কাজল খানিকটা সুস্থ হতেই তিনি ফিরেছিলেন শুটিং সেটে। তারপর ছবির কাজ শেষ হয়। অন্তঃসত্ত্বা হয়ে ছবির কাজ করেছেন অনেকেই। আলিয়া ভাট করেছিলেন রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির শুট, মাধুরী দীক্ষিত করেছিলেন দেবদাস ছবির শুট।
শাহরুখের সঙ্গে এই কাজ করতে গিয়ে সন্তান নষ্ট, কাজলকে সপাটে চড় অজয়ের
কাজল, বলিউডের অন্যতন জনপ্রিয় স্টার। একের পর এক হিট ছবি যাঁর দখলে, তাঁর ব্যক্তিজীবন কম ঝড় যায়নি। প্রেম করে বিয়ে করেন অজয় দেবগণকে। প্রথম প্রথম ছিল বন্ধুত্বের সম্পর্ক। সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলে তখন কাজল পৌঁছে যেতেন অজয় দেবগণের কাছে। এভাবেই বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। তারপর মন দেওয়া নেওয়ার পালা। একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কাজল। প্রাথমিকভাবে বিয়েতে কাজলের পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে সবটা পাল্টে গিয়েছিল। কারণ একটাই কাজল জানিয়ে দিয়েছিলেন তিনি অজয় দেবগণ ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। এরপর সংসার পাতার পালা। কিছুদিনের মধ্যে কাজল ও অজয় দেবগণ বিয়ে করেন। কিন্তু কী এমন ঘটে জুটির সংসারে?
কাজল তখন অন্তঃসত্ত্বা। কয়েকমাস মাত্র হয়েছে। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন কাভি খুশি কাভি গম ছবির শুটিং-এ। সেখানেই হঠাৎ দেখা যায় কাজলকে অসুস্থ হয়ে পড়তে। তখন বোলে চুড়িয়া গানে নাচছিলেন তিনি। সেই মুহূর্তেই ঘটে অঘটন। হঠাৎই জানা যায় কাজলের সন্তান নষ্ট হয়েছে। খবর পেয়ে সেটে ছুটে এসেছিলেন বলিউড সিংঘম। সহ্য করতে পারেননি এই যন্ত্রণা। সকলের সামনেই মেজাজ হারিয়ে কাজলকে সপাটে একটা চড় মেরে বসেন তিনি। যদিও পরবর্তীতে সবটা স্বাভাবিক হয়ে যায়। তবুও অজয় দেবগণ এই ধাক্কা সহ্য করতে পারেননি।
এরপর কিছুদিনের বিরতি। কাজল খানিকটা সুস্থ হতেই তিনি ফিরেছিলেন শুটিং সেটে। তারপর ছবির কাজ শেষ হয়। অন্তঃসত্ত্বা হয়ে ছবির কাজ করেছেন অনেকেই। আলিয়া ভাট করেছিলেন রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির শুট, মাধুরী দীক্ষিত করেছিলেন দেবদাস ছবির শুট। তেমনই কাজলও শুটে ব্যস্ত ছিলেন, তবে হঠাৎই ঘটে যায় এই ঘটনা।
Post A Comment:
0 comments so far,add yours