আজ ইংরেজি ১৪.৬.২০ তারিখ সুন্দরবন পুলিশ জেলা ও কলকাতার প্রয়ত্ন ফাউন্ডেশন এবং বি এন আই এর উদ্যোগে নামখানা থানার অন্তর্ভুক্ত রাজনগর গ্রামে আমফান ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহাযার্থে একটি রিলিফ দেবার ব্যবস্থা করা হয়। ৫০০ জন দুস্থ ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রিপল, চাল, ডাল, ও আর এস, চিড়ে, ছাতুইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্র‍্যয়াত্ন ফাউন্ডেশনের সি ই ও মাননীয়া স্নেহা আগরওয়াল ও নামখানা থানার ওসি শ্রী প্রসেনজিৎ জানা। পুলিশ কে সঙ্গে নিয়ে এই শুভ উদ্যোগ এর জন্য সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী ভৈভভ তিউয়ারি মহাশয় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্সি রেঞ্জের ডি আই জি মাননীয় শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠি মহাশয় যিনি উক্ত সংস্থাকে আমফান ঘূর্নিঝড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত কাকদ্বীপ মহকুমা এলাকার মানুষের সাহাযার্থে পাঠিয়েছেন তাকে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বিশেষ ধন্যবাদ ও শ্রদ্ধা।







Today on 14.6.20 Prayatna Foundation, Kolkata and BNI, Kolkata in association with Sundarban Police District held a relief distribution camp at Rajnagar under Namkhana PS. Tarpaulin, rice, dal, ORS, Cheera, chatu etc have been distributed to 500 Amphan affected poor families. Sneha Agarwal, CEO of Prayatna Foundation, Sri Prasenjit Jana, OC, Namkhana PS attended and organised the distribution. Sri Vaibhav Tiwari, IPS, SP, Sundarban Police District has conveyed his thanks and gratitude to the organizers for involving Police in doing this excellent job in our area. Special thanks and regards to Sri Praveen Kr Tripathi, IPS, Dy IG, Presidency Range Sir for his kindnesses to send the organization for helping the poor people of seriously amphan affected area of Kakdwip zone.
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours