জেঠির গায়ে ধাক্কা খেয়ে রায়দিঘিতে ডুবল মৎস্যজীবীর ট্রলার,প্রাণে বাঁচলো মাঝি।
দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে ভোর তিনটে নাগাদ মনি নদীতে ডুবে গেল একটি মৎস্য জীবি ট্রলার। মা অন্নপূর্ণা নামে এই ট্রলারটি ইলিশ ধরা জাল, বরফ, ও ৪০০০ লিটার ডিজেল তেল নিয়ে তৈরি ছিল বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে।
ট্রলারটি এসে যখন রায়দিঘি জেঠি তে নঙ্গর করছিল, ঠিক সেই সময়ে সিমেন্টের জেটি থেকে বেরিয়ে থাকা দুটি মোটা লোহার রড ট্রলারের পাতাটুনি ঢুকে গিয়ে এক সাইট ফেঁসে যায়। সঙ্গে সঙ্গে ট্রলারের মধ্যে জল ডুবতে থাকে। রাত তিনটে নাগাদ মনি নদীর তীরের কাছাকাছি রায়দিঘী জেঠির পাশে ডুবে গেল ট্রলারটি। ক্ষতির পরিমাণ প্রায় 15 লক্ষাধিক টাকার বেশি।
Post A Comment:
0 comments so far,add yours