নামখানা থানার পক্ষ থেকে সাইবার সচেতনতা শিবির 

দিন দিন বাড়ছে সাইবার প্রতারণার ফাঁদ। এবং এই প্রতারণার জালে বহু সাধারণ মানুষ জড়িয়েছে। তবে কিছু বছর ধরে সুন্দরবন পুলিশ জেলা ক্রমশ কাজ করে যাচ্ছে এই সাইবার প্রতারণা রোধের জন্য। বহু মানুষের টাকাও ফিরিয়ে দিয়েছে সুন্দরবন পুলিশ জেলা। কিন্তু এবার সাইবার প্রতারণা রুখতে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ, পৌঁছে যাওয়া হচ্ছে সাধারণ মানুষদের কাছে, কি কি ভাবে এই প্রতারকরা ফাঁদ পাতছে এবং কি ভাবে টা বুঝতে পারবে সেই ব্যাপারে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে।


 ঠিক সেই ভাবেই আজ অর্থাৎ বৃহস্পতিবার নামখানা থানার পক্ষ থেকে সাতমাইল বাজারে একটি সাইবার সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে নামখানা থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার বলেন, গত তিনদিন আগে একটা অভিযোগ এসেছিল, অভিযোগে জানানো হয়েছিলো "করোনা সময়কালীন আপনি যে লোনটি পাননি সেটা এখন দেওয়া হবে, আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলস পাঠান। না বুঝে ওই ব্যক্তি ব্যাংক ডিটেলসটা পাঠিয়ে দিয়েছিল এবং এরপরেই বলেছিলেন একটা OTP যাবে আপনার কাছে ভুল বসত ওই মহিলাটি OTP টাও পাঠিয়ে দেন সেই কারণে উনার সঙ্গে ফ্রড হয়। শুধু মাত্র পুলিশ নয় সাধারণ মানুষ চাইলে এই ফ্রড শুরুতেই শেষ হয়ে যেতে পারে, এই কারণেই আজকের নামখানা থানার পক্ষ থেকে সাইবার সচেতনতা শিবির আয়োজন করা হয় নামখানা সাতমাইল বাজারে। এর পাশাপাশি নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আরও জানান এ বিষয়ে থানাতে প্রায় তিন হাজারের মতো কেস হয়েছে। সেই কারণে নামখানা থানা পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।


স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours