পথশ্রী-৪ প্রকল্পের অধীনে 'পথশ্রী ওয়াল'-এর শুভ উদ্বোধন। সাগর দ্বীপে গ্রামীণ রাস্তা উন্নয়নে নতুন দিগন্ত।


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এবং 'পথশ্রী-৪' প্রকল্পকে সামনে রেখে সাগর দ্বীপে 'পথশ্রী ওয়াল'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ফিতে কেটে এই অভিনব 'পথশ্রী ওয়াল'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ণ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, কাকদ্বীপ মহকুমা শাসক, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।


পথশ্রী-৪ প্রকল্পের মাধ্যমে সমগ্র সাগর দ্বীপে ইতিমধ্যে যে রাস্তাগুলি নির্মিত হয়েছে এবং ভবিষ্যতে যে রাস্তাগুলি নির্মাণের পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে বিশদে আলোকপাত করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তিনি জানান, পথশ্রী-৪ প্রকল্পের অধীনে সাগর ব্লকে ২০ কোটি টাকা অর্থ বরাদ্দে ৩৭টি গ্রামীণ রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার অনুযায়ী ঠিকাদার সংস্থাগুলি সাগরের বেশ কিছু এলাকায় কাজও শুরু করে দিয়েছে। এই 'পথশ্রী ওয়াল'-এ সাগর ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষ পথশ্রী-৪ প্রকল্পের মাধ্যমে তাঁদের এলাকার যাতায়াত সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন। জেলাশাসক আরও জানান, আগামী দিনেও এই পথশ্রী ওয়ালের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য সরাসরি আবেদন জানাতে পারবেন। সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার গ্রামীণ রাস্তার মান উন্নয়নে পদক্ষেপ নেবে। সরকারের এই উদ্যোগ সাগর দ্বীপের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours