সেভ ড্রাইভ সেভ লাইফ এর এবোনেস্ট প্রোগ্রাম করলেন বকখালি ট্রাফিক এর পক্ষ থেকে
আজ বুধবার বকখালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নামখানা ব্লকের বিভিন্ন স্কুলে সচেতনতা বার্তা সিভিল আয়োজন করেছিলেন। আজ নামখানা ব্লকেরফ্রেজারগঞ্জ কৃষ্ণ প্রসাদ হাই স্কুলে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল এর পাশাপাশি
নামখানা ব্লকের দ্বীরিক নগর হাই স্কুলে আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপদ সরকার এবং এই পাশাপাশি উপস্থিত ছিলেন বকখালি ট্রাফিক সাজানে ওসি স্টাফ আহমেদ এবং তার পুলিশ প্রশাসন নামখানা বিভিন্ন স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচি পালন করা হয়েছিল ।এর পাশাপাশি দশ মাইল হাই স্কুলে কাজ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে রুশো করা হয়েছিল এর পাশাপাশি ক্লাস রুমে গিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফে বিভিন্ন আকারে সতেচেতা করা হয়
Post A Comment:
0 comments so far,add yours