প্রতিশ্রুতি মত আমরা এই হুগলি নদীর মোহনার চরে বসবাসকারী অন্তেবাসী বিরাশিটি যন্ত্র চালিত ছোট নৌকার জেলে পরিবার গুলোকে আমাদের প্রকল্পের আওতায় আনার কাজ শেষ করেছি।
এনাদের এক মাসের ডীজেল খরচের সিকিভাগ "রসেবসে ইনিশিয়েটিভ" বহন করছে। প্রায় দুইমাস বরফ খরচের প্রায় সিকিভাগ বহন করছে "পারওয়াজ"। আগেই ৫০টা নৌকার জন্য
বিনামূল্যে জালের ব্যাবস্থা করেছিল "কৃষ্টি"। এখন অবশিষ্টাংশ নৌকার জালের জন্য হাত বাড়িয়ে দিয়েছে "তুহিনা" । Abhijit Sankalan Prantik Tuhina এরাই এ কাজের হোতা।
এই মানুষ গুলোর জন্য যারা এতগুলো টাকা এদের হাতে তুলে দিয়েছেন তাদের কাছে শুধু ধন্যবাদ জানিয়ে দায় এড়ানো যায় না জানি 🙏।
হ্যাঁ এ কাজে এদের নাম না নিলেই নয় Anibas ("কৃষ্ণ") Chandan । সুস্থ থাকুন সবাই । অনেক অনেক ভালো কিছু করার আছে ।
© SATINATH PATRA
Post A Comment:
0 comments so far,add yours