নামখানার রাধানগরে ধরা পড়ল বাঘরোল(ফিশিং ক্যাট)। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বাঘরোলটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। 


বর্তমানে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বনদফতরের কর্মীরা। 

বাঘরোল পশ্চিমবঙ্গের রাজ্য-প্রাণী। বাঘরোল ভারতীয় বন্যপ্রাণ (সংরক্ষণ) সংশোধন আইন, ২০২২-এর তফসিল ১-এর তালিকাভুক্ত। ফলে বাঘরোল সংরক্ষণ করা খুবই জরুরি।

জানা গিয়েছে স্থানীয় সেখ আবিদ এর মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মত একটি প্রাণী। ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা।
খাঁচাতেই ধরা পড়ে বাঘরোলটি, তারপর খবর দেওয়া হয় বকখালি বনদপ্তরে।  বনদপ্তর এর কর্মীরা এসে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের  বকখালি রেঞ্জের রেঞ্জ অফিসার তন্ময় চ্যাটার্জি জানান  যে   বাঘরোলটিকে স্বাস্থ্য পরীক্ষার পরে, বকখালি রিজার্ভ  ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours