অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বললেন ‘’নন্দন আমাদের জন্য আবেগ। আমি এতে মর্মাহত যে ‘রাস’ নন্দন-এ দেখানো হচ্ছে না। টিমের সকলেও মর্মাহত। নন্দন শহরের সেরা সিনেমা হল।
‘
বাংলার কিছু ছবি ইদানীং শো পাচ্ছে না নন্দন-এ। অতীতে ‘প্রজাপতি টু’ শো পায়নি। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’-ও দেখানো হয়নি নন্দন-এ। মিঠুন চক্রবর্তী-পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ শো পায়নি নন্দন-এ। মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘আমার বস’ ছবিটাও দর্শক দেখতে পাননি নন্দন-এ। এবার তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস’ ছবিটা শো পেল না নন্দন-এ।
অভিনেত্রী দেবলীনা কুমার বললেন, ‘’’রাস’-এ বাঙালিয়ানাই প্রধান। বাঙালিদের হারিয়ে যাওয়া অনুভূতি-আবেগ নিয়ে এই ছবি। সেই ছবি যখন নন্দন-এ শো পাচ্ছে না শুনলাম, কান্না ধরে রাখতে পারিনি। ছবিটা অন্য হলে পজিটিভ রেসপন্স পেয়েছে। তারপর জানতে পারি, এই ছবি নন্দন-এ দেখানোর যোগ্য নয়। আমাদের ভুলটা কোথায় হল বুঝতে পারিনি। লিড হিসাবে এটাই আমার প্রথম ছবি। সেই ছবি নন্দন-এ শো পেল না, এই কষ্ট-দুঃখ ভাষায় প্রকাশ করতে পারব না। আমার আর টিমের সকলেরই হৃদয় ভেঙে গিয়েছে।’’
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়
বললেন, ‘’নন্দন আমাদের জন্য আবেগ। আমি এতে মর্মাহত যে ‘রাস’ নন্দন-এ দেখানো হচ্ছে না। টিমের সকলেও মর্মাহত। নন্দন শহরের সেরা সিনেমা হল। তাই এর যে কী কষ্ট তা বলে বোঝাতে পারব না। দর্শকদের এটাই বলব, যাঁরা ‘রাস’ নন্দন-এ দেখার জন্য অপেক্ষা করছিলেন, তাঁরা যেন অন্য কোথাও দেখে নেন। তাঁদের কীরকম লাগল, আমাদের জানান।’’ এখন আগামী সপ্তাহে ‘রাস’ নন্দন-এ জায়গা পাবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।
Post A Comment:
0 comments so far,add yours