ঐতিহ্য পরম্পরা মেনে চলছে তৃণমূলের কর্মসূচি,৩ লাখ ভোটে জিতবে মথুরাপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী!

লোকসভা ভোটের প্রচারে এবার তৃণমূল কংগ্রেসের নয়া প্রচার শুরু আজ থেকে। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী-সহ তৃণমূল নেতৃত্বরা। ১০০ দিনের কাজের টাকা পাওয়ার অধিকার। আবাসে ঘর পাওয়ার অধিকার। অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না। এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে লক্ষীর ভান্ডার সামনে রেখে প্রচার চালাচ্ছেন প্রার্থী সহ তৃণমূল নেতৃত্বরা!

 মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেক বিধানসভায় প্রচারে যাবেন লোকসভার প্রার্থী বাপি হালদার। বুধবার দিন সকাল থেকে মানুষের সাথে জনসংযোগ এবং তৃণমূলের ঐতিহ্য তুলে ধরেন। প্রায় ১ হাজার তৃণমূল কর্মীকে নিয়ে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ‍পথ রেলি করেন মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার! মথুরাপুরের বাপলির বাজার থেকে শুরু করে মিছিল শেষ হয় দেওয়ানহাটে! এই মিছিলে অংশ নিয়েছিলেন প্রায় ১ হাজার তৃণমূল কর্মীরা,এই মিছিলের শেষে মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার ৩ লাখ ভোটে জিতবে বলে জানায় মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার।।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours