March 2021
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ -এর প্রাক্কালে যে কোনো প্রকার নাশকতা রোধের জন্য 
সুন্দরবন  পুলিশ জেলার প্রতিটি থানা এলাকার গুরুত্বপূর্ণ অঞ্চলে নাকা চেকিং চলছে।
In order to prevent any kind of sabotage on the eve of the forthcoming WBLA Election-
 2021, Naka checking is being carried out 
in important areas of every Police station area of ​​the Sundarban police district.


নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় আনা হল তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। চোট পাওয়ার পর তিনি গাড়ির সামনের সিটেই বলেছিলেন। পরে যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাঁকে পিছনের সিটে বসানো হয়। সাড়ে ১২ নম্বর কেবিনে তাঁকে প্রাথমিক অ্যাসেসমেন্ট করা হচ্ছে। চিকিৎসকরা স্টেবিলাইজ করার চেষ্টা করছেন। এক্স-রে করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য পরীক্ষা করার প্রক্রিয়াও শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এসেছেন। পায়ের চোট গুরুতর বলে মনে করছেন চিকিৎসকরা। পরে এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হবে। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুক, বাঁ পায়, কোমড়ে, চোট পেয়েছেন তিনি। এসএসকেম-এর উর্ডবার্ন ব্লকে ভর্তি মুখ্য়মন্ত্রী। হাসপাতালে অভিষেক (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ (Arup Biswas)। ব্যথা কমানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করা হবে। পোর্টেবল মেশিনে এক্স-রে করা হয়। হাসপাতালে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্য়পালকে দেখে 'গো ব্যাক' স্লোগান তোলেন অনেক তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মী-সমর্থকরা আগে থেকেই সেখানে ছিলেন। 

দক্ষিণ ২৪ পরগনা জেলায় মুড়িগঙ্গা নদীতে জলপথে চলছে নাকা চেকিং এবং গঙ্গাধরপুর অদ্যবাজারের কাছেই চলছে চেকিং এবং গঞ্জের 
বাজার  কারণ সামনে ইলেকশন, সেই জন্য সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক ও সাগর থানার 
পক্ষ থেকে আজকের বাংলাদেশের  জাহাজ গুলি গঙ্গাসাগর ও ঘোড়ামারা দ্বীপের মাঝখানে মুড়িগঙ্গা নদীর উপর দাঁড় করিয়ে চেকিং চলছে,
উপস্থিত ছিলেন সাগর থানার ওসি বাপি রয় , 
সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক এর এডিশনাল এসপি সন্তোষ কুমার মন্ডল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কে রানবির সিং,
ভিডিও লিংক:  https://www.facebook.com/watch/?v=1147516615697707
 
এস ডিপিও সাগর দীপাঞ্জন চ্যাটার্জী, সার্কেল ইন্সপেক্টর সাগর, চন্দন কুসুম দাস, 
এবং সেন্ট্রাল ফোর্স.
অন্যদিকেও গঙ্গাধর পুর, ইলেকশন কমিশনারের নির্দেশে এবং সিভিল ডিপার্টমেন্টের প্রশাসনের নির্দেশে ব্রিজের কাছেই নাকা চেকিং পয়েন্টে চেকিং চলছে উপস্তিত রয়েছেন পাথর প্রতিমা 
থানা প্রশাসন। গঙ্গাধরপুর অদ্যবাজারের কাছেই চলছে চেকিং এবং গঞ্জের বাজার এলাকায় চলছে নাকা চেকিং। পুলিশ ও এস. এস. টি.(SST) টিম যৌথ ভাবে এই কাজটি করছেন।
Back To Top