দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সাগরের কমলপুরে এক অনন্য শিক্ষা-সহায়ক কর্মসূচি পালিত হলো। প্রয়াত যোগেন্দ্রনাথ দাস ও প্রয়াতা রেণুবালা দাসের স্মৃতির উদ্দেশ্যে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী হিসেবে বই, খাতা ও পেন তুলে দেওয়া হয়।



যোগেন্দ্র রেণুবালা বুক ব্যাংকের সহযোগিতায় এবং সাগর কমলপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংঘ ও পাঠাগার ও কমলপুর গোবিন্দ সারদা শিশুতীর্থ কে.জি. স্কুলের যৌথ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। ২০১০ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে এই বুক ব্যাংক এলাকার অভাবী পড়ুয়াদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।


এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে ছোট ছোট শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক অনটনের কারণে যেন কোনো শিশুর পড়াশোনা থমকে না যায়, সেই লক্ষ্যেই গত এক দশকেরও বেশি সময় ধরে এই প্রয়াস চালানো হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের পুণ্যলগ্নে শিক্ষার প্রসারে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours