বিনা চিকিৎসায় এক মাসের কন্যা সন্তানের মৃত্যু: অভিযোগ তির সাগর গ্রামীন হাসপাতালের বিরুদ্ধে

২৭শে মে সোমবার সকালে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের মধ্যে এই ঘটনাটি ঘটেছে, সাগর গ্রামীণ হাসপাতালে। সকালে খানসাহেব আবাদ এলাকার বাসিন্দা শিবশংকর মহতার মাত্র এক মাসের মেয়ে তুলিকা মহতা, শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ বোধ করায় তাকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু পরিবার সূত্রে অভিযোগ,সকালে হাসপাতালে এসে দেখেন হাসপাতালে কোন ডাক্তারবাবু নেই।