দিল্লির বিস্ফোরণের ঘটনায়। জোর পড়েছে সুন্দরবনে। বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং রাতভর।
সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পক্ষ থেকে। গতকাল বিস্ফোরণের পর থেকে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে। মঙ্গলবার দিনেও নামখানা টোল ট্যাক্সের কাছে এবং বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেন। এর পাশাপাশি জলপথেও নাকা চেকিং শুরু করেছেন । পুলিশ সূত্রে জানা গেছে দিল্লির বিস্ফোরণের কারণে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশে নামখানা ও ফ্রেজারগঞ্জে বিভিন্ন জায়গায় এবং জল পথে ও নাকা চেকিং শুরু করা হয়েছে।
ফ্রেজারগঞ্জ কোস্টাল পুলিশ মূলত এই বিস্ফোরণের উপর সীমান্তবর্তী এলাকায় কোন কিছু দুর্ঘটনা না ঘটে কিংবা এই বিষপানের উপর কোন জেহাদি জলের পথ দিয়ে কিংবা স্থলপথে থেকে দিয়ে সীমান্তবর্তী এলাকায় প্রবেশ না করতে পারে। সেদিকে করা নজরদারি শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours