কায়া দা ডান্সিং ওয়াল্ডয়ের অষ্টম তম বার্ষিক পরীক্ষা উপস্তিত টলিউডের বিশেষ কোরীয় গ্রাফার রিকি ও অদিতি

কিছু বছর ধরে কায়া দা ডান্সিং ওয়াল্ডয়ের নাম ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সর্বত্র। প্রধান প্রশিক্ষক অমিয়"র কঠোর পরিশ্রম ও সঠিক প্রশিক্ষনের মাধ্যমে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে স্থান করে নিয়েছে তার নিজের ছাত্র ছাত্রীরা। অমিয়"র প্রশিক্ষনে এর আগেও সাগরদ্বীপ, পাথর প্রতিমা ও কাকদ্বীপ থেকে টিভির পর্দায় রিয়ালিটি শো তে যোগদান করেছে বহু ছাত্র ছাত্রী। 




দক্ষিণ ২৪ পরগণা জেলায় কাকদ্বীপ ব্লকের নিশ্চিন্ত পুর এলাকায় রাখালদাস উচ্চ বিদ্যালয়ে রবিবার কায়া দা ডান্সিং ওয়াল্ডয়ের অষ্টম তম বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই মুহূর্তে উপস্তিত ডান্স ডান্স জুনিয়র ও ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার বিশেষ দুই কোরীয় গ্রাফার রিকি ও অদিতি।




আজ প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। ছাত্র-ছাত্রী অভিভাবক এবং প্রতিবেশী মানুষজন দর্শক সব মিলে ৫০০ জমায়েত হয়েছেন নিশ্চিন্ত পুর এলাকায় রাখালদাস উচ্চ বিদ্যালয়ে কায়া দা ডান্সিং ওয়াল্ডয়ের অষ্টম তম বার্ষিক পরীক্ষার আঙিনায়। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours