ফিরে এলেন ইরাকে আটকে থাকা নামখানার শ্রমিক
ইরাকে আটকে থাকা নামখানার শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে, এমনটাই জানালেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার
ইরাকে শ্রমিকের কাজ করতে গিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে আটকে পরে বাংলার ১২ জন শ্রমিক। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার ১০ জন। ভিসা শেষ হয়ে গেলেও বাড়ি ফেরার কোন ছাড়পত্র মেলেনি কোম্পানির পক্ষ থেকে। অবশেষে শ্রমিকরা নিরুপায় হয়ে বাড়ি ফেরানোর কাতর আর্জি জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। এরপরই ইরাকে আটকে থাকা শ্রমিক গুলির পরিবারের সাথে মথুরাপুরের সাংসদ বাপি হালদার নামখানায় দেখা করতে আসেন। এমনকি পরিবারের সামনেই আটকে থাকা শ্রমিকদের সঙ্গে মথুরাপুরের সাংসদ বাপি হালদার কথাও বলেন। যত তাড়াতাড়ি সম্ভব তাদের ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন সাংসদ বাপি হালদার।
সেই মতো ইতিমধ্যে মফিজুল মন্ডল নামে একজন শ্রমিক ৫ই অক্টোবর বাড়িতে ফিরে এসেছেন। এবং আগামী ১১ই অক্টোবর শনিবার আরো তিনজন শ্রমিক ফিরে আসার জন্য রওনা দিচ্ছেন বলে জানান সাংসদ বাপি হালদার। এবং তিনি আরো জানান বাকিদেরও কাগজপত্র করে আনতে যেটুকু সময় লাগবে যত শীঘ্রই সম্ভব দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করা হবে। আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার নিজ অফিসে ওই শ্রমিকদের পরিবার-পরিজনদের সাথে কথা বলেন তাদের আশ্বস্ত করেন। সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন করার জন্য সাংসদ বাপি হালদার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়েছেন।
মথুরাপুর থেকে কাকদ্বীপ ডট কম নিউজ টিম


Post A Comment:
0 comments so far,add yours