পুরোহিত-সহ ২২ জনের শরীরে মারণ করোনার থাবা। জন্মাষ্টমীর দিন থেকেই বন্ধ হয়ে গেল বৃন্দাবনের ইসকন মন্দির।
*পুরোহিত-সহ ২২ জোনের শরীরে মারণ করোনার থাবা।  জন্মাষ্টমীর দিন থেকে বন্ধ হয়ে গেল বৃন্দাবনের ইসকন মন্দির।
*মঙ্গলবার জন্মাষ্টমী হলেও ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) তিথি অনুযায়ী বুধবার  জন্মাষ্টমী উৎসব পালন করছে তারা।
*সম্প্রতি মন্দিরের আবাসিকদের দু'জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপরই বৃন্দাবনের স্বাস্থ্য আধিকারিকেরা ইসকনের ১৬৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠায় পরীক্ষার জন্য। সেখানেই পুরোহিত-সহ ২২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
*এরপরেই মঙ্গলবার থেকে মন্দিরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে অনলাইনে পুজো, আরতি দেখতে পাবেন ভক্তেরা।

*প্রসঙ্গত, ৪ জুলাই ইসকনের অন্যতম প্রধান স্বামী ভক্তিচারু করোনা আক্রান্ত হয়ে ফ্লোরিডায় মারা যান। যাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। 
সূত্রের খবর, বাংলার সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বৃন্দাবনের কয়েকজন। ১০-১৫ দিন আগেই তাঁরা বৃন্দাবনে ফিরেছেন। সূত্রের খবর, যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যেই ২ জন করোনা আক্রান্ত হন। 
*এর আগে ঢাকার ইসকন মন্দিরে পুরোহিত-সহ ৩৬ জন করেনায় আক্রান্ত হওয়ায় বন্ধ রাখা হয় মন্দির। এবার জন্মাষ্টমীর দিনই মারণ ভাইরাসের থাবা বৃন্দাবনের ইসকন মন্দিরে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours