নবমীর সকাল থেকেই অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তখনই আত্মীয়ের বাড়ি থেকে খবর যায় নির্যাতিতার পরিবারের কাছে নবমীর দুপুরে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। বারুইপুর থানাতেও দায়ের হয় অভিযোগ।

সোশ্যাল মিডিয়া থেকে প্রেম! বারুইপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক সহ ২
এখনও পর্যন্ত গ্রেফতার ২


মাস দেড়েক আগে এক নাবালরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেখান থেকেই ধীরে ধীরে বাড়ে সম্পর্কের গভীরতা। নম্বপ বিনিময়, ফোনালাপ, তারপরই সোজা প্রেম। পুজোর ঠাকুর দেখার প্ল্যান। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু কে জানত অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বের হওয়াই কাল হবে। প্রেমিক ও তার দুই বন্ধুর হাতে গণধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনা বারুইপুরে। সূত্রের খবর, অষ্টমীর রাতে বারুইপুরে একটি ঠাকুর দেখে বারুইপুর- কামালগাজি বাইপাসে আসে ওই কিশোরী। সেখানেই প্রেমিকের সঙ্গে দেখা। প্রেমিকের সঙ্গে অন্য আরও একটি বাইকে এসেছিল তার আরও দুই বন্ধু। 


সূত্রের খবর, বারুইপুর- শাসন বাইপাস থেকে সোজা বাইকে করে কিশোরীকে নিয়ে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাইপাস লাগোয়া এলাকায় চলে যায় তার প্রেমিক। অভিযোগ সেখানে কোল্ড ড্রিংকসের সঙ্গে উত্তেজনা বর্ধনকারী ট্যাবলেট খাওয়ানো হয়। তারপর সেখান থেকে বেগমপুর কাটাখাল বাইপাস থেকে উত্তর দিকে যাওয়ার রাস্তা ধরে। সেখান থেকে ভেতরের একটি নির্জন গলি রাস্তাতে ঢুকে পড়ে। অভিযোগ সেখানেই কিশোরীকে প্রথমে ধর্ষণ করে তার প্রেমিক। ঘটনার ভিডিয়ো তুলে রাখে তার দুই বন্ধু। পড়ে তা দেখিয়ে শুরু হয় ব্ল্য়াকমেল। তারপর দুই বন্ধুও ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর রাতেই কিশোরীর এক আত্মীয়র বাড়ির কাছে তাকে রেখে চলে যায়। 


 'মন্ত্রীর উস্কানিতে আইন শৃঙ্খলার অবনতি হলে দায় নিতে হবে', সুকান্তর মন্তব্যে পাল্টা তৃণমূল
জবাব চেয়ে শাহরুখকে সমন দিল্লি হাইকোর্টের, সমীরের মামলার মোড় ঘুরল কোন দিকে?
সইফের থেকে ১২ বছরের বড়, সংসার ভাঙতেই কী অবস্থা হয় অমৃতার?
নবমীর সকাল থেকেই অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তখনই আত্মীয়ের বাড়ি থেকে খবর যায় নির্যাতিতার পরিবারের কাছে নবমীর দুপুরে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। বারুইপুর থানাতেও দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। শুরুতেই নাবালক প্রেমিককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই তার আর এক বন্ধুর খোঁজ মেলে। তারপর তাকেও গ্রেফতার। তবে তিন নম্বর বন্ধু এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কিশোরী। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের সদস্যরা। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours