নয়া দিল্লি ও হাওড়া থেকে চলাচলকারী বেশকিছু স্পেশাল ট্রেনের সময়সূচি বদল করা হলো ভারতীয় রেল। ওই নতুন সময়সূচি লাগু হবে আগামী ১১ জুলাই থেকে।
নয়া দিল্লি থেকে হাওড়া ভায়া পাটনা ও ভায়া ধানবাদ স্পেশাল ট্রেনের সংখ্যা কম করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
** হাওড়া থেকে হাওড়া স্পেশাল ভায়া পাটনা স্পেশাল ট্রেন(০২৩০৩) চলবে একমাত্র শনিবার। নতুন সময়সূচি লাগু হবে ১১ জুলাই থেকে।
** দিল্লি থেকে নয়াদিল্লি-হাওডা় স্পেশাল(০২৩০৪) ভায়া পাটনা স্পেশাল ট্রেন চলবে একমাত্র শনিবার। নতুন সময়সূচি লাগু হবে ১২ জুলাই থেকে।
** হাওড়া থেকে হাওড়া-নয়াদিল্লি স্পেশাল(২০৩৮১) ভায়া ধানবাদ চলবে একামাত্র বৃহস্পতিবার। নতুন সময়সূচি লাগু হবে ১৬ জুলাই থেকে।
** নয়া দিল্লি থেকে নয়া দিল্লি-হাওড়া স্পেশাল(০২৩৮২) ভায়া ধানবাদ চলবে একমাত্র শুক্রবার। নতুন সময়সূচি লাগু হবে ১৭ জুলাই থেকে।
উল্লেখ্য, জুন মাসেই রেল বোর্ড ঘোষণা করে দেয়, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মেইল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত সব বুকিং বাতিল করে দেয় রেল। সেই টাকার পুরোটাই ফেরত দেওয়ার কথা ঘোষণা করে রেলবোর্ড।
Post A Comment:
0 comments so far,add yours