সোশ্যাল মিডিয়ায় কিং খানের কলকাতায় পা রাখার ছবি থেকে ভিডিয়ো ভাইরাল হয়। কলকাতার বুকে যখন টানটান উত্তেজনা, মাঠে বাইশ গজে ছক্কা হাঁকাচ্ছেন ক্রিকেটাররা, তারই ফাঁকে ফাঁকে শাহরুখের দিকেও চলে যাচ্ছিল লেন্স।


ঠোঁটে জ্বলন্ত সিগারেট, ভরা মাঠে এ কী করলেন কিং খান? ট্রোলের বন্যা


মাঠ আর বিতর্ক, একসঙ্গে যেন মাঝে মধ্যেই ফিরে ফিরে আসে শাহরুখ খানের জীবনে। আবার কলকাতা নাইট রাইডারের প্রথম ম্যাচেই কটাক্ষে শাহরুখ খান। IPL-এর প্রথম ম্যাচেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন কিং খান। কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। কলকাতাও শাহরুখ খানকে ভীষণ ভালবাসে। আর আইপিএলের প্রথম কলকাতা নাইট রাইডারের ম্যাচ ছিল শনিবার অর্থাৎ ২৩ মার্চ ইডেনগার্ডেনে। আগে থেকেই জানা ছিল এদিন টিম কর্তা শাহরুখ খান কলকাতার মাঠে উপস্থিত থাকবেন। সেই অনুযায়ী বিমানবন্দরে পাপারাৎজিদের ভিড়ও জমে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় কিং খানের কলকাতায় পা রাখার ছবি থেকে ভিডিয়ো ভাইরাল হয়। কলকাতার বুকে যখন টানটান উত্তেজনা, মাঠে বাইশ গজে ছক্কা হাঁকাচ্ছেন ক্রিকেটাররা, তারই ফাঁকে ফাঁকে শাহরুখের দিকেও চলে যাচ্ছিল লেন্স।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours