বকখালিতে বছরের প্রথম দিন পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে আহত ২৬ জন পর্যটক

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের বকখালি যেটিঘাট এলাকায় সন্ধ্যার আগে মর্মান্তিক দুর্ঘটনা। ইংরেজির নববর্ষের পিকনিক করতে এসে পর্যটক সহ পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল নয়নজলিতে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।।

 বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুর এলাকা থেকে এক দল পর্যটক পিকনিক করার উদ্দেশ্যে বকখালিতে চার চাকা বোলেরো পিকআপ গাড়িতে করে সংগ্রামপুর থেকে বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হঠাৎই পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়।
গাড়িটির সম্পূর্ণ পাল্টি খায়। গাড়ির উপরে থাকা ২৬ জন পর্যটক গুরুতর আহত। ইতিমধ্যে তাদের দারিক নগর হাসপাতাল সহ কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours