মহিলা অনুরাগীকে চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বলিপাড়ায় উদিত নারায়ণ ও তাঁর চুমু কিসসা সুপারহিট। যে গায়কের কণ্ঠে প্রেমের প্রথম নেশার স্বাদ পেতেন অনুরাগীরা। সেই গায়ককে নিয়েই খিল্লি শুরু গুঞ্জনপাড়ায়।


'প্লিজ একটা চুমু দিন', রাতের পার্টিতে উদিতের কাছে আবদার, গায়ক যা করলেন...



মহিলা অনুরাগীকে চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বলিপাড়ায় উদিত নারায়ণ ও তাঁর চুমু কিসসা সুপারহিট। যে গায়কের কণ্ঠে প্রেমের প্রথম নেশার স্বাদ পেতেন অনুরাগীরা। সেই গায়ককে নিয়েই খিল্লি শুরু গুঞ্জনপাড়ায়। সোশাল মিডিয়ায় তো নেটিজেনরা এবারের চুমু দিবসকে, উদিত দিবস নামেই পালন করেছিলেন। তবে উদিতজি এই চুমু কাণ্ডকে পাত্তা না দিলেও, চুমু কিন্তু পিছু ছাড়ছে না উদিতের। যেখানেই যাচ্ছেন, সেখানেই চুমর প্রসঙ্গ।


ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক ফিল্মি পার্টিতে দেখা গেল উদিত নারায়ণকে। উদিত নারায়ণ পার্টিতে এন্ট্রি নিতেই হইচই। পাপারাজ্জিরা তো উদিতকে ঘিরেই ধরলেন। ঝটপট ক্য়ামেরার ঝলকানি। ঠিক তারই মাঝে উদিতকে পাপারাজ্জিজের আবদার। উদিতজি একটা চুমু হয়ে যাক! প্লিজ একটা চুমু দিন!

আশপাশে ছড়িয়ে থাকা পার্টির লোকজন ভেবেছিলেন, পাপারাজ্জিদের এমন মন্তব্যে হয়তো উদিত রেগে যাবেন, তবে তিনি কিন্তু চমকে দিলেন। রাগলেন তো না, উলটে পাপারাজ্জিদের দেখে মিষ্টি হাসলেন। আর চটপট ক্যামেরার সামনে থেকে চম্পট দিলেন। সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours