শুক্রবার (১০ অক্টোবর) ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি। সোজা পৌঁছে যায় নাগেরবাজারে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সেখানে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ইডি আধিকারিক ও সিআপরপিএফ-কে।
সুজিত বসুর অফিসে হাজির ED, পুরনিয়োগ দুর্নীতিতে ১০ জায়গায় একসঙ্গে চলছে তল্লাশি
সুজিত বসুর অফিস।
কলকাতা: দুর্গাপুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সাতসকালে শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাহিনীর হানা। সুজিত বসুর অফিসে হাজির ইডি। শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে অভিযান ইডি আধিকারিকদের। ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন। সুজিত বসুর অফিসেও তল্লাশি চলছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছে বলে খবর।
দিল্লি-কলকাতা হাইওয়েতে ৪ দিন ধরে জ্যাম, পচছে মাছ, বিস্কুট খেয়ে টিকে রয়েছেন ট্রাক চালকরা
আজ সকালেই দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হাজির হয় ইডি। এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি সুজিতের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তাঁর মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল।
দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি চলছে। পুরনিয়োগ দুর্নীতিতে শহরের মোট ১০ জায়গায় তল্লাশি চলছে।
আজ, শুক্রবার (১০ অক্টোবর) ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি। প্রথমেই সোজা পৌঁছে যায় নাগেরবাজারে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সেখানে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ইডি আধিকারিক ও সিআপরপিএফ-কে। মূল দরজায় ধাক্কা দিলেও, ভিতর থেকে কোন সাড়া মিলছিল না। পরে দরজা খোলায় ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা বাড়ির ভিতর প্রবেশ করেন।
জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দের বাড়িতে অভিযান চালায় ইডি। সূত্রের খবর, এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী দীপক দে। একটি বেসরকারি স্কুলের মালিক তিনি। এছাড়াও প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসা রয়েছে। দীপক দে তৃণমূল ঘনিষ্ঠ বলেই খবর। তৃণমূলের ছত্রছায়াতেই অল্প সময়ে তাঁর বিপুল সম্পত্তি বেড়েছে বলে খবর।
জানা গিয়েছে, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তেই ইডির অভিযান। বাড়ির ভিতরে তল্লাশি চলছে। চলছে জিজ্ঞাসাবাদও। প্রাথমিক সূত্রে খবর, বাড়িতেই সম্ভবত দীপক দে রয়েছেন। তাঁর মা, দুই সন্তানকে নিয়ে থাকেন। এ দিন ইডি আধিকারিকদের দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দীপক দে-র ছেলে এসে দরজা খোলেন। এরপর ভিতরে যায় ইডি। এখনও জিজ্ঞাসাবাদ, অভিযান চলছে।
অন্যদিকে, নিউ আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনেও চলছে ইডি তল্লাশি। বিশাল পাতোড়িয়া নামের এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। জানা গিয়েছে, বিশাল স্টক ব্রোকারের কাজও করেন। সূত্রের খবর, ব্যাঙ্কিং প্রতারণার অভিযোগে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা। ইডির একটা টিম শরৎ বোস রোডে রয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours