সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একজনের কাটা মুণ্ড রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। অন্যজনের দেহ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ভিতর থেকে বেরিয়ে রয়েছে।
থ্যাঁতলানো কাটা মুণ্ড পড়ে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে নাড়িভুড়ি, রাত পার্টি শেষে ৬ জনের এমন বীভৎস পরিণতি স্বপ্নেও ভাবা যায় না!
দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি।
রাতের পার্টি রূপ নিল ভয়ঙ্কর। রাস্তায় একদিকে ছড়িয়ে কাটা মুণ্ড, অন্যদিকে পড়ে রয়েছে কাটা দেহাংশ। ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের দেহরাদুনে। ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ছয় জনের। সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে যায় দুইজনের দেহ। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটিও।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাইওয়ের উপরে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। সেই সময় সজোরে এসে পিছনে ধাক্কা মারে ইনোভা গাড়িটি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে গাড়ির ছাদ উড়ে যায়, দুমড়ে মুচড়ে যায় সামনে ও পিছনের অংশটি। ট্রাকটির পিছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একজনের কাটা মুণ্ড রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। অন্যজনের দেহ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ভিতর থেকে বেরিয়ে রয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় দেহাংশ। অপর ভিডিয়োয় মৃত যুবক-যুবতীদের পার্টি করতেও দেখা গিয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ৭ জন যুবক-যুবতী ছিলেন। তাঁরা পার্টি থেকে ফিরছিলেন। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। মৃতদের নাম কুণাল কুকরেজা (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪), নব্যা গোয়েল (২৩), কামাক্ষী (২০), গুনিত (১৯)। সিদ্ধার্থ আগরওয়াল (২৫) নামক যে যুবক পার্টির আয়োজন করেছিল, একমাত্র সেই দুর্ঘটনায় রক্ষা পেয়েছে। তবে তাঁর অবস্থাও সঙ্কটজনক।
Post A Comment:
0 comments so far,add yours