নরেন্দ্র মোদীর কথায়, "দেশের প্রতিটা মানুষ বলছেন, প্রতি পরিবার বলছে, ম্যয় হু মোদীকা পরিবার। আমার কারও জন্য ব্যাঙ্ক ব্যালান্স রাখার দরকার নেই। বাংলো বাড়ি রাখতে হবে না।" একইসঙ্গে এদিন নরেন্দ্র মোদী আহ্বান জানান, উত্তরের প্রতিটি আসনে প্রতি বুথে যেন পদ্ম ফোট


শিলিগুড়ি: নাম না করে শিলিগুড়ি থেকে ‘ভাতিজা’ শ্লেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরিবারতন্ত্রের অভিযোগকে সামনে রেখে মোদীর মুখে শোনা গেল কংগ্রেসের কথাও। শিলিগুড়ির কাওয়াখালিতে শনিবার জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, তৃণমূলের লোকেদের চিন্তা ‘ভাতিজা’। কংগ্রেসের লোকজনের নিজে দের পরিবার নিয়ে চিন্তা। সাধারণ মানুষের কথা একমাত্র বিজেপিই ভাবে।

নরেন্দ্র মোদীর কথায়, “দেশের প্রতিটা মানুষ বলছেন, প্রতি পরিবার বলছে, ম্যয় হু মোদীকা পরিবার। আমার কারও জন্য ব্যাঙ্ক ব্যালান্স রাখার দরকার নেই। বাংলো বাড়ি রাখতে হবে না।” একইসঙ্গে এদিন নরেন্দ্র মোদী আহ্বান জানান, উত্তরের প্রতিটি আসনে প্রতি বুথে যেন পদ্ম ফোটে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours