২৬.৫.২০২০ তারিখ সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় সোনারপুরের লিভার ফাউন্ডেশন গোবর্ধনপুর কোস্টাল থানার অধীনে সীতারামপুর জি প্লট মিলন বিদ্যানিকেতন এবং কাকদ্বীপ থানার অধীনে নারায়ণপুর লক্ষ্মীনারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি কিচেন শুরু করে। ৩০ দিনের কর্মসূচিতে দৈনিক ১০০০ দরিদ্র / আম্ফান আক্রান্ত ব্যক্তিদের উভয় কমিউনিটি কিচেনের কাছ থেকে রান্না করা খাবার পরিবেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী  শ্রী মন্টুরাম পাখিরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডঃ অভিজিৎ চৌধুরী, সচিব ও প্রতিষ্ঠাতা, লিভার ফাউন্ডেশন, ডাঃ সুজয় ঘোষ, কলকাতার এসএসকেএম হাসপাতালের সহকারী অধ্যাপক ও লিভার ফাউন্ডেশনের পরিচালক ডাঃ পার্থ সারথি মুখার্জি, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শ্রী রাকেশ সিং, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) শ্রী সন্তোষ কুমার মন্ডল, এসডিপিও, কাকদ্বীপ শ্রী অনিল কুমার রায়, এসডিও কাকদ্বীপ, শ্রী সৌভিক চ্যাটার্জী,  বিডিও, নামখানা, বিশিষ্ট অভিনেতা শ্রীদেবশঙ্কর হালদার, কাকদ্বীপ থানার আইসি শ্রী সুদীপ সিং, সিআই, কাকদ্বীপ শ্রী শুভব্রত ঘোষ, নারায়ণপুরে অংশ নিয়েছিলেন। এসডিপিও, কাকদ্বীপ, গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক শ্রী বরুন শেঠ, এবং সমস্ত লিভার ফাউন্ডেশনের ডাক্তার এবং গণ্যমান্য ব্যক্তিরা জিপ্লটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সুন্দরবন জেলা পুলিশ সমর্থিত লিভার ফাউন্ডেশন, সোনারপুরের এই পদক্ষেপের সমস্ত ক্যাটগরির লোকেরা অত্যন্ত প্রশংসা করেছেন।

26.5.20 Liver Foundation of Sonarpur in Association with Sundarban Police District started community kichen at Narayanpur Laxminarayan Madhyamik Vidyalaya under Kakdwip PS and  Sitarampur G plot Milan Vidyaniketan under Gobardhanpur Coastal PS. In the 30 day's programme daily 1000 poor/ Amphan affected people will be served  crooked food from both the community kichen.  Today in the inaugural programme  Sri Manturam Pakhira,  MOS, Sundarban affairs, Sri Vaibhav Tiwari, IPS, SP, Sundarban PD, eminent doctor and social worker Dr Abhijit chowdhury,  Secretary and founder,  Liver Foundation,  Dr Sujay Ghosh,  Astt Professor of SSKM Hospital,  Kolkata,  Partha Sarathi Mukherjee, Director,  Liver Foundation, Sri Rakesh Singh,Addl SP, HQ, Sundarban PD,  Sri Santosh Kr Mondal,  Addl SP, Zonal, Sundarban PD,  Sri Anil Kumar Roy,  SDPO, Kakdwip, Sri Souvik Chatterjee,  SDO, Kakdwip,  BDO, Namkhana, eminent actor  Sri Debshankar Halder, Sudip Singh,  IC, Kakdwip PS,  Sri Subhabrata Ghosh,  CI, Kakdwip attended at Narayanpur.SDPO, Kakdwip, Sri Barun Seth,  OC, Gobardhanpur Coastal PS and all the said doctors and dignitaries of Liver Foundation attended the inaugural programme at Gplot. People of all catagory highly appreciated this steps of Liver Foundation,  Sonarpur supported by Sundarban District Police.
........................................................................




আজ থেকে শুরু হলো নামখানায় কমিউনিটি কিচেন by : Liver Foundation
কাকদ্বীপ থানা ও সুন্দরবন জেলা পুলিশের সহযোগিতায় আজ থেকে নামখানা নারায়ণপুর লক্ষীনারায়ন মাধ্যমিক বিদ্যাপীঠ (হাইস্কুল) -এ । প্রত্যহ প্রায় ১০০০ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা থাকছে। 
উক্ত উদ্যোগের শুভারম্ভে উপস্থিত ছিলেন :
Mr. Vaibhab Tiwari - S.P.
Mr. Santosh Mondal - Add. S.P.
Mr. Rakesh Singh - Add. S.P. Head Quarter
Mr. Souvik Chattapadhhayay - S.D.O
Mr. Anil kumar Roy - S.D.P.O. Kakdwip
Mr. Rajib Anand - B.D.O Namkhana
Mr. Sudip Singh - I.C.
Dr. Abhijit Chowdhry - Secretary of W.B. liver Foundation
Dr. Partha Mukharjee - Director of W.B. liver Foundation
Dr. Sujoy Ghosh - liver Foundation
Mr. Debprasad Halder (Famous theater artist in Bengal)

🎦| Video Link | 🎦


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours