পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনেই খেলছিল ওই শিশু। প্রতিবেশী ওই বৃদ্ধ আখ খাওয়াবে বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় তাকে। এরপর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ।
আখ খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে 'ধর্ষণ', গ্রেফতার বৃদ্ধ
প্রতীকী ছবি
আলিপুরদুয়ার: ফের যৌ
ন নির্যাতনের অভিযোগ উঠল আলিপুরদুয়ারের কুমারগ্রামের কামাখ্যাগুড়ির মারাখাতাতে। এলাকার এক প্রতিবেশী বৃদ্ধ পাঁচ বছরের এক শিশুর আখ খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ওই শিশুর বাবা পরিযায়ী শ্রমিক। চাঞ্চল্য কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনেই খেলছিল ওই শিশু। প্রতিবেশী ওই বৃদ্ধ আখ খাওয়াবে বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় তাকে। এরপর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। মেয়ে ঘরে ফিরে না আসায় শিশুটির মা এলাকায় খোঁজ শুরু করেন।
এরপরই প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, ওই বৃদ্ধকেই শিশুটির সঙ্গে শেষবার কথা বলতে দেখা গিয়েছে। এক প্রতিবেশীকে সঙ্গে নিয়েই অভিযুক্তের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, মেয়ে কাঁদতে কাঁদতে অভিযুক্তের ঘর থেকে বেরিয়ে আসছে। এরপর বাড়ি এসে মেয়েকে জিজ্ঞেস করলে, শিশুটি সব বলে।
নাবালিকার বাবা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাই নাবালিকার মা বৃহস্পতিবার রাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়। এরপর পুলিশ তদন্তে নেমে বৃদ্ধকে রাতেই গ্রেফতার করে। শুক্রবার বৃদ্ধকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সরকারি আইনজীবী পীযুষ দত্ত বলেন, “আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত থেকে শিশুর ও তার মায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। শিশুটিকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে।”
Post A Comment:
0 comments so far,add yours