গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করলেন, ষড়যন্ত্রের শিকার তিনি।

কলকাতা : শুক্রবার জোকা ESI হাসপাতালে নাটকীয় পরিস্থিতি! হাসপাতালে ঢোকার মুখে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee ) ! কার্যত মুর্ছা যাওয়ার পরিস্থিতি! আর এদিনই মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর, ঢুকতে-বেরোতে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়! গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করলেন, ষড়যন্ত্রের শিকার তিনি।

অধীরের কড়া প্রতিক্রিয়া 
এই দাবির পরই তৃণমূল ও বিরোধী শিবির থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ( Adhir Chowdhury ) বলেন, ' তৃণমূলের ভোটার, তারা সৎ, তৃণমূলের সমর্থক, তারা সৎ ! তাদের সততাকে , তাদের আন্তরিকতাকে , তৃণমূলের রথী মহারথীরা অপব্যবহার করে ধন কুবেরে রূপান্তরিত হয়েছেন। আভি তো স্রেফ ঝাঁকি হ্যায় , বহত কুছ বাকি হ্যায়। মন্তব্য করেন অধীর। এই তৃণমূল দেখে বাংলার মানুষ ভোট দেননি বলে মনে করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। সেই সঙ্গে তিনি বলেন, ' দিদি নিজেকে সারদামণি, রানি রাসমণি দেখানোর চেষ্টা করছেন, আসলে তিনি চোরেদের রানি ' 
ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, কুণালের প্রতিক্রিয়া 
শুক্রবার, ESI হাসপাতাল থেকে বের করার সময়ও, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়! তিনি বলেন, দলের সিদ্ধান্ত ঠিক কী না, সময় বলবে। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ' আইনের অধিকার তাঁর খোলা রয়েছে। অতীতে অনেকের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, পরবর্তীতে সাল-তারিখ-চালচিত্র দেখে, একটু ভেবে দেখবেন। কোনটা ঠিক ছিল, কোনটা ভুল হয়েছিল। তাহলে দেখবেন কালের যাত্রাপথে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।'
নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার , অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। মন্ত্রিসভা থেকে সরানোর পর এই তিনটি দফতর আপাতত নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে তিনি এই তিনটি দফতর কাকে দেবেন? না কি পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে এই ভয়ঙ্কর কাণ্ডের পর শেষ অবধি কি মন্ত্রিসভা ঢেলে সাজাবেন মুখ্যমন্ত্রী? ঘরে-বাইরে তীব্র প্রতিক্রিয়ার মুখে দীর্ঘদিন ঘনিষ্ঠ বৃত্তে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অবশেষে সরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, তাতে অবশ্য বিন্দুমাত্র সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের দাবি, কান নয়, মাথা ধরতে হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours