আজও সকাল থেকে মুখ ভার সুন্দর বনের আকাশে দফায় দফাই চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে কত কয়েক দিন ধরে সুন্দরবনের বিভিন্ন জায়গায় চলছে দফাই দফায় বৃষ্টি
এবং কালো মেঘে ঢেকে রয়েছে গোটা এলাকা। যে সকল এলাকায় দুর্বল নদী বাঁধ রয়েছে আতঙ্কে রয়েছে সেই সকল পাড়ের বাসিন্দারা আজও সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে দফাই দফাই চলছে বৃষ্টি কালো মেঘে ঢেকে রয়েছে এলাকা তবে খাওয়ার দাপট না থাকায় বেনুবনসহ একাধিক
জায়গায় চালু রাখা হয়েছে ফেরি সার্ভিস কচুবেরিয়া ভেসেল ঘাট থেকে প্রত্যেক দিনের মতন আজও চলছে ভেসেল পরিষেবা তবে যদি হওয়ার দাপট দেখা যায় তাহলে বন্ধ করে দেয়া হবে ভেসেল পরিষেবা এখনো পর্যন্ত হাওয়া দাপট না থাকায় যানবাহন থেকে শুরু করে ফ্রি সার্ভিস গুলি চালু রাখা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours