আবারো এস আই আর আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তি।
দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের অন্তর্গত মুলটি অঞ্চলে কামদেবপুর গ্রামের ৯৬ নম্বর বুথে এক বয়স্ক সরল সাদাসিধে মানুষ পিয়ার আলী খান এস আই আর আতঙ্কে মারা যায়। মূলত নামের বানান ভুল থাকায় কাগজ নিয়ে মানুষের কাছে এবং বিভিন্ন স্থানে দৌড়াতে দৌড়াতে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। তার পর এম আর এস হসপিটালে ভর্তি করে দুই দিন পর মারা যায়।
পিয়ার আলী খানের হেয়ারিং এর ডেট ছিল আগামী ২৯/০১/২৬ তারিখে। আর এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী করলো ও কেন্দ্রীয় সরকারকে পরিবারের লোক দায়ী করে।


Post A Comment:
0 comments so far,add yours