কাকদ্বীপে জমি থেকে জল ছেচার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির
টানা দুর্যোগের জেরে বীজতলায় জমি থেকে পাম্প দিয়ে জল ছেচার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপের নারায়ণপুর দ্বিতীয় ঘেরিতে। মৃত প্রণব মাইতি বয়স ৫৪। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায় কয়েক দিনের টানা বৃষ্টিতে বীজতলায় জমি জলে ডুবে যায়।
এবং বীজতলায় পচন শুরু হওয়ায় আজ সকালে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাম্প দিয়ে জল সেচ করতে গিয়েছিলেন প্রণব। সেইসময় বিদ্যুৎস্পৃষ্ট হন প্রণব। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours