October 2022

চন্দননগর পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় ঘোষের দাবি, এসব করে পুজো কমিটি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতে চাইছে।


জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja) মানেই নানা আলোর খেলা। হৈমন্তিকার ভুবন ভোলানো রূপের পাশাপাশি চোখ ধাঁধানো আলোর বাহারিয়ানা চাক্ষুষ করতে হাজার হাজার মানুষের ভিড় হয় প্রতি বছর। ষষ্ঠীর সন্ধ্যায় সেই পুজোয় কি না নিভিয়ে দেওয়া হল আলো! হুগলির বাগবাজার তালপুকুর ধার জগদ্ধাত্রী পুজোয় এদিন আলো নিভিয়ে কার্যত প্রতিবাদ জানান পুজো কমিটির সদস্যরা। সমস্যা না মিটলে আলো জ্বলবে না বলেও জানিয়ে দেন তাঁরা। রবিবার ষষ্ঠীর সন্ধ্যায় মোমবাতির আলোয় উদ্ভাসিত হয় এই পুজো কমিটির প্রতিমার আনন।

বাগবাজার তালপুকুর ধারের পুজো এবার ৩৯তম বর্ষে পা দিল। প্রতি বছর তালপুকুরে আলোর জাদু দেখা যায়। মূলত পুকুর ধারে থাকে বাহারি আলোর ঝলকানি। বিভিন্ন মডেল মেকানিকালের খেলা চলে। যা দেখতে ভিড় জমান মানুষ। কিন্তু ষষ্ঠীর সন্ধ্যায় কেন এমন ঘটনা? কীসের প্রতিবাদ?

অভিযোগ, প্রত্যেক বছর পুজোর সময় এখানকার যত গুমটি দোকান আছে সেগুলি সরিয়ে দেওয়া হয়। মানুষের ভিড়ের কারণেই তা করা হয় বলে দাবি এলাকার লোকজনের। এবারও তালপুকুর ধারের সিংহভাগ গুমটি দোকানের মালিকই সরিয়ে নেন। কিন্তু জয়ন্ত ঘোষ নামে এক দোকানি ফার্নিচারের গুমটি সরাতে আপত্তি জানান বলে অভিযোগ।

পুজো কমিটি বারবার অনুরোধ করলেও তিনি তা শুনতে চাননি বলে অভিযোগ। এরপরই ষষ্ঠীর সন্ধ্যায় তালপুকুরের পুজোর আলো নিভিয়ে প্রতিবাদ জানায় পুজো কমিটি। প্রতিমার সামনে জ্বেলে রাখা হয় মোমবাতি। বিদ্যুতের সব আলো বন্ধ। পুজো কমিটির সদস্য পুলক অধিকারী বলেন, “আমাদের কমিটির বয়স্ক যাঁরা, তাঁরা অনুরোধ করেছিলেন তবু শোনেননি গুমটি মালিক। গুমটি এমন জায়গায় যেখান থেকে ঠাকুর দেখা যাচ্ছে না আবার পুকুরের যেসব আলো লাগানো হয়েছে সে আলোও দেখা যাচ্ছে না। আমরা ৩৯ বছর ধরে পুজো করে আসছি। প্রতি বছর আলোতে আমরা পুরস্কার পাই। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। সমস্যা না মিটলে আলো জ্বালানো হবে না।”

অভিযোগের খবর পেয়েই কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ তালপুকুর ধার পুজোয় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গুমটি মালিক এবং পুজো কমিটিকে ডেকে আলোচনা করে বিষয়টি মেটানোর চেষ্টা করা হবে।

স্থানীয় বাসিন্দা পৃথা চট্টোপাধ্যায় বলেন, “জগদ্ধাত্রী পুজো চন্দননগরের প্রাণের পুজো। এই পুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। তালপুকুর ধারের পুজো দেখার জন্য মুখিয়ে থাকি। সবার সহযোগিতায় পুজো এত ভাল করে হয়। আলো নিভে থাকলে মোটেও ভাল লাগবে না।”



হুমা, সোনাক্ষী, জহির ইকবাল, মাহত রাঘবেন্দ্র এবং পরিচালক সাতরাম রামানি তাঁদের সিনেমা 'ডাবল এক্সেল'-এর প্রচার করতে কপিল শর্মার কমেডি শোতে আসছেন।

হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহার ছবি ‘ডবল এক্সেল’ মুক্তি অপেক্ষায়। ছবির প্রচারে হুমা সম্প্রতি জানিয়েছেন শুটিংয়ের গল্প। ছবির পুরো কাস্টের সঙ্গে লন্ডনে তাঁদের ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। কারণ তাঁরা যখন শুটিং শুরু করেছিলেন তখনও পুরোপুরি কোভিড যায়নি। সেই সময় হুমা কুরেশি খুব ভয় পেয়েছিলেন। কারণ সোনাক্ষীর ফোন চুরি হয়ে যায়। সেই সম্পর্কে হুমা বলেছেন, “আমরা যখন ছবিটির শুটিং করতে গিয়েছিলাম, তখনও মহামারী চলছিল। আমাদের প্রোটোকল হিসাবে লন্ডনে ১৪ দিন একসঙ্গে কোয়ারেন্টাইন থাকতে হয়েছিল। তাই আমরা একসঙ্গে কোয়ারেন্টাইন ছিলাম। প্রথম ১-২ দিন আমরা একে অপরকে সম্মান করতাম এবং সৌহার্দ্যপূর্ণ ছিলাম একে অপরের প্রতি। আমরা তিনজন (হুমা, সোনাক্ষী এবং জাহির) ইতিমধ্যেই ভাল বন্ধু হয়ে গিয়েছিলাম এবং মাহত (রাঘবেন্দ্র) নতুন ছিল কিন্তু যেহেতু আমরা ১৪ দিন ধরে সবকিছু একসঙ্গে করছিলাম একটি ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল।”

হুমা, সোনাক্ষী, জহির ইকবাল, মাহত রাঘবেন্দ্র এবং পরিচালক সাতরাম রামানি তাঁদের সিনেমা ‘ডাবল এক্সেল’-এর প্রচার করতে কপিল শর্মার কমেডি শোতে আসছেন। প্লাস সাইজ দুই মহিলার গল্প নিয়ে তৈরি এই ছবি। সেখানেই হুমা জানিয়েছেন কীভাবে চারজন বিভিন্ন গেম খেলতেন, সিরিজ দেখতেন এবং ভিডিয়ো রেকর্ড করতেন এবং ছবি তুলতেন। অভিনেত্রী একবার সোনাক্ষীকে জানান যে তাঁর ফোন হারিয়ে গেলে, ফোনের সমস্ত ডেটা হারিয়ে যাওয়ার কারণে তিনি চিন্তিত হয়ে পড়বেন।

কেন তিনি এমন কথা বলেছেন? আসলে কোয়ারেন্টাইনে থাকার সময় তাঁরা অনেক ভিডিয়ো তৈরি করতেন। সোনাক্ষীর সঙ্গে অনেক ভিডিয়ো রয়েছে হুমার। যার বেশির ভাগ রয়েছে সোনাক্ষীর ফোনে। তাই যদি সোনাক্ষী কোনও ভাবে ফোন হারিয়ে ফেলেন, তাহলে সেইগুলো চলে যাবে, তাতে দুঃখ তো পাবেননিই, সমস্যাও পড়ে যাবেন, এমনটাই দাবি করেন হুমা কপিলের শোতে।

গাড়ি উল্টে জখম হন ২০ জন। এর মধ্যে ২ জন শিশুও আছে।


ছটের সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা। গঙ্গাপুজো সেরে ফিরছিলেন পুণ্যার্থীরা। মাঝ রাস্তায় উল্টে যায় ম্যাটাডর। আহত হয়েছেন ২০ জন। অভিযোগ, গাড়ি চালানোর সময় ভিডিয়ো কলে ব্যস্ত ছিলেন চালক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিবড়ায় উল্টে যায় ম্যাটাডরটি।



রবিবার গঙ্গায় ছট পুজো সেরে ছোট একটি ম্যাটাডরে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা। ২৫ জন ছিলেন গাড়িতে। জানা গিয়েছে, তাঁরা সকলেই বাঁকড়া এলাকার বাসিন্দা। কয়েকজন শিশুও ছিল সেখানে। সন্ধ্যা তখন সাড়ে ৭টা। ১৬ নম্বর জাতীয় সড়কের নিবরা মোড়ের কাছে দ্রুত গতিতে চলা ওই ম্যাটাডরটি রাস্তার ধারে থাকা একটি ডিভাইডারে ধাক্কা মারে।

এরপরই সেটি উল্টে যায় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। যেহেতু ম্যাটাডর, ধাক্কা লাগতেই অনেকে ছিটকে পড়েন রাস্তার ধারে। প্রত্যেকেই কম বেশি আহত হন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। বাঁকড়ার মিশ্র পাড়া থেকে এদিন বিকেলে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে ছট পুজো করতে গিয়েছিলেন পুণ্যার্থীদের ওই দলটি। তাঁদের অভিযোগ, বাড়ি ফেরার পথে গাড়ি চালককের অসাবধানতায় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

পুণ্যার্থীরা জানান, ব্যস্ত সময়ে স্টিয়ারিং সিটে বসে গাড়ির চালক ভিডিয়ো কলে কথা বলছিলেন। স্বভাবতই মনঃসংযোগ নষ্ট হয়। জাতীয় সড়কে এভাবে গাড়ি চালানোর জন্য নিবরা মোড়ে গাড়ি বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। তাতেই চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয় দুই শিশু-সহ ২০ জন।

তাঁদের মধ্যে ছ’জনের আঘাত গুরুতর হওয়ায় হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কোনা ট্রাফিক গার্ড ও নিবরা ট্রাফিক পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালকও আহত হন। ঠিক কী কারণে ঘটল এই পথদুর্ঘটনা, তা খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ। আটক করা হয়েছে গাড়িটি।

রবিবার কলকাতার দইঘাট ও হেস্টিংসে ছট পুজোর উদ্বোধনে গিয়ে বারবার মুখ্যমন্ত্রী বলেন ধীরে সুস্থে যেন সকলে যাতায়াত করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার একটাই অনুরোধ ধীরে ধীরে যান। সঙ্গে বাচ্চারা থাকবে। তাড়াহুড়ো করবেন না।”

এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অর্ডারের লেখা বদলে ফেলল আদালত। সমালোচনার মুখে পড়তে হয়েছিল আদালতকে।


ধর্ষক দয়া করেছেন যে কিশোরীকে মারেননি। আদালতের নির্দেশে এমনটাই লেখা হয়েছিল। সমালোচনার জেরে সেই অর্ডার কপিতে ভাষা বদল করল আদালত। মধ্য প্রদেশ হাইকোর্টের তরফে ধর্ষণে দোষী সাব্যস্ত এক ব্যক্তির সাজা কমিয়ে ২০ বছরের জেলের শাস্তি দেওয়া হয়েছে। সেই মামলাতেই এবার ভাষা বদল করা হল। গত ১৮ অক্টোবর নির্দেশ দেওয়া হয়েছিল। আর ২৭ অক্টোবর অর্ডারে এই বদল আনা হয়েছে। বিচারপতি অভয়ঙ্কর ও বিচারপতি সত্যেন্দ্র কুমার সিং-এর ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, অসতর্কভাবে এই ভুল হয়েছিল অর্ডার কপিতে।

আগে অর্ডারে লেখা হয়েছিল, ‘ধর্ষক দয়ালু যে তিনি নাবালিকাকে প্রাণে মারেননি’। ৪ বছরের নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তিকে কেন দয়ালু বলা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক বাড়ার পর নতুন করে অর্ডারে লেখা হল, ‘ধর্ষক নির্যাতিতার শরীরে কোও আঘাত করেনি।’ তবে ওই নির্দেশেই ধর্ষণের ঘটনাকে পৈশাচিক বলে উল্লেখ করা হয়েছে।

২০০৭ সালে এক ৪ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ২০০৯ সালে দোষী সাব্যস্ত হন ওই ব্যক্তি। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমানোর আর্জি জানিয়েছিলেন অভিযোগকারী। তার ভিত্তিতেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশে বলা হয়েছে, পৈশাচিক কাজ করেছেন অভিযুক্ত। মহিলাদের প্রতি কোনও সম্মান নেই তাঁর, তিনি চার বছরের এক শিশুর ওপর শারীরিক নির্যাতন করেছেন। তাই ট্রায়াল কোর্টের নির্দেশে কোনও ভুল নেই। তবে যেহেতু তিনি শিশুর শরীরে কোনও রকম আঘাত করেননি তাই, তাঁর সাজা যাবজ্জীন থেকে কমিয়ে ২০ বছর করা হবে। ২০ বছর ধরে আইন অনুযায়ী শাস্তি পাবেন তিনি।

আসানসোলের ছটঘাটে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, "আসানসোলের মানুষ যাঁদের লাপাতা করে দিয়েছে তাঁরা দিচ্ছে লাপাতার পোস্টার। ভোটের পর হেরে যারা নিজেরাই লাপাতা হয়ে গেছে তাঁরা আমাকে লাপাতা করার কথা ভাবছে।"



সম্প্রতি কুলটিতে পোস্টার পড়েছিল, এলাকার সাংসদ ‘নিখোঁজ’। রবিবার সশরীরে ছটঘাটে উপস্থিত থেকে তারই জবাব দিলেন আসানসোলের (Asansol) তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)। বিজেপিকে আক্রমণ শানিয়ে ‘বিহারীবাবু’কে বলতে শোনা গেল, ভোটে হারার পর যারা নিজেরাই ‘লাপাতা’ হয়ে গিয়েছে, তারা আবার এসব পোস্টার দিচ্ছে। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যেরও কড়া প্রতিক্রিয়া দেন তিনি।

আসানসোলের ছটঘাটে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, “আসানসোলের মানুষ যাঁদের লাপাতা করে দিয়েছে তাঁরা দিচ্ছে লাপাতার পোস্টার। ভোটের পর হেরে যারা নিজেরাই লাপাতা হয়ে গেছে তাঁরা আমাকে লাপাতা করার কথা ভাবছে।” এদিন আসানসোল উত্তরের ছটঘাটগুলি ঘুরে দেখেন শত্রুঘ্ন। আসানসোলের তৃণমূল সাংসদ বলেন, “এখানকার মানুষের ছট নিয়ে ভক্তি ও উন্মাদনা দেখে মনে হচ্ছে পটনায় চলে এসেছি। আমার মা ৬৫ বছর বয়স পর্যন্ত ছটের ব্রত রাখতেন। আমাদের পটনায় পরব হয়। আমাদের বাড়িতে পরব হয়। আসানসোলে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে চলে এসেছি। আমি অভিভূত। আমার চোখে জল চলে এল।”

ছট পুজোর আগে পোস্টার রাজনীতি নিয়ে সরগরম ছিল আসানসোল। আসানসোলের কুলটিতে ‘বিহারীবাবু লাপাতা’ পোস্টার দেখা গিয়েছিল। পোস্টারে দাবি করা হয়েছিল বিহারীবাবুর খোঁজ নেই ছট পুজোয়। পোস্টারের নীচে লেখা ছিল আসানসোলের বিহারী জনতা।

শত্রুঘ্ন সিনহা এদিন এই পোস্টারের পিছনে বিজেপিকে দায়ী করে বলেন, “২০০ টাকার পোস্টার ছাপিয়ে আমাকে যাঁরা লাপাতা করতে চাইছে তাঁরা নিজেরাই লাপাতা হয়ে গিয়েছেন ভোটের পর। আসানসোল কেন্দ্রে বিজেপি ২ লক্ষ ভোটে জিতেছিল। আমি ৩ লক্ষ ভোটে জিতেছি। রেকর্ড ভোটে হারার পর বিজেপি এখন পোস্টার রাজনীতি করছে। ওরা আগেও এসব করেছে।”



প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প।


রটেছিল আগামী বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। শোনা গিয়েছিল, চার বছরের সম্পর্কের পর নাকি এপ্রিলেই এক হবে চার হাত। তবে সাম্প্রতিক খবর বলছে, বিয়ের দিনক্ষণ নাকি এগিয়ে এসেছে অনেকটাই। কবে? শোনা যাচ্ছে, এই বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন তাঁরা। অর্থাৎ রণবীর ও আলিয়ার পর বলিউড আরও একবার সাক্ষী হতে চলেছে বলিউডের এক হেভিওয়েট বিয়ের। তবে সব নাকি হবে একেবারেই গোপনে। সূত্র জানাচ্ছে, মুম্বইয়ে নাকি হতে পারে রিসেপশন পার্টি, হাজির থাকবেন বলিউডের তারকারাও। আমন্ত্রিতদের তালিকায় অবশ্যই থাকেবন করণ জোহর।



এর আগে সিদ্ধার্থকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে মুখ খুলেছিলেন তিনি সোজা প্রশ্নের সোজা ভাবে উত্তর দেননি সিদ্ধার্থ। আবার বিয়ে যে করবেন না এ কথাও কিন্তু কোথাও বলেননি তিনি। বরং কিছুটা ঘুরিয়েই উত্তর দিয়েছিলেন, “যদি আমি বিয়ে করি তবে তা লুকিয়ে রাখা সত্যি মুশকিল হিয়ে যাবে। কোনও না কোনও ভাবে তা তো প্রকাশ্যে এসে যাবেই।”

প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিলে কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।

মাত্র ১৩৪ রানের লক্ষ্য। অর্শদীপ এবং সামির সৌজন্যে ২৪ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার-এইডেন মার্করাম জুটির সৌজন্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা।


রাতের পারথ। ঠান্ডা, সঙ্গে হাওয়া। ঠিক যেন টেস্ট ম্যাচে প্রথম দিন, প্রথম সেশনের মেজাজ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যেন নিজেদের পরীক্ষার সামনে ফেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। সূর্য (Suryakumar Yadav) ছাড়া কেউই পাশ করতে পারলেন না। এর আগে টি-টোয়েন্টি ফরম্য়াটে সবচেয়ে কম ১৩৮ রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড ছিল ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) এ দিন দক্ষিণ আফ্রিকাকে হারাতে ১৩৩ রান নিয়ে ম্যাজিক দেখাতে হত। শুরুর স্পেলে তেমনই আশা জাগিয়েছিলেন অর্শদীপ সিং। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি’কক এবং রাইলি রোসোর জোড়া উইকেট নেন। দলগত চেষ্টায় ম্যাচ শেষ ওভার অবধি নিলেও জিতে মাঠ ছাড়তে পারল না ভারত (Team India)। দক্ষিণ আফ্রিকা জিতল ৫ উইকেটে।

মাঠ, পিচ, দেশ, প্রতিপক্ষ কোনও কিছুরই ধার ধারেন না সূর্যকুমার যাদব। দলের কটা উইকেট পড়েছে, নন স্ট্রাইকারে কে রয়েছেন, এত কিছু ভাবার চেয়ে স্বাভাবিক খেলাতেই নজর থাকে। এ দিনও তাই করলেন। পারথে দক্ষিণ আফ্রিকার পেসে চাপে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে অনবদ্য একটা ইনিংস উপহার দিলেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। রাতের পারথেও সূর্যোদয়। এ বার কুইজ হতেই পারে, পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ইনিংস নাকি এ দিন সূর্যর ইনিংস, কোনটা সেরা? খুবই কঠিন প্রশ্ন হয়ে দাঁড়াবে।

ভারত ১৩৩-৯ (২০ ওভার)

দক্ষিণ আফ্রিকা ১৩৭-৫ (১৯.৪ ওভার)

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১৩৩-৯ স্কোর ভারতের। সূর্য না থাকলে স্কোর এই অবধিও পৌঁছাত না। সূর্য ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। আর মাত্র দু-জন দু অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। অধিনায়ক রোহিত শর্মা (১৫) এবং বিরাট কোহলি (১২)। প্রোটিয়া বোলারদের মধ্যে লুনগি এনগিডি ৪ এবং ওয়েন পার্নেল ৩ উইকেট নেন।

মাত্র ১৩৪ রানের লক্ষ্য। অর্শদীপ এবং সামির সৌজন্যে ২৪ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার-এইডেন মার্করাম জুটির সৌজন্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। বিরাট কোহলি ক্যাচ ফেলেন, রোহিত রান আউট মিস করেন। অবশেষে এই জুটি ভাঙে দলীয় ১০০ রানে। মিলার ক্রিজে থাকায় সমস্যায় পড়েনি প্রোটিয়ারা। ম্যাচে কিছুটা নাটক তখনও বাকি ছিল। ১৮তম ওভারে ত্রিস্তান স্টাবসকে লেগবিফোর করেন অশ্বিন। ফের একবার জ্বলে ওঠে ভারতের আশার প্রদীপ। শেষ ২ ওভারে ১২ রানের লক্ষ্য দাঁড়ায় প্রোটিয়াদের। ১৯তম ওভারে সামির বোলিংয়ে আসে ৬ রান। শেষ ওভারে ৬ রান আটকাতে হত ভুবিকে। ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। মিলার ৫৯ রানে অপরাজিত থাকেন।


অন্যদিকে রাজীবও এবার মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে চারুর করা অভিযোগ নিয়ে।

চারু অসোপা এবং রাজীব সেনের বিয়ে নিয়ে রোজই নতুন নতুন খবর সামনে আসে। এবার খবর মেয়ে জিয়ানাকে নিয়ে নতুন বাড়িতে চলে গিয়েছেন চারু। ১ নভেম্বর তাঁদের মেয়ে জিয়ানা ১ বছর পূর্ণ হবে। তাই পিসি সুস্মিতা সেন এবং তাঁর মেয়েরা বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই খবরও দিয়েছেন চারু। অন্যদিকে রাজীবও এবার মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে চারুর করা অভিযোগ নিয়ে। চারু তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছেন। তবে স্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেও মেয়ে জিয়ানাকে যাঁরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অগ্রিম, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। একমাত্র উদ্বেগ মেয়ের নিরাপত্তা নিয়ে, জানিয়েছেন রাজীব।

রাজীব জানিয়েছেন যে যখন দম্পত্তি নিজেদের বিরুদ্ধে অভিযোগ করেন তখন লাই ডিরেক্টর ব্যবহার করা উচিৎ। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু মেশিন নয়। তিনি মনে করেন যে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে কারও কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। রাজীব জানিয়েছেন যে অভিযোগগুলি বেশ গুরুতর হওয়ায় তাঁকে কথা বলতে হচ্ছে। তাঁর দাবি অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তা শুধু অভিযোগই থাকে। তাঁর মতে, যে কোনও দম্পতির মধ্যে সমস্যা যাই হোক না কেন, কোনও বাবা-মা-ই তাঁদের সন্তানের কষ্ট দেখতে চান না। রাজীব তাঁর সম্পর্কে যে নেতিবাচক খবর বেরিয়ে আসছে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

মনে করা হচ্ছে সুস্মিতার ভাই রাজীব এখন দিল্লিতে। চারু অসোপা জানিয়েছেন যে যখনই লড়াই হয় তখনই রাজীব অদৃশ্য হয়ে যায়। চারু আরও জানিয়েছেন, রাজীব তাঁকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিয়েছেন। অন্যদিকে রাজীবের বক্তব্য তিনি যখন উদয়পুর ফ্লাইটে, তখন জিয়ানা অসুস্থ হয়। কিন্তু তিনি তাঁর মুম্বইয়ের বাড়িতে একাই দীপাবলি উদযাপন করেছেন।

হাঁপানির নির্দিষ্ট কোনও কারণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিছুক্ষেত্রে এই রোগ জেনেটিক হয়



আজকাল ওবেসিটির সমস্যা ঘরে ঘরে। ওবেসিটি থাকলে সঙ্গে ডায়াবেটিস আর কোলেস্টেরলের মত সমস্যা আসবেই। সম্প্রতি একটি সমীক্ষা সামনে এসেছে। যেখানে উঠে এসেছে এই ওবেসিটির সমস্যা থেকে হতে পারে শ্বাসকষ্ট। লেক্সিংটনের কেনটাকি কলেজ অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের গবেষক চিকিৎসকের কথায়, ওবেসিটি থাকলেই অ্যাজমা, সাইনাসের প্রবণতা বাড়ে। বিশেষত অ্যাজমার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, যাঁদের মধ্যে ওবেসিটির সমস্যা রয়েছে তাঁদের এই শ্বাসকষ্টে ভোগার সম্ভাবনা সবচাইতে বেশি। সমীক্ষায় উঠে এসেছে যে সব প্রাপ্তবয়স্করা হাঁপানির সমস্যায় ভোগেন তাদের মধ্যে ৩৯ শতাংশেরই ওবেসিটি রয়েছে। ২৭ শতাংশের শ্বাসকষ্টের কারণ অবশ্য আলাদা। আমেরিকায় যে সব প্রাপ্তবয়স্কের অ্যাজমার সমস্যা রয়েছে তাঁদের অধিকাংশেরই ওজন অতিরিক্ত।



২০১৮ সালের ডিসেম্বরে পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে সব বাচ্চা অতিরিক্ত ওজন, স্থূলতার সমস্যায় ভুগছে তাদের মধ্যে সমস্যা সবচাইতে বেশি। ৫ লক্ষেরও বেশি শিশুর উপর এই সমীক্ষা চালানো হয়। সেখানেই দেখা গিয়েছে ওবেসিটিতে ভুগছে এমন মানুষদের মধ্যে অ্যাজমার ঝুঁকি অন্তত ২৬-৩৮ শতাংশ বেশি।

হাঁপানির নির্দিষ্ট কোনও কারণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিছুক্ষেত্রে এই রোগ জেনেটিক হয়। অর্থাৎ বংশগত। বংশে কারোর এই সমস্যা থাকলে পরবর্তীতে অন্য কারোর মধ্যেও সেই রোগ সঞ্চারিত হবার সম্ভাবনা থেকে যায়।

এছাড়াও বাড়িতে কোনও পোষ্য থাকলে, ফুলের রেণু, ছত্রাক থেকেও হতে পারে হাঁপানির ঝুঁকি।

শীতে দূষণ বাড়ে। এছাড়াও কালীপুজো, ছট উপলক্ষ্যে প্রচুর বাজিও ফাটছে। সেখান থেকেও হতে পারে এই শ্বাসকষ্ট জনিত সমস্যা। অনেকের ক্ষেত্রে সিগারেটের ধোঁয়া, কারখানার বিভিন্ন রাসায়নিক থেকেও সমস্যা হয়।

ব্যথার ওষুধ বা অ্যাসপিরিন জাতীয় কিছু খেলেও সেখান থেকে হতে পারে এই একই সমস্যা। অতিরিক্ত মানসিক চাপ থেকেও হতে পারে এই সমস্যা। বিভিন্ন খাবার থেকেও হতে পারে এই অ্যালার্জির সমস্যা।

দুর্ঘটনার সময় সেতুর ওপর বহু মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।



বহু পুরনো একটি কেবল ব্রিজ এটি
মরবির এই কেবল ব্রিজ বহু বছর আগে তৈরি। মেরামতের জন্য বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে। ওধভজি পটেলের মালিকানাধীন ওরেভা গ্রুপকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ২৬ অক্টোবর সেতুটি চালু করা হয়।

30 Oct 2022 08:08 PM (IST)
মৃতদের পরিবারকে ২ লক্ষ ক্ষতিপূরণ, ঘোষণা মোদীর
এখনও পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়। ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে সাহায্য করারও নির্দেশ দিয়েছেন তিনি।

 নদীর ওপর ভাঙল সেতু। গুজরাটের মরবি এলাকার মাচ্ছু নদীতে পড়ে গেল একটি আস্ত কেবল ব্রিজ। অন্তত কয়েকশ মানুষ নদীতে পড়ে গিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, অনেকের খোঁজ নেই। স্থানীয় সূত্রে খবর, সেতুটি সারানোর কাজ চলছিল। দিন পাঁচেক আগে নতুন করে খুলে দেওয়া হয় ওই সেতু। আর তারপরই রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স, তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ।

এদিন ছটপুজো উপলক্ষ্যে ছুটি ছিল গুজরাটে। তাই সেতুতে অনেক মানুষ উপস্থিত ছিলেন। অন্তত ৫০০ লোক নিয়ে সেতু ছিঁড়ে জলে পড়ে যায়। সংবাদমাধ্যম ANI-তে প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেতু ভেঙে মাচ্ছু নদীতে পড়ে যান অনেকে। কেউ সাঁতার কেটে প্রাণরক্ষা করার চেষ্টা করছেন, কেই ঝুলন্ত ব্রিজের দড়ি ধরে ঝুলে রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।

শনিবারের এই ঘটনায় ধৃতকে রবিবার আদালতে তোলা হয়।


মদের আসরে বচসা। সেই বচসায় বন্ধুকে কোপানোর অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধেই। আক্রান্ত যুবকের নাম সাধন ব্যাপারী। অভিযোগ, পাওনা ১০০ টাকা নিয়ে এই বচসা শুরু হয়। এরপরই সঞ্জীব নামে এক যুবক গাঁজা কাটার ছুরি দিয়ে কোপ বসান তাঁর উপর। শনিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (Narendrapur) এই ঘটনা ঘটে। যদিও অভিযুক্তের দাবি, তাঁর মায়ের নাম তুলে আজেবাজে কথা বলছিলেন সাধন। তাই তিনি ছুরি চালান।

পূর্ব যাদবপুর থানা ও নরেন্দ্রপুর থানার সীমানা এলাকায় একটি মাছের ভেড়ি আছে। অভিযোগ সেখানেই বসে মদ খাচ্ছিলেন মুকুন্দপুর এলাকার সাধন ব্যাপারী, সঞ্জীব চট্টোপাধ্যায় ও বাপি নামে তিন যুবক। অভিযোগ, সাধন তাঁর বন্ধু বাপিকে ১০০ টাকা দিয়েছিলেন কিছুদিন আগে।

এদিন বাপির কাছে সাধন সেই টাকা ফেরত চান। অভিযোগ, মদের আসরে বসে ১০০ টাকা চাওয়ায় ক্ষেপে যান সঞ্জীব। এরপরই সঙ্গে থাকা একটি ছুরি নিয়ে সাধনের উপর আচমকা তিনি ঝাঁপিয়ে পড়েন। সাধন ব্যাপারীর গলায় ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান বাপি ও সঞ্জীব বলে অভিযোগ।

জখম সাধন ব্যাপারীকে উদ্ধার করে একটি রিকশায় পূর্ব যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মীরাই তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন। এদিকে পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে অকুস্থল নরেন্দ্রপুর থানার আওতাধীন। তারপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করে শনিবার সন্ধ্যায়ই মুকুন্দপুর থেকে সঞ্জীবকে গ্রেফতার করে।

অন্যদিকে রাতেই এমআর বাঙুর থেকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় সাধন ব্যাপারীকে। রবিবার সঞ্জীব চট্টোপাধ্যায়কে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। যদিও অভিযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়ের দাবি, তাঁর মায়ের নামে গালাগালি করছিলেন সাধন। তাতেই তিনি রেগে যান। সঞ্জীব বলেন, “আমরা আলাদা জায়গায় মদ খাচ্ছিলাম, ওরা আলাদা। মদ খেয়ে গালাগালি করছিল।” সেই সময়ই গাঁজা কাটার ছুরি নিয়ে ধেয়ে যান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

২০ নভেম্বর থেকে ২৮ টাকার ৪০০ গ্রামের পাউরুটি ৩২ টাকা হয়ে যাচ্ছে। ২০০ গ্রাম পাউরুটির দাম ১৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬ টাকা। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।


নভেম্বরের কুড়ি তারিখ থেকে পাউরুটির দাম বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির (West Bengal Bakery Owners Joint Action Committee)। সাংবাদিক বৈঠক করে নতুন দাম কত হচ্ছে তাও জানিয়ে দিয়েছেন সংগঠনের সম্পাদক তথা বিধায়ক ইদ্রিস আলী। এদিকে এই ঘোষণার পরেই প্রতিবাদে সরব হল ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন (West Bengal Bakers Association)। ইদ্রিস আলি বিরুদ্ধে পাল্টা মানুষকে প্রতারণা ও কাটমানির খেলার অভিযোগ করছেন সংগঠনের প্রধান কার্যকর্তা আরিফুল ইসলাম।



একইসঙ্গে বিবৃতি জারি করে জানানো হয়েছে তারা পাউরুটির দাম বাড়াচ্ছেন না। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে শুধুমাত্র কলকাতার কিছু ধান্দাবাজ বেকারি মালিক ও মাল্টি ন্যাশানাল বেকারি মর্ডান ব্রেডকে অন্যায্যভাবে পাউরুটির বাড়তি দাম পাইয়ে দিতে দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে।’ এদিকে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন এই বিবৃতি সামনে আসতেই তীব্র চাপানউতর তৈরি হয়ে গিয়েছে নানা মহলে। 



অন্যদিকে দাম বৃদ্ধি প্রসঙ্গে আগেই ইদ্রিস আলীকে বলতে শোনা যায়, “দিনের পর দিন মূল্যবৃদ্ধি হচ্ছে। তাই বেকারি শিল্পকে বাঁচাতে আমরা দাম বাড়তে বাধ্য হচ্ছি।” ইদ্রিস আলীর নতুন ঘোষণা হাত ধরে ২০ নভেম্বর থেকে ২৮ টাকার ৪০০ গ্রামের পাউরুটি ৩২ টাকা হয়ে যাচ্ছে। ২০০ গ্রাম পাউরুটির দাম ১৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬ টাকা। ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে সাত টাকা থেকে বেড়ে হচ্ছে সাড়ে ৮ টাকা। 

কুমিরের খপ্পরে পড়ে যাতে বড় বিপদ না হয় তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। মাঠে নেমেছে বন দফতর।


ফরাক্কা ব্যারেজে (Farakka Barrage) রবিবার দুপুরে দেখা মিলল আস্ত একটা কুমিরের (Crocodiles)। সূত্রের খবর, এদিন প্রথমে ফরাক্কা ব্যারেজের ১২ নম্বর গেটের কাছে এদিন দেখা যায় কুমিরটিকে। তারপর ফের গঙ্গায় সেটির দেখা মেলে। এদিকে সেই সময় মৎসজীবীরা গঙ্গায় মাছ ধরছিলেন। তাঁদের জালে আটকে যায় কুমিরটি। কিন্তু, জাল ছিঁড়ে বেরিয়ে যায়। কাণ্ড দেখে হতবাক হয়ে যান সকলে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরাক্কার বিট অফিসার প্রভাস কুমার মণ্ডল।



এদিকে রবিবার ছট উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। সোমবারও চলবে এই উৎসব। মুর্শিদাবাদেও উৎসবে মেতেছেন সাধারণ মানুষ। কিন্তু তারমধ্যে এ খবরে উদ্বেগ বেড়েছে ব্যারেজ সংলগ্ন এলাকায়। ছট উৎসবে নদীতে আচার-অনুষ্ঠানে মাততে গিয়ে যাতে কুমিরের খপ্পরে পড়ে যাতে বড় বিপদ না হয় তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। মাঠে নেমেছে বন দফতর। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শঙ্কর হালদার বলেন, “ইটভাটার সিঁড়ি ঘাটের কাছে এদিন প্রথমে কুমিরটিকে দেখতে পাওয়া যায়। তবে সাম্প্রতিক অতীতে নদীতে কুমিরের দেখা মেলেনি। এখন কুমির বেরোতে ভয় লাগছে আমাদের। এখানে অনে কাজেকর্মে আসতে হয়। অনেকে মাছও ধরতে যায়। তাঁদের মধ্যেও ভয় রয়েছে।” মৎস্যজীবী লাল্টু হালদার বলেন, “আজ সকাল ৯টা নাগাদ কুমিরটির দেখা মেলে। আমরা তো মাছ ধরি এখানে। মাছ ধরতে গিয়েই দেখতে পাই। এদিকে গঙ্গায় রোজই মাছ ধরতে যাই। এখন কুমির বেরোতে সবাই ভয় লাগছে। আজ তো নৌকা থেকে মাছ ধরার সময় ওটা জালেও পড়ে। কিন্তু জাল ছিঁড়ে বেরিয়ে যায়। এখন প্রশাসনের তরফে সুরক্ষা বাড়ানো হলে ভাল হয়।”




চরম নেশা করে তিনি বাড়ি ফিরেছিলেন। তখন তাঁর ঘুম পাওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন বাড়ি ফিরে। এরপরই ঘটে অবাক কাণ্ড। 


ঠিক যেন কবীর সিং-এর কাহিনি। সঞ্জয় দত্ত ব্যক্তিগত জীবনে ঠিক কতটা নেশাগ্রস্থ থাকতেন, কম বেশি তা সকলের জানা। যাঁরা জানতেন না সঞ্জু ছবি দেখার পর তাঁদের কাছেও বিষয়টা স্পষ্ট হয়ে দাঁড়ায়। সঞ্জয় দত্ত নিজেই এই বিষয় ভীষণ খোলামেলা কথা বলতে পছন্দ করেন। একবার সলমন খানের শো দশ কা দম-এ এসে তিনি জানিয়েছিলেন, নেশা তাঁর জীবনে কীভাবে খারাপ প্রভাব ফেলতে শুরু করে। একবার তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, সেটাও জানিয়েছিলেন তিনি। তাঁর কথায়, চরম নেশা করে তিনি বাড়ি ফিরেছিলেন। তখন তাঁর ঘুম পাওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন বাড়ি ফিরে। এরপরই ঘটে অবাক কাণ্ড।



পায়। তা দেকা মাত্রই পরিচারিকা কেঁদে ফেলেন। তিনি বলেন টানা দুদিন পর আপনি খেতে চাইছেন। সঞ্জয় দত্তের কথায় দুটো দিন কোথায়, একটা তো দিন, তিনি তো আগের দিন রাতে ঘুমতে গিয়েছিলেন। পরিচারিকা জানান, তিনি টানা দুটো দিন ঘুমিয়েছেন। এবং দুদিন পরই খাবার চেয়েছেন। সেদিনই স্থির করেছিলেন সঞ্জয় দত্ত তিনি ছেড়ে দেবেন নেশা। সঞ্জয় দত্ত আরও জানান, নেশা জীবন কীভাবে নষ্ট করতে পারে।

নেশায় কিছুই নেই, কেবল পরতে-পরতে তা ক্ষতিই ডেকে আনে জীবনে। তিনি নিজের জীবনে তা পরোক্ষ করেছেন। যার ফলে তিনি সকলে সচেতন করেন, যে যেভুল তিনি করেছেন তা যেন আর কেউ না করে। এতে ভয়ানক ক্ষতির সম্ভাবনা। তবে কেবল তিনিই নন, সেইফ আলি খানও একটা সময় ভয়ানকভাবে নেশায় ডুবেছিলেন। যদিও পরবর্তীতে সকলেই নিজেকে সময় বিশেষে সামলে নিয়েছেন।

সূত্রের খবর, সংস্থার ম্যানেজারদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন মাস্ক। আগেই চাকরি গিয়েছে সিইও ও অন্যান্য আধিকারিকদের।


টুইটারের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর থেকেই একে একে কর্মীদের সরাতে শুরু করেছেন ইলন মাস্ক। যে দিন চুক্তি সম্পূর্ণ হয়, সে দিন কয়েক ঘণ্টার মধ্যেই চাকরি চলে যায় সিইও পরাগ আরগওয়াল সহ বেশ কয়েকজন শীর্ষকর্তার। এবার আরও একাধিক কর্মী ছাঁটাই করতে তিনি তৎপর হয়েছে বলে সূত্রের খবর। ৪৪০ কোটির চুক্তি সম্পূর্ণ করে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন ইলন মাস্ক। এরপরই সংস্থায় একগুচ্ছ রদবদন আনা হচ্ছে বলে সূত্রের খবর। তাঁর এমন সিদ্ধান্তের জেরে কার্যত ঘুম উড়েছে কর্মীদের।


শোনা যাচ্ছে, কাদের ছাঁটাই করা হবে এরপর, সেই নামের তালিকাও নাকি চেয়েছেন মাস্ক। বিভিন্ন বিভাগের ম্যানেজারদের বলা হয়েছে, যাঁদের বরখাস্ত করা হবে, সেই কর্মীদের নামের তালিকা দিতে। স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এই খবরে। কেউ কেউ বলছেন, সংস্থার ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। কয়েকটা টিম ছোট করে দেওয়া হবে। বর্তমানে প্রায় ৭৫০০ কর্মী কাজ করেন ওই সংস্থায়।

জানা যাচ্ছে, ১ নভেম্বরের আগে কর্মীদের ছাঁটাই করে ফেলতে পারলে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে না। সাধারণ বেতনের একটা অংশ থেকেই ওই গ্রান্ট বা ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। তাই সেটা দিতে না হলে, টাকা বেঁচে যাবে সংস্থার। আর মাস্ক সেই পরিকল্পনা করছেন বলেই অনুমান করা হচ্ছে। শুধু কর্মী ছাঁটাই নয়, টুইটারে অনেক বিষয়ে পরিবর্তন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।



দীর্ঘ টালবাহানার পর গত শুক্রবার টুইটারের ক্ষমতা হাতে নেন টেসলা সিইও ইলন মাস্ক। তারপরই সংস্থার শীর্ষকর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেন তিনি। সংস্থা কিনে নেওয়ার পরই বরখাস্ত করা হয় সিইও সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে। দীর্ঘদিন ধরে সংস্থায় কর্মরত, এমন আধিকারিকদেরও বরখাস্ত করা হয়। কার্যত অফিস থেকে বের করে দেওয়া হয় কয়েকজন আধিকারিককে। সেদিনই চাকরি যায় টুইটারের লিগাল হেড বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সেগল ও সিন এজেডের। এবার সেই তালিকায় কারা? আতঙ্কে রয়েছেন কর্মীরা।



২৮ টাকার ৪০০ গ্রামের পাউরুটি ৩২ টাকা হয়ে যাচ্ছে। ২০০ গ্রাম পাউরুটির দাম ১৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬ টাকা।



কয়েক মাস আগেই পাউরুটির (Bread) দাম বৃদ্ধি নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। যদিও সে সময় জল্পনায় জল ঢেলে পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির (West Bengal Bakery Owners Joint Action Committee) সম্পাদক তথা বিধায়ক ইদ্রিস আলী জানিয়ে দিয়েছিলেন দাম বাড়ছে না পাউরুটির। তবে আম-আদমির সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। পচিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন অ্যাকশন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন থেকে জানানো হল আগামী ২০ নভেম্বর থেকে বাড়তে চলেছে পাউরুটির দাম।

২০ নভেম্বর থেকে প্রতি ৪০০ গ্রামে পাউরুটির ক্ষেত্রে ৪ টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহককে। ২০০ গ্রামের ক্ষেত্রে ২ টাকা ও ১০০ গ্রামের ক্ষেত্রে ১ টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহককে। প্রতিনিয়ত বেড়ে চলেছে কাঁচামালের দাম, তার সঙ্গে পেট্রল ডিজেলের দ্রব্যমূল্য বৃদ্ধিও হচ্ছে। যার জেরে পাউরুটি তৈরি, পরিবহনের খরচও অনেকটা বেড়ে গিয়েছে। একইসঙ্গে ১৫ মে-র পর থেকে এখনও পর্যন্ত ময়দার দাম কুইন্টাল পিছু ৬৫০ টাকা বেড়েছে। এই সব কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির তরফে জানানো হয়েছে। 

এদিকে এর আগে শেষ দাম বেড়েছিল চলতি বছরের শুরুতে। পাউরুটির দাম পাউন্ড প্রতি অর্থাৎ প্রতি ৪০০ গ্রামে চার টাকা করে বেড়ে গিয়েছিল। ওই সময় ২৪ টাকার পাউরুটি ২৮ টাকা হয়ে গিয়ছিল। এবার সেই ২৮ টাকার ৪০০ গ্রামের পাউরুটি ৩২ টাকা হয়ে যাচ্ছে। ২০০ গ্রাম পাউরুটির দাম ১৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬ টাকা। ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে সাত টাকা থেকে বেড়ে হচ্ছে সাড়ে ৮ টাকা।

দাম বৃদ্ধি প্রসঙ্গে ইদ্রিস আলী বলেন, “আমরা ২০ নভেম্বর রবিবার থেকে আমরা পাউরুটির দাম বাড়াতে বাধ্য হচ্ছি। দাম বাড়ানোর জন্য আমরা জন সাধারণের কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু, দিনের পর দিন মূল্যবৃদ্ধি হচ্ছে। তাই বেকারি শিল্পকে বাঁচাতে আমরা দাম বাড়তে বাধ্য হচ্ছি।”



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ দেখতে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন ওই ব্যক্তি


ডার্বি ম্যাচ দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক দর্শকের। শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জয়শঙ্কর সাহা। তাঁর বয়স ৩৭ বছর। বাড়ি বাগুইহাটিতে। তাঁর স্ত্রী এবং এক সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ দেখতে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন ওই ব্যক্তি। আইএসএল-এর ম্যাচ দেখতে ইস্টবেঙ্গল গ্যালারিতে বসেছিলেন তিনি। কিন্তু ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। গ্যালারিতে সে সময় উপস্থিত ছিল পুলিশ। জয়শঙ্করকে অসুস্থ হয়ে পড়তে দেখে পুলিশ তাঁকে নিয়ে যায় সল্টলেকের আমরি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। পুলিশ জানিয়েছে, রাত ৯টা বেজে ৭ মিনিটে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

মৃত ব্যক্তির দেহ এখনও পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়নি। হাসপাতালের মর্গেই তা রাখা আছে। আগামীকাল ওই দর্শকের ময়নাতদন্ত করা হবে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকেদের হাতে। মৃত ব্য়ক্তি বাড়ির লোকেদের খবর দিয়েছে পুলিশ। এই ঘটনার জেরে দর্শক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


আইএসএল-এর ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। হাফ টাইমে ম্যাচ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ইস্টবেঙ্গলের গোলকিপারের হাত ফস্কে গোল জড়ায় জালে। এর পর ফের একটি গোল করে মোহনবাগান। ২-০ গোলে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল।

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপের প্রথম একাদশে ঠাঁই হয়নি রিষভ পন্থের। যদিও শনিবার দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন তিনি।


বিশ্বকাপের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নাম রোহিত শর্মার ভারত। পার্থে হবে সেই ম্যাচ। ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন মেন ইন ব্লুজরা। সেই অনুশীলনের বিভিন্ন মুহূর্তের হদিশ দিল 


স্কোয়াডে থাকলেও বিশ্বকাপের প্রথম একাদশে ঠাঁই হয়নি রিষভ পন্থের। যদিও শনিবার দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন তিনি। অনুশীলনের আগেই মজা করে পন্থ বলেছেন, “আমি আজ ৫ ঘণ্টা ব্যাট করব।” প্রথম একাদশে না থাকলেও ভক্তদের থেকে সেলফির অনুরোধ এসেছে পন্থের থেকে। এক ভক্ত পন্থের উদ্দেশে বলেছেন, “ভাই ওপেনিং করলো, ইন্ডিয়াকে কিসমত বদল জায়েগি।” প্রথম একাদশে না থাকলেও ব্যাটিং অনুশীলনে কোনও ফাঁক রাখেনি পন্থ। তবে অনুশীলনে অধিকাংশ ক্রিকেটারই গার্ড ব্যবহার করেননি। ব্য়তিক্রম কেবল মাত্র চার জন। রিষভ পন্থ, দীনেশ কার্তিক, শার্দুল ঠাকুর এবং দীপক হুডা।

টি২০ বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত। পাকিস্তান এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই জিতেছেন রোহিত, বিরাটরা। দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে রয়েছেন তাঁরা। পার্থে শনিবার বিকালে অনুশীলন করতে প্রথম মাঠে নামেন দীনেশ কার্তিক ও বোলিং কোচ পরস মাম্ব্রে। এর পরই নামেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। তার পর একে একে নামেন বাকিরা।

এর পর ব্যাটার, বোলার, কিপাররা নিজেদের মধ্যে একের পর এক প্র্যাকটিস করে যান। অনুশীলনের মধ্যেই ঝিরিঝির বৃষ্টি শুরু হয়, যার জেরে কিছুক্ষণের জন্য ব্যাঘাত ঘটে অনুশীলনে। তবে এর মধ্যেই আশার আলো রবিবার পার্থে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

সূত্রের খবর, প্রথমে জাকিরকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। যদিও সেই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। বোমা গিয়ে লাগে ইউসুফ নামে আর এক তৃণমূল কর্মীর গায়ে।


নৈহাটিতে (Naihati) শিবদাসপুর থানা এলাকায় কন্ধপুকুরে গুলিবিদ্ধ তৃণমুল কর্মী। আহত তৃণমূল কর্মীর নাম জাকির হুসেন (৩৮)। এদিন এলাকায় চায়ের দোকানে চা খাচ্ছিলেন জাকির। সূত্রের খবর, তখনই আচমকা ১০-১১ জন ঘিরে ধরে জাকির হুসেনকে। জাকিরকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। যদিও সেই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। বোমা গিয়ে লাগে ইউসুফ নামে আর এক তৃণমূল কর্মীর গায়ে। এদিকে ততক্ষণে জাকিরের দিকে বন্দুক তাক হয়ে গিয়েছে উল্টো দিক থেকে। মুহূর্তে গুলিও ছুটে আসে। 



পরপর তিনটি গুলি লাগে জাকিরের গায়ে। তাঁর বুকে, হাতে ও পেটে গুলি লাগে। ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এদিকে আশঙ্কাজনক অবস্থায় জাকির হুসেনকে উদ্ধার করে ককল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। একই হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউসুফকেও এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিবদাসপুর থানার পুলিশ।

ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর ব্লক ১-এর সভাপতি রানা দাশগুপ্ত বলেন, “হঠাৎ আমরা ঘটনার কথা শুনি। তারপরই ছুটে আসি হাসপাতালে। এসে দেখি জাকির হুসেনের গায়ে গুলি লেগেছে। ইউসুফও আহত হয়। তবে এখনও পর্যন্ত দুস্কৃতীদের চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমি নিজে শিবদাসপুর থানার ওসির সঙ্গে কথা বলেছি। আহত দুজনেই আমাদের কর্মী। আমরা এই ঘটনা কোনওভাবেই বরদাস্ত করব না। অপরাধীরা যাতে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয় আমরা প্রশাসনকে সেটা দেখতে বলব। সামনে পঞ্চায়েত ভোট। তাই বিরোধীরা চক্রান্ত করে এসব করতেই পারে। তবে তদন্ত হলেই সবটা পরিষ্কার হবে।”শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এ ঘটনার পর এলাকা থেকে ১০ টি তাজা বোমা উদ্ধার করেছে শিবদাসপুর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

ইন্ডাস্ট্রির লিঙ্গ বৈষম্য নিয়েও কথা বলেন রবীনা। যখন তিনি অভিনয় করতেন তখন নায়িকারা শুধু নায়কের সঙ্গে রোম্যান্স করার জন্য থাকতেন।

রবীনা ট্যান্ডনের বাবা পরিচালক-প্রযোজক রবি ট্যান্ডন ইন্ডাস্ট্রির মানুষ। তা সত্ত্বেও তাঁর সঙ্গে ইন্ডাস্ট্রি কী রকম ব্যবহার করেছে সেই মুখ খুলেছেন তিনি। সম্প্রতি রবিনা তাঁর ৪৮তম জন্মদিন পালন করেন। সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁর ৩০ বছর হলে গেল প্রায়। কিন্তু যখন শুরু করেছিলেন, কী ভাবে তাঁকে কবর দেওয়ার চেষ্টা করা হয়, প্রত্যাখান করা হয় তাঁকে সেই কথা স্মরণ করেছেন। তবে তা সত্ত্বেও তিনি বারবার ফিরে এসেছেন লড়াই করে। সেটা অবশ্যই খুব একটা সহজ ছিল না। তাঁর মতে, এখানে সত্যিকারের প্রতিভান ব্যক্তি নিজের কাজ দেখানোর সুযোগ পান না। বিশেষ করে অভিনেত্রীরা। তিনি আরও যোগ করেন, “এত দিন ধরে ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি দেখেছি। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে কত মানুষকে লড়াই করতে দেখলাম। কেউ ঠিক গেলেন, কেউ ভেসে। কেউ ছিন্নভিন্ন হয়ে গেলেন”।

রবীনা বহু হিট ছবির নায়িকা। যার মধ্যে মোহরা, খিলাড়িও কা খিলাড়ি ছবি অন্যতম। ইন্ডাস্ট্রির লিঙ্গ বৈষম্য নিয়েও কথা বলেন রবীনা। যখন তিনি অভিনয় করতেন তখন নায়িকারা শুধু নায়কের সঙ্গে রোম্যান্স করার জন্য থাকতেন। নারী কেন্দ্রীক ছবি হতোই না প্রায়। তবে এখন ইন্ডাস্ট্রির মানুষের ধারণা বদলেছে। এখন ভাল ভাল কাজ হচ্ছে। বিশেষ করে নারী কেন্দ্রীক ছবি হচ্ছে।

কেজিএফ ২ ছবি হোক কিংবা আরণ্যক-নানা ধরনের ছবিতে এখন দেখা যাচ্ছে তাঁকে। তবে তাঁর মতে, “আমি কেরিয়ারে এই সময় এসে আর টাইপকাস্ট হতে চাই না। তাই আরণ্যকের রামিকা সেন বা কেজিএফ ২-এর কস্তুরি ডোগরার মতো এক ধরনের চরিত্রে নয়, নিজেকে নানা ধরনের চরিত্রে দেখতে চাই। আমি আমার বহুমুখী চরিত্রের জন্য স্মরণীয় হয়ে থাকতে চাই। এখন দেখার ভাগ্য আমার জন্য কী ঠিক করে রেখেছে”।






হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই যুবভারতীতে আইএসএলের ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। আইএসএলে অতীতে বেশ কয়েকবার খেলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কিন্তু এর আগে কলকাতায় বসেনি আইএসএলে কলকাতা ডার্বির আসর। সেদিক থেকে সমর্থকদের কাছে আজকের ম্যাচের গুরুত্ব একটু আলাদা। শেষবার ডুরান্ড কাপে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। ডুরান্ড কাপ নিয়ে টানা ছয়টি ডার্বিতে জয়ী এটিকে মোহনবাগান। তাই কিছুটা হলেও আজকের ম্যাচে তাঁদের পাল্লা ভারী। তবে অতীতের ফলাফল গ্রাহ্য না করে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন হুঙ্কার দিয়ে রেখেছেন। দুই দলে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।



শেষ বাঁশি….
এর আগে ছ’টা ডার্বি ম্যাচ টানা জিতেছে মোহনবাগান। সেই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ৭। আর আইএসএলে ধরলে, এখনও পর্যন্ত দেশের সেরা টুর্নামেন্টে মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। শনিবার সন্ধেয় যুবভারতীতে অবশ্য অন্য রকম ভাবে শুরু করেছিল স্টিফেনের টিম। ডিফেন্স জমাট রেখে, মাঝমাঠকে সচল রেখে। কিন্তু কাজে লাগল না কোনও চেষ্টাই। মূলত দুটো কারণ বলা যেতে পারে। এক, হুগো বোমাসের দুরন্ত পারফরম্যান্স। তাঁর গোলটার পরই ভেঙে পড়ে ইস্টবেঙ্গল। আর দুই, কিপার কমলজিতের ভুল। বোমাসের শটটা সহজেই সেভ করে দিতে পারতেন। কিন্তু তা করতে পারেননি। ওই গোলটাকেই টার্নিং পয়েন্ট বলা যেতে পারে।

এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০ (বোমাস ৫৬, মনবীর ৬৬)

29 Oct 2022 09:44 PM (IST)
এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০
৮১ মিনিট: ম্যাচের নায়ক হুগো বোমাসকে তুলে নামানো হল কার্ল ম্যাকহিউকে। নওরেমের বদলি হিসেবে নামলেন তুহিন দাস। জনি কাওকোর পরিবর্তে নামলেন ফ্লোরেন্তিন পোগবা।

এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০

গোওওওওল...
৫৬ মিনিট: গোল....হুগো বোমাসের দুরন্ত গোলে ১-০ এগিয়ে গেল। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ফাঁক বের করার চেষ্টা করছিলেন অনেকক্ষণ ধরে। তবে লাল-হলুদ কিপার কমলজিৎ বোমাসের শটটা সহজেই ক্লিয়ার করতে পারতেন। উল্টে গোল খেয়ে বসলেন।

এটিকে মোহনবাগান-১ : ইস্টবেঙ্গল-০

দ্বিতীয়ার্ধের খেলা শুরু
প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুটি দলই। যুবভারতীতে শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

29 Oct 2022 08:47 PM (IST)
প্রথমার্ধের খেলা শেষ
দুটো টিমই ওপেন ফুটবল খেলার চেষ্টা করেছে। তবে বিপক্ষের রক্ষণে শুরু থেকেই বারবার হামলে পড়ার চেষ্টা করেছেন বোমাস, লিস্টন, মনবীররা। কিন্তু স্টিফেনের টিম সে সব চেষ্টা থামিয়ে দিয়েছিলেন। খেলার বয়স যত বেড়েছে, ততই নিজেদের মেলে ধরেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ফুটবলাররা গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০


২ মিনিট অ্যাডেড টাইম!
৪৫ মিনিট: ২ মিনিট অ্যাডেড টাইম! এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০।

29 Oct 2022 08:34 PM (IST)
চমৎকার সার্থক
৩৫ মিনিট: ইস্টবেঙ্গল ডিফেন্সে চমৎকার পারফর্ম করছেন সার্থক গোলুই। বলা যেতে পারে, মোহনবাগান বারবার থমকে যাচ্ছে লাল-হলুদ লেফটব্যাকের কাছে। এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০

29 Oct 2022 08:33 PM (IST)
নিশ্চিত গোল মিস সবুজ মেরুনের
৩২ মিনিট: তিনজনকে কাটিয়ে লাল-হলুদ বক্সে বল বাড়ান বোমাস। শুভাশিস বল পেয়ে গিয়েছিলেন। কিন্তু গোল করতে পারেননি। এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০।

29 Oct 2022 08:26 PM (IST)
কিরিয়াকুর হলুদ কার্ড
২৮ মিনিট: জনি কাউকোকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখলেন ক্রিস কিরিয়াকু। এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০।

29 Oct 2022 08:20 PM (IST)
এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০
২২ মিনিট: আইএসএলে গত কয়েকটি ডার্বিতে ইস্টবেঙ্গল সে ভাবে খেলতেই পারেনি। প্রাধান্য ছিল মোহনবাগানের। ফলাফলও যে কারণে সবুজ-মেরুনের পক্ষেই ছিল। কিন্তু এই ডার্বিতে যেন ইস্টবেঙ্গল অনেক গোছানো। বোঝাই যাচ্ছে, স্টিফেনের হাতে পড়ে লাল-হলুদ আবার ফিরে পাচ্ছে নিজেদের। স্টিফেন বরাবরই ঘর সামলে গোল তোলার স্ট্র্যাটেজি সাজান। এই ডার্বিতেও তেমনই খেলতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলকে।


নিশ্চিত গোল বাঁচালেন বিশাল
১৮ মিনিট: কিপার বিশাল কেইথ যেন একাই রক্ষা করছেন কুম্ভ। স্টিফেনের টিম ধীরে ধীরে নিজেদের মেলে ধরার চেষ্টা করছে। দুটো উইং বিশেষ করে বাঁ প্রান্ত সচল মোহনবাগান কিছুটা ঝামেলায় পড়েছে। এক মিনিট আগেই কোনওরকমে গোল সেভ করেছেন বিশাল। পরের মিনিটেই আবার নিশ্চিত গোল বাঁচালেন বাগান কিপার।

29 Oct 2022 08:13 PM (IST)
ইস্টবেঙ্গলের সুযোগ
ম্যাচের ১৬ মিনিট: মহেশের দুরন্ত সেন্টার থেকে হাওকিপের চকিত হেড। গোল প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু বাগান কিপার বিশাল নিজের জায়গাতেই ছিলেন। ফলে দুরন্ত মুভ সত্ত্বেও গোল তুলতে পারল না ইস্টবেঙ্গল।

29 Oct 2022 08:08 PM (IST)
১০ মিনিট
সার্থকের থ্রো-ইন থেকে গোলের চেষ্টায় ছিল ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগান রক্ষণে প্রীতম-দীপকরা সতর্ক থাকায় গোল করার সুযোগ পেল না লাল-হলুদ।

29 Oct 2022 08:04 PM (IST)
৬ মিনিট
পেত্রাতসের মাইনাস থেকে গোল করে দিতে পারতেন লেফটব্যাক শুভাশিস। অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। বাগানের আক্রমণের ঝাঁঝ অনেকটাই বেশি। গোল তুলে ইস্টবেঙ্গলকে চাপে ফেলে দিতে চাইছে ফেরান্দোর টিম।

29 Oct 2022 08:02 PM (IST)
ম্যাচের ৩ মিনিট
আগের ৬টা ম্যাচ টানা জিতে ডার্বিতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ফেরান্দোর মোহনবাগান। যুবভারতীতে এ বার অতীত ভুলিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছেও এই ডার্বি পরীক্ষার। শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে নেমেছে সবুজ-মেরুন। লাল-হলুদ আটকে নিজেদের রক্ষণে। অনেক দিন পর কলকাতা ডার্বি দেখতে যুবভারতীতে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

29 Oct 2022 07:59 PM (IST)
দুই দলের ফর্মেশন
৪-৩-৩ ছকে দল নামিয়েছেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো। অন্য় দিকে ইস্টবেঙ্গল কোচ ৪-৪-২ স্ট্র্যাটেজিতেই বাজিমাত করার পরিকল্পনা সাজিয়েছেন।

৯০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরে। হাওড়ায় এসে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।


ফের শাসকদলের বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতির অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (State opposition leader Suvendu Adhikari)। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জল জীবন মিশন প্রকল্পে প্রায় ৯০০ কোটি (900 Cores) টাকার দুর্নীতি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ করলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। প্রসঙ্গত, শনিবার হাওড়ার শিবপুর কাজিপাড়ায় সনাতন প্রভারি ছটপুজোর একটি অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করতে এসে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরে সীমাহীন দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর নিশানায় রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক পুলক রায়।



চাঁচাছোলা ভাষায় তোপ দেগে শুভেন্দু বলেন, ‘‘জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জল জীবন মিশন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকার দুর্নীতি করেছেন।’’ শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘এই বড় দুর্নীতির যাবতীয় তথ্য আমার কাছে এসেছে। কিছুদিন বাদে সব তথ্য ফাঁস করব।’’ তাঁর বিরুদ্ধে বিরোধী দলনেতার তোলা এই অভিযোগ সম্পর্কে রাজ্যের মন্ত্রী পুলক রায় অবশ্য এদিন কোনও মন্তব্য করতে চাননি। 

শুধু মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ তোলা নয়, রাজ্যে আরও বেশকিছু ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হচ্ছে বলেও এদিন সমাল‌োচনায় সরব হন শুভেন্দু। শাসকদলের আর্থিক দুর্নীতির পাশাপাশি রাজ্যের সরকার কেন্দ্রের কাছ থেকে ৮ হাজার কোটি টাকা নিয়ে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছেন বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের কাছে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার টাকা নেই। অক্টোবর, নভেম্বর মাসের বেতন সরকার ম্যানেজ করতে পারলেও সরকারি কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন ম্যানেজ করতে পারেনি। তাই কেন্দ্রের কাছ থেকে টাকা চাইছে। কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যকে আর কোনওরকম ঋণ না দেওয়া। এটা একটা দেউলিয়া সরকার।’’ 

যদিও এদিন শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, “এতদিন তো মন্ত্রী ছিল ও মনে হয় এরকম করে বেড়িয়েছে। তাই এসব মনে হচ্ছে এখন। মানুষকে বিভ্রান্ত করার জন্য যতটা নীচে নামতে হয় ততটা এরা করছে। বাংলা এগিয়ে যাচ্ছে বলে মিথ্যা করা ছাড়া ওদের আর কোনও উপায় নেই। আমরা পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করি। ২০২৪ সালে বাংলার মানুষ এসবের জবাব দিয়ে দেবে।” 
এ নিয়ে তিন দিন ইডি-র দফতরে হাজিরা দিলেন তাপস। শনিবার বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দেন।


প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল ইডি। এ নিয়ে তিন দিন ইডি-র দফতরে হাজিরা দিলেন তাপস। শনিবার বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দেন। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। প্রায় চার ঘণ্টা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তাপস।




মানিক ঘনিষ্ঠ তাপস ৪০০টি বেসরকারি কলেজ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে আসীন ছিলেন। একজন মানুষের পক্ষে এতগুলো কলেজের বিভিন্ন পদে কী ভাবে থাকতে পারেন, তা অবাক করেছে গোয়েন্দাদের। ক্ষমতাশালীর প্রভাব বিস্তার করেই যে তিনি দায়িত্ব পেয়েছিলেন, সে ব্যাপারে নিশ্চিত তদন্তকারী আধিকারিকেরা। এর আগে তাপস মণ্ডলের মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গে ৫৩০টি বেসরকারি কলেজের মান উন্নয়নের জন্য ২ কোটি ৩৪ লক্ষ টাকার চুক্তি হয়েছিল বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল তাপসের। এর কিছু তথ্যপ্রমাণও গোয়েন্দাদের হাতে এসেছে বলে সূত্রে মারফত জানা গিয়েছে।



আগামী ২ নভেম্বর ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডি দপতরের হাজিরার জন্য তলব করা হয়েছে। মূলত ডিএলএডের অফলাইন রেজিস্ট্রেশন বুক নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি নগরীর মহিষবাতানে প্রতিষ্ঠান চালানোর আড়ালে শিক্ষক নিয়োগ দুর্নীতির কাজ চালানো হত বলে দাবি ইডি আধিকারিকদের। বাম জামানায় বেসরকারি অর্থলগ্নি সংস্থা মিনার্ভা ফিনান্স চিট ফান্ড চালাতেন তিনি। মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজার থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইডি তদন্তকারী আধিকারিকরা মনে করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত হওয়া টাকা হিমশৈলের চূড়া মাত্র। মানিক-তাপসদের জিজ্ঞাসাবাদ করে আরও টাকা উদ্ধার হবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা।

আন্তর্জাতিক ক্রিকেটে দু দশকের বেশি সময় ধরে দাপিয়েছেন মিতালি। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বহু ওঠা-নামার সাক্ষী থেকেছেন তিনি।

ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তাই বলে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি তাঁর। এ বার নতুন রূরে দেখা যাবে তাঁকে। ক্রিকেট মাঠে নয়, কমেন্ট্রি বক্সে দেখা যাবে মিতালিকে। চলতি টি২০ বিশ্বকাপেই ধারাভাষ্যকার হিসাবে অভিষেক হবে তাঁর। রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেই প্রথব বার ধারাভাষ্য দেবেন তিনি। নিশ্চিত ভাবে এই দিনটি মিতালির জীবনে স্মরণীয় হয়ে উঠতে চলেছে।



আন্তর্জাতিক ক্রিকেটে দু দশকের বেশি সময় ধরে দাপিয়েছেন মিতালি। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বহু ওঠা-নামার সাক্ষী থেকেছেন তিনি। এই দীর্ঘ কেরিয়ারে প্রচুর রেকর্ড গড়েছেন তিনি। অনেকের রেকর্ড ভেঙেওছেন। ৩৯ বছরের এই ব্যাটার এ বছর জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ছিল তাঁর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ প্রতিযোগিতা। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের ৬টি বিশ্বকাপ খেলেছেন মিতালি। যা এক রেকর্ড। তিনি বিশ্বের তৃতীয় ক্রিকেটার যিনি এই রের্কডের অধিকারিনী। এর পাশাপাশি মহিলা বিশ্বকাপের দুটি ফাইনাল খেলেছেন তিনি। ২০০৫ এবং ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ ফাইনাল খেলে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

মহিলা ক্রিকেটার হিসাবে সবথেকে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মিতালির ঝুলিতে। ক্রিকেটের ওই ফর্ম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি। ২৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭ হাজার ৮০৫ রান করেছেন তিনি। সাতটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। ১২টি টেস্ট ম্যাচে ৬৯৯ রান করেছেন তিনি। ক্রিকেটের টি২০ ফর্ম্যাটে ৮৯টি ম্যাচ খেলেছেন মিতালি। করেছেন ২ হাজার ৩৬৪ রান। ১৭টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।

সম্প্রতি এক স্পোর্টস শো-তে হাজির হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন এই ফাস্ট বোলার। সেখানেই বাবর আজমের প্রসঙ্গে এ কথা বলেছেন তিনি।

টি২০ বিশ্বকাপে পর পর দুটি ম্যাচে হেরেছে পাকিস্তান। ভারতের পর জিম্বাবোয়ের কাছে হারের পর থেকেই দেশের অন্দর থেকে ভেসে আসছে সমালোচনা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও হজম করতে হয়েছে কটাক্ষ। এই আবহে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিং আক্রমও আক্রমণ করলেন বাবরকে। বর্তমান পাক অধিনায়ককে স্বার্থপর বলেছেন তিনি। সম্প্রতি এক স্পোর্টস শো-তে হাজির হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন এই ফাস্ট বোলার। সেখানেই বাবর আজমের প্রসঙ্গে এ কথা বলেছেন তিনি।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর দল করাচি কিংস। পাক অধিনায়ক বাবর আজম সেই দলেরও অধিনায়ক। সেই দলের কোচ ছিলেন ওয়াসিম আক্রম। করাচি কিংসের ঘটনার কথা উল্লেখ করেই বাবরকে স্বার্থপর বলছেন। তিনি জানিয়েছেন, দলের স্বার্থে বাবরকে ওপেনিংয়ের বদলে তিন নম্বরে ব্যাট করতে বলেছিলেন। কিন্তু তা করতে বাবর অস্বীকার করেন বলে অভিযোগ আক্রমের। এই প্রেক্ষিতেই তিনি আক্রমণ করেছেন বাবরকে।

ওয়াসিম আক্রম বিষয়টি নিয়ে বলেছেন, “করাচি কিংস দল এক সময় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। সে সময় আমি খুব বিনীতভাবে বাবরকে এক-দুবার বলেছিলাম, তুমি তিন নম্বরে ব্যাট করতে যাও। আমরা একটু পরিবর্তন আনি।” কিন্তু সেই অনুরোধে বাবর কর্ণপাত করেননি বলে অভিযোগ। আক্রম এ বিষয়ে আরও বলেছেন, “মার্টিন গাপ্টিলের দলে অন্তর্ভুক্তির সময় আমি বলেছিলাম। মার্টিন স্বাভাবিক ওপেনার। তাই বাবরকে আমি তিন নম্বরে নামতে বলি। কারণ শারজিলও ওপেনার ব্যাটসম্যান। কিন্তু বাবর জানিয়ে দেয়, তিনি তিনে নামবেন না। উল্টে শারজিলকে তিনে নামতে বলেন। এই ছোট পরিবর্তন যদি একজন অধিনায়ক না করতে পারেন, তাহলে দলের বাকিরা কী করবেন।”

এর পরই আক্রম বলেন, “অনেক বিষয়েই বাবর স্বার্থপরের মতো আচরণ করেন। যদি অধিনায়ক নিজে স্বার্থত্যাগ না করেন, তাঁর দলের অন্যরা কী ভাবে নিজেদের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেবেন। এখানেই এক জন লিডার এবং ক্যাপ্টেনের মধ্য়ে পার্থক্য তৈরি হয়। বাবর স্বার্থপরের মতো আচরণ করে দলের জন্য ভাল করেননি।”

আক্রান্ত যুবতী পুলিশের দারস্থ হবেন জানতে পেরে গতকাল রাতে ফের ওই যুবতীর বাড়িতে গিয়ে হুমকি দেয় অভিযুক্ত যুবকরা। যদিও শেষ পর্যন্ত ৯ জনের নামে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।


প্রকাশ্য দিবালোকে গলায় ব্লেড ধরে এক যুবতীকে শ্লীলতাহানি (Molestation) করার অভিযোগ উঠল বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বালুরঘাট (Balurghat) শহরে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গতকাল ওই যুবতী বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এই প্রথম নয় এর আগেও ওই যুবতীকে অভিযুক্ত যুবকরা রাস্তা ইভটিজিং করেছিল। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।



জানা গিয়েছে, আক্রান্ত বিবাহিত যুবতীর বাপের বাড়ি বালুরঘাটে। সেখানেই শুক্রবার চাকরির পরীক্ষার টিউশন পড়তে গিয়েছিল ওই যুবতী৷ অন্যদিন সঙ্গে দিদি থাকলেও গতকাল ছিল না বলে জানা যাচ্ছে৷ টিউশন শেষে একাই বাড়ি ফিরছিল। সেই সময় তাঁর পথ আটকায় কিছু যুবক। প্রথমে যুবতীকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। এরপর গলায় ব্লেড ধরে শ্লীলতাহানি করা হয়৷ এমনকী মারধর করা হয় বলেও অভিযোগ। এদিকে ওই সময় যুবতীর চিৎকার শুনেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তাঁদের দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আক্রমণকারী যুবকরা৷ 

এদিকে ঘটনার পরেই ওই যুবতী অসুস্থ বোধ করায় তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আক্রান্ত যুবতী পুলিশের দারস্থ হবেন জানতে পেরে গতকাল রাতে ফের ওই যুবতীর বাড়িতে গিয়ে হুমকি দেয় অভিযুক্ত যুবকরা। এরইমধ্যে শনিবার হাসপাতাল থেকে ছুটি পেতে বালুরঘাট থানায় ৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত ওই যুবতী সহ তাঁর গোটা পরিবার। একেবারে দিনেদুপুরে এ ঘটনা ঘটায় স্বভাবতই আরও ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে গোটা এলাকায়।

এ বিষয়ে আক্রান্ত যুবতী বলেন, “টিউশন থেকে যাওয়া আসার সময়ই অভিযুক্ত যুবকরা নানা রকমভাবে টোন টিটকারি করতেন। গতকাল দিদি যায়নি। টিউশন থেকে ফেরার সময় তার পথ আটকায় বেশ কয়েকজন যুবক৷ সেই সময় প্রথমে তাকে অশালীন মন্তব্য করা হয়। এরপর তার শ্লীলতাহানি করা হয়। চিৎকার করলে ওরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” উদ্বেগ প্রকাশ করেছেন যুবতীর বাবাও। অন্যদিকে এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ বলেন, “বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” 

অ্যালোভেরা গাছ থেকে জেল ভেঙে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। এই জেল তেতো। এতে খুশকি থেকে সংক্রমণ সবই তাড়ানো সম্ভব

খুশকির সমস্যা সবচাইতে বেশি হয় শীতেই। তবে এইবার শীত পড়তে না পড়তেই জাঁকিয়ে বসেছে এই খুশকির সমস্যা। যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির তাঁদের খুশকির সমস্যা সবচাইতে বেশি হলেও এই সময় খুশকির সমস্যা সকলেরই হয়। খুশকিতে নাজেহাল হয়ে অনেকেই বাজারচলতি নানা শ্যাম্পু ব্যবহার করেন। তবে সেই শ্যাম্পু ব্যবহার করলেই যে ফল পাওয়া যায় এরকমটা একেবারেই নয়। ২ দিন ঠিক থাকলে তিন দিনের দিন থেকে আবার শুরু হয় সমস্যা। খুশকির সমস্যা হলে ত্বকও শুষ্ক হয়ে যায়। সেই সঙ্গে চুলও বেশি পড়ে। অল্পেই চুল চিটচিটে হয়ে যায়। আর খুশকির সমস্যা হলে চুলে অন্য কোনও ট্রিটমেন্টও করা যায় না। আর তাই খুশকির সমস্যা হলে ফিরে যান আদিম সেই পন্থাতেই।


অ্যাপেল সিডার ভিনিগার- খুশকির সমস্যায় খুব ভাল কাজ করে অ্যাপেল সাইডার ভিনিগার। বড় ৩ চামচ অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে মিশিয়ে নিন হাফ চামচ জল। এবার তা মাথায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। মাথায় তা শুকিয়ে গেলে তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন।

লেবু আর আদার রস- লেবু অআর আদার রস একসঙ্গে মিশিয়ে নিয়ে তা মাথায় লাগিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে মাথার গেড়ায় লাগিয়ে রাখুন। শুকনো হয়ে গেলে তা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিনদিন এই টোটকা ব্যবহার করতেই পারেন।

টকদই ভাল করে ফেটিয়ে নিন। এবার তা চুলের গোড়ায় লাগিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট রাখতেই হবে। এরপর মাথা শুকিয়ে গেলে ভাল করে শ্যাম্পু করে ধুয়ে নিন।


খুশকি সারাতে খুব ভাল কাজ করে টি ট্রি অয়েলও। চুলের গোড়ায় লাগিয়ে রাখুন কয়েক ফোঁটা। এরপর তা শুকিয়ে গেলে ভাল করে শ্যাম্পু করে নিন। এতেও খুশকি দূর হয়ে যায়।

বুধবার দাম বাড়ল সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা।



কথাতেই রয়েছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, কালীপুজোর পাঠ শেষ। তবে বাঙালির উৎসব শেষ নয়। এরপর ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে রয়েছে একাধিক অনুষ্ঠান। ভাইফোঁটাতে অনেকেই উপহার হিসেবে সোনার গয়না কিনে থাকেন। এছাড়াও সামনে রয়েছে বিয়ের মরশুম। এই আবহেই ক্রেতাদের হতাশ করে ফের দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও। বুধবার ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা।

বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১২৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,০২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,২৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১২,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,১০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বুধবার বেড়েছে সোনা-রুপোর দাম। তবে গত ৬ দিনে সবচেয়ে সস্তা রয়েছে রুপোর দাম। তবে বিয়ের মরশুমের আগে সোনা-রুপোর দাম বাড়ায় স্বভাবতই চিন্তায় ক্রেতারা।

গতকাল বিশ্ববাজারে সামান্য কমেছিল সোনার দাম। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৪৯.৩৪ মার্কিন ডলার। এদিন আবার বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী সোনার দর। ১ ট্রয় আউন্স সোনার দাম বেড়ে হয়েছে ১,৬৫৯.০৭ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও দাম বেড়েছে সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :




বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৭০.৪০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০০.১০ টাকা। আর এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৮.৭০ টাকা।

গেমটি শীঘ্রই কামব্যাক করতে পারে। এতদিন ধরে এত জল্পনা শোনা গিয়েছিল। আর এবার গেমের ডেভেলপার সংস্থা Krafton সেই ইঙ্গিত দিল।


ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি শীঘ্রই কামব্যাক করতে পারে। এতদিন ধরে এত জল্পনা শোনা গিয়েছিল। আর এবার গেমের ডেভেলপার সংস্থা ক্রাফটন সেই ইঙ্গিত দিল। বিজিএমআই ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে সংস্থার তরফে একটি টিউটোরিয়াল ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সাপোর্ট সেকশনে বিজিএমআই সম্পর্কিত মোট চারটি নতুন ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সংস্থাটি এর মধ্যেই ইউটিউবে একটি নতুন চ্যানেলও তৈরি করেছে, যা ‘ক্রাফটন প্লেয়ার সাপোর্ট’ নামে পরিচিত। গত 29 সেপ্টেম্বর চ্যানেলটি তৈরি হয়েছিল। আর সেখানেই এমন একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যা বিজিএমআই কামব্যাকেরই ইঙ্গিত দিচ্ছে।


কীভাবে একজন তাঁর বিজিএমআই অ্যাকাউন্ট আনলিঙ্ক করতে পারেন, সেটি মুছে ফেলতে পারেন, একজন বিজিএমআই ব্যবহারকারীর প্রতিবেদন তৈরি করা ও গেমে বন্ধুদের ব্লক করা ও যোগ করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও ক্রাফটন এখনও পর্যন্ত ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া চালু করার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও নিশ্চিত বার্তা দেয়নি। তবে, সংস্থার সর্বশেষ পদক্ষেপটি থেকে বিজিএমআই ভক্তরা এখনও গেমটি ফিরে আসার আশা করতে পারেন।

ভারতে টেকনিক্যাল গুরুজি নামে পরিচিত গৌরব চৌধুরী তার সাপ্তাহিক টেক ফোকাস ইউটিউব ভিডিও সিরিজের 12 তম পর্বে দাবি করেছিলেন যে, BGMI এই বছরের শেষ নাগাদ ফিরে আসতে পারে। আর তার ঠিক হাতে গোনা কয়েক সপ্তাহের মধ্যেই সরাসরি ডেভেলপার সংস্থার তরফে আপডেটটি দেওয়া হল। তাই, যা রটে তার কিছুটা তো বটে!

টেকনিক্যাল গুরুজি সেই সময় দাবি করেছিলেন, “এই খবরটি আজকের জন্য আমার কাছে প্রিয়। আমরা সবাই অনেক দিন ধরে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম এবং অবশেষে আমাদের কাছে একটি তারিখও আসতে চলেছে। BGMI একটি নতুন অবতারে 2022 সালের শেষের দিকে ফিরে আসতে পারে।”

ভারতের ইস্পোর্টস সম্প্রদায়ের আর একজন জনপ্রিয় ইউটিউবার, পীযূষ ‘স্পেরো’ বাথলাও একটি ভিডিয়োতে জানিয়েছিলেন যে, গেমটি 2022 সালের ডিসেম্বরের আগে আসবে না এবং এটি আবার বছরের শেষের দিকে উপলব্ধ করা যেতে পারে। অন্যদিকে Orangutan Gaming থেকে AKOP, একটি Instagram লাইভ ভিডিয়োতে অনুমান করেছিল যে, BGMI গেমটি 2023 সালের মাঝামাঝি সময়ে আসতে পারে। তিনি আরও জানিয়েছিলেন যে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া শীঘ্রই আসবে, তবে এটি একটি নতুন ভারতীয় প্রকাশক (কোম্পানি) দ্বারা চালু হবে। গেমটির সম্ভবত নাম পরিবর্তন করা হবে এবং একই নামে উপলব্ধ হওয়ার সম্ভাবনা যে খুব কম, সে কথাও জানিয়েছিলেন তিনি।







সূত্রের খবর, ওই কিশোর বৃহস্পতিবার দুপুরে এলাকার এক মহিলার স্নানের ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে। সেই বিষয়টি দেখতে পায় মহিলার ছেলে। এরপর মহিলার ছেলে সহ এলাকার বেশ কয়েকজন ওই কিশোরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ।



প্রতিবেশী মহিলার স্নানের ভিডিয়ো মোবাইল বন্দি করেছিলেন স্থানীয় এক কিশোর। স্নান করার ভিডিও মোবাইল বন্দি করার বিষয়টি নজরে আসে প্রতিবেশী মহিলার ছেলের। পরে ওই কিশোরকে ধরে বেধড়ক মারধর করে মহিলার ছেলে সহ স্থানীয়রা। শুধুমাত্র মারধর করা নয়, মারধর করে তার কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়। মোবাইল কেড়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে কিশোরের মা অভিযুক্তদের কাছে মোবাইল নিতে যায়। সেই সময় ওই কিশোরের মাকেও নানারকমভাবে অপমান করা হয় ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

অপমান ও লোকলজ্জার ভয়ে ওই কিশোর বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে দাবি তার পরিবারের সদস্যদের। মৃতের নাম নাজমুল হোসেন (১৭)। সে স্থানীয় কলোনি হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত বলে জানা যাচ্ছে৷ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুরাতন গঙ্গারামপুর এলাকায়। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। খবর যায় পুলিশে। ইতিমধ্যেই গঙ্গারামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা শুক্রবার বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে এনিয়ে শুক্রবার গঙ্গারামপুর থানায় মোট ৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃত কিশোরের পরিবারের তরফে। সূত্রের খবর, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। 


যদিও মৃতের পরিবারের অভিযোগ ছবি তুলেছে কিনা তা তাঁদের জানা নেই। তবে যেভাবে নাজমুলের উপর অত্যাচার চালানো হয়েছে ও তার মাকে লোক লজ্জার মুখে ফেলা হয় সে কারণেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এ বিষয়ে মৃত কিশোরের আত্মীয় মোফাজ্জল সরকার বলেন, “ ও ক্লাস ইলেভেনে পড়াশোনা করছিল। শুনেছি সে এক মহিলার স্নান করার ছবি তুলেছিল। এই অভিযোগে তাকে বেধড়ক মারধর করা হয়৷ ছবি তুলেছিল কি না তা এখনও পরিষ্কার নয়৷ কারণ মোবাইলটি পাওয়া যায়নি। একরকম বাধ্য করা হয়েছিল ওই কিশোরকে আত্মহত্যা করার জন্য। আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।” এ বিষয়ে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন৷ পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
পুতিনের বক্তব্য, "মোদির 'মেক ইন ইন্ডিয়া' আইডিয়া অর্থনৈতিক এবং নীতিগতভাবে উল্লেখযোগ্য। পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র হওয়ার জন্য গর্ববোধ করা উচিত ভারতের।" ব্রিটিশ ঔপনিবেশিকতা (British Colony) থেকে বেরিয়ে ভারত যে উন্নতি করেছে, তারও ভূয়সী প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তাঁর সংযোজন, "দেড়শো কোটি মানুষের দেশে এই হারে উন্নয়ন সকলের সম্মান ও প্রশংসা জিতে নিয়েছে।"

ভারত-রাশিয়ার সম্পর্ক-

এর পরেই তাঁর মুখে ভারত-রাশিয়ার সম্পর্কের কথা উঠে আসে। উভয় দেশের মধ্যে বিশেষ সম্পর্ক (Special Relationships) রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, "বহু দশকের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক গড়ে উঠেছে উভয়ের মধ্যে। আমাদের মধ্যে কখনোই কঠিন কোনও সমস্যা হয়নি। পরস্পরকে সমর্থন করে গেছি। এখনও তা-ই হচ্ছে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও তা-ই হবে।" এরপর ভারতের কৃষির জন্য সারের জোগান বাড়ানোর কথা মোদি তাঁকে বলেছেন বলে জানান পুতিন। তার পরিপ্রেক্ষিতে '৭.৬ গুণ সরবরাহ বাড়ানো হয়েছে' বলে দাবি রাশিয়ার প্রেসিডেন্টের।


  
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তার পর কেটে গেছে আট মাস। এই পরিস্থিতিতে ক্রেমলিন অনুমোদিত প্রতিষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। সেখানে তিনি পশ্চিমের একাধিক দেশের বিরুদ্ধে 'নোংরা খেলা'-র অভিযোগ তোলেন। তাঁর মতে, "বহুমুখী এই বিশ্বে খুব শীঘ্রই ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হবে। পশ্চিমের দুনিয়াকেও সমতার কথা বলতে হবে।" যদিও তাঁর হুঁশিয়ারি, আমেরিকা ও তার শরিক দেশগুলি যেসব কাজ করেছে তার জেরে তারা সুরক্ষিত নয়। আমাদের সামনে যে চ্যালেঞ্জ এসেছে তাতে গোটা দুনিয়া এক হলে তবেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে তিনি মন্তব্য করেন। বলেন, "পশ্চিমী দুনিয়া যে খেলাটি খেলছে তা অবশ্যই বিপজ্জনক, রক্তাক্ত এবং আমি এটিকে নোংরা বলব।"

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের বিষয়টিও রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে থাকে। ফলে জাতীয় নির্বাচন কমিশনের ডাকা এই সর্বদল বৈঠকের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের যোগ নেই বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।



আগামী মাসের শুরুতেই সর্বদল বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। ২ নভেম্বর সব রাজনৈতিক দলকে আসার ডাক দিয়েছে নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা (Voter List) নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা বেরোবে ৫ জানুয়ারি। সব দলের মতামত নিয়ে বেরোবে এই ভোটার তালিকা। যদিও এই বৈঠকের সঙ্গে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সরাসরি কোনও যোগ নেই বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ, ভোটার তালিকা প্রস্তুত করে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই তালিকা গ্রহণ করে রাজ্য নির্বাচন কমিশন। এর পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের বিষয়টিও রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে থাকে। ফলে জাতীয় নির্বাচন কমিশনের ডাকা এই সর্বদল বৈঠকের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের যোগ নেই বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

উল্লেখ্য, প্রতিবার ভোটার লিস্টের সংশোধনের সময়ে এই ধরনের সর্বদল বৈঠক করে থাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) ও তাঁর দফতর। এবারেও তেমন ভাবেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এতদিন ধরে বছরে একবার ভোটার তালিকায় নাম তোলা যেত। তবে এখন সেই নিয়মে বদল এসেছে। এখন থেকে বছরে চার বার নাম তোলার সুযোগ রয়েছে আবেদনকারীদের জন্য। একইসঙ্গে ভোটার লিস্টের আবেদনের জন্য ফর্মেও বদল এসেছে। ফলে সেই সব বিষয়গুলি নিয়েই আলোচনা হতে পারে ২ নভেম্বরের সর্বদলীয় বৈঠকে।



প্রসঙ্গত, ২০২১ সালে সংসদের উভয় কক্ষেই অর্থাৎ লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছিল নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১। সেখানে যে সংশোধনীগুলির কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে অন্যতম হল ১৮ বছর বা তার বেশি বয়সিরা বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। আগে এটি বছরে একবারই করা যেত। সেই সব বিষয়ের পাশাপাশি সংশোধিত ভোটার তালিকার প্রস্তুতি নিয়েও আসন্ন সর্বদল বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
ভিন রাজ্য থেকে উদ্ধার হল বীরভূমের (Birbhum) এক যুবকের ঝুলন্ত দেহ। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম দেবনাথ সাহা। বছর সাতাশের দেবনাথের বাড়ি বীরভূমের কীর্ণাহারের পলশা গ্রামে। বৃহস্পতিবার হরিয়ানায় তাঁর ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মৃত যুবক দেবনাথ সাহা পছর পাঁচেক আগে হরিয়ানার এক বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। পুজোর সময় বাড়িতে বেড়াতেও আসেন। পুজো কাটিয়ে ফের তিনি নিজের কর্মস্থলে ফিরে যান। তারপরই এই মর্মান্তিক ঘটনার খবর পান পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ দেবনাথকে খুন করা হয়েছে। ছেলের মৃত্যুর খবরে শোকে আচ্ছ্বন্ন গোটা পরিবার থেকে এলাকা। 

বীরভূমের ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হরিয়ানায়-

পরিবার সূত্রে জানা গিয়েছে, বীরভূমের কীর্ণাহারের পলশা গ্রামের বাসিন্দা দেবনাথ সাহা। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। পাঁচ বছর আগে হরিয়ানার এক বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দেন। চলতি বছর পুজোর অষ্টমীর দিন তিনি বাড়িতে এসেছিলেন পুজোর ছুটি কাটাতে। বেস কয়েকদিন বাড়িতে ছুটি কাটিয়ে তিনি গত ১৮ অক্টোবর ফিরে যান। ফিরে গিয়ে কাজে যোগ দেন। গত বুধবার বিকালে বাড়ির লোকেদের সঙ্গে ফোনে কথাও বলেন দেবনাথ। মৃতের মা জানাচ্ছেন, বুধবার বিকেল ৩টে পর্যন্ত ছেলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। ছেলের কথাবার্তায় কোনও অসঙ্গতি তিনি লক্ষ্য করেননি। কিন্তু সেদিনই সন্ধে সাতটায় তাঁকে ফোন করা হলে ফোন বেজে যায়। কেউ ফোন ধরেননি। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা দেবনাথ যে সংস্থায় কাজ করতেন, সেখানকার এক কর্মীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। সেই ব্যক্তি জানান যে, দেবনাথ সাহা নিজের ঘরে গলায় গড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। দেবনাথের ঝুলন্ত দেহের ছবিও ওই ব্যক্তি ফোনে পাঠান। ছেলের এই মর্মান্তিক পরিণতির কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। 

আরও পড়ুন - Anubrata Mandal: ২ মাসের জেলজীবনে ৯ কেজি ওজন কমল অনুব্রত-র !


দেবনাথ সাহার পরিবারের লোকেরা দাবি করছেন যে, মৃত যুবক আত্মহত্যা করতে পারেন না। তাঁকে কেউ বা কারা খুন করেছে। তাঁদের অভিযোগ, বেশ কিছু লোকজন দেবনাথকে কাজের জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু দেবনাথ সেই টাকা নিতে অস্বীকার করেন। এই নিয়ে একটা ঝামেলা চলছিলই মৃত যুবকের সঙ্গে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। যুবকের অস্বাভাবিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। শোকের ছায়া নেমেছে এলাকায়।
সামনে ছট পুজো (Chat Puja 2022)। কিন্তু বিহারীবাবু নিখোঁজ। আসানসোলের তৃণমূল সাংসদ (Asansol TMC MP) শত্রুঘ্ন সিন্হার (Shatrughan Sinha) বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নীচে লেখা, বিহারী জনতা আসানসোল। 

বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া আসালসোল অনেক অবাঙালি রয়েছে। সাত-আট জায়গায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবি, এইসব পাগল লোকেদের কাজ। উনি তো মাসে মাসে আসানসোলে আসেন।

দিলীপের কটাক্ষ-

এনিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "উনি মন্ত্রী থাকতেও বিদেশে ঘুরতেন। সাংসদ থাকতেও তা-ই। তাঁকে যাঁরা পছন্দ করেছেন, তাঁদের এটা মেনে নিতেই হবে। সেইজন্য উনি বিজেপিতে টিকতে পারেননি। কারণ, এখানে খেটে কাজ করে, লোকের সঙ্গে থেকে রাজনীতি করতে হয়। যে পার্টিতে উনি গেছেন, সেই পার্টিতে অনেক নেতা-কর্মী নিখোঁজ আছেন। অনেকে ভেতরে চলে গেছেন। সেই কালচারের লোক। ঠিকই আছে।" 


তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটেছে ঘাসফুল। উপনির্বাচনে বিজেপির দু’বারের জেতা কেন্দ্র আসানসোলে, সেখান থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। তাঁকে দাঁড় করিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু আসানসোল কেন্দ্রে বিজেপির থেকে জয়-ই ছিনিয়ে নেয়নি, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন। ২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে কখনও না জেতা আসানসোলে জিতেছে তৃণমূল। 

ভোটের ফল প্রকাশের পর শত্রুঘ্ন সিনহা বলেন, "এই জয়ের মুকুট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে। জয়ের কৃতিত্ব আসানসোলের জনতার।‘’এই জয়ের জন্য আসানসোলের তৃণমূলের কর্মীদেরও ধন্যবাদ জানান প্রার্থী।

একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে, প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি। এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে। এখানে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে ছিলেন।
রাস্তা তৈরিতে কাটমানি নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন এই পুলিশ অফিসার ! ব্লক প্রশাসনের পাশাপাশি তাঁর আগের ওসি’দের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওসি সন্দীপ সেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতেও !

কাটমানি-বিতর্ক !

২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক ! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতারা। 
এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হন পুলিশকর্তা। রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি ! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও ! কালীপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি। সেখানেই এনিয়ে সরব হন তিনি। এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওসি। পুলিশ অফিসারের পাশেই দাঁড়িয়েছেন সাহোড়া গ্রামের বাসিন্দারা।


যদিও ওসি প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার জবাব তলব করেছেন এসপি কে শবরী রাজকুমার। চিঠি হাতে পেয়ে পুলিশ সুপারকে জবাবও পাঠিয়েছেন সন্দীপ সেন। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গ্রামবাসী বেহাল রাস্তা নিয়ে একটি গণস্বাক্ষর জমা দেয়। সেই গণসাক্ষরের কপি শোকজের জবাবের সঙ্গে পাঠিয়েছেন বড়ঞা থানার ওসি।

এই ইস্যুতে এবার রাজ্যকে একহাত নিলেন রাহুল সিনহা। তিনি বলেন, "এই রাজ্যে চোর পুরস্কৃত হয়, আর যিনি সাধু তিনি তিরস্কৃত হন। বড়়ঞা থানার ওসি যে সত্যটা তুলে ধরেছেন, এটা এরাজ্যের বাস্তব। সরকারের উচিত ছিল, তাঁর থেকে তথ্য নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কারণ, তিনি সরকার ও জনগণের কল্যাণের কথাই বলেছেন। কাটমানি খোরদের বিরুদ্ধে তাঁর বক্তব্য তিনি রেখেছেন। এরাজ্যে কর্মের কোনও মূল্য নেই। এরাজ্যে শ্রমের কোনও মূল্য নেই। ন্যায়ের কোনও মূল্য নেই। অর্থাৎ, এই টাকা যে উপর পর্যন্ত যায়, এই শোকজ সবথেকে বড় রূপে প্রমাণ করল। যদি এই টাকা উপর পর্যন্ত না যেত, তাহলে ওসি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত আয়োজন সরকার করত না। সরকার উল্টে ওসি-কে পুরস্কৃত করত এবং তাঁকে বলতেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে।" 

ইতোমধ্যেই জাহ্নবীর আসন্ন ছবির ট্রেলার ভক্তদের মনে দাগ কেটেছে। এখন দেখার এই সিনেমাটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে। সোশ্যাল মিডিয়া সেই নিয়ে চলছে চর্চাও।


আসন্ন ছবির প্রচারে দারুণ ব্যস্ত শ্রীদেবী-কন্যা। ব্যস্ত সিডিউলের মধ্যে সুন্দর গাউন, কো-অর্জ সেট বা শিফন শাড়িতে ব্যাক-টু ব্যাক ফ্যাশন প্রেমীদের মন জয় করে চলেছেন জাহ্নবী কাপুর। ছবির প্রচার কেন্দ্র করে যে যে স্টাইলিশ ফ্যাশনকে বেছে নিয়েছেন তাতে এই স্টার-কিডকে থামানোই যাচ্ছে না। সম্প্রতি ফ্লোরাল এমব্রয়ডারি করা শাড়িতে এক ফ্যাশনেবল ট্রেন্ড লুক দিয়েছিলেন তিনি। সঙ্গে ডিজাইনা ব্রালেটে সেক্সি লুকও মনে আন্দোলন তুলেছেন জাহ্নবী। দিন দিন টিনএজদের স্টাইল আইকনে পরিণত হচ্ছেন তিনি। ইন্সটাতে অত্যন্ত সক্রিয় জাহ্নবী ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।

বৃহস্পতিবার জাহ্নবী কাপুর মুম্বইয়ের একটি ইভেন্টে আসন্ন ছবি মিলির প্রচারে গিয়েছিলেন। সবুজ রঙ যৌবনের প্রতীক। সতেজতা ও বসন্তের প্রতীক। শীতের শিরশিরানির অনুভব করার আগেই তিনি বসন্তের আভাস ছড়িয়ে দিয়েছেন। সবুজ প্রাণবন্ত একটি ফ্লোরাল শাড়িতে জাহ্নবী অন্যন্য ড্রেসের তুলনায় বেশি গ্ল্যামারাস দেখিয়েছে। শাড়ির সঙ্গে বেছে নিয়েছেন ট্রেন্ডি ও ডিজাইনার ব্রালেট। প্যাস্টেল সবুজ রঙের এমব্রয়ডারি করা শাড়ি পরেছিলেন জাহ্নবী। ইতোমধ্যেই জাহ্নবীর আসন্ন ছবির ট্রেলার ভক্তদের মনে দাগ কেটেছে। এখন দেখার এই সিনেমাটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে। সোশ্যাল মিডিয়া সেই নিয়ে চলছে চর্চাও। কুড়োছেন প্রশংসাও।

প্যাস্টেল গ্রিন ড্রেপ, জর্জেট শাড়িতে সবুজ, নীল ও গোলাপী টেসেলের নকসা রয়েছে। আঁচলের দিকটি আরও সুন্দর ও অভিনব। সঙ্গে প্যাস্টেল নীল ফুলের প্যাচওয়ার্ক সিকুইন ও মাল্টিকালার থ্রেডওয়ার্কও রয়েছে। আঁচলের দিকটি অনেক ছেড়ে রেখে পড়ায় আঁচলের কাজ সকলের নজরে পড়েছে। আঁচলের কাজে সঙ্গে ম্যাচ করে ব্রালেটেও রয়েছে ফ্লোরাল এমব্রয়ডারি ও সিকুইনের কাজ। ডিপ-ভি নেকলাইনের এই ব্রালেট ও সুন্দর শাড়ির লুক যে কোনও পার্টর জন্য পারফেক্ট।

শাড়ির সঙ্গে ম্য়াচিং করে জাহ্নবী মুক্তোর ঝুমকি ও স্টেটমেন্ট রিং , স্ট্যান্ডআউট অক্সিডাইজড সিলভার জুয়েলারি বেছে নিয়েছেন। মেআপেও রয়েছে ন্যাচারাল লুক। হালকা গ্ল্যাম চিকস, গোলাপী আইশ্যাডো, ব্লাশড গাল ও গ্ল্যামারাস স্কিনে একেবারে অন্যরকম লেগেছে জাহ্নবীকে। প্রসঙ্গত আসন্ন সিনেমা মিলি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ৮ নভেম্বর। তার আগে জাহ্নবীর একের পর এক ফ্যাশন লুক সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে, এবার নবান্নে যাওয়ার চেষ্টা, ২০০৯ সালের, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। যদিও, এদিন শুরুতেই পুলিশ তাঁদের আটকে দেয়। দু’পক্ষের মধ্যে বচসাও বাধে।

নবান্ন অভিযানে বাধা চাকরিপ্রার্থীদের: জুন মাসে, শহিদ মিনার চত্বর থেকে, এভাবেই SSC চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দিয়েছিল পুলিশ। সম্প্রতি সল্টলেকে, TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদেরও, মাঝরাতে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, নবান্ন যেতে চেয়ে পুলিশের বাধার মুখে পড়লেন ২০০৯ সালের, দক্ষিণ ২৪ পরগনার, প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা। এই চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা বাম আমলে প্রথম চাকরির পরীক্ষা দিয়েছিলেন।

১৩ বছর ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন। ২৬ দিন ধরে গাঁধী মূর্তির নীচে তাঁদের অবস্থান চলছে। এখনও অবধি কোনও সুরাহা না হওয়ায়, শুক্রবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের এই চাকরিপ্রার্থীরা। তবে নবান্ন যেতে চাইলেও, শুরুতেই তাঁদের আটকে দেন ময়দান থানার পুলিশ অফিসাররা। ময়দান থানার তরফে জানানো হয়েছে, এভাবে নবান্নে যাওয়া বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না। প্রোটোকল মেনে যেতে হয়। আন্দোলনকারীদের নবান্নের ইমেল আইডি দেওয়া হয়েছে। এক চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাস বলেন, “পুলিশ ইমেল আইডি দিয়েছে। বহু আবেদন করেছি। সুরাহা হয়নি। ১৩ বছর ধরে অপেক্ষা করছি।’’

২০০৯ সালে প্রাথমিকের শিক্ষকের চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১০ সালে পরীক্ষা হয়। কিন্তু, তারপর সেই পরীক্ষা বাতিল হয়ে যায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা ও ইন্টারভিউ হয়।তবে অন্যান্য জেলার নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনার প্যানেল প্রকাশ ও নিয়োগ সম্পন্ন হয়নি বলে অভিযোগ। তারপর ১৩ বছর কেটে গেছে। আরও কতদিন? হতাশার সুরে প্রশ্নই তুলছেন এই চাকরিপ্রার্থীরা।


এদিকে যে কোনও শর্তে জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya)। আদালতে জামিনের আবেদন করে সওয়াল মানিকের আইনজীবীর। আদালতে মানিকের জামিনের আবেদনের বিরোধিতা ইডির। ইডির দাবি, “নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রত্যক্ষ যোগ মানিকের। মানিকের পরিবারের একাধিক সদস্যর সন্দেহজনক অ্যাকাউন্ট মিলেছে। মানিকের স্ত্রীর অন্য ব্যক্তিদের সঙ্গে একাধিক জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ। মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টগুলিতে আয়ের সঙ্গে সঙ্গতিহীন টাকা।