প্রাথমিক রিপোর্টে হৃদরোগকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও, পুলিশ এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে, বিশেষ করে তাঁর সাম্প্রতিক অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে।
শ্মশানে শায়িত শেফালি, প্রয়াত স্ত্রীর কপালে শেষ চুম্বন পরাগের
আচমকাই সব শেষ। একসঙ্গে পথচলা, সংসার, স্বপ্ন, পলকে সবটা মিথ্যে করে দিয়ে চলে যাওয়া না ফেরার দেশে। শেফালি জরিওয়ালা আর নেই। প্রায় মধ্যরাতে সেই খবরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এক পলকে যেন থমকে গিয়েছিল একাধিক জেনারেশন। পর্দায় তাঁর নিত্য উপস্থিতি না থাকলেও তাঁর স্মৃতি সকলের মনে তরতাজা। মাত্র ৪২ বছর বয়সেই সব শেষ। প্রয়াত স্ত্রীকে বুকে আগলে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বামী পরাগ ত্যাগী।
শনিবার ওশিওয়ারা শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে দায়িত্ব নিয়ে শেষকৃত্য সম্পন্ন পরাগ। পাশে ছিলেন অনেকেই। যদিও এই শোক সহ্য করা যায় না। স্ত্রীকে সাজিয়ে আগলে বসেছিলেন তিনি। শেফালিকে চুম্বন করে বিদায় জানান পরাগ। সিঁথির কাছে সেই শেষ চুম্বন হয়ে থেকে গেল। সেখানে উপস্থিত ছিলেন শেফালীর মা-ও, যিনি চোখের জলে ভেঙে পড়েন। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন আরতি সিং, মহিরা শর্মা, পারস ছাবরা, রেশমি দেশাই, শেহনাজ গিল, গায়ক মিকা সিং সহ অনেকেই।
প্রাক্তন প্রেমিককে নিয়ে শেষ পোস্ট শেফালির! কী লিখেছিলেন 'কাঁটা লাগা গার্ল'?
পুরুষদের 'বুবস' কেন বাড়ে? 'মেল বুবস' কী ভাবে নিয়ন্ত্রণ করবেন?
'দেখতে সুন্দর, কিন্তু মনটা...', ঐশ্বর্যকে নিয়ে একী বলে ফেললেন অমিতাভ?
প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। নায়িকা হঠাৎ অসুস্থ বোধ করলে পরাগ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে হৃদরোগকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও, পুলিশ এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে, বিশেষ করে তাঁর সাম্প্রতিক অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে।
২০০২ সালের আইকনিক মিউজিক ভিডিও “কাঁটা লাগা” দিয়ে শেফালি জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি সলমন খান ও অক্ষয় কুমারের সঙ্গে “মুঝসে শাদি করোগি” ছবিতে অভিনয় করেন। বিগ বস ১৩-তে অংশগ্রহণের সময় তাঁর সাবেক প্রেমিক, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও আলোচনায় আসেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিনোদন দুনিয়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Post A Comment:
0 comments so far,add yours