ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে একটা গোপন কথা শেয়ার করেছেন তামান্না ভাটিয়া। সেই সাক্ষাৎকারেই তাঁর শরীর নিয়ে এক গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী।
'বাথরুমে জলের নীচে দাঁড়িয়ে যখন শরীরে হাত দিই, তখন...' গোপন রহস্য ফাঁস তামান্না ভাটিয়ার
মজা হুসনো কা আঁখো সে লিজিয়ে! হ্যাঁ, ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ গানে নেচে ঝড় তুলেছেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাঁর নাচে কাত সব বয়সেরই পুরুষ মহল। তবে তামান্নার রূপের জাদুতে অন্য কেউ মুগ্ধ হওয়ার অনেক আগেই, তাঁর শরীর প্রেমে আটকে আরেক মন! ভাবছেন তামান্নার প্রেমিক,বিজয় ভার্মার কথা হচ্ছে? আজ্ঞে না, বরং তামান্না নিজেই ফাঁস করলেন, তাঁর গোপন কথা।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে একটা গোপন কথা শেয়ার করেছেন তামান্না ভাটিয়া। সেই সাক্ষাৎকারেই তাঁর শরীর নিয়ে এক গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী।
কনটেন্ট ক্রিয়েটার মাসুমা মিনাওয়ালাকে তামান্না জানান, ”আমি আমার শরীরকে খুব ভালবাসি। আমার সবচেয়ে পছন্দই হল আমার শরীর। সারাদিন কাজ করার পর যখন বাড়িতে ফিরে আসি, পোশাক বদলে ফেলে, প্রথম স্নান করি। স্নান করার সময়ই শাওয়ারের নিচে শরীরের প্রতিটি অংশকে ছুঁয়ে দেখি আমি। তাঁর ধন্যবাদ জানাই প্রতিটি অংশকে। ”
Post A Comment:
0 comments so far,add yours