গ্রামবাসীদের অভিযোগ, বেশিরভাগ ছুটির দিনগুলিতেই স্কুলে যান ওই স্কুলের প্রধান শিক্ষক ও এক সহ শিক্ষিকা। সন্ধ্যে নাগাদ তাঁরা বাড়ি ফেরেন বলেও দাবি গ্রামবাসীদের। সরকারি ছুটির দিনেই ফের এমনই ঘটনা। স্কুল ছুটি, তবুও এদিন দুপুর নাগাদ স্কুলে যান প্রধান শিক্ষক ও সহ শিক্ষিকা।
ছুটির দুপুরে বন্ধ স্কুলে কেন হাজির দুই শিক্ষক-শিক্ষিকা, চলল গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ
শিক্ষক-শিক্ষিকাকে স্কুলের তালাবন্ধ করে বিক্ষোভে গ্রামের মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধার করে বাড়ি পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার পাটনা বাহাদুর নগর নিম্ন বুনিয়াদি স্কুলের ঘটনা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, বেশিরভাগ ছুটির দিনগুলিতেই স্কুলে যান ওই স্কুলের প্রধান শিক্ষক ও এক সহ শিক্ষিকা। সন্ধ্যে নাগাদ তাঁরা বাড়ি ফেরেন বলেও দাবি গ্রামবাসীদের। সরকারি ছুটির দিনেই ফের এমনই ঘটনা। স্কুল ছুটি, তবুও এদিন দুপুর নাগাদ স্কুলে যান প্রধান শিক্ষক ও সহ শিক্ষিকা। ছুটির দিনেও শিক্ষিকাকে দেখতে পেয়ে এলাকার মানুষজনের সন্দেহ হয়। সন্দেহের বসে শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।


Post A Comment:
0 comments so far,add yours