ফ্রেজারগঞ্জ সনাতনী ঐক্য সমিতির উদ্যোগে সনাতনী হুঙ্কার যাত্রা
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকে ফ্রেজারগঞ্জ এলাকায় ফ্রেজারগঞ্জ সনাতনী ঐক্য সমিতির ডাকে সনাতনী হুঙ্কার যাত্রা। মূলত তাদের দাবি গুলি ছিল বাংলা ও বহিঃ বিশ্বে সদ্য ঘটিত কাশ্মীর গণহত্যা সহ মুর্শিদাবাদ গণহত্যা, বারুইপুর মন্দির ভাঙচুর, মালদা মোথাবাড়ি কান্ড, লাগাতার জিহাদী মৌলবাদী সন্ত্রাস,
হিন্দু নির্যাতন, হিন্দু গণহত্যা, হিন্দু গণধর্ষণ, মঠ মন্দির ভাঙচুর , হিন্দু সম্পত্তি লুট, ঘরবাড়ি দোকানপাটে অগ্নিসংযোগ, হিন্দু বিতরণ ইত্যাদি। এদিন এই মিছিল শুরু হয় ফেজারগঞ্জ থেকে বিকেল ৪টে নাগাদ এবং শেষ হয় নামখানা দশমাইল বাজারে। এই মিছিলে প্রায় কয়েক হাজার সনাতনী ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours