চমকে দিলেন সাগর কন্যা, দেশের হয়ে কানাডায় একের পর এক মেডেল দখল।
সোনা ও ব্রোঞ্জ জয়ী সাগর কন্যা দেশের হয়ে ইতিহাস গড়লেন কানাডায়। দক্ষিণ ২৪ পরগণা জেলার সাগর দ্বীপের নন্দের বাজার গ্রামের কন্যা রাজশ্রী দাস, এখন কানাডায় ভারতের প্রতিনিধি হিসেবে। কানাডায় অনুষ্ঠিত বিশ্ব পুলিশ এথেলেটিক চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ পদক ও হাইজ্যামপ এ স্বর্ণ পদক জিতে ভারতকে গর্বিত করলো। সুন্দরবন এর এই কৃতী সন্তানের জন্য সমগ্র সুন্দরবনবাসীর তরফ থেকে অনেক শুভেচ্ছা। পদকজয়ী রাজশ্রী দাসের ফিরে আসার অপেক্ষায় এখন দেশ রাজ্য সহ সকল সাগরদ্বীপ বাসী।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours