অভিষেক বচ্চনের জীবনে তখন ঐশ্বর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন। এমনই সময় প্রকাশ্যে হাজির অভিষেকের এই গোপন স্ত্রী।

ঐশ্বর্যকে না জানিয়ে গোপনে জাহ্নবী কাপুরকে বিয়ে অভিষেকের! পুলিশে অভিযোগ দায়ের


বেশ কয়েকমাস ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। একে অন্যের থেকে এবার বিচ্ছেদই নাকি চাইছেন তাঁরা। আর সেই খবরের জেরে তোলপান সিনেপাড়া। যদিও তাঁরা এই প্রসঙ্গে মুখ খোলেননি। কখনই কাউকে জানতে দেননি ঠিক সমস্যা কোথায়। বা আদপে তাঁরা এই ধরনের কোনও সিদ্ধান্ত নিচ্ছেন কি না। তবে তাঁদের সম্পর্কের মাঝে ঝড় এই প্রথম নয়। বিয়ের আগে হোক কিংবা পড়ে, বার বার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এই জুটিকে। অভিষেকের জীবনে এসেছিলেন নাকি জাহ্নবী কাপুর। গোপনে নাকি বেড়েছিল সম্পর্ক। তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন।


এখানেই শেষ নয়, শোনা যায় বিয়েও নাকি করেছিলেন তাঁরা। কী ভাবছেন? অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের কথা হচ্ছে? একেবারেই না। তিনি মডেল জাহ্নবী কাপুর। অভিষেক নাকি তাঁকে গোপনে বিয়ে করেছিলেন, এমনটাই দাবি করে বসেন মডেল জাহ্নবী কাপুর। অভিষেক বচ্চনের জীবনে তখন ঐশ্বর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন। এমনই সময় প্রকাশ্যে হাজির অভিষেকের এই গোপন স্ত্রী।

না, ঘটনার সত্যতা নিয়ে কোনওদিন মুখ খুলেননি অভিষেক বচ্চন। তবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল জাহ্নবী, তা খবরের শিরোনামে উঠে আসে। যদিও তিনি তা চাপা থাকেনি। পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই খবর। যা নিয়ে রীতিমত সমস্যায় পড়তে হয়েছিল জাহ্নবী কাপুরকে। থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। যদিও পরবর্তীতে পেয়েছিলেন জামিন। তবে মুচলেকা জমা দিতে হয়েছিল তাঁকে, যে পরবর্তীতে তিনি এমন কোনও পদক্ষেপ নেবেন না। যা নিয়ে রীতিমত ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়, তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি অভিষেকের জীবনে এই ঝড়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours