বেহাল রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনের পর মেরামতি আশ্বাস প্রশাসনের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের জলেশ্বর মন্দির থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে


সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে। অভিযোগ রাস্তা বেহাল থাকায় কোন অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীরা যেতে পারে না এই রাস্তা দিয়ে যার ফলে সমস্যায় পড়তে হয় এই সকল এলাকাবাসীদেরকে বারংবার মেরামতির কথা প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীদের। তারা রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হন।


 এই রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস কটাক্ষ করেন শাসক দলকে। তবে শাসক দলের তরফ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয়ের নজরে এসেছে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জি বি ডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। তবে কবে সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours