ইংরেজি ১৩.৬.২০ তারিখ বিকেলে কাকদ্বীপ থানা চত্তরে বর্তমান করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচল,  দোকান, লজ, হোটেল ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটি সভা আয়োজিত হয়।  উক্ত সভায় উপস্থিত ছিলেন কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অনিল কুমার রায়,  ডিএস পি ট্রাফিক অজয় দে, সি আই, কাকদ্বীপ শ্রী শুভব্রত ঘোষ, আই, সি কাকদ্বীপ শ্রী সুদীপ সিং, হারউড পয়েন্ট কোস্টাল থানার ওসি শ্রী কৃষ্ণেন্দু বিশ্বাস, ওসি, ট্রাফিক সমরেশ ঘোষ ও কাকদ্বীপের বিভিন্ন ব্যাবসায়ীদের সংগঠন। মাস্ক ব্যাবহার,স্যোসাল ডিসট্যান্সিং মেনে চলা, হ্যান্ড ওয়াস/ স্যানিটাইজার ব্যবহার করা সবার জন্যে বাধ্যতামূলক এবং দোকান, হোটেল, লজ, বাস ও অন্যান্য যানবাহনে ক্রেতা বা যাত্রীদের জন্য স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক এবং সরকার নির্ধারিত সংখ্যার বেশি যাত্রী কোন যানবাহনে বহন না করার কথা স্মরণ করিয়ে দেন মহাকুমা পুলিশ আধিকারিক ও অন্যান্য সকলে।





On 13.6.20 afternoon  a meeting was organised at Kakdwip PS compound on traffic related  issues of Kakdwip area and re-opening of hotels,  restaurants, compulsory use of musk, hand wash/ sanitizer and maintaining social distancing by shop keepers, owners and employees of bus, e rickshaw, other transport vehicle, customers,  passengers . Sri Anil Kr Roy, SDPO, Kakdwip, Sri Ajoy Dey,Dysp Traffic, SPD, Sri Subhabrata Ghosh ,CI Kakdwip,  Sri Sudip Singh, IC, Kakdwip PS , OC Harwood Point Coastal, OC Traffic, SPD attended the meeting. All have been advised to follow above advisories strictly.
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours