চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে টিমে জায়গা পাননি। বাংলার পেস বোলারের না থাকায় অ্যাডভান্টেজ পাবে প্যাট কামিন্সের টিম। স্বস্তি সাময়িক, পুরোপুরি নয়। তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন সামি।
পরীক্ষায় পাস, দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়া যাচ্ছেন সামি, দাবি ছেলেবেলার কোচের
অস্ট্রেলিয়ার প্রাক্তন মহল বলছে, আগের দুটো সিরিজ জিতলেও এ বার চাপে ভারত। ঘরের মাঠে ০-৩ হারের ধাক্কা যেমন রয়েছে, তেমনই চিন্তায় রেখেছেন ছন্দে না থাকা রোহিত-বিরাটও। অপ্রাপ্তির তালিকায় আরও একজন থাকছেন— মহম্মদ সামি। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে টিমে জায়গা পাননি। বাংলার পেস বোলারের না থাকায় অ্যাডভান্টেজ পাবে প্যাট কামিন্সের টিম। স্বস্তি সাময়িক, পুরোপুরি নয়। তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন সামি। এমনই দাবি করেছেন তাঁর ছেলেবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন।
৩৬১ দিন পর আবার মাঠে ফিরেছেন সামি। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে শেষবার খেলেছিলেন ভারতের হয়ে।তারপর থেকে লম্বা চোটের কবলে পড়েছিলেন। ফিট হওয়ার মাঝে আরও একবার চোটে পড়েন। সে সব মিটিয়ে মাঠে ফিরেছেন প্রবলভাবে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমে দারুণবোলিং করেছেন। ১৯ ওভার বল করে নিয়েছেন ৪ উইকেটও। শুরু থেকেই বলা হচ্ছিল, সামি যদি নিজেকে ম্য়াচ ফিট প্রমাণ করতে পারেন, অস্ট্রেলিয়ায় টিমের সঙ্গে যোগ দেবেন। তাই হতে চলেছে?
Post A Comment:
0 comments so far,add yours