এ কেমন মা! মায়ের ব্যাগ থেকে সামান্য 10 টাকা চুরি করার শাস্তি 5 বছরে শিশুকন্যা ও 9 বছরের নাবালক পুত্র সন্তানকে গায়ে গরম খুন্তির ছ্যাঁকা!
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো গ্রাম জুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগরের নটেন্দ্রপুর গ্রামে, প্রতিবেশীদের অভিযোগ বাবা শিব শংকর সিট রয়েছেন ফিসিং ট্রলারে, এদিকে দুই সন্তান নিয়ে মা থাকেন নিজের বাড়িতে, গত পরশু বছর নয়ের নাবালক পুত্র সন্তান অভিজিত শিট মা হৈমন্তী শীটের ব্যাগ থেকে 10 টাকা নিয়ে স্কুল চলে যায়, স্কুল থেকে ফেরার পরে মা হৈমন্তী শীট প্রথমত ঘরের দরজা বন্ধ করেন, পরে গ্যাস ওভেনে খুন্তি গরম করে নিজের নাবালক ছেলে ও নাবালিকা মেয়ের দেহে একের পর এক ছ্যাঁকা দিয়ে শরীরের একাধিক জায়গা পুড়িয়ে ঘরের মধ্যে তালা বন্দি করে রেখে দেন।
আজ শুক্রবার সকালে প্রতিবেশীরাই নাবালক অভিজিৎ শিট ও বছর পাঁচেকের নাবালিকা কন্যা মিষ্টি শিটকে তারই ঘরের মধ্য থেকেই উদ্ধার করেন, খবর ছড়িয়ে পড়তেই রিতিমত ভিড় জমতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা, পরে স্থানীয়রাই খবর দেন সাগর কোস্টাল থানায়, খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা হৈমন্তী সিট সহ দুই সন্তান কে নিয়ে যাওয়ার পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছেন।


Post A Comment:
0 comments so far,add yours