলদীপ সেঙ্গারের প্রসঙ্গ তুলে তোপ দাগেন অভিষেক। এর পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে সারদা-প্রসঙ্গও। সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেন বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বিজেপি তারপরেও কোনও পদক্ষেপ করেনি। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন অভিষেক।দলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। 

 

গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করলেন, ষড়যন্ত্রের শিকার তিনি।

কলকাতা : শুক্রবার জোকা ESI হাসপাতালে নাটকীয় পরিস্থিতি! হাসপাতালে ঢোকার মুখে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee ) ! কার্যত মুর্ছা যাওয়ার পরিস্থিতি! আর এদিনই মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর, ঢুকতে-বেরোতে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়! গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করলেন, ষড়যন্ত্রের শিকার তিনি।

অধীরের কড়া প্রতিক্রিয়া 
এই দাবির পরই তৃণমূল ও বিরোধী শিবির থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ( Adhir Chowdhury ) বলেন, ' তৃণমূলের ভোটার, তারা সৎ, তৃণমূলের সমর্থক, তারা সৎ ! তাদের সততাকে , তাদের আন্তরিকতাকে , তৃণমূলের রথী মহারথীরা অপব্যবহার করে ধন কুবেরে রূপান্তরিত হয়েছেন। আভি তো স্রেফ ঝাঁকি হ্যায় , বহত কুছ বাকি হ্যায়। মন্তব্য করেন অধীর। এই তৃণমূল দেখে বাংলার মানুষ ভোট দেননি বলে মনে করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। সেই সঙ্গে তিনি বলেন, ' দিদি নিজেকে সারদামণি, রানি রাসমণি দেখানোর চেষ্টা করছেন, আসলে তিনি চোরেদের রানি ' 
ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, কুণালের প্রতিক্রিয়া 
শুক্রবার, ESI হাসপাতাল থেকে বের করার সময়ও, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়! তিনি বলেন, দলের সিদ্ধান্ত ঠিক কী না, সময় বলবে। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ' আইনের অধিকার তাঁর খোলা রয়েছে। অতীতে অনেকের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, পরবর্তীতে সাল-তারিখ-চালচিত্র দেখে, একটু ভেবে দেখবেন। কোনটা ঠিক ছিল, কোনটা ভুল হয়েছিল। তাহলে দেখবেন কালের যাত্রাপথে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।'
নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার , অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। মন্ত্রিসভা থেকে সরানোর পর এই তিনটি দফতর আপাতত নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে তিনি এই তিনটি দফতর কাকে দেবেন? না কি পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে এই ভয়ঙ্কর কাণ্ডের পর শেষ অবধি কি মন্ত্রিসভা ঢেলে সাজাবেন মুখ্যমন্ত্রী? ঘরে-বাইরে তীব্র প্রতিক্রিয়ার মুখে দীর্ঘদিন ঘনিষ্ঠ বৃত্তে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অবশেষে সরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, তাতে অবশ্য বিন্দুমাত্র সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের দাবি, কান নয়, মাথা ধরতে হবে।
মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) অপসারণের পর এবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ( Paresh Adhikari ) বরখাস্ত করার দাবিতে সরব হল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) ট্যুইটে প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Bandyopadhyay ) । তিনি ট্যুইটে লিখেছেন, ' শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ক্ষমতার অপব্যবহার করে সরকারি স্কুলে মেয়েকে শিক্ষিকার চাকরি দিয়েছিলেন। হাইকোর্ট তাঁর মেয়ের চাকরি বাতিল করেছে। কিন্তু তিনি এখনও মন্ত্রী পদে রয়েছেন। ' 
একই প্রশ্ন তুলে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি ট্যুইটে লিখেছেন, কলকাতা হাইকোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ বাতিল করেছে। মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর-ও হয়েছে। তাহলে কেন তাঁকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করা হবে না? 

গত ২২ জুলাই, এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও যায় ইডি।ইতিমধ্যেই, নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন তিনি। এদিন, ED’র তল্লাশির সময় বাড়িতেই ছিলেন অঙ্কিতা। সূত্রের খবর, এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় একাধিক নথি! সূত্রের খবর, কীভাবে স্কুলের চাকরি পেয়েছিলেন? কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না? নিয়োগ সংক্রান্ত বিষয়ে অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ করা হয় 

গত ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করেছিল SSC

নবম-দশমের নতুন নিয়োগ তালিকা (Recruitment List) প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৬ অগাস্টের মধ্যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। এর পাশাপাশি বিচারপতি জানতে চান, "নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে ? এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন ?" এছাড়া "এখনই সম্পূর্ণভাবে এসএসসির ডেটারুম খুলছে না", বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, SSC-র শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীরা। নতুন করে মামলার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন ; আন্দোলনের ৫০০ দিন পর ফোনে কথা, আজ মুখোমুখি অভিষেক-আন্দোলনকারীরা

অভিযোগ উঠেছে, SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। মেধা তালিকায় নাম না থাকা এবং মেধা তালিকার নীচের দিকে থাকা বেশ কয়েকজন হাইজাম্প করে তালিকার ওপরে উঠে এসেছেন। গত ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করেছিল SSC।


কী বলছেন বিচারপতি ?

এই পরিস্থিতিতে আজ বিচারপতি নির্দেশে জানান, "নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেবে এসএসসি। সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি।"

এদিকে আন্দোলনে সামিল না হওয়া বঞ্চিতদের উদ্দেশে হাইকোর্টের বার্তা, "বাড়িতে বসে আন্দোলন হয় না। আমি বঞ্চিত, অথচ আমি আন্দোলনে নেই, তাদের আবেদনে কেন সাড়া দেবে আদালত ? মোমবাতি নিয়ে মিছিল করলাম আর সামাজিক মাধ্যমে বার্তা দিলাম, এভাবে আন্দোলন হয় না।" 

এপ্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "আমার বিচার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করেছি, তাতে আমি সমালোচিত হয়েছি। আমি আরও সমালোচিত হতে রাজি আছি। কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের আদালতে আসতে হবে।"

এজলাসে উপস্থিত এক আন্দোলনকারীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, "গাঁধী মূর্তির নিচে কতজন আন্দোলনে বসেন ?" উত্তরে আন্দোলনকারী জানান, "১৩০ জন, তবে আরও ৫৩০ জন আছেন।" তখন বিচারপতি আন্দোলনকারীকে প্রশ্ন করেন, বাকিরা কোথায় ? বাড়ি থেকে আন্দোলন করছেন ? একজন বাড়ি থেকে আন্দোলন করবেন, পরে আবার এসে পেনশনের দাবি জানাবেন। এটা হয় না।"

ইডি-র হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি।

দল দূরত্ব বাড়িয়েছে। খোয়াতে হয়েছে মন্ত্রিত্ব, দলীয় একাধিক পদ। শুধু তা-ই নয়, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের একাংশও তাঁকে নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন প্রকাশ্যে। এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে খোলামেলা কথা বললেন তৃণমূল বিধায়ক তথা দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মদন মিত্র (Madan Mitra)। "পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তা পাপ", বলে সরাসরি সমালোচনা করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর গলায় শোনা গেছে কটাক্ষের সুরও। বললেন, "পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, সেই পারফরম্যান্সের কাছে আমি চুনোপুঁটি।" 

ইডি-র হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। গতকালই দলের একাংশের সমালোচনার পর মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থকে। এই ইস্যুতে এবার নিজের মতামত জানালেন মদন মিত্রও। 

কী বলছেন মদন ?

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ পরিচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে আমি '৭২ সাল থেকে চিনি । এক কলেজের ছাত্র। আমার থেকে এক বছরের সিনিয়র ছিলেন। ৫০ বছর তাঁকে খুব কাছ থেকে দেখছি। এ ব্যাপারে বলতে কোনও দ্বিধা নেই, যে ঘটনাটা ঘটেছে তা খুবই দুঃখের। মদন মিত্র বা কেউ কোন মহিলার সঙ্গে বন্ধুত্ব করছেন, কোথায় খেতে যাচ্ছেন- এর মধ্যে কোনও পাপ নেই। কিন্তু, পার্থ যেটা করেছেন তার মধ্যে পাপ আছে। এতগুলো লোকের চোখের জল ! আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে, পার্থ চট্টোপাধ্যায় এই কাজ করতে পারেন। সৌগত রায় আমাদের সাংসদ, তিনিও এই ক্লাব টাউনেই থাকেন। গতবার যখন '১১ সালে বিধানসভায় জিতি, তখন ক্লান্ত হয়ে ওই ক্লাব টাউনেই থাকতাম। ক্লাব টাউনে থাকাটা কোনও অপরাধ নয়।" 


অর্পিতা কী তাঁর বান্ধবী ? এপ্রশ্নের উত্তরে স্পষ্টভাবে মদন জানান, পরিচিত তো নিশ্চয়ই। খুবই ভালভাবে পরিচয়। আমি ওঁর মা-কে চিনি। উনি আমার ভোটার। কিন্তু, কখনোই ভাবতে পারিনি বা বলেননি যে, দাদা আমি অসুবিধায় আছি।  

তিনি বলেন, "মদন মিত্রের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ আছে। কিন্তু, যাঁরা দুর্নীতি করেন, লুকিয়ে রাতের অন্ধকারে টাকার মেশিন গোনা নিয়ে আসনে তাঁদের সঙ্গে মদন মিত্রের যোগাযোগ নেই। এটুকু বলতে পারি, যে ক'দিন ওকে দেখিছি আমার কাছে ওঁর আচরণে এমন কিছু লাগেনি। তবে, এটা আমি শুনেছি, পার্থদার ঘনিষ্ঠ। আমি কী করে জানব, রাতের অন্ধকারে কোথায় কী হচ্ছে। আমি তো রাতের অন্ধকারে ঘুরে বেরাই না।"

এরপরই বর্ষীয়ান এই রাজনীতিককে জানতে চাওয়া হয়, এই ঘটনার পর নতুন বান্ধবী তৈরি করার ক্ষেত্রে মদন মিত্র কি সতর্ক হচ্ছেন ? উত্তরে তিনি বলেন, একেবারেই সতর্ক হচ্ছি না। আজই আমার নতুন দুই জন বান্ধবী হয়েছে। বিদেশ থেকে এসেছে। ও লাভলী। আমরা খেতেও যাব ডিনারে। তবে, কোনও বান্ধবীকে অন্যায়, দুর্নীতির টাকা দিতে প্রস্তুত নই । কারণ, আমার কাছে কোনও দুর্নীতিওয়ালা টাকা নেই। কোনও বান্ধবী ডেকে খাওয়ালে অন্যায় কী আছে ? 

পার্থ-অর্পিতার এই 'ঘনিষ্ঠতা' তত্ত্বের আবহে তাঁকে প্রশ্ন করা হয়, এখনও আপনি এক নম্বরে নাকি পার্থদা টপকে গেছেন ? মদন বলেন, "এব্যাপারে পার্থর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। কারণ, পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, সেই পারফরম্যান্সের কাছে আমি চুনোপুঁটি।" 
নিজেকে ওই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর ঘনিষ্ঠ বলে দাবি করতেন, এমনটাই অভিযোগ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় এবার নতুন মোড়। চন্দন মণ্ডলের পর এবার নতুন রঞ্জনের খোঁজ মিলেছে বলে আদালতে অভিযোগ ! কে এই নতুন রঞ্জন ? 

' টাকা দিতে না পারলে সোনাও নিতেন '
কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী সুপর্ণা দাস রায়। তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা নিতেন নদিয়ার এক স্কুলের প্রাথমিক শিক্ষক সুমন চট্টোপাধ্যায়। টাকা দিতে না পারলে সোনাও নিতেন তিনি, এমনটাই বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। নিজেকে ওই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর ঘনিষ্ঠ বলে দাবি করতেন, এমনটাই অভিযোগ। আজ দুপুরেই ওই মামলার শুনানি।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘বাগদার রঞ্জন’

গত ২২ জুলাই, অবশেষে জনসমক্ষে আসেন উপেন বিশ্বাস বর্ণিত ‘রঞ্জন’ ওরফে বাগদার চন্দন মণ্ডল। সেদিন হাইকোর্টে বিচারপতির এজলাসে হাজির হয়ে তিনি জানান, সিবিআই তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে। এদিন, আদালতে মুখবন্ধ খামে কিছু নথি জমা দেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। যেদিন নিয়োগ দুর্নীতিতে ED’র তল্লাশিতে প্রথম কোটি কোটি টাকা হয়, সেদিনই দেখা মেলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘বাগদার রঞ্জন’ অর্থাৎ চন্দন মণ্ডলের!


সেইদিন উপেন বিশ্বাসকে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, এনাকে (চন্দন মণ্ডল) চেনেন? উত্তরে উপেন বিশ্বাস বলেন, ' না। আমাদের কখনও দেখা হয়নি। তাই চিনি না। ' এরপর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলকে বিচারপতি প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে কী অভিযোগ আপনি জানেন? উত্তরে চন্দন বলেন, ' না। আমি জানি উপেন বাবু ভিডিও ভাইরাল করেছেন। ' এরপর বিচারপতি বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ' আপনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন।' উত্তরে চন্দন মণ্ডল দাবি করেন, ' না। আমি টাকা নিইনি। আর চাকরিও দিইনি। '

এরপর সেই ঘটনার ঠিক এক সপ্তাহ পর কোর্টের সামনে দাবি করা হল নতুন ' রঞ্জন ',