পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের,প্রাক্তন এবং বর্তমান সভাপতি এর মধ্যে মারামারি আহত বর্তমান সভাপতি।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লক, যার মধ্যে জি প্লট অঞ্চল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ, সেই দুর্গে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, প্রাক্তন সভাপতি শেখ নুর ইসলামের সঙ্গে বর্তমান সভাপতি কার্তিক মাইতির দীর্ঘদিনের দ্বন্দ।
আর এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উল্লেখ্য শেখ নুর ইসলাম কে আগে না জানিয়ে বিধায়ক সমীর কুমার জানা কার্তিক দাসের সঙ্গে জোকসাজস করে দল থেকে সাসপেন্ড করে নুর ইসলাম কে এমনই অভিযোগ বিক্ষোভ কারিদের। এমনকি বিধায়ক দীপঙ্কর দাস কে ও সাসপেন্ড করেছিলেন।
এই খবর শোনার পর শেখ নুর ইসলামের সমর্থককারী তৃণমূল কর্মীরা তটের বাজার এলাকায় মিছিলের সঙ্গে বিক্ষোভ দেখায়।
তারপরেই বর্তমান সভাপতি কার্তিক মাইতি এলাকায় বার হলে তাকে নুরুল সমর্থককারীরা মারধর করে বলে অভিযোগ, আহত কাত্তিককে হসপিটালে পাঠানো হয়। ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানা নুর ইসলামের ভাই এবং ছায়া সঙ্গীকে গ্রেফতার করেকাকদ্বীপ আদালতে তুলেছে।
Post A Comment:
0 comments so far,add yours