১১ আগস্ট পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজার ৩৯০
#‌কলকাতা:‌ফের রাজ্যে অগাস্ট মাসের লকডাউনের দিন বদল করল রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হল নতুন লকডাউনের দিন। ক্রমে করোনা সংক্রমণের পরিমাণ বাড়তে থাকায়, সংক্রমণের চেন ভাঙতেই প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী সেই লকডাউনের দিনের তালিকা ঘোষণা করলেও পরে সেটি একাধিকবার বদল করা হয়। বুধবার ফের লকডাউনের দিন বদল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার ঘোষিত লকডাউনের দিন লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
এর আগে ২০, ২১, ২৭, ২৮, ৩১ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হওয়ার কথা ছিল। কিন্তু সেই তালিকার থেকে ২৮ তারিখের দিনটিকে বাদ দিল রাজ্য সরকার। অর্থাৎ ২৮ অগাস্ট, শুক্রবার লকডাউনের ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হল। এর ফলে ২০, ২১, ২৭, ৩১ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। লকডাউনের তালিকা থেকে একটা দিন বাদ পড়ল বা কমিয়ে নেওয়া হল। ঠিক কী কারণে ওই দিন লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সেটা এখনও স্পষ্ট নয়। তবে বাকি দিনগুলিতে যেমন কড়া হাতে প্রশাসন লকডাউন আরোপ করছিল, তেমনই করবে। সেক্ষেত্রে বাকি চারটি দিনে রাজ্যজুড়ে কড়া লকডাউন জারি থাকবে, তৎপর থাকবে প্রশাসন। করোনা সংক্রমণের ‘‌চেন ব্রেক’ তত্ত্ব মেনেই এভাবে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সে কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গত ১১ আগস্ট পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজার ৩৯০। এর মধ্যে ৭৩ হাজার মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে ২১৪৯ জনের। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯৩১ জন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours