আট দলের প্রতিযোগিতা। সব মিলিয়ে ১৫টি ম্যাচ। স্বাভাবিক ভাবেই রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। একটা ম্যাচ হার মানেই ছিটকে যেতে পারে সেই টিম। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সংস্করণ শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসে সেরা ম্যাচ।


চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে 'সেরা' ম্যাচ, সেওয়াগের কীর্তি মনে পড়ে?



সেই ২০১৭ সালের পর অবশেষে ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এ বারের আয়োজক তারাই। উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত সংস্করণের রানার্স ভারত অভিযান শুরু করছে প্রতিযোগিতার দ্বিতীয় দিন। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আট দলের প্রতিযোগিতা। সব মিলিয়ে ১৫টি ম্যাচ। স্বাভাবিক ভাবেই রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। একটা ম্যাচ হার মানেই ছিটকে যেতে পারে সেই টিম। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সংস্করণ শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসে সেরা ম্যাচ। দেখুন তো আপনার পছন্দের তালিকাতেও এই ম্যাচ রয়েছে কি না!


চ্যাম্পিয়ন্স ট্রফিতে নানা রুদ্ধশ্বাস ম্যাচই দেখা গিয়েছে। তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুধু এই টুর্নামেন্টেই নয়, ক্রিকেট ইতিহাসেও অন্যতম ক্লাসিক ম্যাচ। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্ম বিজয়ী হয়েছিল ভারত। এর কারণ, সে সময় আইসিসির নিয়ম। বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে যায়। রিজার্ভ ডে থাকলেও ম্যাচ নতুন করে ম্যাচ শুরু হয়। সেদিনও বৃষ্টির কারণে ম্যাচ সম্পূর্ণ করা যায়নি। সে কারণেই এমন পরিস্থিতি। নয়তো একক ভাবেই সে বার জিততে পারত ভারত।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours