পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী জনকল্যাণমূলক প্রকল্প মা ক্যান্টিনের উদ্বোধন করলেন কলকাতা কর্পোরেশনের ১৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভীন,যেখানে পাঁচ টাকায় মিলবে ভাত ডাল সবজি, ডিম সহ একটি পুষ্টিকর  দুপুরের খাবার।


 এই মা ক্যান্টিন চালু হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে,দুপুর ১২:৩০ টা থেকে তিনটে পর্যন্ত ক্যান্টিন খোলা থাকবে,,যেখানে প্রায় প্রতিদিনই তিনশোর বেশি মানুষ উপকৃত হবেন,লক্ষ্য একটাই সাধারণ মানুষ পুষ্টিহীনতায় যেন না ভোগে,
 উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ, 2021 সালে শুরু হয়েছিল এবং এখন এটি রাজ্যের একটি বড় পরিচিতি লাভ করেছে,,বিরোধীরা প্রথম দিকে সমালোচনা করলেও বাস্তব চিত্র বলছে প্রায় দু কোটি মানুষ এই প্রকল্পের সুবিধে পেয়েছেন। এবং রাজ্য সরকারের প্রকল্পের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন। এটি গরিব মানুষের মুখে হাসি ফোটানোর এক মহৎ প্রয়াস,,


 কাউন্সিলর ফরিদা পারভীনের উদ্যোগে আজ সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করা হয়েছে শুরুতেই বিভিন্ন স্তরের মানুষ ভিড়  করেছিলেন খাবারের জন্য,,,আজ প্রায় ৩শোর বেশি  মানুষ এই সুবিধা পেয়েছেন। ১৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভিন জানিয়েছেন মানব দরদী সরকারের এই কাজে  সামিল হতে পেরে তিনি খুশি, আজ "মা" ক্যান্টিন উদ্বোধনের শুরুতেই নিজের হাতে তিনি সকলকে খাবার পরিবেশন করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours